গুপ্ত সাম্রাজ্য প্রশ্ন ও উওর | Gupta Empire Questions Answers in Bengali

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Gupta Empire Questions Answers in Bengali. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে গুপ্ত সাম্রাজ্য প্রশ্নোত্তর ইতিহাস | Gupta Empire Questions Answers in Bengali ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই গুপ্ত সাম্রাজ্য প্রশ্নোত্তর ইতিহাস | Gupta Empire Questions Answers in Bengali || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

গুপ্ত সাম্রাজ্য প্রশ্নোত্তর ইতিহাস | Gupta Empire Questions Answers in Bengali

১. কোন যুগকে ভারতের ইতিহাসে ‘সুবর্ন যুগ’ বলা হয়?

উত্তরঃ  গুপ্তযুগকে

২. কোন সাম্রাজ্যের পতনের পর গুপ্ত সাম্রাজ্যের উত্থান হয়েছিল?

উত্তরঃ সাতবাহন সাম্রাজ্যের পতনের পর

৩. গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তরঃ শ্রীগুপ্ত

৪. কোন চৈনিক পরিব্রাজকের বিবরনী থেকে শ্রীগুপ্তের সম্পর্কে জানা যায়?

উত্তরঃ ইৎ সিং

৫. গুপ্ত সাম্রাজ্যের প্রথম স্বাধীন এবং সার্বভৌম রাজা কে ছিলেন?

উত্তরঃ প্রথম চন্দ্রগুপ্ত

৬. প্রথম চন্দ্রগুপ্তের রাজধানী কোথায় ছিল?

উত্তরঃ পাটলিপুত্রে

৭. গুপ্ত সম্রাট প্রথম চন্দ্রগুপ্তের উপাধী কি ছিল?

উত্তরঃ মহারাজাধিরাজ

৮.  কোন গুপ্ত সম্রাট ‘গুপ্তাব্দ’- এর প্রচলন করেছিলেন?

উত্তরঃ প্রথম চন্দ্রগুপ্ত (320 খ্রীঃ)

৯. প্রথম চন্দ্রগুপ্তের মৃত্যুর পর গুপ্ত সাম্রাজ্যের সম্রাট কে হয়েছিলেন?

উত্তরঃ সমুদ্রগুপ্ত

১০.  গুপ্ত বংশের শ্রেষ্ট শাষক বা রাজা কে ছিলেন?

উত্তরঃ সমুদ্রগুপ্ত

১১.  ‘ভারতের নেপোলিয়ন’- কাকে বলা হয়?

উত্তরঃ সমুদ্রগুপ্তকে

১২. ‘কবিরাজ’, ‘পরাক্রমাঙ্ক’, ‘একরাট’, ‘সর্বরাজচ্ছেত্তা’- এই সমস্ত উপাধীগুলি কার?

উত্তরঃ সমুদ্রগুপ্তের

১৩. এলাহাবাদ প্রশস্তি কার লেখা?

উত্তরঃ হরিষেন- এর এলাহাবাদ প্রশস্তিতে সমুদ্রগুপ্তের কীর্তি বর্ণিত আছে।

১৪. সমুদ্রগুপ্তের সভাকবির নাম কি?

উত্তরঃ হরিষেন

১৫. ‘প্রাচীন ভারতীয় স্বুর্ণযূগের অগ্রদূত’- কাকে বলা হয়?

উত্তরঃ সমুদ্রগুপ্তকে

১৬. সমুদ্রগুপ্তের পুত্রের নাম কি?

উত্তরঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত

১৭. ফা-হিয়েন কোন গুপ্ত সম্রাটের শাসনকালে ভারতে এসেছিলেন?

উত্তরঃ দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে

১৮. ‘কিংবদন্তি বিক্রমাদিত্য’ –নামে কে পরিচিত?

উত্তরঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত

১৯. ‘শকারি’- উপাধি কার ছিল?

উত্তরঃ দ্বিতীয় চন্দ্রগুপ্তের

২০.  ‘রেকর্ডস অফ বুদ্ধিস্ট কিংডম’- কোন চিনা পর্যটকের রচনা?

উত্তরঃ ফা-হিয়েন

২১. দ্বিতীয় চন্দ্রগুপ্তের মৃত্যুর পর গুপ্ত সাম্রাজ্যের সম্রাট কে হয়েছিলেন?

উত্তরঃ প্রথম কুমারগুপ্ত 

🔶 আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ-

১ . কোন মহাজনপদে বুদ্ধ দেহত্যাগ করেছিলেন ?

উত্তর : মল

২. আলেকজান্ডার কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ?

উত্তর : ব্যবিলন

৩. নন্দ বংশ কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর : মহাপদ্ম নন্দ

৪. প্রাচীন কালের কলিঙ্গ রাজ্যের সবথেকে বড় শাসক কে ছিলেন ?

উত্তর : কারাবেলা

৫. শিশু নাগবংশ কোন মহাজনপদ ধ্বংসের পর শুরু হয়েছিল ?

উত্তর : অবন্তী

৬. কোন সাম্রাজ্য প্রাচীন ভারতের অন্তর্ভুক্ত ছিল না ?

উত্তর : হাম্পি ।

৭. বিম্বিসারের কোন রাজ্যের সাথে শত্রুতা ছিল ?

উত্তর : অঙ্গ

৮. কোন শাসক আলেকজান্ডারের সমসাময়িক ছিলেন ?

উত্তর : চন্দ্রগুপ্ত মৌর্য

৯. অর্থশাস্ত্রে কোন বিষয়ের উল্লেখ আছে ?

উত্তর : রাষ্ট্রনীতি

১০. চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য উত্তর – পশ্চিম ভারতে কতদূর বিস্তার লাভ করেছিল ?

উত্তর : হিন্দকুশ

১১. অশোকের সাম্রাজ্য কোন শতাব্দীতে বিস্তার লাভ করেছিল ?

উত্তর : খ্রীঃ পূঃ তৃতীয় শতকে

১২. প্রাচীন কোন মহাজনপদ যমুনা নদীর তীরে বিস্তার লাভ করেছিল ?

উত্তর : বাৎস ।

১৩. শত্রু নিধনকারী বা অমিত্রগাথা হিসেবে কোন শাসক পরিচিত ছিলেন ?

উত্তর : বিন্দুসার

১৪. কৌটিল্য কোন ভারতীয় শাসকের প্রধানমন্ত্রী ছিলেন ?

উত্তর : চন্দ্রগুপ্ত মৌর্য ১৫.খ্ৰীঃ পূঃ ৩২২ শতকে কে মগধের সিংহাসন দখল করেন ?

উত্তর : চন্দ্রগুপ্ত মৌর্য

১৬. ভারতবর্ষে প্রথম বৈদেশিক অভিযান কারা করেছিল ?

উত্তর : প্রথম দরিয়াস

১৭. প্রাচীন ভারতে মগধের রাজধানী কোথায় ছিল ?

উত্তর : রাজগীর

১৮. কোন শাসক তার রাজধানী রাজগীর থেকে পাটালিপুত্রে স্থানান্তরিত করেন ?

উত্তর : উদ্যয়িন

১৯. খ্ৰীঃ পূঃ ষষ্ঠ শতকে মগধের প্রথম শাসক কে ছিলেন ?

উত্তর : বিম্বিসার

২০. কোন শাসক তার রাজধানী পাটালিপুত্র থেকে বৈশালীতে স্থানান্তরিত করেন ?

উত্তর : শিশুনাগ

২১. পুরু কোন যুদ্ধে আলেকজান্ডারের কাছে হেরে যান ?

উত্তর : হাইডাসপাস

২২. প্রাচীন ভারতবর্ষের বৃহত্তম নগর কি ছিল ?

উত্তর : পাটলিপুত্র

২৩. সমস্ত ক্ষত্রিয় কুলে কাকে দ্বিতীয় পরশুরাম বলে অভিহিত করা হত ?

উত্তর : মহাপদ্ম

২৪. আলেকজান্ডারের ভারত অভিযানকালে নন্দ বংশের রাজা কে ছিলেন ?

উত্তর : ধননন্দ

২৫. কোন ভারতীয় রাজা প্রাচীন ভারতবর্ষে নিজেকে সার্বভৌম ক্ষমতা সম্পন্ন বলে দাবী করেন ?

উত্তর : উদ্যয়িন

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।