Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Questions Answers of Various Movements. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন আন্দোলন সংক্রান্ত প্রশ্নোত্তর | Questions Answers of Various Movements। এই বিভিন্ন আন্দোলন সংক্রান্ত প্রশ্নোত্তর | Questions Answers of Various Movements || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
বিভিন্ন আন্দোলন সংক্রান্ত প্রশ্নোত্তর | Questions Answers of Various Movements
- ভারতে প্রথম কাপড়ের কল কবে ও কোথায় নির্মিত হয়?
উঃ ১৮৫৩ খ্রীষ্টাব্দে কাউয়াসজী নানভাই দাভর বোম্বাই-এ প্রথম কাপড়ের কল নির্মাণ করেন।
- ভারতে প্রথম পাটকল কোথায় নির্মিত হয়?
উঃ কলকাতার কাছে রিষড়ায়।
- ভারতে প্রথম লৌহ ও ইস্পাত কারখানা কবে কোথায় প্রতিষ্ঠিত হয়?
উঃ মাদ্রাজের কাছে পোর্টনাভোতে ১৮২০ খ্রীষ্টাব্দে।
- জর্জ অকল্যাণ্ড কে?
উঃ প্রথম পাটকল নির্মাতা।
- কাউয়াসজী নানাভাই দাভর কে?
উঃ ভারতে প্রথম কাপড়ের কল নির্মাতা।
- দুটি ইংরেজ শিল্প প্রতিষ্ঠানের নাম কর।
উঃ লৌহ ইস্পাত শিল্প ও জাহাজ নির্মাণ শিল্প।
- নিখিল ভারত কিষাণ সভা কত সালে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৩৬ সালে।
- নিখিল ভারত কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন? প্রথম সম্পাদকই বা কে ছিলেন?
উঃ সভাপতি ছিলেন সহজানন্দ সরস্বতী ও সম্পাদক ছিলেন এন জি রঙ্গ।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়?
উঃ ১৯৩৯ খ্রীষ্টাব্দে ৩রা সেপ্টেম্বর।
- সুভাষচন্দ্রকে কংগ্রেস থেকে কবে বহিষ্কার করা হয়?
উঃ ১৯৩৯ খ্রীষ্টাব্দে।
- ত্রিপুরী কংগ্রেসে সুভাষচন্দ্র কংগ্রেসের সভাপতি নির্বাচিত হলে কে মন্তব্য করেছিলেন ‘সীতারামাইয়ার পরাজয় আমার পরাজয়’?
উঃ গান্ধীজী।
- কে কোন পত্রিকায় প্রথম ইংরেজদের ভারত ছাড়ার আহ্বান জানায়?
উঃ গান্ধীজী তাঁর ‘হরিজন’ পত্রিকায়।
- মাতঙ্গিনী হাজরা কোন আন্দোলনে ইংরেজের গুলিতে নিহত হন?
উঃ ১৯৪২ খ্রীষ্টাব্দের ভারত ছাড়ো আন্দোলনে।
- বেন-ব্যাডলি ও ফিলিপ স্প্র্যাট কে ছিলেন?
উঃ বিখ্যাত কমিউনিস্ট নেতা।
- কংগ্রেসের মধ্যে সোসালিস্ট পার্টি কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৩৪ খ্রীষ্টাব্দে।
- মীরাট মামলা’ কবে দায়ের করা হয়?
উঃ ১৯৩৪ খ্রীষ্টাব্দে। বোম্বাই শহরে। সভাপতি ছিলেন লালা লাজপৎ রায়।
- ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯২৯ খ্রীষ্টাব্দে।
- ভারতে কমিউনিস্ট আন্দোলনের পুরোধা ছিলেন কারা?
উঃ শ্রীপাদ অমৃত ডাঙ্গে, মুজফফর আমেদ।
- All India Peasants’ and Workers’ Parties – এর প্রথম সর্বভারতীয় সম্মেলন কবে কোথায় হয়েছিল?
উঃ ১৯২৮ সালে কলকাতায়।
- AITUC কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? এর প্রথম অধিবেশনের সভাপতি কে?
উঃ বোম্বাই শহরে। লালা লাজপত রায়।
- রুশ বিপ্লব কবে ঘটে?
উঃ ১৯১৭ সালের নভেম্বর মাসে।
- অল ইণ্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস (AITUC) কবে স্থাপিত হয়?
উঃ ১৯২০ সালের ৩১ শে অক্টোবর।
- নেহেরু রির্পোট কবে প্রকাশিত হয়?
উঃ ১৯২৮ খ্রীষ্টাব্দে।
- স্বামী শ্রদ্ধানন্দ কে ছিলেন?
উঃ উত্তর প্রদেশের আর্য সমাজের নেতা।
- ‘I have burnt my boats’ – কার উক্তি?
উঃ মহাত্মা গান্ধীর।
- গান্ধীজী কত খ্রীষ্টাব্দে ডাণ্ডি অভিযান করেন?
উঃ ১৯৩০ খ্রীষ্টাব্দের ১২ শে মার্চ।
- আইন অমান্য আন্দোলন কবে স্থগিত হয়?
উঃ ১৯৩১ খ্রীষ্টাব্দের ৬ই এপ্রিল।
- গান্ধী-আরউইন চুক্তি কবে সাক্ষরিত হয়?
উঃ ১৯৩১ খ্রীষ্টাব্দের ৫ই মার্চ।
- লাহোর কংগ্রেসের সভাপতি কে ছিলেন?
উঃ জওহরলাল নেহেরু।
- আইন অমান্য আন্দোলনের সিদ্ধান্ত কংগ্রেসের কোন অধিবেশনে গৃহীত হয়?
উঃ লাহোর অধিবেশনে।
- সাইমন কমিশনের কতজন সদস্য ছিলেন?
উঃ সাত জন।
- জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে ঔপনিবেশিক স্বায়ত্তশাসনের দাবী বাতিল করে পূর্ণ স্বরাজকে কংগ্রসের লক্ষ্য হিসাবে গ্রহণ করা হয়?
উঃ ১৯২৯ খ্রীষ্টাব্দের লাহোর কংগ্রেসে।
- লাহোর কংগ্রেস কত খ্রীষ্টাব্দে অনুষ্ঠিত হয়?
উঃ ১৯২৯ খ্রীষ্টাব্দে।
- কংগ্রসের কোন অধিবেশনে অসহযোগ আন্দোলনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়?
উঃ ১৯২০ খ্রীষ্টাব্দের ডিসেম্বর মাসে নাগপুর অধিবেশনে।
- কোন ঘটনায় বিচলিত হয়ে গান্ধীজী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন?
উঃ চৌরিচৌরার ঘটনায়।
- কত খ্রীষ্টাব্দে সাইমন কমিশন নিযুক্ত হয়?
উঃ ১৯২৭ খ্রীষ্টাব্দে।
- খিলাফৎ আন্দোলনের প্রধান মুসলমান নেতাদের নাম কর?
উঃ মওলানা মোহাম্মদ আলি, মাওলানা শওকত আলি, মওলানা আবুল কালাম আজাদ।
- খিলাফতের দাবিতে অসহযোগ আন্দোলন কবে শুরু হয়?
উঃ ১৯২০ খ্রীষ্টাব্দে।
- ইংরেজদের দেওয়া কাইজার-ই-স্বর্ণপদক প্রত্যপর্ণ করেছিলেন কে?
উঃ মহাত্মা গান্ধী।
- মহাত্মা গান্ধী ভারতের কোন স্থানে প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন?
উঃ বিহারের চম্পারণ জেলায়।
- রাউলাট আইন কত খ্রীষ্টাব্দে পাশ হয়?
উঃ ১৯১৯ খ্রীষ্টাব্দে।
- জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে কার আদেশে অনুষ্ঠিত হয়?
উঃ ১৯১৯ খ্রীষ্টাব্দে ১৩ই এপ্রিল জেনারেল মাইকেল ও ডায়ারের আদেশে।
- দক্ষিণ আফ্রিকায় কোন ভারতীয় নেতা ভারতীয়দের অধিকার রক্ষার জন্য সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন?
উঃ মোহনদাস করমচাঁদ গান্ধী।
- ভারতের রাজনীতিতে সত্যাগ্রহ আন্দোলনের প্রবর্তক কে?
উঃ মহাত্মা গান্ধী।
- কত খ্রীষ্টাব্দে মহাত্মা গান্ধী জন্মগ্রহণ করেন?
উঃ ১৮৬৯ খ্রীষ্টাব্দের ২ রা অক্টোবর।
- হোমরুল লীগ কে কোথায় এবং কবে প্রতিষ্ঠা করেন?
উঃ অ্যানি বেসান্ত ১৯১৬ খ্রীষ্টাব্দে মাদ্রাজে প্রতিষ্ঠা করেন
- ভারতীয় হোমরুল লীগ কে কোথায় এবং কবে প্রতিষ্ঠা করেন?
উঃ ১৯১৬ খ্রীষ্টাব্দে বাল গঙ্গাধর তিলক মহারাষ্ট্রের পুনাতে।
- বঙ্গভঙ্গ কখন রদ হয়?
উঃ ১৯১১ সালে।
- কোন ভাইসরয় বঙ্গভঙ্গ রদ করেন?
উঃ লর্ড হার্ডিঞ্জ।
- জালিয়ানওয়ালবাগের হত্যাকাণ্ড কবে কোথায় ঘটেছিল?
উঃ ১৯১৯ খ্রীষ্টাব্দের ১৩ই এপ্রিল পাঞ্জাবের অমৃতসরে।
- কে কত খ্রীষ্টাব্দে স্বরাজ্য দলের প্রতিষ্ঠা করেন?
উঃ ১৯২৩ খ্রীষ্টাব্দে ১লা জানুয়ারি চিত্তরঞ্জন দাশ।
- গান্ধীজী কবে কোথায় জন্মগ্রহণ করেন?
উঃ ১৮৬৯ খ্রীষ্টাব্দে ২রা অক্টোবর গুজরাটের পোরবন্দরে।
- গান্ধীজীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন কবে শুরু হয়?
উঃ ১৯২০ খ্রীষ্টাব্দে।
- দেশবন্ধু’ নামে পরিচিত কে?
উঃ চিত্তরঞ্জন দাশ।
- কবে বঙ্গভঙ্গের পরিকল্পনা সরকারিভাবে ঘোষিত হয়?
উঃ ১৯০৫ সালের ১৯ শে জুলাই।
- চম্পারণ কৃষিবিল কবে পাশ হয়?
উঃ ১৯১৭ খ্রীষ্টাব্দে পাশ হয়।
- কে কবে কোথায় ‘অযোধ্যা কিষাণ সভা প্রতিষ্ঠা করেন?
উঃ ১৯২০ খ্রীষ্টাব্দে বাবা রামচন্দ্র।
- একা বা একতা বিদ্রোহ কবে কোথায় শুরু হয়?
উঃ উত্তরপ্রদেশের হরদৈ, বারাবাঁকি, সীতাপুর বারাইচ প্রভৃতি স্থানে।
- মোপলা বিদ্রোহ কবে সংঘটিত হয়?
উঃ ১৯২১ খ্রীষ্টাব্দে।
- কে কবে রায় সমিতি গড়ে তোলেন?
উঃ অধ্যাপক এন জি রঙ্গ ১৯২৩ খ্রীষ্টাব্দে।
- ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়?
উঃ ১৯৪২ খ্রীষ্টাব্দে।
- ‘সঞ্জীবনী’ পত্রিকার সম্পাদক কে?
উঃ কৃষ্ণকুমার মিত্র।
- কে কবে কোথায় ‘ইণ্ডিয়ান হোমরুল সোসাইটি’ প্রতিষ্ঠা করেন?
উঃ শ্যামজী কৃষ্ণবর্মা ১৯০৫ খ্রীষ্টাব্দে লণ্ডনে হোমরুল সোসাইটি প্রতিষ্ঠা করেন।
- ‘গণবাণী’ পত্রিকার সম্পাদক কে?
উঃ মজুফফর আহমেদ।
- ‘সোসালিস্ট’ পত্রিকার সম্পাদক কে?
উঃ এস. এ. ডাঙ্গে।
- গান্ধী-আরউইন চুক্তি বা দিল্লী চুক্তি কবে সাক্ষরিত হয়?
উঃ ১৯৩১ খ্রীষ্টাব্দের ৫ই মার্চ।
- ‘লেনিন বনাম গান্ধী’ গ্রন্থটির রচয়িতা কে? গ্রন্থটি কবে প্রকাশিত হয়?
উঃ শ্রীপদ অমৃত ডাঙ্গে।
- ‘বুড়িবালামের যুদ্ধ’ কবে হয়?
উঃ ১৯১৬ খ্রীষ্টাব্দে ৯ই সেপ্টেম্বর।
- ব্রিটিশ ভারতের দুজন সাম্যবাদী শ্রমিক সংগঠন নেতার নাম কর।
উঃ মুজ্ফ্ফর আহমেদ, পি. সি. যোশী।
- কে কত সালে ‘ফরওয়ার্ড ব্লক’ গঠন করেন?
উঃ ১৯৩৯ সালে সুভাষচন্দ্র বসু।
- ‘করেঙ্গে ইয়া মরেঙ্গে’ – উক্তিটি কার?
উঃ গান্ধীজীর।
- কে কবে কোথায় ‘আজাদ হিন্দ ফৌজ’ গঠন করেন?
উঃ ১৯৪২ খ্রীষ্টাব্দের ১লা সেপ্টেম্বর রাসবিহারী বসু।
- সুভাষচন্দ্র বসু কবে আনুষ্ঠানিক ভাবে আজাদ হিন্দ বাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন?
উঃ ১৯৪৩ খ্রীষ্টাব্দের ২৫ শে আগস্ট।
- বেঙ্গলী পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
- ‘পাঞ্জাব কেশরী’ নামে পরিচিত কে?
উঃ লালা লাজপৎ রায়।
- মানবেন্দ্র নাথ রায়ের প্রকৃত নাম কী?
উঃ নরেন্দ্রনাথ ভট্টাচার্য।
- ‘বাঘা যতীন’ কার নাম?
উঃ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের।
- তাসখন্দে কমিউনিস্ট পার্টি কবে গঠিত হয়?
উঃ ১৯২০ খ্রীষ্টাব্দে।
- খেদা আন্দোলন কবে শুরু হয়?
উঃ ১৯১৮ খ্রীষ্টাব্দে।
- কবে বঙ্গভঙ্গ রদ করা হয়?
উঃ ১৯১১ খ্রীষ্টাব্দে ১২ ই ডিসেম্বর।
- তিন কাঠিয়া ব্যবস্থা কবে প্রচলিত ছিল?
উঃ বিহারের চম্পারণে।
- কোন বছরে চৌরিচৌরার ঘটনাটি ঘটে?
উঃ ১৯২২ খ্রীষ্টাব্দের ৫ই ফেব্রুয়ারি।
- খিলাফৎ আন্দোলনের দুজন নেতার নাম লেখো।
উঃ মহম্মদ আলি, সৌকত আলি।
- কানপুর ষড়যন্ত্র মামলা কবে হয়?
উঃ ১৯২৪ খ্রীষ্টাব্দে।
Also Read:- Daily Current Affairs in Bengali
Also Read:- Daily Current Affairs in English
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here
🔵🔴 দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here
[ Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন। ]