জীবনবিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Biology Questions with Answers in Bengali

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Biology Questions with Answers in Bengali. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে জীবনবিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Biology Questions with Answers in Bengali। এই জীবনবিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Biology Questions with Answers in Bengali || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

জীবনবিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Biology Questions with Answers in Bengali

১. ডিম্বাশয় থেকে উৎপন্ন ফলকে প্রকৃত ফল বলে।  যেমন?

উওরঃ- নারকেল। 

২. নিষেক ব্যতীত ফল উৎপাদনকে কি বলে ?

উওরঃ- নিষেক ব্যতীত ফল উৎপাদনকে ‘পার্থেনোকার্পি’ বলে। 

 
৩. কোন শৈবালে প্রচুর পরিমানে প্রোটিন থাকে ?

উওরঃ- ক্লোরেল্লা নামক শৈবালে প্রচুর পরিমানে প্রোটিন থাকে। 

 
৪. ছত্রাক থেকে কোন এসিড পাওয়া যায় ?

উওরঃ-  ছত্রাক থেকে লাইসারজিক এসিড ডাই-ঠেলামাইড (L.D.C) পাওয়া যায়। 

৫. পেনিসিলিন কি থেকে আবিষ্কৃত হয় ?

উওরঃ- পেনিসিলিয়াম নোটেটাম নামক ছত্রাক থেকে। 

৬. কোন উদ্ভিদ থেকে রেসারপিন পাওয়া যায় এবং এটি কি কাজে লাগে ?

উওরঃ- রাউলফিয়া সার্পেন্টিনা নামক উদ্ভিদ থেকে। এটি উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। 

 
 ৭. উদ্ভিদ বৃদ্ধিকারী কয়েকটি হরমোনের নাম কি ?

উওরঃ- উদ্ভিদ বৃদ্ধিকারী হরমোন হল অক্সিন,জিব্বারেলিন ও সাইটোকাইনিন। 

 
৮. ক্যাম্বিয়ামের সক্রিয়তায় কোষ বিভাজিত হয়ে কোন উদ্ভিদের বৃদ্ধি ঘটায় ?

উওরঃ- কাষ্ঠল উদ্ভিদের বৃদ্ধি ঘটে। 

 
৯. সমগ্র মানব শরীরের মধ্যে সবথেকে বড়ো হাড় কোনটি ?

উওরঃ- ফিমার (femar) যেটি মানুষের ঊর্ধাংশ, জেক ‘থিন বোন’ও বলা হয়। 

১০. Teak plant এর বিজ্ঞানসম্মত নাম কি ?

উওরঃ- Teak plant এর বিজ্ঞানসম্মত নাম টেকটোনা গ্রান্ডিস।

 
১১. ক্যাফিন কি থেকে পাওয়া যায় ?

উওরঃ- কোফি এরিবিকা (কফি) এর বীজ থেকে।

 
১২.পেয়ারায় কি এসিড পাওয়া যায় ?

উওরঃ- টারটারিক এসিড। 

 
১৩.চা এর লাল দাগের কারণ কি ?

উওরঃ- চা এর লাল দাগের কারণ সেফালিউরাস নামক এক প্রকার সবুজ শৈবাল। 

 
১৪.এন্টিবায়োটিক পেনিসিলিন কি দিয়ে তৈরী হয় ?

উওরঃ-  পেনিসিলিয়াম নোটেটাম নামক ছত্রাক  থেকে। 

 
১৫.আগার  কোথা থেকে পাওয়া যায় ?

উওরঃ-  লাল শৈবাল থেকে। 

 
১৬. মৌচাকের  মৌমাছিরা কিসের মাধ্যমে তাদের ভাষার আদান প্রদান ঘটায় ?

উওরঃ- নৃত্যের মাধ্যোমে। 

১৭.যেসব প্রাণী নিজে রোগ সৃষ্টি না করলেও রোগ সংক্রমণে বিশেষ ভূমিকা নেয়,তাদের কি বলে ?

উওরঃ- যেসব প্রাণী নিজে রোগ সৃষ্টি না করলেও রোগ সংক্রমণে বিশেষ ভূমিকা নেয়,তাদের ভেক্টর বা বাহক বলে। 

 
১৮. ভিটামিন E এবং ভিটামিন K কে, কি বলা হয় ?

উওরঃ-  ভিটামিন E  কে বলা হয় টোকোফেরল এবং ভিটামিন K কে বলা হয় ন্যাপথাকুইনন।

১৯.ফল পাকানোর জন্য কোন উদ্ভিদ হরমোন ব্যাবহৃত হয় ?

উওরঃ-  ইথিলিন হরমোন ব্যাবহৃত হয়। 

 
২০. জিব্বারেলিক এসিডের প্রভাবে বীজের  কি অবসান  ঘটে ?

উওরঃ-  জিব্বারেলিক আসিডের প্রভাবে বীজের সুপ্তদশার অবসান ঘটে।

২১.স্বাভাবিক অবস্থায় একটি উদ্ভিদ ও উদ্ভিদ কোষের বিভাজনে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়, তাকে  কি বলা হয় ?

উওরঃ- স্বাভাবিক অবস্থায় একটি উদ্ভিদ ও  উদ্ভিদ কোষের বিভাজনে ক্রোমোজোম সংখ্যা  অর্ধেক হয়, তাকে – হ্যাপ্লয়েড  কোষ বিভাজন  বলে।
  

২২. যে সকল উদ্ভিদ নাইট্রোজেনের জন্য কীটপতঙ্গ খাদ্য হিসাবে গ্রহণ করে তাকে কি বলে ?

উওরঃ- যে সকল উদ্ভিদ নাইট্রোজেনের জন্য কীটপতঙ্গ খাদ্য হিসাবে গ্রহণ করে তাকে পতঙ্গভুক উদ্ভিদ বলে। যেমন- পাতা ঝাঁঝি। 

 
২৩. যে সকল উদ্ভিদে পুং ও স্ত্রী ফুল একই সাথে থাকে, তাকে কি বলে ?

উওরঃ- যে সকল উদ্ভিদে পুং ও স্ত্রী ফুল একই সাথে থাকে, তাকে মনোসিয়াস বলে। 

 
২৪. উদ্ভিদের মধ্যে  সবচেয়ে বড় স্পার্ম দেখা যায় ?

উওরঃ- জিমনোস্পার্মসে। 

 
২৫. আনজিওস্পার্ম  এর চরিত্র  কি ?

উওরঃ- আনজিওস্পার্ম এর  চরিত্র বা কাজ  হল  দ্বিনিষেক  ঘটানো।

২৫. উদ্ভিদের উদ্ভুদের বৃদ্ধির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কি ?

উওরঃ- উদ্ভিদের উদ্ভুদের বৃদ্ধির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল নাইট্রোজেন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।