HS Science Questions Answers in Bengali | জেনারেল সায়েন্স প্রশ্ন ও উওর

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা নিয়ে এসেছি HS Science Questions Answers in Bengali | জেনারেল সায়েন্স প্রশ্ন ও উওর. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে HS Science Questions Answers in Bengali | জেনারেল সায়েন্স প্রশ্ন ও উওর ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই HS Science Questions Answers in Bengali | জেনারেল সায়েন্স প্রশ্ন ও উওর || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

HS Science Questions Answers in Bengali | জেনারেল সায়েন্স প্রশ্ন ও উওর

  1. জাহাজের গতিবেগ পরিমাপের একক কি?

উওরঃ- নট (knot)।

  1. যে ফুলে স্তবকগুলাের অংশ সব সমান হয়, তাকে কি বলে?

উওরঃ- সমাঙ্গ পুষ্প।

  1. কোন্ ফুল সূর্যাস্তের পর ফোটে ও ভােবে শুকিয়ে যায়?

উওরঃ- ঝিঙে ফুল।

  1. পদার্থের স্থিতিস্থাপকতার সূত্র কি?

উওরঃ- হুক।

  1. কোন্ বিজ্ঞানী সালােকসংশ্লেষ শব্দটি প্রথম ব্যবহার করেন?

উওরঃ- বিজ্ঞানী বার্নেস।

  1. শুষ্ক বরফ কি?

উওরঃ- কঠিন কার্বন-ডাই-অক্সাইড।

  1. উদ্ভিদের পত্ৰমূলের দুপাশে ছােট পাতার মতাে অংশকে কী বলা হয়?

উওরঃ- উপপত্র।

  1. ‘স্টেইনলেস স্টিল’ কিভাবে তৈরি হয়?

উওরঃ- লােহা ও ক্রোমিয়াম-এর মিশ্রণে।

  1. যক্ষ্মার প্রধান জীবাণু কোনটি?

উওরঃ- মাইকোব্যাকটিরাম টিউবারকুলাসিস।

  1. স্বচ্ছ চুন জল কার্বন-ডাই-অক্সাইডের সংস্পর্শে ঘােলা হয় কেন?

উওরঃ- কারণ জলে অদ্রাব্য ক্যালসিয়াম উৎপন্ন হয়।

  1. উদ্ভিদের বৃদ্ধির সহায়ক হরমােনের নাম কি?

উওরঃ- অক্সিন।

  1. কোন্ গাছের ফল জলের সংস্পর্শে এলে সশব্দে ফেটে বীজ চারদিকে ছড়িয়ে পড়ে?

উওরঃ- কুলেখাড়া।

  1. কোন ভিটামিনের অভাবে রক্ততঞ্চন ঘটে না?

উওরঃ- ভিটামিন K।

  1. অর্নিথােলজি কোন সংক্রান্ত বিদ্যা ?

উওরঃ- পাখি।

  1. চামড়া ট্যান করতে ও কালি প্রস্তুতিতে ব্যবহৃত ট্যানিন কোন্ কোন্ উদ্ভিদে পাওয়া যায়?

উওরঃ- চা গাছের পাতা, হরিতকি, আমলকি, বয়েরা, তেঁতুল ইত্যাদির ফলে।

  1. অর্জিত গুণের বংশগতি মতবাদের প্রবক্তা কে?

উওরঃ- ল্যামার্ক।

  1. পদার্থের তরল অবস্থা থেকে বায়বীয় বা গ্যাসীয় অবস্থায় রূপান্তরকে কি বলা হয়?

উওরঃ- বাপ্পীভবন।

  1. পৌষ্টিক নালীর কো অংশ দিয়ে পাচিত খাদ্যবস্তু শােষিত হয়?

উওরঃ- ক্ষুদ্রান্ত্র দিয়ে।

  1. হীরে বিশেষভাবে কাটলে হীরের উজ্জ্বলতা বাড়ার কারণ কি?

উওরঃ- উচ্চ প্রতিসরাঙ্ক।

  1. ফ্যাটি অ্যাসিড ও গ্লাইসেরল সহযােগে গঠিত এস্টার বা ট্রাইগ্লিসারাইডকে কি বলা হয়?

উওরঃ- প্রকৃতি ফ্যাট বা চর্বি।

  1. ফল পাকানাের জন্য কোন গ্যাস ব্যবহৃত হয়?

উওরঃ- ইথিলিন।

  1. বাদুড় ওড়ার সময় যে শব্দ করে, তার নাম কি?

উওরঃ- আলট্রাসােনিক।

  1. ঝালাইয়ের জন্য ব্যবহৃত গ্যাসের নাম কি?

উওরঃ- অ্যাসিটিলিন।

  1. বস্তুর ভর ও আপেক্ষিক তাপের গুণফলকে কি বলে?

উওরঃ- তাপগ্রাহিতা।

  1. তামা ও দস্তার মিশ্রণে তৈরি সংকর ধাতুর নাম কি?

উওরঃ- পিতল বা ব্রাস।

  1. ধাতু নিষ্কাশনে পাথুরে পদার্থ অপসারণে যে পদার্থ ব্যবহৃত হয় তাকে কি বলে?

উওরঃ- বিগালক (Flux)।

  1. সাবান শিল্পে ব্যবহৃত রাসায়নিক পদার্থের নাম কি?

উওরঃ- কস্টিক সােডা।

  1. কয়েকটি ‘পতঙ্গভুক’ উদ্ভিদের নাম লেখাে।

উওরঃ- ঝঝি, সূর্যশিশির, কলসপত্রী ইত্যাদি।

  1. তরল বা গ্যাসীয় পদার্থের গতির সূত্র কি?

উওরঃ- বারনৌল্লি।

  1. কোন প্রাণীর প্রধান শ্বাস-অঙ্গ হল ত্বক?

উওরঃ- কেঁচোর।

  1. যে সব উদ্ভিদ মৃত ও গলিত জৈব বস্তুর ওপর জন্মায় তাদের কি বলে?

উওরঃ- মৃতজীবী।

  1. যে উষ্ণতা ও স্বাভাবিক চাপে তরল জমে কঠিনে পরিণত হয় তাকে কি বলে?

উওরঃ- হিমাঙ্ক।

  1. স্থির তাপমাত্রায় গ্যাসের চাপের সূত্র কি?

উওরঃ- বয়েল।

  1. কোন জৈবিক ক্রিয়ায় জীব অক্সিজেন নিয়ে কার্বন-ডাই-অক্সাইড ছাড়ে?

উওরঃ- শ্বসনে।

  1. ডিটোরিয়াম ও অক্সিজেনের যৌগকে কি বলে?

উওরঃ- ভারী জল।

  1. মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটি?

উত্তরঃ- যকৃৎ (লিভার)।

  1. কিভাবে আলাের রঙ নির্ধারণ করা হয়?

উত্তরঃ- আলাের তরঙ্গ দৈর্ঘ্যের দ্বারা।

  1. মানবদেহের দীর্ঘতম হাড়ের নাম কি?

উওরঃ- ফিমার।

  1. লজ্জাবতী লতার পাতায় ছোঁয়া লাগলে তা সঙ্গে সঙ্গে বুজে যায়এটি কি ধরনের চলন?

উওরঃ- সিসমেন্যাস্টি চলন।

  1. একটি পেণ্ডুলামের দোলনকাল কিসের উপর নির্ভরশীল?

উওরঃ- দৈর্ঘ্যের ওপর।

  1. ফুসফুসের আবরণকে কি বলে?

উওরঃ- প্লূরা বলে।

  1. সূর্য শিশির গাছের রােম পতঙ্গের সংস্পর্শে আসামাত্র পতঙ্গের দিকে বেঁকে যায়—এটি কি ধরনের চলন?

উওরঃ- ন্যাস্টিক চলন।

  1. আধুনিক আণবিক মতবাদের আবিষ্কারক কে?

উওরঃ- জন ডাল্টন।

  1. হৃদপিণ্ডের আবরণকে কি বলে?

উওরঃ- পেরিকার্ডিয়াম পর্দা।

  1. সামুদ্রিক কচ্ছপের গমন অঙ্গের নাম কি?

উওরঃ- ফ্লিপার।

  1. ‘ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব’-এর (W.W.W.) আবিষ্কারক কে?

উওরঃ- টিম বার্নাস লী।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।