150+ Important General Science Questions Answers in Bengali

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Important General Science Questions Answers in Bengali. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে Important General Science Questions Answers in Bengali ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই Important General Science Questions Answers in Bengali || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

Important General Science Questions Answers in Bengali

  1. আন্ট্রাসােনিক শব্দতরঙ্গ শুনতে পায় কোন প্রাণী ?

উত্তর :   বাদুড়।

  1. বয়েলের সূত্রের একক কী কী ? 

উত্তর :  উষ্ণুতা ও ভর

  1. এক নটিক্যাল মাইল মানে কত ফুট ?

উত্তর :  6,080 ফুট।

  1. প্লাস্টিক শিল্পে ব্যবহৃত “PVC” শব্দটির অর্থ কী  ?

উত্তর :  পলিভিনাইল ক্লোরাইড।

  1. পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান কত ?

উত্তর :   শূন্য (0)।

  1. কোন লােহায় কার্বনের পরিমাণ সবচেয়ে কম থাকে ?

উত্তর : রট আয়রণ।

  1. কোন মৌলের আইসােটোপ নেই ?

উত্তর :  সােডিয়াম।

  1. বরফের সঙ্গে সাধারণ লবণ মেশালে বরফের গলনাঙ্ক কমে না বাড়ে ?

উত্তর : কমে 

  1. তিন ভরসংখ্যার হাইড্রোজেনকে কী বলে ?

উত্তর : ট্রাইটিয়াম।

  1. ঘড়িতে দম দিলে কোন শক্তি সঞ্ছিত হয় ?

উত্তর :  স্থিতিশক্তি।

  1. হিরের পর পৃথিবীতে সবথেকে কঠিন বস্তু কী ?

উত্তর :  করানভাম।

  1. লােহার জিনিসের ওপর জিঙ্কের প্রলেপ দেওয়ার প্রক্রিয়াকে কী বলে ?

উত্তর :  গ্যালভানাইজেশন।

  1. ডুবুরীর অক্সিজেন সিলিন্ডারে আর কোন গ্যাস থাকে ?

উত্তর : নিয়ন

  1. কোন বর্ণের আলাের তরঙ্গ দৈর্ঘ্য থেকে কম ?

উত্তর : বেগুনি।

  1. স্টিম ইঞ্জিনে তাপশক্তি কীসে পরিণত হয় ?

উত্তর : যান্ত্রিক শক্তিতে।

  1. ডি.এন.এস. বলতে আমরা কী বুঝি ?

উত্তর : ডােমেইন নেম সিস্টেম।

  1. একটি অণুর আনুমানিক ব্যাসার্ধ কত ?

উত্তর : 10-10 মি.।

  1. একটি ইলেকট্রো ম্যাগনেট তৈরী করতে কোন ধাতু ব্যবহার করা হয় ?

উত্তর : নরম লোহা

  1. ডেকার্তে কী জন্য বিখ্যাত ?

উত্তর : জ্যামিতিতে বীজগণিতের সূত্র প্রয়োগ।

  1. অ্যানাটমির জনক কে ?

উত্তর : বেলজিয়ামের অধ্যাপক আনদ্রিয়াস ভেসালিয়াস।

  1. ‘খনি শ্রমিকের বন্ধু’ কাকে বলা হয় ?

উত্তর : হামফ্রে ডেভিকে তার সেফটি ল্যাম্প আবিষ্কারের জন্য

  1. আইসােটোপ কী ?

উত্তর : যে সব পরমাণুর পারমানরিকসংখ্যা একই কিন্তু ভরসংখ্যা আলাদা।

  1. ভরসংখ্যা কী ?

উত্তর : নিউক্লিয়াসের প্রােটন ও নিউট্রন সংখ্যার সমষ্টি।

  1. পারমানবিক সংখ্যা কী ?

উত্তর : পরমাণুর মধ্যে নিউক্লিয়াসে অবস্থিত মােট প্রােটন সংখ্যার সমষ্টি।

  1. প্রাচীনকালে রকেটের জ্বালানী হিসেবে কী ব্যবহার করা হত ?

উত্তর : বারুদ।

  1. প্রথম তরল জ্বালানী চালিত রকেট উৎক্ষিপ্ত হয় কবে ?

উত্তর : 1926 সালের 16 মার্চ।

  1. রকেটে তরল জ্বালানী ব্যবহার নিয়ে সর্বপ্রথম কে গবেষণা করেছিলেন ?

উত্তর : পদার্থবিদ রবার্ট গডান্ডি (1920)

  1. মহাকাশে প্রেরিত দ্বিতীয় উপগ্রহের নাম কী ?

উত্তরল  : স্পুংনিক।

  1. মহাকাশে সর্বপ্রথম মানুষ পাড়ি দেয় কবে ?

উত্তর : 1961 সালের 12 এপ্রিল।

  1. কে প্রথম মহাকাশে পাড়ি দেয় ?

উত্তর : ভস্টক-1 যানে সােভিয়েত রাশিয়ার ইউরি গ্যাগারিন ।

  1. মহাকাশে পৌঁছাতে হলে কোনাে রকেটকে নূন্যতম কত গতিবেগে ছুটতে হবে ?

উত্তর : ঘন্টায় 11.2 km / s এর বেশি।

  1. সৌরজগতের বাইরে যেতে হলে কোনো রকেটের গতিবেগ কত হতে হবে ?

উত্তর : ঘন্টায় 1 লক্ষ মাইলেরও বেশী

  1. যে উদ্ভিদের সাধারণ নাম ‘ক্লাব মস’ তা আসলে কী ?

উত্তর : সেলাজিনেশ্লা।

  1. শব্দের তীব্রতার স্তরের এককের নাম কী ?

উত্তর : বেল

  1. পৃথিবীর ব্যাস 6000 কিমি. প্রায়। ভূ-পৃষ্ঠ থেকে 6000 কিমি. উচ্চতায় একটি বস্তুর ওজন কত হবে ?

উত্তর : এক চতুর্থাংশ।

36. 10 9 বােঝতে বিজ্ঞানে কোন শব্দ ব্যবহার করা হয় ?

উত্তর :  গিগা (Giga)।

37. 10 -9 বােঝাতে বিজ্ঞানের কোন শব্দ ব্যবহার করা হয় ?

উত্তর : ন্যানাে (Nano)

  1. যে সব রাশির শুধু মান আছে কিন্তু অভিমুখ নেই, তাদের কি বলে ?

উত্তর : স্কেলার রাশি

  1. যে সব রাশির মান ও অভিমুখ দুই আছে, তাকে কি বলে ?

উত্তর : ভেক্টর রাশি।

  1. প্লাস্টিক শিল্পে ব্যবহৃত PVC শব্দটির অর্থ কী ?

উত্তর : পলিভিনাইল ক্লোরাইড।

  1. রান্নার গ্যাস সিলিন্ডারে কোন কোন গ্যাস থাকে ?

উত্তর : বিউটেন ও প্রােপেন।

  1. রসায়ণের বিচারে হীরক কী ?

উত্তর : বিশুদ্ধ কার্বন।

  1. রসায়নে শুষ্ক বরফ (Dry Ice) কাকে বলে ?

উত্তর : শুষ্ক কার্বন-ডাই অক্সাইড।

  1. বিশুদ্ধ লােহার রং সাধারণতঃ কী হয় ?

উত্তর : ধূসর সাদা।

  1. ‘জীবানুনাশক ফিনাইল’ এর রাসায়নিক নাম কী ?

উত্তর : হাইড্রক্সি টলুইন।

  1. পিঁপড়ের দংশনে জ্বালা করে কেন ?

উত্তর : ফরমিক অ্যাসিডের জন্য।

  1. রসায়নগারে প্রস্তুত প্রথম জৈব যৌগটির নাম কি ?

উত্তর : ইউরিয়া।

  1. গ্যাস শিখার সবচেয়ে উয়ু অংশ কোনটি ?

উত্তর : অনালােকিত অংশ।

  1. কোন বিজ্ঞানী 1709 সালে অ্যালকোহল থার্মোমিটার আবিষ্কার করেন ?

উত্তর : গ্যাব্রিয়েল ফারেনহাইট।

  1. ক্যাণ্ডেলা কীসের একক ?

উত্তর : আলাের দীপ্তির একক।

  1. ভর ও ভারের মধ্যে কোটি ভেক্টর রাশি ?

উত্তর: ভার

  1. ক্যালিডােস্কোপে কটি সমতল দর্পন থাকে ?

উত্তর : ক্যালিডােস্কোপে তিনটি সমতল দর্পন থাকে 60° কোণ করে।

  1. সমতল দর্পণে প্রতিবিম্ব কেমন হয় ?

উত্তর : সমতল দর্পণে প্রতিবিম্ব দৈর্ঘ্য ও দূরত্ব সমান থাকে।

  1. উত্তল দর্পণে প্রতিবিম্বে কী পরিবর্তন হয় ?

উত্তর : উত্তল দর্পণে প্রতিবিম্ব খর্বাকৃতি হয়।

  1. দাড়ি কামানাের জন্য কোন ধরণের দর্পণ ব্যবহার করা যায় ?

উত্তর : দাড়ি কামানাের জন্য অবতল দর্পণ ব্যবহার করা হয়।

  1. টেলিস্কোপে কী ধরণের দর্পণ ব্যবহৃত হয় ?

উত্তর : টেলিস্কোপে অবতল দর্পণ ব্যবহৃত হয়।

  1. গাড়ীতে View finder- এ কী ধরণের দর্পণ ব্যবহার করা হয় ?

উত্তর : মােটর গাড়ীতে View finder হিসাবে ব্যবহৃত সমতল দর্পণ অপেক্ষা উত্তল দর্পণের দৃষ্টিক্ষেত্র অনেক প্রশস্থ। সস্তার জন্য বেশীর ভাগ গাড়ীতে সমতল দর্পণ ব্যবহার করা হয়।

  1. অধিবৃত্তীয় দর্পণ কোথায় ব্যবহার করা হয় ?

উত্তর : অধিবৃত্তীয় দর্পণ মােটর গাড়ীর হেডলাইট, জাহাজের সার্চলাইট এবং দূরবীন যন্ত্রে ব্যবহার করা হয় । 

  1. আলােকীয় যন্ত্র কী ধরণের প্রিজম ব্যবহার করা হয় ?

উত্তর : আলােকীয় যন্ত্রে সমদ্বিবাহু সমকোণী পূর্ণ প্রতিফলক প্রিজম ব্যবহার করা হয়।

  1. আলােকীয় যন্ত্রে অবশীর্ষ প্রতিবিম্বকে সমশীর্ষ করা হয় কীসের দ্বারা ?

উত্তর : দূরবীক্ষণ যন্ত্র, বাইনােকুলার প্রভৃতি নানাপ্রকার আলােকীয় যন্ত্রে অবশীর্ষ প্রতিবিম্বকে সমশীর্ষ করা হয় সমদ্বিবাহু সমকোণী প্রিজম দ্বারা।

  1. সূচীছিদ্র ক্যামেরায় কী ধরণের উক্রম দেখা যায় ?

উত্তর : সূচীছিদ্র ক্যামেরায় পাশ্মীয় ও উলম্ব দুই ধরণের উক্রমই দেখা যায় ।

  1. শূন্য মাধ্যমে শব্দের বেগ কত ? 

উত্তর : শূন্য ।

  1. LASER এর পুরাে নাম কী ?

উত্তর : Light Amplification by Stimulated Emission of Radiation

  1. আলফ্রেড নােবেল কী আবিষ্কার করেছিলেন ?

উত্তর : ডিনামাইটস (1866 ) ।

  1. চাঁদে যেতে হলে কোনাে রকেটের গতিবেগ কত হতে হবে ?

উত্তর : 2.3 কি.মি. প্রতি সেকেন্ডের 21 শে অক্টোবর

  1. আলফ্রেড নােবেল কত  সালে জন্মগ্রহণ করেন ?

উত্তর : 21 শে অক্টোবর, 1833 ।

  1. আলফ্রেড নােবেল কবে পরলােক গমন করেন ?

উত্তর : 1896 সালের 10 ই ডিসেম্বর

  1. 1 এর পর কতগুলাে শুন্য বসলে গুগুল সংখ্যা  হয় ?

উত্তর : 100 টা শুন্য ।

  1. শব্দ তরঙ্গকে বৈদ্যুতিক কম্পাঙ্কে পরিণত  করে কোন যন্ত্র ?

উত্তর : মাইক্রোফোমস্কোর কাছে ওবনিনস্ক – ন

  1. আলফ্রেড নােবেলের নােবেল পুরষ্কার দানের উইল কোথায় স্বাক্ষরিত হয় ?

উত্তর : সুইডিশ নরােজিয়ান ক্লাবে

  1. ‘কুইক সিলভার’ হলাে পারদ, ‘কুইক লাইম’ কী ?

উত্তর : ক্যালসিয়াম মস্কোর কাছে ওবনিনস্ক – অক্সাইড ।

  1. বিশ্বের প্রথম পারমানবিক বিদ্যুৎকেন্দ্র কোথায় গড়ে উঠেছে ?

উত্তর : মস্কোর কাছে ওবনিনস্ক-এ

  1. প্রথম কী কী বিষয়ে নােবেল দেওয়া হত ?

উত্তর : প্দারর্থবিদ্যা, রসায়নবিদ্যা, চিকিৎসাবিদ্যা, সাহিত্য ও শান্তি ।

  1. প্রথম অর্থনীতিতে নােবেল দেওয়া হত না, কবে থেকে দেওয়া হচ্ছে ?

উত্তর : 1968 সাল থেকে

  1. পৃথিবীর ঠিক যে অংশটিতে পারমানবিক বিস্ফোরন ঘটানাে হয় তাকে কী বলে ?

উত্তর : গ্রাউন্ড জিরো

  1. কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে স্যার আইজ্যাক নিউটন কী বিষয় পড়াতেন ?

উত্তর : গণিত ।

  1. খুব অল্প তাপমাত্রা বিষয়ক জ্ঞান ও পদ্ধতি  উদ্ভাবনকে কী বলে ?

উত্তর : ক্লায়ােড়েনিক্স 

  1. ‘তেজস্ক্রিয়তা’ শব্দটি কে প্রথম ব্যবহার করেন ?

উত্তর : মাদাম কুরি ।

  1. হীরকের কেলাসের গঠন কেমন ?

উত্তর : ঘনকাকার ।

80.  আজ পর্যন্ত একই পরিবারে একাধিক নােবেল  পুরষ্কার পেয়েছে, এমন পরিবারের সংখ্যা কত ?

উত্তর : 11 টি 

  1. ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কী ?

উত্তর : ক্যালসিয়াম ক্লোরাে হাইপােক্লোরাইট ।

  1. বােলােমিটার যন্ত্র দিয়ে কি মাপা হয় ?

উত্তর : বিকীর্ণ তাপ ।

  1. রাইট ভ্রাতৃদ্বয়ের তৈরী প্রথম বিমানটির নাম কি ?

উত্তর : ফ্লাইয়ার ওয়ান ।

  1. প্রথম তড়িৎ রাসায়নিক কোশ নির্মাতার নাম কী ?

উত্তর : গ্যালভানি ।

  1. পৃথিবীর চৌম্বক ও ভৌগােলিক অক্ষের অন্তর্গত কোণের মান কত ?

উত্তর : 17 ডিগ্রী

  1. ভােল্টামিটার কী কাজে লাগে ?

উত্তর : তড়িৎ বিভব প্রভেদ মাপতে ।

  1. উজ্জ্বলতম কৃত্রিম আলাের উৎস হল – হিলিয়াম, নিয়ন, লেজার, হ্যালােজেন ?

উত্তর : লেজার

  1. কোন কোশের প্রধান ত্রুটি পােলারাইজেশন ?

উত্তর : ভােল্টীয় কোশ ।

  1. অতি লােহিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত ?

উত্তর : 800 A.U. 

  1. তাপশক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা যায় কোন যন্ত্রের সাহায্যে ?

উত্তর : থামোকাপল ।

  1. ব্যারােমিটার যন্ত্রের আবিষ্কারক কে ?

উত্তর : টরিসেলি ।

  1. ডায়ােড ভালব (Valve) ব্যবহৃত হয় কোথায় ?

উত্তর : রেকটিফায়ার – এ ।

  1. কোন কাজে ‘মিটার ব্রীজ’ ব্যবহৃত হয় ?

উত্তর : রাধ মাপতে ।

  1. ম্যানােমিটার কী মাপতে ব্যবহৃত হয় ?

উত্তর : চাপের পার্থক্য ।

  1. ‘পােষ্ট অফিস বক্স’ দিয়ে কী মাপা হয় ?

উত্তর : রােধ

  1. কোন উয়তায় ফারেনহাইট এবং পরমশূন্য স্কেলের মান সমান হবে ?

উত্তর : 574.25°

97.  একটি সবুজ আলাের মধ্যে লাল ফুল রাখলে ফুলটিকে কেমন দেখাবে ?

উত্তর : কালাে

  1. কোনটি পরাচৌম্বক পদার্থ – লােহা, তামা, নিকেল, টিন ?

উত্তর : টিন ।

  1. ইস্পাতের কুরী বিন্দু কত ?

উত্তর : 750 ডিগ্রী সেন্টিগ্রেড ।

  1. 0 ° C উয়তায় 1 গ্রাম বরফকে জলে পরিণত করতে কত তাপ প্রয়ােজন ?

উত্তর : 80 ক্যালােরীব

  1. টর্শন তুলার সাহায্যে দুটি তড়িতাধানের ভিতর ক্রিয়াশীল বলের পরিমাণ কে নির্ধারণ করেছিলেন ?

উত্তর : কুলম্ব ।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।