Railway Metro Exam Practice set in Bengali | Part-17

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Railway Metro Exam Practice set. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে Railway Metro Exam Practice set in Bengali ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই Railway Metro Exam Practice set in Bengali || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

Railway Metro Exam Practice set in Bengali

প্রশ্ন : – ষোড়শ মহাজনপদ গুলির মধ্যে দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদটির নাম কী ?

উত্তর : – ষোড়শ মহাজনপদ গুলির মধ্যে দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদটির নাম অস্মক।

প্রশ্ন : – ষোড়শ মহাজনপদের মধ্যে দুটি প্রজাতান্ত্রিক রাজ্যের নাম কী ?

উত্তর : – ষোড়শ মহাজনপদের মধ্যে দুটি প্রজাতান্ত্রিক রাজ্যের নাম হল বৃজি ও মল্ল।

প্রশ্ন : – ষোড়শ মহাজনপদের মধ্যে কোন মহাজনপদ কালক্রমে সাম্রাজ্যে পরিনত হয় ?

উত্তর : – ষোড়শ মহাজনপদের মধ্যে মগধ কালক্রমে সাম্রাজ্যে পরিনত হয়।

প্রশ্ন : – আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করে ?

উত্তর : – আলেকজান্ডার ৩২৭ খ্রিষ্টপূর্বাব্দেভারত আক্রমণ।

প্রশ্ন : – কোন বিদেশী জাতি প্রথম ভারত আক্রমণ করেন ?

উত্তর : -পারসিক জাতি (খ্রিষ্টপূর্ব ৫৫৮ অব্দে মগদরাজ বিম্বিসারের আমলে) প্রথম ভারত আক্রমণ করেন।

প্রশ্ন : – মগধের কোন রাজার রাজত্বকালে গ্রিক সম্রাট আলেকজান্ডার ভারত আক্রমণ করেন ?

উত্তর : – মগধের নন্দ বংশের শেষ রাজা ধননন্দের রাজত্বকালে গ্রিক সম্রাট আলেকজান্ডার ভারত আক্রমণ করেন।

প্রশ্ন : – নন্দবংশের শেষ সম্রাট কে ছিলেন ?

উত্তর : – নন্দবংশের শেষ সম্রাট ছিলেন ধননন্দ।

প্রশ্ন : – আলেকজান্ডারের ভারত আক্রমণের প্রাক্কালে উত্তর – পশ্চিম ভারতের দুটি রাজতন্ত্রী রাজ্যের নাম লেখো ?

উত্তর : – আলেকজান্ডারের ভারত আক্রমণের প্রাক্কালে উত্তর – পশ্চিম ভারতের রাজতন্ত্রী রাজ্যগুলির মধ্যে অন্যতম ছিল তক্ষশীলা ও পুরু।

প্রশ্ন : – তক্ষশীলার কোন ভারতীয় শাসক প্রথমে আলেকজান্ডারের বশ্যতা স্বীকার করেছিলেন ?

উত্তর : – তক্ষশীলার রাজা অস্তি ভারতীয় শাসকদের মধ্যে প্রথম আলেকজান্ডারের বশ্যতা স্বীকার করেন।

প্রশ্ন : – চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে কোন গ্রিক দূত ভারতে আসেন ?

উত্তর : – চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্ব কালে মেগাস্থিনিস নামে এক গ্রিক দূত ভারতে আসেন।

প্রশ্ন : – ইন্ডিকা কে রচনা করেন ?

উত্তর : – চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় আগত গ্রিক রাজা সেলুকাসের দূত মেগাস্থিনিস ইন্ডিকা রচনা করেন।

প্রশ্ন : – অর্থশাস্ত্র কে রচনা করেন ?

উত্তর : – মৌর্যসম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী কৌটিল্য বাচানক্য অর্থশাস্ত্র কে রচনা করেন।

প্রশ্ন : – বিন্দুসার কে ছিলেন ?

উত্তর : – বিন্দুসার মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্রও পরবর্তীকালে মৌর্যসম্রাট ছিলেন।

প্রশ্ন : – বিন্দুসার কী উপাধি ধারণ করেছিলেন ?

উত্তর : – বিন্দুসার অমিত্রাঘাত উপাধি ধারণ করেছিলেন।

প্রশ্ন : – অমিত্রাঘাত বলতে কী বোঝায় ?

উত্তর : – অমিত্রাঘাত শব্দের অর্থশত্রু নিধন।

প্রশ্ন : – বিম্বিসার কে ছিলেন ?

উত্তর : – গৌতমবুদ্ধের সমসাময়িক বিম্বিসার মগধের হর্ষঙ্ক বংশের রাজাছিলেন।

প্রশ্ন : – অজাতশত্রু কে ছিলেন ?

উত্তর : – অজাতশত্রু মগধের হর্ষঙ্ক বংশের রাজা ও বিশ্বিসারের পুত্র ছিলেন।

প্রশ্ন : – মৌর্যবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

উত্তর : – মৌর্যবংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য।

প্রশ্ন : – চন্দ্রগুপ্ত মৌর্য কত খ্রিস্টপূর্বাব্দে মগধের সিংহাসনে বসেন ?

উত্তর : – চন্দ্রগুপ্ত মৌর্য ৩২৪ খ্রিস্টপূর্বাব্দে মগধের সিংহাসনে বসেন।

প্রশ্ন : – মেগাস্থিনিস কে ছিলেন ?

উত্তর : – মেগাস্থিনিস ছিলেন মৌর্যসম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় উপস্থিতগ্রিক রাজদূত।

Also Read:- Daily Current Affairs in Bengali

Also Read:- Daily Current Affairs in English

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।