Important Questions and Answers Regarding Myanmar | মায়ানমার দেশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Important Questions and Answers Regarding Myanmar | মায়ানমার দেশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে Important Questions and Answers Regarding Myanmar | মায়ানমার দেশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। এই Important Questions and Answers Regarding Myanmar | মায়ানমার দেশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



Important Questions and Answers Regarding Myanmar | মায়ানমার দেশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

১. মায়ানমার স্বাধীনতা লাভ করে কত সালে?

উত্তর: ১৯৪৮ সালে।

২. মায়ানমারের জনক কে?

উত্তর: জেনারেল অং সান।

৩. আরাকান রাজ্যের নাম পরিবর্ত করে রাখাইন রাখা হয় কবে?

উত্তর: ১৯৮৯ সালে।

৪. মায়ানমারের বর্তমান প্রেসিডেন্ট কে?

উত্তর: থিন কিয়াও।

৫. মায়ানমারের রাজধানী ও মুদ্রার নাম কী?

উত্তর: রাজধানী- নাইপিদো, মুদ্রা- কিয়াট।

৬. মায়ানমারের আইনসভার নাম কী?

উত্তর: অ্যাসেম্বলি অব দ্য ইউনিয়ন। স্থানীয় নাম- Pyidaungsu Hluttaw (দ্বী কক্ষ বিশিষ্ট)।



৭. মায়ানমারের প্রাচীন নাম কী?

উত্তর: ব্রহ্মদেশ।

৮. রোহিঙ্গা কারা?

উত্তর: মায়ানমারের রাখাইন রাজ্যের একটি জাতিগোষ্ঠী।

৯. রোহিঙ্গাদের জন্মগত অধিকারই অস্বীকার করা হয়–

উত্তর: ১৯৮২ সালের নাগরিকত্ব আইনে।

১০. সোনালী প্যাগোডার দেশ-

উত্তর: মায়ানমার।

১১. মায়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর নাম কী?

উত্তর:BGP (Border Guard Police)

১২. কত সালে অং সান সু চি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন?

উত্তর: ১৯৯১ সালে।

১৩. অং সান সু চির রাজনৈতিক দল-

উত্তর: NLD (National League For Democracy)

১৪. অং সান সু চির পদমর্যাদা কী?

উত্তর: স্টেট কাউন্সিলর (প্রধানমন্ত্রীর সমমর্যাদার)

১৫. এশিয়ার ম্যান্ডেলা নামে পরিচিত-

উত্তর: অং সান সু চি।

১৬. অং সান সূচি প্রথম গৃহবন্দি হন-

উত্তর: ১৯৮৯ সালে।

১৭.কুখ্যাত “ইনসেন” কারাগার কোথায়?

উত্তর: মায়ানমার।

১৮. মংডু কোন দুটি দেশের সীমান্ত এলাকা?

উত্তর: বাংলাদেশ ও মায়ানমার।

১৯. মিয়ামার থেকে বাংলাদেশে আগত নদীর সংখ্যা কতটি?

উত্তর: ৩টি- নাফ , সাঙ্গু , মাতামুহুরী।

২০. “গডস আর্মি” কোন দেশের গেরিলা গোষ্ঠী?

উত্তর: মায়ানমার।



Also Read:- Daily Current Affairs in Bengali

Also Read:- Daily Current Affairs in English

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।