ONGC Recruitment 2022: দেশের অন্যতম বড় তেল-গ্যাস উত্তোলন সংস্থা ONGC কোম্পানি একাধিক শূন্যপদে ব্যাপক পরিমানে কর্মী নিয়োগ করতে চলছে। অ্যাপ্রেন্টিস হিসাবে এই নিয়োগ করবে দেশের অন্যতম বড় তেল-গ্যাস উত্তোলন সংস্থা। ইতিমধ্যে এই শূন্যপদের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের ইতিমধ্যে এই পদের জন্যে আবেদন করতে বলা হয়েছে। তবে বেশ কয়েকটি শহরের জন্যে সংস্থা (ONGC) এই নিয়োগ (Recruitment 2022)করবে বলে জানানো হয়েছে।
ইতিমধ্যে ওএনজিসি বা অয়েল অ্যান্ড ন্যাচালার গ্যাস কর্পোরেশনের তরফে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদের জন্যে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে করতে হবে। আর তা করতে হলে এই লিঙ্কে- ongcindia.কম – ক্লিক করতে হবে। সেখানেই বিস্তারিত বলা হয়েছে। রেজিস্টার কর আবেদন করতে হবে জানানো হয়েছে। তবে আবেদনের শেষ তারিখ ১৫ মে। এই সময়ের মধ্যেই আবেদন করতে হবে আবেদনকারীকে।
অফিসিয়াল ওয়েবসাইট:- https://ongcindia.com/wps/wcm/connect/en/home/
শূন্যপদের সংখ্যা:-
অ্যাপ্রেন্টিস হিসেবে নিয়োগ করা হবে এমনটাই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। শুধু তাই নয়, প্রায় ৩৬১৪ জনকে নিয়োগ করা হবে বলে খবর। অ্যাকাউন্টস এক্সিকিউটিভ, অফিস অ্যাসিস্ট্যান্ট সহ একাধিক পদে ওএনজিসি (ONGC)- এর তরফে এই নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে। তবে আবেদনের আগে অবশ্যই জরুরি তথ্যগুলি জেনে নিতে হবে।
❒ প্রতিদিনের স্টাডি মেটেরিয়াল ও চাকরির খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:
বিভিন্ন সেক্টরে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত:-
প্রায় ৩৬১৪ জনকে নিয়োগ করা হবে এই শূন্যপদের জন্য। বেশ কয়েকটি সেক্টরের জন্য এই নিয়োগ করা হবে। এই বিষয়ে বিস্তারিত ভাবে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী খবর, নর্দার্ন সেক্টর- ২০৯ টি পদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। ৩০৫ টি শূন্যপদ রয়েছে মুম্বই সেক্টরে। ১৪৩৪ জনকে অ্যাপ্রেন্টিস হিসাবে নিয়োগ করা হবে ওয়েস্টার্ন সেক্টরে। ইস্টার্ন সেক্টর- ৭৪৪ টি পদে। সাদার্ন সেক্টর- ৬৯৪ টি পদে। ২২৮ টি শূন্য পদে নিয়োগ হবে সেন্ট্রালে।
সেন্টার গুলির নাম:-
মেহসানা, জোরহাট, চেন্নাই, নাজিরা, শিবসাগর, শিলচর, কাঁকিনাড়া, কারাইকাল, আগরতলা, কলকাতা তো রয়েছেই। এছাড়াও দেরাদুন, যোধপুর, গোয়া, হাজিরা, মুম্বই, আমেদাবাদ, অঙ্কালেশ্বর, ভদোদরা, ওএনজিসির এই সমস্ত সেক্টরেই এই নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা:-
এই শূন্যপদের জন্যে আবেদনের ক্ষেত্রে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা। বেশ কয়েকটি পদের জন্যে এই নিয়োগ করা হবে। তবে প্রত্যেক ক্ষেত্রেই আবেদনকারীকে নুন্যতম স্নাতক পাশ করতেই হবে। এছাড়া কমার্সে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ল্যাব টেকনিশিয়ান, মেকানিক পদের জন্যেও নিয়োগ করা হবে। তবে এক্ষেত্রে আবেদনকারীকে এই বিষয়ে অবশ্যই আইটিআই ডিগ্রি থাকতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।
বয়সসীমা:-
তবে এই শূন্যপদের জন্যে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স নুন্যতম ১৮ হতেই হবে। তবে সর্বোচ্চ ২৪ বছর পর্যন্ত এই পদের জন্যে আবেদন করা যাবে। স্নাতক হওয়ার পর যাঁরা অ্যাপ্রেন্টিস হিসেবে কাজে যোগ দেবেন তাঁরা পাবেন ৯০০০ টাকা। তবে এক্ষেত্রে কিছু ভাগ রয়েছে। আবেদনের আগে সেই সমস্ত তথ্য ভালো ভাবে জেনে নিতে হবে।