Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Bengali Literature Question answer | বাংলা সাহিত্যের জ্ঞানভান্ডার. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে Bengali Literature Question answer | বাংলা সাহিত্যের জ্ঞানভান্ডার ||. নিচে Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই Bengali Literature Question answer | বাংলা সাহিত্যের জ্ঞানভান্ডার || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
Bengali Literature Question answer | বাংলা সাহিত্যের জ্ঞানভান্ডার
1. বিদ্যাপতি কার সভাকবি ছিলেন ?
উত্তরঃ- মিথিলার রাজা শিবসিংহের।
2. কার অনুরােধে কাজী নজরুল ইসলাম “কাণ্ডারী হুঁশিয়ারি” গ্রন্থটি লিখেছিলেন ?
উত্তরঃ- নেতাজী সুভাষচন্দ্র বােসের।
3. কোন দেশে সনেটের উৎপত্তি হয় ?
উত্তরঃ- ইতালী।
4. বঙ্গীয় সাহিত্য সম্মেলনের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন ?
উত্তরঃ- রবীন্দ্রনাথ ঠাকুর।
5. সত্যজিৎ রায়ের তিনকন্যার তিনটি গল্পের নাম কী কী ?
উত্তরঃ- পােস্টমাস্টার, মনিহারা, সমাপ্তি।
6. ঈশপের গল্পের প্রথম অনুবাদ কে করেছিলেন ?
উত্তরঃ- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
7. যে অভিনেত্রী শ্রীরামকৃষ্ণের আশির্বাদ পেয়েছিলেন তার নাম কী ?
উত্তরঃ- নটী বিনােদিনী।
8. পেশাদারী মঞে সাধারণের বিনােদনের জন্য অভিনীত প্রথম বাংলা নাটক কী ?
উত্তরঃ- কুলীন কুলসর্বস্ব।
9. ‘সন্দেশ’ পত্রিকার এর সম্পাদক কে ছিলেন ?
উত্তরঃ- সত্যজিৎ রায়
10. বিখ্যাত নৃত্যশিল্পী উদয়শংকর একটি ছবি পরিচালনা করেছিলেন, তার নাম কী ছিল ?
উত্তরঃ- কল্পনা
11. বাংলার কোন বিখ্যাত কবির মৃত্যু হয় ট্রাম দুর্ঘটনায় ?
উত্তরঃ- কবি জীবনানন্দ দাশ।
12. বেদকে চারভাগে কে বিভক্ত করেন ?
উত্তরঃ- মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস।
13. নীরদ সি চৌধুরী কি ছদ্মনামে একসময় লিখতেন ?
উত্তরঃ- একেলা।
14. ‘ফকির অব জঙ্গিরা’ কাব্যগ্রন্থটি কার রচনা ?
উত্তরঃ- ডিরােজিও -এর।
15. ১৯৪৬ সালের নৌ-বিদ্রোহ নিয়ে বাংলার কোন বিখ্যাত নাটক রচিত হয়েছে ?
উত্তরঃ- শ্রীকল্লোল।
16. আরব্য রজনীতে বাগদাদের কোন খালিফার কথা প্রায়ই বলা হয়েছে ?
উত্তরঃ- খালিফা হারুন অল রশিদ।
17. কোন লেখক প্রথম টাইপরাইটার ব্যবহার করেন ?
উত্তরঃ- মার্ক টোয়েন।
18. বাংলা সাহিত্যে ‘ত্রয়ী বন্দ্যোপাধ্যায়’ কাদের বলা হয়ে থাকে ?
উত্তরঃ- তারাশংকর, বিভূতিভূষণ ও মানিক।
19. ‘রফিকুল ইসলাম’কার ছদ্মনাম ?
উত্তরঃ- উৎপল দত্ত।
20. শরৎচন্দ্রের ‘পথের দাবী’ উপন্যাসে কোন মনীষীর কথা তুলে ধরা হয়েছে ?
উত্তরঃ- বিপ্লবী রাসবিহারী বসু।
Also Read:- Daily Current Affairs in Bengali
Also Read:- Daily Current Affairs in English
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here
🔵🔴 দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।