Abgari Exam Questions and Answers | আবগারি পরীক্ষার প্রশ্নোত্তর | পর্ব-30
- পরম শূন্য তাপমাত্রায় কোন গ্যাসের আয়তন কত হয় ?
উত্তর: শূন্য।
- বিশ্বের কোন দেশটি পারমাণবিক শক্তির অধিকারী নয় ?
উত্তর: জার্মানি।
- মানুষের শরীরে কয় জোড়া ক্রোমোজোম থাকে ?
উত্তর: 23 জোরা ।
- ভয় পেলে গায়ের লোম খাড়া হয়ে যায় কোন হরমোনটি প্রভাবে ?
উত্তর: অ্যাডরেনালিন।
- জমির লবনাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি ?
উত্তর: জল সেচ ব্যবস্থা।
- অসম্পৃক্ত হাইড্রোকার্বন কোনটির নাম লেখো ?
উত্তর: ইথিলিন।
- ইথানল জীবানুর উপস্থিতিতে বায়ু দ্বারা জারিত হলে তা থেকে কি পাওয়া যায় ?
উত্তর: এসিটিক এসিড।
- সর্বাধিক পটাশিয়াম যুক্ত খাদ্যটির নাম লেখো ?
উত্তর: ডাব।
- মানবদেহে কতগুলি হাড় আছে ?
উত্তর: 206 টি।
- রক্ত জমাট বাঁধতে কোন ধাতব আয়ন সাহায্য করে থাকে ?
উত্তর: ক্যালসিয়াম।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
Also Read:- Daily Current Affairs in Bengali
Also Read:- Daily Current Affairs in English
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here
🔵🔴 দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।