Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Glacier Work Important Questions Answers. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে হিমবাহের কার্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Glacier Work Important Questions Answers ||. নিচে Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই হিমবাহের কার্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Glacier Work Important Questions Answers || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
হিমবাহের কার্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Glacier Work Important Questions Answers
- হিমবাহ কাকে বলে?
উত্তরঃ- বিশালাকৃতির বরফের স্তুপ যখন মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পর্বতের ঢালু বরাবর ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে, তখন তাকে হিমবাহ বলে।
- হিমরেখা কি?
উত্তরঃ- ভূপৃষ্ঠে যে সীমারেখার নিচে বরফ গলে যায় বা যে সীমারেখার উপরে সারাবছর বরফ জমে থাকে, তাকে হিমরেখা বলে।
- হিমরেখার উচ্চতা বা অবস্থান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে?
উত্তরঃ- অক্ষাংশ, উচ্চতা, ভূমির ঢাল, ঋতু পরিবর্তন ইত্যাদি বিষয়ের উপর।
- কোন অঞ্চলে হিমরেখার উচ্চতা সবচেয়ে বেশি?
উত্তরঃ- নিরক্ষীয় অঞ্চলে (প্রায় 5500 মিটার)
- কোন অঞ্চলে হিমরেখার উচ্চতা সবচেয়ে কম হয় ?
উত্তরঃ- মেরু অঞ্চলে (0-600 মিটার)
- আজ থেকে কত বছর আগে শেষবার পৃথিবীতে হিমযুগ এসেছিল?
উত্তরঃ- আজ থেকে প্রায় 30 লক্ষ বছর আগে প্লাইস্টোসিন যুগে।
- নেভে কি?
উত্তরঃ- হিমরেখার ঊর্ধ্বে প্রবল শৈত্যের কারণে যখন তুষারপাত হয়, তখন সেই সদ্য পতিত তুষারকে হালকা পেঁজা তুলোর মতো দেখতে হয়। এই সদ্য পতিত হালকা পেঁজা তুলোর মতো তুষারকে নেভে বলে।
- ফার্ণ কী?
উত্তরঃ- হিমরেখার ঊর্ধ্বে প্রবল শৈত্যের কারণে সৃষ্ট নেভের উপর পুনরায় তুষারপাতের ফলে নিচের তুষারের দৃঢ়তা ও ঘনত্ব বৃদ্ধি পায়। একে ফার্ণ বলা হয়।
- পুনর্জমাটন বা Regelation কাকে বলে?
উত্তরঃ- প্রবল চাপের প্রভাবে নিচের হিমবাহ ও ভূমির সীমানা বরাবর গলনাঙ্ক নেমে গেলে বরফ জলে পরিণত হয়। পরে চাপ হ্রাস পেলে ওই জল আবার বরফে পরিণত হয়। এই প্রক্রিয়াকে পুনর্জমাটন বা Regelation বলে।
- পৃথিবীর শতকরা কত ভাগ অঞ্চল হিমবাহে ঢাকা?
উত্তরঃ- শতকরা 10 ভাগ।
- পৃথিবীর দ্রুততম হিমবাহের নাম কি?
উত্তরঃ- গ্রীনল্যান্ডের জ্যাকোবসভান।
- হিমবাহকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি?
উত্তরঃ- অবস্থানের উপর ভিত্তি করে হিমবাহকে তিন ভাগে ভাগ করা হয়।যথা-মহাদেশীয় হিমবাহ, উপত্যকা হিমবাহ, পাদদেশীয় হিমবাহ।
- মহাদেশীয় হিমবাহ কাকে বলে?
উত্তরঃ- উচ্চ অক্ষাংশে মহাদেশের বিস্তীর্ণ অঞ্চল ব্যাপী বিশালাকৃতির গভীর বরফের স্তূপকে মহাদেশীয় হিমবাহ বলে।
- পৃথিবীর বৃহত্তম ও দীর্ঘতম মহাদেশীয় হিমবাহের নাম কি?
উত্তরঃ- আন্টার্টিকার ল্যাম্বার্ট।
- মহাদেশীয় হিমবাহ অঞ্চলের বরফমুক্ত পর্বত শিখরকে কি বলে?
উত্তরঃ- নুনাটাকস।
- কোন পর্বতে নুনাটাকস দেখা যায়?
উত্তরঃ- আন্টার্কটিকার মাউন্ট তাকাহি পর্বতে।
- উপত্যকা হিমবাহ কাকে বলে?
উত্তরঃ- যেসব হিমবাহ অভিকর্ষের টানে সুউচ্চ পার্বত্য অঞ্চল থেকে উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়, তাদের উপত্যকা হিমবাহ বা পার্বত্য হিমবাহ বলে।
- পৃথিবীর বৃহত্তম ও দীর্ঘতম উপত্যকা হিমবাহের নাম কি?
উত্তরঃ- আলাস্কার হুবার্ড।
- ভারতের কয়েকটি উপত্যকা হিমবাহের নাম লেখ।
উত্তরঃ- সিয়াচেন, বল্টারো, হিস্পার, জেমু, গঙ্গোত্রী ইত্যাদি।
- ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি?
উত্তরঃ- কারাকোরাম পর্বতের সিয়াচেন হিমবাহ।
- পাদদেশীয় হিমবাহ কাকে বলে?
উত্তরঃ- যে সমস্ত হিমবাহ পর্বতের পাদদেশে অবস্থান করে, তাদের পাদদেশীয় হিমবাহ বলে।উচ্চ অক্ষাংশে পর্বতের পাদদেশের উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে বলে পাদদেশীয় হিমবাহ অবস্থান করে।
- পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহের নাম কি?
উত্তরঃ- আলাস্কার ম্যালাসপিনা হিমবাহ।
- সমুদ্র জলে ভাসমান বিশালাকৃতির বরফের চাঁইকে কি বলে?
উত্তরঃ- হিমশৈল।
- হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যবর্তী ফাঁককে কি বলে?
উত্তরঃ- বার্গস্রুন্ড।
- হিমবাহের উপরেস্তরের আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে কি বলে?
উত্তরঃ- ক্রেভাস।
- হিমবাহ কোন কোন প্রক্রিয়ায় ক্ষয়কার্য করে?
উত্তরঃ- অবঘর্ষ ও উৎপাটন প্রক্রিয়ায়।
- হিমবাহের ক্ষয়কার্যের ফলে পর্বতের গায়ে যে হাতলওয়ালা ডেক চেয়ারের মতো ভূমিরূপ গঠিত হয় তাকে কি বলে?
উত্তরঃ- সার্ক বা করি।
- সার্ক বা করি জার্মানিতে কি নামে পরিচিত?
উত্তরঃ- কার।
- সার্ক বা করি নরওয়েতে কি নামে পরিচিত?
উত্তরঃ- বন।
- সার্ক বা করি ওয়েলস এ কী নামে পরিচিত?
উত্তরঃ- কাম।
- সার্ক বা করি ক্যান্ডিনেভিয়ান দেশগুলিতে কি নামে পরিচিত?
উত্তরঃ- বটন ও কেদেল।
- সার্কের মধ্যভাগের অবনত খাতে হিমবাহ গলা জল সঞ্চিত হয়ে যে হ্রদ সৃষ্টি হয় তাকে কি বলে?
উত্তরঃ- করি হ্রদ বা টার্ন।
- ভারতের হিমাচল প্রদেশ রাজ্যের চন্দ্রতাল কি ধরনের হ্রদ?
উত্তরঃ- করি হ্রদ।
- আন্টার্টিকার ওয়ালকর্ট কিসের নাম?
উত্তরঃ- সার্ক বা করি।
- এরিটি কী?
উত্তরঃ- দুটি করির মধ্যবর্তী করাতের দাঁতের ন্যায় আকৃতি বিশিষ্ট, করি বিভাজনকারী ক্ষুরধার শৈলশিরাকে এরিটি বা হিমশিরা বলে।
- অনেকগুলি করির মধ্যবর্তী উঁচু শৃঙ্গটিকে কি বলে?
উত্তরঃ- পিরামিড চূড়া বা হর্ন।
- সুইজারল্যান্ডের আল্পস পর্বতের ম্যাটারহর্ন কিসের উদাহরণ?
উত্তরঃ- পিরামিড চূড়া।
- বদ্রীনাথেরর নিকট নীলকন্ঠ কী ধরনের ভূমিরূপ?
উত্তরঃ- পিরামিড চূড়া।
- নেপালের মাকালু কী ধরনের ভূমিরূপ?
উত্তরঃ- পিরামিড চূড়া।
- হিমবাহ উপত্যকা বা হিমদ্রোণীর আকৃতি কেমন?
উত্তরঃ- ইংরেজি U অক্ষরের মতো।
- হিমসিড়িঁ বা হিমসোপানের অবনত অংশে হিমবাহ গলা জল সঞ্চিত হয়ে যে হ্রদ সৃষ্টি হয়, তাকে কি বলে?
উত্তরঃ- প্যাটার্নওস্টার হ্রদ।
- ঝুলন্ত উপত্যকা কোন বহির্জাত শক্তির ক্ষয় কার্যের ফলে গঠিত হয়?
উত্তরঃ- হিমবাহের ক্ষয়কার্যের ফলে।
- ভারতের একটি ঝুলন্ত উপত্যকার নাম লেখ।
উত্তরঃ- বদ্রীনাথের নিকট ঋষিগঙ্গা।
- লাদাকের পার্কচাক জলপ্রপাত কী ধরনের জলপ্রপাত?
উত্তরঃ- ঝুলন্ত উপত্যকায় সৃষ্ট জলপ্রপাত।
- রসে মতানে কি?
উত্তরঃ- হিমবাহের অবঘর্ষ ও উৎপাদন প্রক্রিয়ায় ক্ষয়কার্যের ফলে একদিক মসৃণ এবং অপরদিক অমসৃণ ও এবড়ো খেবড়ো শিলাখন্ডকে রসে মতানে বলে।
- ভারতের কোথায় রসে মতানে দেখা যায়?
উত্তরঃ- জম্মু ও কাশ্মীরের ঝিলাম নদীর উপনদী লিডারের উপত্যকায়।
- ক্র্যাগ ও টেল কোন বহির্জাত শক্তির ক্ষয় কার্যের ফলে গঠিত হয়?
উত্তরঃ- হিমবাহের ক্ষয়কার্যের ফলে।
- স্কটল্যান্ডের “ক্যাসেল রক” ও “স্যালিসবারি” কী?
উত্তরঃ- ক্র্যাশ ও টেলের নাম।
- সমুদ্র জলে নিমজ্জিত হিমবাহ উপত্যকাকে কি বলে?
উত্তরঃ- ফিয়র্ড ।
- কোন দেশকে “ফিয়র্ডের দেশ” বা The land of Fijords” বলা হয়?
উত্তরঃ- নরওয়ে।
- নরওয়ের বৃহত্তম ফিয়র্ডের নাম কি?
উত্তরঃ- সোজনে ফিয়র্ড।
- পৃথিবীর বৃহত্তম ফিয়র্ডের নাম কি?
উত্তরঃ- গ্রীনল্যান্ডের স্কোরশবি সাউন্ড।
- স্বল্প গভীর ও ক্ষুদ্রাকৃতির ফিয়র্ডকে কি বলে?
উত্তরঃ- ফিয়ার্ড।
- গ্রাবরেখা কাকে বলে?
উত্তরঃ- উচ্চ পার্বত্য অঞ্চলে বিভিন্ন আকৃতির বিচ্ছিন্ন ও ক্ষয়প্রাপ্ত শিলাখণ্ড, নুড়ি, কাঁকর ইত্যাদি স্তূপাকারে সঞ্চিত হতে হতে নিচের দিকে এগিয়ে চলে। হিমবাহ বাহিত স্তূপাকারে সঞ্চিত এই পদার্থকে গ্রাবরেখা বলে।
- পার্শ্ব গ্রাবরেখা রেখা কাকে বলে?
উত্তরঃ- হিমবাহের দু’পাশে যে গ্রাবরেখা সঞ্চিত হয়, তাকে পার্শ্ব গ্রাবরেখা বলে।
- প্রান্ত গ্রাবরেখা কাকে বলে?
উত্তরঃ- হিমবাহ যে স্থানে এসে শেষ হয় অর্থাৎ গলে যায় সেই স্থানে যে গ্রাবরেখা সঞ্চিত হয় তাকে প্রান্ত গ্রাবরেখা বলে।
- মধ্য গ্রাবরেখা কাকে বলে?
উত্তরঃ- দুটি হিমবাহের পাশাপাশি মিলনের ফলে তাদের মধ্যবর্তী অঞ্চলে যে গ্রাবরেখা সৃষ্টি হয়, তাকে মধ্য গ্রাবরেখা বলে।
- ভূমি গ্রাবরেখা কাকে বলে?
উত্তরঃ- হিমবাহের তলদেশে যে গ্রাবরেখা সঞ্চিত হয় তাকে ভূমি গ্রাবরেখা বলে।
- অবিন্যস্ত গ্রাবরেখা কাকে বলে?
উত্তরঃ- হিমবাহের অগ্রভাগে ইতস্তত বিক্ষিপ্ত ভাবে যে গ্রাবরেখা সৃষ্টি হয়, তাকে অবিন্যস্ত গ্রাবরেখা বলে।
- হিমাবদ্ধ গ্রাবরেখা কাকে বলে?
উত্তরঃ- অনেক সময় বিভিন্ন আকৃতির প্রস্তরখণ্ড, নুড়ি, কাঁকর প্রভৃতি হিমবাহের ফাটলের মধ্যে প্রবেশ করে আবদ্ধ হয়ে পড়ে। একে হিমাবদ্ধ গ্রাবরেখা বলে।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here
🔵🔴 দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।