জীবনবিজ্ঞান জেনারেল সায়েন্স | Life Science General Knowledge in Bengali | Part-10

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Life Science General Knowledge in Bengali. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে জীবনবিজ্ঞান জেনারেল সায়েন্স | Life Science General Knowledge in Bengali ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই জীবনবিজ্ঞান জেনারেল সায়েন্স | Life Science General Knowledge in Bengali || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

জীবনবিজ্ঞান জেনারেল সায়েন্স | Life Science General Knowledge in Bengali

1.  রক্তের উৎপত্তি লাভ কোথা থেকে হয় ?

উত্তরঃ- + ণজ মেসােডাম থেকে রক্তের উৎপত্তি হয়।

2.  মাস্টার গ্যান্ড কাকে বলে ?

উত্তরঃ- পিটুইটারি গ্রন্থিকে।

  1. কোন ভিটামিন প্রজনন প্রক্রিয়ায় সহায়তা করে ?

উত্তরঃ- ভিটামিন-E।

  1. ইউগ্লিনার গমনাঙ্গের নাম কী ?

উত্তরঃ- ফ্ল্যাজেলা।

  1. ব্যাকটেরিয়ার ‘ডি.এন.এ. তন্ত্র থাকে কটি ?

উত্তরঃ- একটি।

  1. তরুক্ষীর কাকে বলে ?

উত্তরঃ- উদ্ভিদের নাইট্রোজেনবিহীন তরল রেচন পদার্থকে।

  1. কয়েকটি পতঙ্গভুক উদ্ভিদের নাম লেখাে।

উত্তরঃ- কলসপত্রী, সূর্যশিশির ও পাতাঝাঝি।

  1. কোন ভিটামিনের অভাবে রাতকানা রােগ হয় ?

উত্তরঃ-  ভিটামিন-A-এর অভাবে।

  1. দুটি নিউরােনের সংযােগস্থলকে কী বলে ?

উত্তরঃ- সাইন্যাপস।

  1. কোন খনিজের অভাবে রক্তচাপ হ্রাস পায় ?

উত্তরঃ- ক্লোরিন, সােডিয়াম।

  1. মানব হৃৎপিণ্ডের ডান নিলয়ের কাজ কী ?

উত্তরঃ- কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত প্রেরণ করা।

  1. পাকস্থলীতে অর্ধপাচিত খাদ্যকে কী বলে ?

উত্তরঃ- কাইম।

  1. হৃৎপিণ্ডের আবরণীকে কী বলে ?

উত্তরঃ- পেরিকার্ডিয়াম।

  1. ভারতের দুটি বিরল প্রাণী কী ?

উত্তরঃ- কস্তুরী মৃগ ও গােল্ডেন ক্যাট।

  1. দ্বিপদ নামকরণ-এর জনক কে?

উত্তরঃ- ক্যারােলাস লিনিয়াস।

16. রক্তকণিকার প্রধান উৎসস্থল কোথায় ?

উত্তরঃ- অস্থিমজ্জা।

17. কী কী খনিজ মৌলের অভাবে অ্যানিমিয়া রােগ হয় ?

উত্তরঃ- লােহা, তামা, কোবাল্ট-এর অভাবে এই রােগ হয়।

  1. চিংড়ির রেচন অঙ্গের নাম কী ?

উত্তরঃ- গ্রিন গ্ল্যান্ড চিংড়ির রেচন অঙ্গের নাম।

  1. গমনে অক্ষম দুটি প্রাণীর নাম লেখাে।

উত্তরঃ- স্পঞ্জ ও সাগর কুসুম।

  1. মানুষের রক্তে গ্লুকোজের পরিমাণ কত ? (প্রতি ১০০ মিলি. রক্ত)

উত্তরঃ- ৮০-১০০ মিলিগ্রাম।

Also Read:- Daily Current Affairs in Bengali

Also Read:- Daily Current Affairs in English

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।