Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Important General Science Questions Answers in Bengali. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে Important General Science Questions Answers in Bengali ||. নিচে Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই Important General Science Questions Answers in Bengali || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
Important General Science Questions Answers in Bengali
- আন্ট্রাসােনিক শব্দতরঙ্গ শুনতে পায় কোন প্রাণী ?
উত্তর : বাদুড়।
- বয়েলের সূত্রের একক কী কী ?
উত্তর : উষ্ণুতা ও ভর
- এক নটিক্যাল মাইল মানে কত ফুট ?
উত্তর : 6,080 ফুট।
- প্লাস্টিক শিল্পে ব্যবহৃত “PVC” শব্দটির অর্থ কী ?
উত্তর : পলিভিনাইল ক্লোরাইড।
- পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান কত ?
উত্তর : শূন্য (0)।
- কোন লােহায় কার্বনের পরিমাণ সবচেয়ে কম থাকে ?
উত্তর : রট আয়রণ।
- কোন মৌলের আইসােটোপ নেই ?
উত্তর : সােডিয়াম।
- বরফের সঙ্গে সাধারণ লবণ মেশালে বরফের গলনাঙ্ক কমে না বাড়ে ?
উত্তর : কমে
- তিন ভরসংখ্যার হাইড্রোজেনকে কী বলে ?
উত্তর : ট্রাইটিয়াম।
- ঘড়িতে দম দিলে কোন শক্তি সঞ্ছিত হয় ?
উত্তর : স্থিতিশক্তি।
- হিরের পর পৃথিবীতে সবথেকে কঠিন বস্তু কী ?
উত্তর : করানভাম।
- লােহার জিনিসের ওপর জিঙ্কের প্রলেপ দেওয়ার প্রক্রিয়াকে কী বলে ?
উত্তর : গ্যালভানাইজেশন।
- ডুবুরীর অক্সিজেন সিলিন্ডারে আর কোন গ্যাস থাকে ?
উত্তর : নিয়ন
- কোন বর্ণের আলাের তরঙ্গ দৈর্ঘ্য থেকে কম ?
উত্তর : বেগুনি।
- স্টিম ইঞ্জিনে তাপশক্তি কীসে পরিণত হয় ?
উত্তর : যান্ত্রিক শক্তিতে।
- ডি.এন.এস. বলতে আমরা কী বুঝি ?
উত্তর : ডােমেইন নেম সিস্টেম।
- একটি অণুর আনুমানিক ব্যাসার্ধ কত ?
উত্তর : 10-10 মি.।
- একটি ইলেকট্রো ম্যাগনেট তৈরী করতে কোন ধাতু ব্যবহার করা হয় ?
উত্তর : নরম লোহা
- ডেকার্তে কী জন্য বিখ্যাত ?
উত্তর : জ্যামিতিতে বীজগণিতের সূত্র প্রয়োগ।
- অ্যানাটমির জনক কে ?
উত্তর : বেলজিয়ামের অধ্যাপক আনদ্রিয়াস ভেসালিয়াস।
- ‘খনি শ্রমিকের বন্ধু’ কাকে বলা হয় ?
উত্তর : হামফ্রে ডেভিকে তার সেফটি ল্যাম্প আবিষ্কারের জন্য
- আইসােটোপ কী ?
উত্তর : যে সব পরমাণুর পারমানরিকসংখ্যা একই কিন্তু ভরসংখ্যা আলাদা।
- ভরসংখ্যা কী ?
উত্তর : নিউক্লিয়াসের প্রােটন ও নিউট্রন সংখ্যার সমষ্টি।
- পারমানবিক সংখ্যা কী ?
উত্তর : পরমাণুর মধ্যে নিউক্লিয়াসে অবস্থিত মােট প্রােটন সংখ্যার সমষ্টি।
- প্রাচীনকালে রকেটের জ্বালানী হিসেবে কী ব্যবহার করা হত ?
উত্তর : বারুদ।
- প্রথম তরল জ্বালানী চালিত রকেট উৎক্ষিপ্ত হয় কবে ?
উত্তর : 1926 সালের 16 মার্চ।
- রকেটে তরল জ্বালানী ব্যবহার নিয়ে সর্বপ্রথম কে গবেষণা করেছিলেন ?
উত্তর : পদার্থবিদ রবার্ট গডান্ডি (1920)
- মহাকাশে প্রেরিত দ্বিতীয় উপগ্রহের নাম কী ?
উত্তরল : স্পুংনিক।
- মহাকাশে সর্বপ্রথম মানুষ পাড়ি দেয় কবে ?
উত্তর : 1961 সালের 12 এপ্রিল।
- কে প্রথম মহাকাশে পাড়ি দেয় ?
উত্তর : ভস্টক-1 যানে সােভিয়েত রাশিয়ার ইউরি গ্যাগারিন ।
- মহাকাশে পৌঁছাতে হলে কোনাে রকেটকে নূন্যতম কত গতিবেগে ছুটতে হবে ?
উত্তর : ঘন্টায় 11.2 km / s এর বেশি।
- সৌরজগতের বাইরে যেতে হলে কোনো রকেটের গতিবেগ কত হতে হবে ?
উত্তর : ঘন্টায় 1 লক্ষ মাইলেরও বেশী
- যে উদ্ভিদের সাধারণ নাম ‘ক্লাব মস’ তা আসলে কী ?
উত্তর : সেলাজিনেশ্লা।
- শব্দের তীব্রতার স্তরের এককের নাম কী ?
উত্তর : বেল
- পৃথিবীর ব্যাস 6000 কিমি. প্রায়। ভূ-পৃষ্ঠ থেকে 6000 কিমি. উচ্চতায় একটি বস্তুর ওজন কত হবে ?
উত্তর : এক চতুর্থাংশ।
36. 10 9 বােঝতে বিজ্ঞানে কোন শব্দ ব্যবহার করা হয় ?
উত্তর : গিগা (Giga)।
37. 10 -9 বােঝাতে বিজ্ঞানের কোন শব্দ ব্যবহার করা হয় ?
উত্তর : ন্যানাে (Nano)
- যে সব রাশির শুধু মান আছে কিন্তু অভিমুখ নেই, তাদের কি বলে ?
উত্তর : স্কেলার রাশি
- যে সব রাশির মান ও অভিমুখ দুই আছে, তাকে কি বলে ?
উত্তর : ভেক্টর রাশি।
- প্লাস্টিক শিল্পে ব্যবহৃত PVC শব্দটির অর্থ কী ?
উত্তর : পলিভিনাইল ক্লোরাইড।
- রান্নার গ্যাস সিলিন্ডারে কোন কোন গ্যাস থাকে ?
উত্তর : বিউটেন ও প্রােপেন।
- রসায়ণের বিচারে হীরক কী ?
উত্তর : বিশুদ্ধ কার্বন।
- রসায়নে শুষ্ক বরফ (Dry Ice) কাকে বলে ?
উত্তর : শুষ্ক কার্বন-ডাই অক্সাইড।
- বিশুদ্ধ লােহার রং সাধারণতঃ কী হয় ?
উত্তর : ধূসর সাদা।
- ‘জীবানুনাশক ফিনাইল’ এর রাসায়নিক নাম কী ?
উত্তর : হাইড্রক্সি টলুইন।
- পিঁপড়ের দংশনে জ্বালা করে কেন ?
উত্তর : ফরমিক অ্যাসিডের জন্য।
- রসায়নগারে প্রস্তুত প্রথম জৈব যৌগটির নাম কি ?
উত্তর : ইউরিয়া।
- গ্যাস শিখার সবচেয়ে উয়ু অংশ কোনটি ?
উত্তর : অনালােকিত অংশ।
- কোন বিজ্ঞানী 1709 সালে অ্যালকোহল থার্মোমিটার আবিষ্কার করেন ?
উত্তর : গ্যাব্রিয়েল ফারেনহাইট।
- ক্যাণ্ডেলা কীসের একক ?
উত্তর : আলাের দীপ্তির একক।
- ভর ও ভারের মধ্যে কোটি ভেক্টর রাশি ?
উত্তর: ভার
- ক্যালিডােস্কোপে কটি সমতল দর্পন থাকে ?
উত্তর : ক্যালিডােস্কোপে তিনটি সমতল দর্পন থাকে 60° কোণ করে।
- সমতল দর্পণে প্রতিবিম্ব কেমন হয় ?
উত্তর : সমতল দর্পণে প্রতিবিম্ব দৈর্ঘ্য ও দূরত্ব সমান থাকে।
- উত্তল দর্পণে প্রতিবিম্বে কী পরিবর্তন হয় ?
উত্তর : উত্তল দর্পণে প্রতিবিম্ব খর্বাকৃতি হয়।
- দাড়ি কামানাের জন্য কোন ধরণের দর্পণ ব্যবহার করা যায় ?
উত্তর : দাড়ি কামানাের জন্য অবতল দর্পণ ব্যবহার করা হয়।
- টেলিস্কোপে কী ধরণের দর্পণ ব্যবহৃত হয় ?
উত্তর : টেলিস্কোপে অবতল দর্পণ ব্যবহৃত হয়।
- গাড়ীতে View finder- এ কী ধরণের দর্পণ ব্যবহার করা হয় ?
উত্তর : মােটর গাড়ীতে View finder হিসাবে ব্যবহৃত সমতল দর্পণ অপেক্ষা উত্তল দর্পণের দৃষ্টিক্ষেত্র অনেক প্রশস্থ। সস্তার জন্য বেশীর ভাগ গাড়ীতে সমতল দর্পণ ব্যবহার করা হয়।
- অধিবৃত্তীয় দর্পণ কোথায় ব্যবহার করা হয় ?
উত্তর : অধিবৃত্তীয় দর্পণ মােটর গাড়ীর হেডলাইট, জাহাজের সার্চলাইট এবং দূরবীন যন্ত্রে ব্যবহার করা হয় ।
- আলােকীয় যন্ত্র কী ধরণের প্রিজম ব্যবহার করা হয় ?
উত্তর : আলােকীয় যন্ত্রে সমদ্বিবাহু সমকোণী পূর্ণ প্রতিফলক প্রিজম ব্যবহার করা হয়।
- আলােকীয় যন্ত্রে অবশীর্ষ প্রতিবিম্বকে সমশীর্ষ করা হয় কীসের দ্বারা ?
উত্তর : দূরবীক্ষণ যন্ত্র, বাইনােকুলার প্রভৃতি নানাপ্রকার আলােকীয় যন্ত্রে অবশীর্ষ প্রতিবিম্বকে সমশীর্ষ করা হয় সমদ্বিবাহু সমকোণী প্রিজম দ্বারা।
- সূচীছিদ্র ক্যামেরায় কী ধরণের উক্রম দেখা যায় ?
উত্তর : সূচীছিদ্র ক্যামেরায় পাশ্মীয় ও উলম্ব দুই ধরণের উক্রমই দেখা যায় ।
- শূন্য মাধ্যমে শব্দের বেগ কত ?
উত্তর : শূন্য ।
- LASER এর পুরাে নাম কী ?
উত্তর : Light Amplification by Stimulated Emission of Radiation
- আলফ্রেড নােবেল কী আবিষ্কার করেছিলেন ?
উত্তর : ডিনামাইটস (1866 ) ।
- চাঁদে যেতে হলে কোনাে রকেটের গতিবেগ কত হতে হবে ?
উত্তর : 2.3 কি.মি. প্রতি সেকেন্ডের 21 শে অক্টোবর
- আলফ্রেড নােবেল কত সালে জন্মগ্রহণ করেন ?
উত্তর : 21 শে অক্টোবর, 1833 ।
- আলফ্রেড নােবেল কবে পরলােক গমন করেন ?
উত্তর : 1896 সালের 10 ই ডিসেম্বর
- 1 এর পর কতগুলাে শুন্য বসলে গুগুল সংখ্যা হয় ?
উত্তর : 100 টা শুন্য ।
- শব্দ তরঙ্গকে বৈদ্যুতিক কম্পাঙ্কে পরিণত করে কোন যন্ত্র ?
উত্তর : মাইক্রোফোমস্কোর কাছে ওবনিনস্ক – ন
- আলফ্রেড নােবেলের নােবেল পুরষ্কার দানের উইল কোথায় স্বাক্ষরিত হয় ?
উত্তর : সুইডিশ নরােজিয়ান ক্লাবে
- ‘কুইক সিলভার’ হলাে পারদ, ‘কুইক লাইম’ কী ?
উত্তর : ক্যালসিয়াম মস্কোর কাছে ওবনিনস্ক – অক্সাইড ।
- বিশ্বের প্রথম পারমানবিক বিদ্যুৎকেন্দ্র কোথায় গড়ে উঠেছে ?
উত্তর : মস্কোর কাছে ওবনিনস্ক-এ
- প্রথম কী কী বিষয়ে নােবেল দেওয়া হত ?
উত্তর : প্দারর্থবিদ্যা, রসায়নবিদ্যা, চিকিৎসাবিদ্যা, সাহিত্য ও শান্তি ।
- প্রথম অর্থনীতিতে নােবেল দেওয়া হত না, কবে থেকে দেওয়া হচ্ছে ?
উত্তর : 1968 সাল থেকে
- পৃথিবীর ঠিক যে অংশটিতে পারমানবিক বিস্ফোরন ঘটানাে হয় তাকে কী বলে ?
উত্তর : গ্রাউন্ড জিরো
- কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে স্যার আইজ্যাক নিউটন কী বিষয় পড়াতেন ?
উত্তর : গণিত ।
- খুব অল্প তাপমাত্রা বিষয়ক জ্ঞান ও পদ্ধতি উদ্ভাবনকে কী বলে ?
উত্তর : ক্লায়ােড়েনিক্স
- ‘তেজস্ক্রিয়তা’ শব্দটি কে প্রথম ব্যবহার করেন ?
উত্তর : মাদাম কুরি ।
- হীরকের কেলাসের গঠন কেমন ?
উত্তর : ঘনকাকার ।
80. আজ পর্যন্ত একই পরিবারে একাধিক নােবেল পুরষ্কার পেয়েছে, এমন পরিবারের সংখ্যা কত ?
উত্তর : 11 টি
- ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কী ?
উত্তর : ক্যালসিয়াম ক্লোরাে হাইপােক্লোরাইট ।
- বােলােমিটার যন্ত্র দিয়ে কি মাপা হয় ?
উত্তর : বিকীর্ণ তাপ ।
- রাইট ভ্রাতৃদ্বয়ের তৈরী প্রথম বিমানটির নাম কি ?
উত্তর : ফ্লাইয়ার ওয়ান ।
- প্রথম তড়িৎ রাসায়নিক কোশ নির্মাতার নাম কী ?
উত্তর : গ্যালভানি ।
- পৃথিবীর চৌম্বক ও ভৌগােলিক অক্ষের অন্তর্গত কোণের মান কত ?
উত্তর : 17 ডিগ্রী
- ভােল্টামিটার কী কাজে লাগে ?
উত্তর : তড়িৎ বিভব প্রভেদ মাপতে ।
- উজ্জ্বলতম কৃত্রিম আলাের উৎস হল – হিলিয়াম, নিয়ন, লেজার, হ্যালােজেন ?
উত্তর : লেজার
- কোন কোশের প্রধান ত্রুটি পােলারাইজেশন ?
উত্তর : ভােল্টীয় কোশ ।
- অতি লােহিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত ?
উত্তর : 800 A.U.
- তাপশক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা যায় কোন যন্ত্রের সাহায্যে ?
উত্তর : থামোকাপল ।
- ব্যারােমিটার যন্ত্রের আবিষ্কারক কে ?
উত্তর : টরিসেলি ।
- ডায়ােড ভালব (Valve) ব্যবহৃত হয় কোথায় ?
উত্তর : রেকটিফায়ার – এ ।
- কোন কাজে ‘মিটার ব্রীজ’ ব্যবহৃত হয় ?
উত্তর : রাধ মাপতে ।
- ম্যানােমিটার কী মাপতে ব্যবহৃত হয় ?
উত্তর : চাপের পার্থক্য ।
- ‘পােষ্ট অফিস বক্স’ দিয়ে কী মাপা হয় ?
উত্তর : রােধ
- কোন উয়তায় ফারেনহাইট এবং পরমশূন্য স্কেলের মান সমান হবে ?
উত্তর : 574.25°
97. একটি সবুজ আলাের মধ্যে লাল ফুল রাখলে ফুলটিকে কেমন দেখাবে ?
উত্তর : কালাে
- কোনটি পরাচৌম্বক পদার্থ – লােহা, তামা, নিকেল, টিন ?
উত্তর : টিন ।
- ইস্পাতের কুরী বিন্দু কত ?
উত্তর : 750 ডিগ্রী সেন্টিগ্রেড ।
- 0 ° C উয়তায় 1 গ্রাম বরফকে জলে পরিণত করতে কত তাপ প্রয়ােজন ?
উত্তর : 80 ক্যালােরীব
- টর্শন তুলার সাহায্যে দুটি তড়িতাধানের ভিতর ক্রিয়াশীল বলের পরিমাণ কে নির্ধারণ করেছিলেন ?
উত্তর : কুলম্ব ।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here
🔵🔴 দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।