বিজ্ঞপ্তি নম্বর :
Phase-X/2022/Selection Posts
নিয়োগকারী সংস্থা: Eastern Railway
পদের নাম: Selection Post Phase-10 Notification 2022
কর্মস্থল: দেশের বিভিন্ন রাজ্যে
শূন্যপদের সংখ্যা: 2065 টি
আবেদন শুরুর তারিখ: 12 May 2022
আবেদন শেষের তারিখ: 13 June 2022
আবেদনের পদ্ধতি: Online
অফিসিয়াল ওয়েবসাইট: http://ssc.nic.in
❒ প্রতিদিনের স্টাডি মেটেরিয়াল ও চাকরির খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:
শিক্ষাগত যোগ্যতা:
ম্যাট্রিক : 10 তম শ্রেণী (হাই স্কুল): ভারতের যেকোনো স্বীকৃত বোর্ডে পরীক্ষা।
ইন্টারমিডিয়েট: ভারতের যেকোনো স্বীকৃত বোর্ডে 10+2 ইন্টারমিডিয়েট পরীক্ষা।
গ্রেডেশন: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে যেকোনো স্ট্রিমে স্নাতক ডিগ্রি।
বয়সসীমা: ১৮ – ৩০ -এর মধ্যে

আবেদন মূল্য: 100 টাকা
নির্বাচনের পদ্ধতি: আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পরে, অনলাইন পরীক্ষার মাধ্যমে সমস্ত যোগ্য প্রার্থীকে নির্বাচন করা হবে।
আবেদনের পদ্ধতি:
উপযুক্ত ও যোগ্য প্রাথীদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।