Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Revolutionary Activities of the Freedom Fighters. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের বিপ্লবী কার্যকলাপ সমূহ | Revolutionary Activities of the Freedom Fighters ||. নিচে Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের বিপ্লবী কার্যকলাপ সমূহ | Revolutionary Activities of the Freedom Fighters || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের বিপ্লবী কার্যকলাপ সমূহ | Revolutionary Activities of the Freedom Fighters
- 1897 সালে চাপেকর ভাতৃদ্বয় র্যান্ড ও আয়ার্টস কে হত্যা করেন বিচারে তাদের ফাঁসি হয় । এটা ছিল আধুনিক ভারতের প্রথম রাজনৈতিক হত্যাকাণ্ড।
- 1899 খ্রিস্টাব্দে বিনায়ক দামোদর সাভারকর প্রতিষ্ঠা করে মিত্র মেলা।
- 1902 সালে কলকাতায় অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত করে প্রমথনাথ মিত্র ও সতীশ চন্দ্র বসু।
- 1904 সালে মিত্রমেলা পরিচিত হয় অভিনব ভারত হিসাবে।
- 1908 সালে 30 এপ্রিল মুজাফফারপুর এ ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকী কিংসফোর্ডকে হত্যার চেষ্টা করে।
a ) পুলিশের হাতে ধরা পড়ে প্রফুল্ল চাকী আত্মহত্যা করে।
b ) ক্ষুদিরামের ফাঁসি হয় 11 আগস্ট।
- আলিপুর বোমা হামলার দায়ে অরবিন্দ ঘোষ কে গ্রেফতার করা হয়, চিত্তরঞ্জন দাশ তাঁর উকিল ছিলেন।
- 1909 সালে অনুশীলন সমিতি ও যুগান্তর দলকে নিষিদ্ধ ঘোষণা করে ইংরেজ সরকার।
- 1910 সালে সাভারকর গ্রেপ্তার হন। বিচারে তার 26 বছরের কারাদণ্ড হয়।
- 1912 সালে 23 শে ডিসেম্বর রাজবিহারী বসুর পরিকল্পনামতো বড়লাট লর্ড হার্ডিঞ্জের উপর বোমা নিক্ষেপ করেন বসন্ত বিশ্বাস।
- 1914 সালে আত্মোন্নতি সমিতির সদস্যরা কলকাতার রডা কম্পানির দোকান থেকে 50 টি পিস্তল এবং 46000 রাউন্ড গুলি লুঠ করে।
- 1914 সালের 29 সেপ্টেম্বর বাবা গুরদিত সিং 372 জন শিখ যুবককে নিয়ে কোমাগাতামারু নামে একটি ভাড়া করা জাহাজে করে কানাডায় পৌঁছায় কিন্তু সেখানে আশ্রয় না পেয়ে আবার কলকাতা ফিরে এসে বজবজের কাছে অবতরনের সময় পুলিশের সঙ্গে তাঁদের যুদ্ধ শুরু হয় এই যুদ্ধ বজবজের যুদ্ধ নামে পরিচিত।
- 1915 সালে বাঘাযতীন একটি সশস্ত্র বিপ্লবের পরিকল্পনা করেন।
- 1915 সালের 9 সেপ্টেম্বর বুড়িবালামের তীরে ইংরেজ পুলিশ বাহিনীর সঙ্গে বিপ্লবীদের যুদ্ধ হয় । বাঘাযতীন গুলিবিদ্ধ হয় এবং পরে হাসপাতালে মারা যান।
- 1915 সালে বিপ্লবী রাসবিহারী বসু পি এন ঠাকুর ছদ্মনামে জাপানে পালিয়ে যাই।
- 1925 সালে 7 ই আগস্ট hindustan republican association এর বিপ্লবীরা রাম প্রসাদ বিসমিল ও রাজেন্দ্রনাথ লাহেড়ির নেতৃত্বে একটি দুঃসাহসিক রেল ডাকাতি করে কাকরি নামক স্টেশনে। এরপর গ্রেপ্তার করে এদের বিরুদ্ধে কাকোরি ষড়যন্ত্র মামলা শুরু হয়।
- 1928 খ্রিস্টাব্দে ভগৎ সিংয়ের প্রস্তাব অনুসারে হিন্দুস্তান republican association এর নাম পরিবর্তন করে হিন্দুস্থান সোশালিস্ট republican association রাখা হয়।
- 1928 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে Bhagat Singh Sanders কে হত্যা করেন।
- 1929 সালের ৪ এপ্রিল শ্রমিক বিরোধী ট্রেড Disput বিল এবং জন সুরক্ষা বিল গৃহীত হওয়ার প্রতিবাদে ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত আইন সভায় বোমা নিক্ষেপ করে। তাদের বিরুদ্ধে শুরু হয় লাহোর ষড়যন্ত্র মামলা।
- 1929 সালে শুরু হয় মেছোয়াবাজার বোমা মামলা।
- 1930 সালের 18 এপ্রিল মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন হয়।
21.1930 সালের ৪ ডিসেম্বর Writers Building a বিনয় – বাদল – দীনেশ এর অলিন্দ যুদ্ধ হয়।
- 1931 সালের 23 শে মার্চ Bhagat Singh Sukhdev এবং রাজগুরু কে ফাঁসি দেয়া হয়।
- 1931 সালের 7 জুলাই দীনেশের কাশি হয়।
- 1934 সালে 13 জানুয়ারি সূর্যসেনের ফাঁসি হয়।
বিদেশের মাটিতে সংগ্রাম :
- 1905 সালে শ্যামাজি কৃষ্ণ বর্মা লন্ডনে Indian হোমরুল সোসাইটি প্রতিষ্ঠা করে।
- 1906 সালে শ্রীমতি Bhikaji রুস্তম কামা প্যারিসে Free India Society স্থাপন করেন।
- মাদাম কামা 1907 সালে জার্মানি স্টুটগার্ট শহরে ভারতের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করে।
- 1907 সালে তারক নাথ দাস ও তার সহযোগীরা আমেরিকার ক্যালিফোর্নিয়ায় Indian Independence লীগ প্রতিষ্ঠা করেন।
- Madan lal Dhingra বিদেশের মাটিতে ভারতের প্রথম শহিদ কারণ তিনি সাভারকারের প্রেরণাই 1909 সালে লন্ডনের একজন উচ্চ পদস্থ ইংরেজ কর্মচারীকে হত্যা করেন বিচারে তার ফাঁসি হয়।
- 1913 সালে আমেরিকার San Francisco তে Gadar দল প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠা করে লালা হরদয়াল।
- 1914 সালের 3 সেপ্টেম্বর বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও তার সহযোগীরা বার্লিনে গঠন করে ভারতীয় বিপ্লবী কমিটি আরেকটি নাম বিখ্যাত কলিন কমিটি।
- 1915 সালের 1 লা ডিসেম্বর আফগানিস্তানের রাজধানী কাবুলে অস্থায়ী ভারত সরকার প্রতিষ্টিত হয় এই সরকারের প্রেসিডেন্ট ছিলেন রাজা মহেন্দ্র প্রতাপ এবং প্রধানমন্ত্রী ছিলেন বরকতউল্লাহ।
- 1916 সালের অস্থায়ী ভারত সরকারের বিরুদ্ধে Reshmi Rumal ষড়যন্ত্র মামলা শুরু হয়।
- ভারতের বাইরে প্রথম সেনাবাহিনী গঠন করে রাসবিহারী বসু।
Also Read:- Daily Current Affairs in Bengali
Also Read:- Daily Current Affairs in English
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here
🔵🔴 দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।