Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি WBCS, WBP, ICDS Exam Questions and Answers in Bengali. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে WBCS, WBP, ICDS Exam Questions and Answers in Bengali ||. নিচে Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই WBCS, WBP, ICDS Exam Questions and Answers in Bengali || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
WBCS, WBP, ICDS Exam Questions and Answers in Bengali
- ভারতের মধ্যে সবচেয়ে বেশি গম উৎপাদন কোথায় হয় ?
উত্তরঃ- উত্তরপ্রদেশে।
- অভ্র উৎপাদনে ভারত পৃথিবীর কততম স্থানের অধিকারী ?
উত্তরঃ- প্রথম।
- ভারতের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র কোনটি ?
উত্তরঃ- চিন।
- ভারতের ক্ষুদ্ৰমত প্রতিবেশী রাষ্ট্র কোনটি ?
উত্তরঃ- মালদ্বীপ।
- পশ্চিমবঙ্গের কোথায় সবচেয়ে বেশি ধান
উৎপাদন করা হয় ?
উত্তরঃ- বর্ধমান।
- হুগলি শিল্পাঞ্চলের প্রধান শিল্প কী ?
উত্তরঃ- পাটশিল্প
- কলকাতা বন্দরের সহযােগী বন্দর কোনটি ?
উত্তরঃ- হলদিয়া বন্দর।
- ভারতের বৃহত্তম সার কারখানা কোথায় আছে ?
উত্তরঃ- ঝাড়খণ্ডের সিথ্রিতে।
- পৃথিবীর শীতলতম স্থান কোনটি ?
উত্তরঃ- ভায়খয়ানস্ক।
- লােকসংখ্যার দিক থেকে পৃথিবীর কোন দেশটি প্রথম ?
উত্তরঃ- চিন।
- লােকসংখ্যার দিক থেকে ভারতের স্থান পৃথিবীর কত তম ?
উত্তরঃ- দ্বিতীয়।
- পশ্চিমবঙ্গের কোথায় টেলিফোনের তার তৈরি হয় ?
উত্তরঃ- রূপনারায়ণপুরে।
- মাইথন বাঁধটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ- ঝাড়খণ্ডে।
- গান্ধি সাগর বাঁধটির সঙ্গে কোন্ নদী সংযুক্ত ?
উত্তরঃ- চম্বল।
- ম্যাঙ্গানীজ রফতানিতে ভারত পৃথিবীতে কোন্ স্থান অধিকার করেছে ?
উত্তরঃ- প্রথম।
- ডালমিয়া নগরের সঙ্গে কোন শিল্প সংশ্লিষ্ট ?
উত্তরঃ- সিমেন্ট।
- পশ্চিমবঙ্গের ‘ধানের ভান্ডার’ বলা হয় কোন্ জেলাকে ?
উত্তরঃ- বর্ধমান।
- ভারতের কোন রাজ্য কফি উৎপাদনে প্রথম ?
উত্তরঃ- কর্ণাটক।
- পেনগঙ্গা কোন্ নদীর উপনদী ?
উত্তরঃ- গােদাবরী।
- কয়লা উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকার করে কোন রাজ্য ?
উত্তরঃ- ঝাড়খন্ড।
- ভারতে প্রথম কাগজ তৈরি হয় কোথায় ?
উত্তরঃ- শ্রীরামপুরে।
- ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম করাে ?
উত্তরঃ- লুনি।
- ভারতের প্রথম শুল্কমুক্ত বন্দর কোনটি ?
উত্তরঃ- কন্ডালা।
- জনসংখ্যার দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি ?
উত্তরঃ- সিকিম।
- আয়তনের দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি ?
উত্তরঃ- গােয়া।
- ভারতের শ্রেষ্ঠ নদী কোনটি ?
উত্তরঃ- গঙ্গা।
- বরমূলা জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন্ রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ- জম্মু ও কাশ্মীর।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here
🔵🔴 দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।