কলকাতা সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Questions Answers About Kolkata

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Questions Answers About Kolkata. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে কলকাতা সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Questions Answers About Kolkata ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই কলকাতা সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Questions Answers About Kolkata || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

কলকাতা সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Questions Answers About Kolkata

১. কলকাতা জেলার আয়তন কত বর্গ কিলোমিটার ?

উত্তরঃ- ১৮৫ কিমি (প্রায়)

২. ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে স্থাপিত হয় ?

উত্তরঃ- ১৮০০ খ্রিস্টাব্দে

৩. কলকাতায় কয়টি মহকুমা আছে ?

উত্তরঃ- কলকাতায় কোন মহাকুমা নেই

৪. কলকাতার প্রধান প্রধান খেলার মাঠ কোনগুলি ?

উত্তরঃ- ইডেন গার্ডেন, রবীন্দ্র সরোবর, যুবভারতী ক্রীড়াঙ্গন, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ইত্যাদি

৫. কলকাতা জন্ম কত সালে হয় ?

উত্তরঃ- ১৬৯০ সালে

৬. কলকাতা মোট কয়টি বিশ্ববিদ্যালয় আছে ?

উত্তরঃ- ১১ টি

৭. কলকাতা জেলা কত সালে স্থাপিত হয় ?

উত্তরঃ- ১৯৪৭ সালে

৮. কলকাতা জেলার সাক্ষরতার হার কত ?

উত্তরঃ- ৮৭.১৪ %

৯. কলকাতার বিখ্যাত দর্শনীয় স্থানের নাম কি কি ?

উত্তরঃ- ভিক্টোরিয়া মেমোরিয়াল, ইন্ডিয়ান মিউজিয়াম, রবীন্দ্র সদন, বিড়লা তারামণ্ডল, হাওড়া ব্রিজ, নন্দন, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দর, আলিপুর চিড়িয়াখানা, কালীঘাট মন্দির, পরেশনাথ জৈন মন্দির, রাজভবন, জাতীয় গ্রন্থাগার, টাকশাল ইত্যাদি

১০. কলকাতা পুলিশের হেডকোয়ার্টার্স কোথায় অবস্থিত ?

উত্তরঃ- লালবাজার

১১. কলকাতা আবহাওয়া অফিস কোথায় অবস্থিত ?

উত্তরঃ- আলিপুর

১২. কলকাতার বিখ্যাত ফুটবল ক্লাব গুলির নাম উল্লেখ করো ?

উত্তরঃ- মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান স্পোর্টিং ক্লাব, টালিগঞ্জ অগ্রগামী ইত্যাদি।

১৩. কলকাতা সবচেয়ে বড় শ্মশানঘাট কোনটি ?

উত্তরঃ- কেওড়াতলা মহাশ্মশান

১৪. কলকাতা পূরনিগম কে, কত সালে প্রতিষ্ঠা করেন ?

উত্তরঃ- ১৯১৪ সালে স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা করেন।

১৫. ‘স্টুয়ার্ড হক মার্কেট’ এর বর্তমান নাম কি ?

উত্তরঃ- নিউ মার্কেট।

১৬. কলকাতার সবচেয়ে পুরনো সৌধের নাম কি ?

উত্তরঃ- টাউন হল (১৮০৪ খ্রিষ্টাব্দ)

১৭. ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে স্থাপিত হয় ?

উত্তরঃ- ১৮০০ খ্রিস্টাব্দে।

১৮. কলকাতার সবচেয়ে পুরনো গির্জার নাম কি ?

উত্তরঃ- সেন্ট চার্জ ক্যাথিড্রাল (১৭১৬ খ্রিস্টাব্দ)

১৯. কলকাতা জেলার সদর শহর কোনটি ?

উত্তরঃ- কলকাতা

২০. কলকাতা কোন তিনটি গ্রাম এর সমন্বয়ে গঠিত হয়েছিল ?

উত্তরঃ- কলকাতা, গোবিন্দপুর, সুতানুটি

২১. কলকাতার উপর দিয়ে প্রবাহিত নদীর নাম কি ?

উত্তরঃ- হুগলি নদী

২২. বর্তমানে কলকাতা পৌরসভার কয়টি ওয়ার্ড আছে ?

উত্তরঃ- ১৪৪ টি

২৩. সুতানুটি গ্রামের বর্তমান অবস্থান কোথায় ?

উত্তরঃ- শোভাবাজার

২৪. ভবানী ভবন এর পূর্ব নাম কি ?

উত্তরঃ- এন্ডারসন হাউস

২৫. কলকাতা, গোবিন্দপুর, সুতানুটি, তিন গ্রামের তৎকালীন মালিক কে ছিলেন ?

উত্তরঃ- বরিশার জমাদার সর্বান রায়চৌধুরী

২৬. কলকাতা হাইকোর্ট কবে স্থাপিত হয় ?

উত্তরঃ- ১৮৬১ সালে

২৭. কলকাতা হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয় ?

উত্তরঃ- ১৮১৭ খ্রিস্টাব্দের ২০ জানুয়ারি

২৮. কলকাতা হিন্দু কলেজের বর্তমান নাম কি ?

উত্তরঃ- প্রেসিডেন্সি কলেজ

২৯. কলকাতা বিশ্ববিদ্যালয় কবে স্থাপিত হয় ?

উত্তরঃ- ১৮৫৭ সালের ২৮ জানুয়ারি

৩০. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন ?

উত্তরঃ- জেমস উইলিয়াম কলভিল

৩১. কলকাতার দূরত্ব কত থেকে মাপা হয় ?

উত্তরঃ- রাজভবন থেকে ৩২. হাওড়া ব্রিজ (রবীন্দ্র সেতু) কবে চালু হয় ?

উত্তরঃ- ১৮৪৩ সালের ২৮ ফেব্রুয়ারি

৩৩. শহীদ মিনার কত সালে স্থাপিত হয় ?

উত্তরঃ- ১৮১৫ সালে

৩৪. কলকাতা শহীদ মিনার কার স্মৃতিতে স্থাপিত হয় ?

উত্তরঃ- স্যার ডেভিড অক্টার লোনি

৩৫. কলকাতায় প্রথম কবে ঘোড়ায় টানা ট্রাম চালু হয় ?

উত্তরঃ- ১৮৭৩ সালে

৩৬. কলকাতায় প্রথম কবে ইলেকট্রিক ট্রেন চালায় ?

উত্তরঃ- ১৯০২ সালে

৩৭. কলকাতায় প্রথম কবে চক্র রেল চালু হয় ?

উত্তরঃ- ১৯৮৪ সালে

৩৮. বিনয় – বাদল – দীনেশ বাগ কে আমরা কি নামে চিনি ?

উত্তরঃ- ডালহৌসি স্কোয়ার

৩৯. কলকাতা অকল্যান্ড সার্কাস এর বর্তমান নাম কি ?

উত্তরঃ- ইডেন গার্ডেন

৪০. কলকাতায় প্রথম কত সালে সংবাদপত্র প্রকাশিত হয় ?

উত্তরঃ- ১৭৮০ সালে

৪১. কলকাতায় প্রথম প্রকাশিত সংবাদপত্রের নাম কি ?

উত্তরঃ- হিকির বেঙ্গল গেজেট

৪২. কলকাতার আলিপুর চিড়িয়াখানা কবে স্থাপিত হয় ?

উত্তরঃ- ১৮৮৫ সালের ১ লা জানুয়ারি

৪৩. কলকাতা কর্পোরেশনের প্রথম ডেপুটি মেয়র কে ছিলেন ?

উত্তরঃ- হাসানসুরবদি

৪৪. কলকাতার প্রথম আদালতের নাম কি ?

উত্তরঃ- মেয়রস্ কোর্ট

৪৫. ‘আকাশবাণী ভবন’ নামকরণ করেছিলেন কে ?

উত্তরঃ- রবীন্দ্রনাথ ঠাকুর

৪৬. কলকাতা বেতার কেন্দ্র কবে চালু হয় ?

উত্তরঃ- ১৯২৭ সালে

৪৮. কলকাতা দূরদর্শন কেন্দ্র কবে চালু হয় ?

উত্তরঃ- ১৯৭৫ সালে

৪৯. কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন ?

উত্তরঃ- দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ (১৯২৪)

৫০. কলকাতা ইম্পেরিয়াল লাইব্রেরীর বর্তমান নাম কি ?

উত্তরঃ- ন্যাশনাল লাইব্রেরী

৫১. কলকাতা কত সাল থেকে কত সাল পর্যন্ত ভারতের রাজধানী ছিল ?

উত্তরঃ- ১৭৭২ থেকে ১৯১১ সালের ৩১ শে মার্চ পর্যন্ত।

Also Read:- Daily Current Affairs in Bengali

Also Read:- Daily Current Affairs in English

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।