ছাত্রজীবন | Student Life | প্রবন্ধ রচনা

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি ছাত্রজীবন | Student Life | প্রবন্ধ রচনা. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ছাত্রজীবন | Student Life | প্রবন্ধ রচনা। এই ছাত্রজীবন | Student Life | প্রবন্ধ রচনা || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



ছাত্রজীবন | Student Life | প্রবন্ধ রচনা

ভূমিকাঃ- মানবজীবনে শিক্ষা ও বিদ্যাচর্চার কোনো বয়স নেই। তবুও প্রাতিষ্ঠানিক শিক্ষা ও বিদ্যার্জনের সময়কে সাধারণভাবে ছাত্রজীবন বলা চলে। ছাত্রজীবন জীবনের সর্বোৎকৃষ্ট সময়। এসময় মানুষের মন থাকে কলুষতা মুক্ত। জীবনে চলার পথের পাথেয় মানুষ ছাত্রজীবনে সঞ্চয় করে। ছাত্রজীবনে অর্জিত সুশিক্ষা, সৌজন্য, শিষ্টাচার, সমাজসেবা, দেশপ্রেম মানুষের মধ্যে জীবনভর বিরাজ করে। তাই এসময় পড়াশোনা, বিদ্যার্জন ও নানা দিকে ব্যুৎপত্তি অর্জন করলে বাকি জীবনটা বেশ মসৃণভাবে কাটে। 



ছাত্রজীবনে সৌজন্য ও শিষ্টাচারঃ- মানবজীবনে অন্যতম শ্রেষ্ঠ সদ্‌গুণ হলো সৌজন্য ও শিষ্টাচার। শিষ্টাচারের মধ্য দিয়ে ছাত্র – ছাত্রীরা নিজের অন্তরাত্মার দেখা পায়। নিজেকে ভালোভাবে জানা ও অন্যকে বোঝার জন্য ছাত্রজীবনে শিষ্টাচারের সাধনা করতে হয়। প্রকৃত জ্ঞানলাভ করতে হলে ছাত্র – ছাত্রীদের শিষ্টাচারী হতেই হবে। কেননা নিরপেক্ষতাবোধ ও স্বার্থত্যাগের মতো মহৎ মনোবৃত্তি মানুষ শিষ্টাচারের মধ্য দিয়েই অর্জন করে। ছাত্রজীবনে মানুষকে বিদ্যার্জনের পাশাপাশি শিষ্টাচারের প্রাথমিক পাঠও গ্রহণ করতে হয়। অন্যদিকে, সৌজন্য মানুষের জীবনে অলংকার স্বরূপ। এটা এমন এক মনোবৃত্তি যেখানে আমাদের কোনো বিশেষ ব্যয় হয় না। মিষ্টভাষা, মিতভাষা, নম্রতা, ভদ্রতা মিলেমিশে সৌজন্যবোধ গড়ে উঠে। আসলে যাকে কিছু দেওয়া যায় না, তাকেও একটু সৌজন্য দেখানো যায়। এজন্য ছাত্রজীবনেই সৌজন্যবোধের পাঠ গ্রহণ করতে হবে যা সারা জীবন মানুষকে চলার পথে শক্তি জোগাবে ও সাফল্যের পথ প্রশস্ত করবে। 

ছাত্রজীবনে সমাজভাবনাঃ- মানুষ সমাজবদ্ধ জীব। ছাত্রাবস্থায়ই মানুষকে সামাজিকতা, সমাজভাবনা, সমাজসেবা, পরিবেশ সচেতনতা, পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ইত্যাদি বিষয়ে শিক্ষার্জন করতে হয়। “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” –এই মহান বাণী নিজের জীবনে অনুশীলন ও প্রয়োগের শ্রেষ্ঠ সময় ছাত্রজীবন। কর্মজীবনে কিংবা সংসারজীবনে প্রতিদিন আমাদের এসব বিষয়ের মুখোমুখি হতে হয়। তাই বিদ্যার্জনের পাশাপাশি ছাত্রজীবনে সমাজভাবনা, সমাজসেবা, পরিবেশ সচেতনা বিষয়ে যথাসম্ভব ব্যুৎপত্তি অর্জন করা জরুরি।

ছাত্রজীবনে নিয়মশৃঙ্খলাঃ- বিশ্বের প্রতিটি উন্নত দেশ ও সব মহান ব্যক্তির প্রতিষ্ঠার নেপথ্যে রয়েছে নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলার চর্চা। কোন বিষয়টি কখন জরুরি, কোন কাজ ফেলে রাখা উচিত নয়, ব্যক্তিজীবনে কখন কী করতে হবে, কীভাবে চলতে হবে, কী করা উচিত নয় ইত্যাদি বিষয়ে ছাত্রজীবন থেকে সজাগ থাকলে বাকি জীবনটা অনেক মসৃণভাবে কেটে যায়। তাই পড়াশোনা ও বিদ্যার্জনের পাশাপাশি ছাত্রজীবনে নিয়মশৃঙ্খলার প্রাথমিক পাঠও গ্রহণ করতে হবে। 

ছাত্রজীবনে শরীরচর্চাঃ- সুস্থ দেহে সুস্থ মনের বাস। তাই ছাত্রজীবনে সুস্বাস্থ্যের অধিকারী হওয়া জরুরি। এজন্য প্রয়োজন প্রতিদিন নিয়ম করে ব্যায়াম ও শরীরচর্চা করা। এতে শরীর নীরোগ ও নির্মল থাকে। নিয়মিত ব্যায়াম, সাঁতার, খেলাধুলা ইত্যাদির মধ্য দিয়ে সুস্বাস্থ্যের সঙ্গে সঙ্গে মনের স্বাস্থ্য ও তারুণ্যও বজায় থাকে। ছাত্রজীবনে গড়ে তোলা শরীর ও মনের সতেজতা বাকি জীবনে চলার পথে শক্তি জোগায়।

উপসংহারঃ- আজকের ছাত্র – ছাত্রী আগামী দিনের সচেতন নাগরিক। দেশ ও জাতিকে পরিচালনার দায়িত্ব বর্তায় তাদের উপর। বর্তমান সমাজে অপসংস্কৃতি, অশিষ্টের দাপাদাপি দিন দিন বাড়ছে। ছাত্রজীবনে অর্জিত শিষ্টাচার কর্মজীবনে প্রয়োগ করে তারা সাফল্য পাবে। সেই সঙ্গে অশিষ্টের বাড়বাড়ন্ত রুখতেও এ শিষ্টাচার কাজে লাগে। তারুণ্যের ধর্মই অন্যায় – অসুন্দরের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। আর এই রুখে দাঁড়ানো যেন শিষ্টাচারের সীমা লঙ্গন না করে তার শিক্ষা মানুষ পায় ছাত্রজীবনে। সবদিক মিলিয়ে, ছাত্রজীবন এমনই এক প্ল্যাটফর্ম যেখানে অনেক পথ এসে মিশেছে — এর মধ্যে কোনটি বেছে নিলে জীবনটা মসৃণ হবে, দেশ – দশেরও মঙ্গল হবে তার সুচিন্তিত সিদ্ধান্ত ও পাঠ ছাত্রজীবনেই নিতে হবে। 



Also Read:- Daily Current Affairs in Bengali

Also Read:- Daily Current Affairs in English

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।