Place of Various Diseases of the Animal Body | প্রাণীদেহের বিভিন্ন রোগ ও রোগের স্থান

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Place of Various Diseases of the Animal Body | প্রাণীদেহের বিভিন্ন রোগ ও রোগের স্থান. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে Place of Various Diseases of the Animal Body | প্রাণীদেহের বিভিন্ন রোগ ও রোগের স্থান ||. এই Place of Various Diseases of the Animal Body | প্রাণীদেহের বিভিন্ন রোগ ও রোগের স্থান || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

Place of Various Diseases of the Animal Body | প্রাণীদেহের বিভিন্ন রোগ ও রোগের স্থান

  1. এইডস ➨ দেহের প্রতিরােধ ক্ষমতা কমায়
  2. আর্থারাইটিস ➨ হাড়ের সংযােগ স্থল

3. অ্যাজমা ➨ ফুসফুস

  1. কনজাংটিভাইটিস ➨ চোখ
  2. গ্লুকোমা, ট্রাকোমা ➨ চোখ।
  3. ডায়াবেটিস ➨ অগ্নাশয়, রক্ত
  4. চুলকানি ➨ চামড়া
  5. ডিপথেরিয়া ➨ গলা।
  6. একজিমা ➨ চামড়া
  7. গয়টার ➨ গলা ও চোখ
  1. ম্যানিনজাইটিস ➨ মস্তিষ্ক
  1. পোলিও ➨ পা
  2. পাইরিয়া ➨ দাঁত ও মাড়ি
  3. টাইফয়েড ➨ অন্ত্র, সারাদেহ

15. টিউবারকুলোসিস ➨ ফুসফুস

  1. টনসিলাইটিস ➨ গলার গ্রন্থি |
  2. সাইনুসাইটিস ➨ মুখের হাড়
  3. বাত ➨ সংযােগ স্থল
  4. নিউমোনিয়া ➨ ফুসফুস
  1. প্লিউরাইসি ➨ ফুসফুস
  1. লিউকোমিয়া ➨ রক্ত
  2. রিকেট ➨ অস্থি
  3. রিউম্যাটিজম ➨ অস্থি সন্ধি

🔶 মানব দেহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ-

১. একজন স্বাভাবিক স্বাস্থ্যবান মানুষ ২৪ ঘণ্টায় কত বার শ্বাস প্রশ্বাস নেয়?

উত্তরঃ- ২৩,০৪০ বার।

২. একজন পূর্ণবয়স্ক মানুষের হৃৎপিণ্ড দিনে কত লিটার রক্ত পাম্প করে?

উত্তরঃ- ৬,০০০-৭,৫০০ লিটার।

৩. মানুষ প্রতিরাতে গড়ে কত মিনিট স্বপ্ন দেখে?

উত্তরঃ- ১ – ১.৫ মিনিট।

৪. একজন সুস্থ স্বাভাবিক মানুষের হৃৎপিণ্ড দিনে কত বার স্পন্দিত হয়?

উত্তরঃ- ১,৩০,৬৮০ বার।

৫. মানুষের মাথার মগজের কি পরিমাণ কোষ কোনো না কোনো কাজ করে?

উত্তরঃ- ৭০ লক্ষ।

৬. মাথার চুল দিনে গড়ে কতটুকু বাড়ে?

উত্তরঃ- ০.০১৭১৪ ইঞ্চি।

৭. সকালের তুলনায় সন্ধ্যায় উচ্চতা কতটুকু হ্রাস পায়?

উত্তরঃ- ১ সেন্টিমিটার।

৮. মানব শরীরে কতটুকু পানি ও কার্বন রয়েছে?

উত্তরঃ- ৭০% পানি ও ১৮% কার্বন।

৯. একজন মানুষের চামড়ার ওপর কি পরিমাণ লোমকূপ রয়েছে?

উত্তরঃ- ১ কোটি।

১০. মানুষের মস্তিষ্ক কি পরিমাণ গন্ধ বুঝতে পারে?

উত্তরঃ- প্রায় ১০,০০০।

১১. একজন মানুষের রক্তের পরিমাণ শরীরের ওজনের কত ভাগ?

উত্তরঃ- ১৩ ভাগের এক ভাগ।

১২. দেহের সব শিরাকে পাশাপাশি সাজালে কতটুকু জমির প্রয়োজন?

উত্তরঃ- দেড় একর জমি।

১৩. মানুষ চোখ খুলে কী করতে পারে না?

উত্তরঃ- হাঁচি দিতে পারে না।

১৪. মানুষের দেহের সবচেয়ে শক্তিশালী পেশী কোনটি?

উত্তরঃ- জিহ্বা।

১৫. মানবদেহের সবচেয় বড় হাড় কোনটি?

উত্তরঃ- পাঁজর।

১৬. মানবদেহের সবচেয় ক্ষুদ্রতম হাড় কোনটি?

উত্তরঃ- কানের হাড়।

১৭. আমরা কয়টি হাড় নিয়ে জন্মগ্রহণ করি?

উত্তরঃ- ৩০০ হাড়।

১৮. প্রাপ্ত বয়স্ক হওয়ার পর আমাদের দেহে কয়টি হাড় থাকে?

উত্তরঃ- ২০৬টি।

১৯. আমাদের চোখের একটি পাপড়ি কত দিন বেঁচে থাকে?

উত্তরঃ- ১৫০ দিন। এরপর নিজে থেকেই ঝরে যায়।

২০. আমাদের মাথার খুলি কত ধরনের ভিন্ন ভিন্ন হাড় দিয়ে তৈরি?

উত্তরঃ- ২৬ ধরনের।

২১. সেলসিয়াস স্কেলে মানবদেহের স্বাভাবিক উষ্ণতা কত?

উত্তরঃ- ৩৬.৯ ডিগ্রি।

২২. স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ কত?

উত্তরঃ- ১৫ পাউন্ড।

২৩. সিস্টোলিক চাপ বলতে কী বোঝায়?

উত্তরঃ- হৃৎপিণ্ডের সংকোচন চাপ।

২৪. ডায়োস্টোল চাপ বলতে কী বোঝায়?

উত্তরঃ- হৃৎপিণ্ডের প্রসারণ।

২৫. রক্তে হিমোগ্লোবিন থাকে কোথায়?

উত্তরঃ- লোহিত কণিকায়।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।