Madhyamik Life Science Question and Answers in Bengali

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Madhyamik Life Science Question and Answers in Bengali. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে Madhyamik Life Science Question and Answers in Bengali ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই Madhyamik Life Science Question and Answers in Bengali || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

Madhyamik Life Science Question and Answers in Bengali

  1. বংশগতির জনক বলা হয়– 

(A) ডারউইনকে

(B) ল্যামার্ককে

(C) মেন্ডেলকে  

(D) দ্য ভ্রিসকে 

উত্তরঃ- (C) মেন্ডেলকে

  1. দু’টি সংকর লম্বা মটর গাছের মধ্যে সংকরায়ণের ফলে উৎপন্ন সংকর লম্বা মটর গাছ পাওয়া যাবে— 

(A) 25 %

(B) 50 %

(C) 75 %

(D) 100 %

উত্তরঃ- (B) 50 %

  1. নীচের কোনটি অটোজোম জিনঘটিত রোগ ? 

(A) বর্ণান্ধতা  

(B) হিমোফিলিয়া

(C) থ্যালাসেমিয়া

(D) সবক’টি 

উত্তরঃ- (C) থ্যালাসেমিয়া

  1. নীচের কোনটি প্রকট গুণ তা শনাক্ত করো – 

(A) কান্ডের দৈঘ্য বেঁটে 

(B) বীজের আকার – কুঞিত 

(C) বীজপত্রের বর্ণ – হলুদ 

(D) ফুলের বর্ণ – সাদা। 

উত্তরঃ- (C) বীজপত্রের বর্ণ – হলুদ

  1. RRYY জিনোটাইপযুক্ত মটরগাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় তা নির্ধারণ করো 

(A) এক ধরনের 

(B) চার ধরনের 

(C) দুই ধরনের

(D) তিন ধরনের। 

উত্তরঃ- (A) এক ধরনের

  1. নীচের কোন দুটি জিনোটাইপ মটর গাছের কুঞ্চিত হলুদ ফিনোটাইপের জন্য দায়ী তা বাছাই করো 

(A) RRYY ও rryy 

(B) RRYys RrYy 

(C) RRyys Rryy 

(D) IrYY ও rrYy  

উত্তরঃ- (D) IrYY ও rrYy

  1. একই জিনের বিভিন্ন রূপভেদকে বলে— 

(A) জিনোটাইপ

(B) ফিনোটাইপ

(C) লোকাস

(D) অ্যালিল 

উত্তরঃ- (D) অ্যালিল

  1. একজন স্বাভাবিক পুরুষ ও একজন বর্ণান্ধতাবাহক। মহিলার সন্তানরা কীরূপ হবে ? 

(A) সব পুত্র বর্ণান্ধ

(B) অর্ধেক পুত্র বর্ণান্ধ

(C) সব কন্যাই বাহক  

(D) সব পুত্র বাহক 

উত্তরঃ- (B) অর্ধেক পুত্র বর্ণান্ধ

  1. বর্ণান্ধ মানুষ যে রং পৃথক করতে পারে না সেটি হলো— 

(A) লাল – নীল  

(B) লাল – হলুদ  

(C) সাদা – হলুদ  

(D) লাল – সবুজ 

উত্তরঃ- (D) লাল – সবুজ

  1. মেন্ডেল তাঁর পরীক্ষার জন্য মটর গাছের কতগুলি চারিত্রিক বৈশিষ্ট্য ব্যবহার করেন ? 

(A) 3 জোড়া

(B) 5 জোড়া

(C) 7 জোড়া  

(D) 9 জোড়া 

উত্তরঃ- (C) 7 জোড়া

  1. একটি সংকর দীর্ঘ (Tt) এবং একটি বিশুদ্ধ খর্ব (lt) মটর গাছের পরাগমিলনে উৎপন্ন গাছগুলি হলো— 

(A) সবই দীর্ঘ

(B) সবই খর্ব

(C) 50 % দীর্ঘ ও 50 % খর্ব

(D) 75 % দীর্ঘ ও 25 % খর্ব 

উত্তরঃ- (C) 50 % দীর্ঘ ও 50 % খর্ব

  1. মানুষের মুক্ত কানের লতি হলো একপ্রকার— 

(A) প্রকট বৈশিষ্ট্য  

(B) প্রচ্ছন্ন বৈশিষ্ট্য  

(C) সংকর বৈশিষ্ট্য

(D) কোনোটিই নয় 

উত্তরঃ- (A) প্রকট বৈশিষ্ট্য

  1. রোলার জিভ যে অবস্থায় প্রকাশিত হয় তা হলো— 

(A) হোমোজাইগাস

(B) হেটারোজাইগাস

(C) হোমোজাইগাস ও হেটারোজাইগাস

(D) কোনোটিই নয় 

উত্তরঃ- (C) হোমোজাইগাস ও হেটারোজাইগাস

  1. সন্ধ্যামালতী উদ্ভিদে কী ধরনের বংশগতি দেখা যায় ? 

(A) মেন্ডেলিয়ান বংশগতি

(B) সহ – প্রকটতা  

(C) বহুজিন অ্যালিলতা

(D) অসম্পূর্ণ প্রকটতা 

উত্তরঃ- (D) অসম্পূর্ণ প্রকটতা

  1. মানুষের জননকোশে ক্রোমোজোমের সংখ্যা— 

(A) 23

(B) 23 জোড়া

(C) 22

(D) 22 জোড়া 

উত্তরঃ- (B) 23 জোড়া

  1. কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কী ? 

উত্তরঃ- কারণ ইহা প্রছন্ন জিনের দ্বারাই হয়ে থাকে।

  1. মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় F, জনুতে প্রাপ্ত ফিনোটাইপ অনুপাত কত ? 

উত্তরঃ- 9 : 3 : 3 : 1

  1. কোন জিনঘটিত রোগে দেহের বিভিন্ন অঙ্গে লোহা জমা হয় ? 

উত্তরঃ- থ্যালাসেমিয়া।

  1. মেন্ডেলের একসংকর জননের পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্য জনুর জিনোটাইপিক অনুপাতটি লেখো। 

উত্তরঃ- 1 : 2 : 1  

  1. মানুষের একটি অটোজোম জিনঘটিত প্রচ্ছন্ন রোগের নাম লেখো৷ 

উত্তরঃ- থ্যালাসেমিয়া (Thalassemi [A])

  1. ক্রোমোজমের উপর জিনের অবস্থান বিন্দুকে কী বলে ? 

উত্তরঃ- লোকাস৷

  1. Go দশার একটি কোশের উদাহরণ দাও। 

উত্তরঃ- স্নায়ুকোশ।

  1. Y ক্রোমোজোমে অবস্থিত জিনকে কী বলে ? 

উত্তরঃ- হোলান্ড্রিক জিন।

  1. একটি লিঙ্গ সংযোজিত জিনের উদাহরণ দাও।

উত্তরঃ- হিমোফিলিয়া।

  1. মানুষের ক্ষেত্রে 44 + XY কোন লিঙ্গকে সূচিত করে ? 

উত্তরঃ- পুরুষলিঙ্গ। 

  1. মানুষের একটি ‘ X ‘ ক্রোমোজোম সংযোজিত প্রচ্ছন্ন জিনঘটিত বংশগত রোগের উদাহরণ দাও। 

উত্তরঃ- হিমোফিলিয়া। (Haemophilia)

  1. বংশগতির একককে মেন্ডেল কী বলেন ? বর্তমানে এই একককে কী বলা হয় ? 

উত্তরঃ- মেন্ডেল বংশগতির একককে ফ্যাক্টর বলে উল্লেখ করেন। বর্তমানে এই একককে জিন বলা হয়। 

  1. বিশুদ্ধ বা খাঁটি জীব কাকে বলে ? উদাহরণ দাও।

উত্তরঃ- কোনো জীব বংশানুক্রমে একরকম বৈশিষ্ট্য বজায় রাখলে তাকে বিশুদ্ধ বা খাঁটি জীব বলে । মেন্ডেলের একসংকর পরীক্ষায় জনিতৃ জনুর লম্বা (TT) ও বেঁটে (tt) মটর গাছ হলো বিশুদ্ধ উদ্ভিদের উদাহরণ। 

  1. সংকর জীব এবং সংকরায়ণ কাকে বলে ?

উত্তরঃ- দু’টি বিশুদ্ধ বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত জীবের পরনিষেকের ফলে উৎপন্ন জীবটিকে সংকর জীব বলে। সংকর জীব সৃষ্টির পদ্ধতিকে সংকরায়ণ বলে। যেমন— খাঁটি লম্বা (TT) এবং খাঁটি বেঁটে (tt) দু’টি জীবের পরনিষেকের ফলে উৎপন্ন জীবটি হলো সংকর জীব (Tt)। 

  1. রাজকীয় হিমোফিলিয়া কাকে বলে ? 

উত্তরঃ- হিমোফিলিয়া A মহারানি ভিক্টোরিয়ার পরিবারে প্রথম দেখা যায়। তাই এই রোগকে রাজকীয় হিমোফিলিয়া বলে। 

  1. প্রকরণ কাকে বলে ? এর কারণ কী ? 

উত্তরঃ- যৌন জননের সময় জিনের পরিবর্তনে বা পরিবেশের প্রভাবে একই প্রজাতির জীবের মধ্যে যে পার্থক্য দেখা যায় তাকে প্রকরণ বলে। জিনগত পরিবর্তন প্রকরণের কারণ। 

  1. প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কাকে বলে ?

উত্তরঃ- দু’টি বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে সংকরায়ণ ঘটালে যে বৈশিষ্ট্যটি F, জনুতে বা প্রথম অপত্য বংশে প্রকাশ পায় তাকে প্রকট বৈশিষ্ট্য বলে। অন্যদিকে, যে বৈশিষ্ট্যটি প্রকাশ পায় না বা সুপ্ত অবস্থায় থাকে তাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলে। 

  1. অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে ? উদাহরণ দাও। 

উত্তরঃ- বিপরীত বৈশিষ্ট্যযুক্ত দু’টি জীবের সংকরায়ণে প্রকট জিনটি সম্পূর্ণরূপে প্রকাশ না পাওয়ায় জীবের প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের মধ্যবর্তী একটি বৈশিষ্ট্য প্রকাশ পায়। এই ঘটনাকে অসম্পূর্ণ প্রকটতা বলে। 

উদাহরণ – সন্ধ্যামালতী উদ্ভিদে লাল ও সাদা ফুলযুক্ত গাছের মিলনে প্রথম জনুতে সমস্ত (গোলাপি) ফুল উৎপন্ন হয়। এটি অসম্পূর্ণ প্রকটতার উদাহরণ। 

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।