MADHAMIK RESULT 2022 CHECK : যে সমস্ত ছাত্রছাত্রী এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন তাদেরকে জানাই Ajjkal.com -এর পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রতিটা ছাত্রছাত্রীর কাছে মাধ্যমিক রেজাল্ট (WB Madhyamik Result 2022) একটি গুরুত্বপূর্ণ বিষয়। পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ আয়োজিত মাধ্যমিক পরীক্ষা 2022 রেজাল্ট (WB Madhyamik Result 2022) প্রকাশ হবে আগামী 20 জুলাই, 2022।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
প্রতি বছরের মতো এবছরও মাধ্যমিক 2022 -এর ফলাফল দেখা যাবে অনলাইনে। প্রতি বছরের ন্যায় সকাল নটায় সাংবাদিক সম্মেলনে মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশ করবেন এবং সকাল দশটার পর থেকে পর্ষদের ক্যাম্প অফিস থেকে মার্কশিট ও সার্টিফিকেট বিতরনের কাজ শুরু হবে। সকল ছাত্র-ছাত্রী দশটার পর থেকে বিভিন্ন ওয়েবসাইটে নিজেদের ফলাফল জেনে নিতে পারবে। সূত্রের খবর, এবছর মার্কশিটে সচিবের বদলে প্রশাসকের সই থাকবে বলে জানা যাচ্ছে।
CHECK MADHAMIK RESULT– CLICK HERE
“মাধ্যমিক 2022 -এর ফলাফল কোন পদ্ধতিতে জানা যাবে ?” -এই প্রশ্ন সকলের মধ্যেই থাকে। এই প্রশ্নের উত্তর জেনে নিন –
● পশ্চিমবঙ্গ বোর্ডের সরকারি ওয়েবসাইট wbresults.nic.in -এ ফল জানা যাবে
● এরপর পশ্চিমবঙ্গ বোর্ডের দশম শ্রেণির ফলে ক্লিক করতে হবে
● এরপর রোল নম্বর বা অ্যাডমিট কার্ডের নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিতে হবে
● সব তথ্য খতিয়ে দেখে নিতে হবে
● এরপর সেই তথ্য সাবমিট করতে হবে
● এরপরেই স্ক্রিনে ফুটে উঠবে পরীক্ষার ফল
● বিস্তারিত ফল খুঁটিয়ে দেখতে হবে
● পিডিএফ বা প্রিন্ট আউট বের করে নেওয়া ভাল
● কোনও পরীক্ষার্থী যদি ফল দেখে সন্তুষ্ট না হন, তাঁর মনে হয় আরও বেশি নম্বর প্রাপ্য, তাহলে পুনঃমূল্যায়নের জন্য আবেদন জানাতে পারেন। সেক্ষেত্রে যদি পুনঃমূল্যায়নের পর প্রাপ্ত নম্বর বাড়ে, তাহলে নতুন করে মার্কশিট দেওয়া হবে।