ইতিহাস জিকে Solves প্রশ্নোত্তর | History GK Solves Questions Answers in Bengali | Part-11

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি History GK Solves Questions Answers in Bengali. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ইতিহাস জিকে Solves প্রশ্নোত্তর | History GK Solves Questions Answers in Bengali ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই ইতিহাস জিকে Solves প্রশ্নোত্তর | History GK Solves Questions Answers in Bengali || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

ইতিহাস জিকে Solves প্রশ্নোত্তর | History GK Solves Questions Answers in Bengali

  1. আল্লুকার্ক কে ছিলেন ?

উত্তরঃ- ভারতের পর্তুগিজ উপনিবেশের শাসন কর্তা।

  1. আল্লুকার্ক এর সাম্রাজ্যবাদী নীতি কি নামে পরিচিত ?

উত্তরঃ- নীলজল নীতি।

  1. ১৬৯০ খ্রিষ্টাব্দ গুরুত্বপূর্ণ কেন ?

উত্তরঃ- জব চারনক হুগলী নদীর তীরে সুতানটি গ্রামে বাণিজ্য কুঠি তৈরি করেন।

  1. ১৭১৭ খ্রিষ্টাব্দের রাজকীয় মহাসনদ কোন সম্রাট কাকে দিয়েছিলেন ?

উত্তরঃ-মোগল সম্রাট ফারুকশিয়র ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি সুরম্যানকে।

  1. সুরম্যান কে ?

উত্তরঃ- মোগল সম্রাট ফারুকশিয়র এর দরবারে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দূত।

  1. বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন ?

উত্তরঃ- মুর্শিদকুলি খাঁ।

  1. বিদেরার যুদ্ধে কারা পরাজিত হয় ?

উত্তরঃ- ইংরেজদের কাছে ওলন্দাজরা।

  1. কত খ্রিস্টাব্দে সিরাজউদ্দৌলা বাংলার সিংহাসনে বসেন ?

উত্তরঃ- ১৭৫৬ খ্রিস্টাব্দে।

  1. অন্ধকূপ হত্যাকান্ড ঘটনাটি কে প্রচার করেন ?

উত্তরঃ- হলওয়েল।

  1. কি উদ্দেশ্যে অন্ধকূপ হত্যাকান্ড ঘটনাটি প্রচারিত হয় ?

উত্তরঃ- সিরাজউদ্দৌলাকে কলংকিত করার জন্য।

  1. আলিনগরের সন্ধি কবে হয়েছিল ?

উত্তরঃ- ১৭৫৭ খ্রীষ্টাব্দের ৪ ঠা ফেব্রুয়ারি।

  1. আলিনগরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল ?

উত্তরঃ- ইংরেজ ও সিরাজউদ্দৌলার মধ্যে।

  1. কত খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধ হয় ?

উত্তরঃ- ১৭৫৭ খ্রিস্টাব্দের ২৩ শে জুন।

  1. পলাশীর যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন ?

উত্তরঃ- লর্ড ক্লাইভ।

  1. মীরজাফর কে ছিলেন ?

উত্তরঃ- সিরাজউদ্দৌলার সেনাপতি।

  1. পলাশীর যুদ্ধের ফল কি হয়েছিল ?

উত্তরঃ- সিরাজউদ্দৌলার পরাজয় এবং ইংরেজরা জয়ী।

  1. পলাশীর যুদ্ধে সিরাজের পরাজয়ের পর বাংলার নবাব কে হয়েছিলেন ?

উত্তরঃ- মীরজাফর।

  1. মীরজাফরের মৃত্যুর পর কে মুর্শিদাবাদের নবাব হন ?

উত্তরঃ- নাজিম উদ দ্দৌলা।

  1. বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল ?

উত্তরঃ- ১৭৬৪ খ্রিস্টাব্দে ২২ শে অক্টোবর।

Also Read:- Daily Current Affairs in Bengali

Also Read:- Daily Current Affairs in English

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।