GK Questions Answers for Upcoming Exams | আসন্ন পরীক্ষা জন্যে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি GK Questions Answers for Upcoming Exams. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে আসন্ন পরীক্ষা জন্যে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর | GK Questions Answers for Upcoming Exams ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই আসন্ন পরীক্ষা জন্যে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর | GK Questions Answers for Upcoming Exams || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

আসন্ন পরীক্ষা জন্যে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর | GK Questions Answers for Upcoming Exams

  1. শব্দের তীব্রতা মাপার একক কি?

উত্তরঃ- ডেসিবল।

  1. প্রানিদের বলা হয় –

উত্তরঃ- জ-প্ল্যাংটন।

  1. উদ্ভিদের বলা হয় –

উত্তরঃ- ফাইটোপ্ল্যাংটন।

  1. GIS- এর পুরো নাম কি?

উত্তরঃ- Geographical Information System.



  1. ওজোনস্তরের ক্ষতির জন্য প্রধান দায়ী কোন গ্যাস?

উত্তরঃ- কলোরোফ্লোরো কার্বন।

  1. শব্দের গতি সর্বাপেক্ষা কম-

উত্তরঃ- বায়বীয়। মাধ্যমে।

  1. শব্দের গতি সবচেয়ে বেশি –

উত্তরঃ- কঠিন মাধ্যমে।

  1. ফল পাকানোর জন্য দায়ী –

উত্তরঃ- ইথিলিন।

  1. গতিশীল ট্রেনে বসে থাকা ব্যাক্তির কাছে ট্রেনের গতিবেগ কেমন মনে হবে?

উত্তরঃ- সথির মনে হবে।

  1. “এক্স রশ্মি” কে আবিষ্কার করেন?

উত্তরঃ- উইলহেলম কনরাড রন্টজেন।

  1. পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসেবে কী ব্যবহৃত হয়?

উত্তরঃ- গরাফাইট।

  1. ডিনামাইট আবিস্কার করেন কে?

উত্তরঃ- আলফ্রেড নোবেল।

  1. গতির সূত্র আবিস্কার করেন কে? উত্তরঃ- নিউটন।
  2. প্লবতা সূত্র আবিস্কার করেন কে?

উত্তরঃ- আর্কিমিডিস।

  1. আপেক্ষিকতার সূত্র আবিস্কার করেন কে?

উত্তরঃ- আলবার্ট আইনস্টাইন।

  1. দূরবীক্ষণ যন্ত্র আবিস্কার করেন কে?

উত্তরঃ- গযালিলিও।

  1. কবে পশ্চিমবঙ্গ রাজ্যটির প্রতিষ্ঠা হয়েছিলো?

উত্তরঃ- ২৬ জানুয়ারী, ১৯৫০।

  1. পশ্চিমবঙ্গের প্রচলিত নৃত্যগুলি কি কি?

উত্তরঃ- ছৌ, যাত্রা, কাঠি, গম্ভীরা, ঢালি, মহল, কীর্তন।

  1. কোন রাজ্য সরকার “যশ ভারতী পুরস্কার” প্রদান করে?

উত্তরঃ- উত্তরপ্রদেশ সরকার।

  1. কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়?

উত্তরঃ- ভিটামিন A

  1. সুন্দরবনে বাঘ গণনায় ব্যবহৃত হয়?

উত্তরঃ- পাগ-মার্ক।

  1. ‘আদর্শ বিদ্যালয়’ কোন রাজ্য সরকারের বংশ প্রকল্প?

উত্তরঃ- ওড়িশা।

  1. চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার যে স্বাস্থ্যবিমা চালু করল, সেই প্রকল্পটির নাম কি?

উত্তরঃ- স্বাস্থ্যসাথী।

  1. “কুমায়নি” কোন রাজ্যের লোকনৃত্য?

উত্তরঃ- উত্তরাঞ্চল।

  1. করবেটে ন্যাশনাল পার্ক ” কোন রাজ্যে অবস্থিত ?

উত্তরঃ- উত্তরাখন্ড।

  1. কোন রাষ্ট্রপতি প্রথম ভারতরত্ন পান?

উত্তরঃ- ডঃ সর্বপল্লি রাধাকৃষ্ণণ।

  1. কোন গভর্নর জেনারেল ভারতে প্রথম ডাকটিকিটের প্রবর্তন করেন?

উত্তরঃ- লর্ড ডালহৌসি।

  1. লেলিনের প্রকৃত নাম কি?

উত্তরঃ- ভলাদিমির ইলিচ উইলিয়াভ।

  1. পশুপতিনাথ মন্দির কোথায় অবস্থিত?

উত্তরঃ- নেপাল।

  1. ভারতে 2000 টাকার নোট কবে চালু করা হয়?

উত্তরঃ- 8th November, 2016

  1. বাংলার কোন জেলায় ‘ মিষ্টি হাব ‘ তৈরি হতে চলেছে ?

উত্তরঃ- বর্ধমান জেলায়।

  1. বিড়াল থেকে কোন রোগ ছড়ায়?

উত্তরঃ- ডিপথেরিয়া।

  1. কোন গাছকে সূর্যের কন্যা বলা হয়?

উত্তরঃ- তলাগাছ।

  1. মানবদেহে কোষের আবিষ্কারক কে?

উত্তরঃ- রবার্ট হুক।

  1. রেলওয়ে বোর্ড গত সালে গঠিত হয়?

উত্তরঃ- 1905 সালে।

  1. “The Songs of India” কার লেখা?

উত্তরঃ- সরোজিনী নাইডু।

  1. পৃথিবীর বৃহত্তম ফুলের নাম কি?

উত্তরঃ- রাফলেশিয়া।

Also Read:- Daily Current Affairs in Bengali

Also Read:- Daily Current Affairs in English

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।