Environmental Studies Question Answer In Bengali | Part-34

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Environmental Studies Question Answer In Bengali. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে Environmental Studies Question Answer In Bengali ||. এই Environmental Studies Question Answer In Bengali || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

Environmental Studies Question Answer In Bengali

1) কোন গ্যাস ভুপাল দুর্ঘটনার জন্য দায়ী ?
উঃ- মিথাইল আইসোসায়ানেট (MIC) গ্যাস

2) মিনামাটা রোগের জন্য কোন ধাতু দায়ী ?
উঃ- পারদ

3) ওজন স্তর কোথায় থাকে?
উঃ- ট্র্যাটোস্ফিয়ারে

4) জলকে পরিশ্রুত করতে কোন গ্যাস ব্যবহার করা হয় ?
উঃ- ওজন অথবা ক্লোরিন

5) বিশ্বের সর্বাধিক পারমাণবিক শক্তি উৎপন্ন হয় কোথায় ?
উঃ- আমেরিকা যুক্তরাষ্ট্রে

6) কোন বায়ু দূষকএর প্রভাবে Heart attack হয় ?
উঃ- কার্বন মনোঅক্সাইড

7) অতি বেগুনী রশ্মির প্রভাবে কি হয় ?
উঃ- ত্বকের ক্যান্সার ,চোখে ছানি পড়া, ইত্যাদি

8)১৯৮৪ সালে ভারতের কোথায় গ্যাস দূর্ঘটনা ঘটেছিল ?
উঃ- ভূপালে

9) সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে ?
উঃ- ৮ মিনিট ২০ সেকেন্ড

10) বসুন্ধরা সম্মেলন কোথায় এবং কত সালে অনুষ্ঠিত হয়?
উঃ- ব্রাজিলের রিওতে, ১৯৯২ সালে

11) সাধারণভাবে পৃথিবীতে স্থলভাগের ও জলভাগের অনুপাত কত ?
উঃ- ১:৩

12) লন্ডনের গ্রীনিচ মান মন্দিরের উপর দিয়ে গমনকারী দ্রাঘিমা রেখার নাম কি ?
উঃ- মূল মধ্যরেখা

13) একটি বিকল্প শক্তি উৎসের নাম বলো।
উঃ- সৌরশক্তি

14) আকাশের উজ্জলতম নক্ষত্রের নাম কি ?
উঃ- লুব্ধক

15) ভারতীয় বন আইন প্রথম প্রণয়ন করা হয় ?
উঃ- 1927 সালে

16) ভূ-পৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে বলে ?
উঃ- ছায়াবৃত্ত

17) সৌরজগৎ এর জীবন ও জীববৈচিত্র্য আছে একমাত্র কোথায় ?
উঃ- পৃথিবীতে

18) একটি উদ্ভিদের 1 কিলোগ্রাম খাদ্য উৎপাদন করতে জলের প্রয়োজন হয় ?
উঃ- 999 লিটার

19) W.H.O. এর পরিসংখ্যান অনুযায়ী প্রতিদিন জনপ্রতি রান্নার জন্য ব্যবহৃত জলের পরিমান কত ?
উঃ- 20 লিটার

20) কেন্দু পাতা দিয়ে কি তৈরি হয় ?
উঃ- বিড়ি

21) ডি. ডি. টি. এর প্রভাবে পাখির ডিম কি হয় ?
উঃ- ভঙ্গুর হয়ে যায়

Also Read:- Daily Current Affairs in Bengali

Also Read:- Daily Current Affairs in English

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।