Medical Enterns Exam MCQ Questions Answers in Bengali

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Medical Enterns Exam MCQ Questions Answers in Bengali. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে Medical Enterns Exam MCQ Questions Answers in Bengali ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই Medical Enterns Exam MCQ Questions Answers in Bengali || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

Medical Enterns Exam MCQ Questions Answers in Bengali

১। বিজ্ঞানের সবচেয়ে মৌলিক শাখা কোনটি?

(ক) পদার্থ বিজ্ঞান
(খ) রসায়ন বিজ্ঞান
(গ) জ্যোর্তিপদার্থ বিজ্ঞান
(ঘ) জীববিজ্ঞান

উত্তরঃ- (ক) পদার্থ বিজ্ঞান

২। পদার্থবিজ্ঞানকে মূলত কয়টা অংশে ভাগ করা যায়?

(ক) ৫ ভাগে
(খ) ৪ ভাগে
(গ) ৩ ভাগে
(ঘ) ২ ভাগে

উত্তরঃ- (ঘ) ২ ভাগে

৩। পারমানবিক তত্ত্ব দেন-

(ক) থমসন
(খ) ডাল্টন
(গ) রাদারফোর্ড
(ঘ) নিলস বোর

উত্তরঃ- (খ) ডাল্টন

৪। E=mc2 দ্বারা-

(ক) আলোর বেগ পরিমাপ করা সম্ভব
(খ) কোন বস্তুর ভর পরিমাপ করা সম্ভব
(গ) বস্তুর ভরকে শক্তিতে রুপান্তরিত করা সম্ভব
(ঘ) সবগুলোই সঠিক

উত্তরঃ- (ঘ) সবগুলোই সঠিক

৫। বিগ ব্যাং এর পর থেকে মহাবিশ্ব-

(ক) একই অবস্থায় আছে
(খ) কিছু প্রসারিত হচ্ছে, কিছু সংকুচিত হচ্ছে
(গ) ক্রমাগত প্রসারিত হচ্ছে
(ঘ) ক্রমাগত সংকুচিত হচ্ছে

উত্তরঃ- (গ) ক্রমাগত প্রসারিত হচ্ছে

৬। পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য কী?

(ক) নতুন যন্ত্রপাতি বানানো
(খ) নতুন গ্রহে বসতি স্থাপন করা
(গ) বিশ্ববহ্মান্ডের রহস্য উন্মোচন করা
(ঘ) বিশ্বব্রহ্মান্ডকে নিয়ন্ত্রণ করা

উত্তরঃ- (গ) বিশ্ববহ্মান্ডের রহস্য উন্মোচন করা

৭। কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান (Solid State Physics)-এ কাজ করা হয়,

(ক) বস্তুর ধাতব ধর্ম নিয়ে
(খ) তড়িৎ নিয়ে
(গ) সকল ধরণের বস্তু নিয়ে
(ঘ) অর্ধপরিবাহী নিয়ে

উত্তরঃ- (ঘ) অর্ধপরিবাহী নিয়ে

৮। এসআই এককে ভৌত রাশি কয়টি?

(ক) ৬টি
(খ) ৭টি
(গ) ৮টি
(ঘ) ৯টি

উত্তরঃ- (খ) ৭টি

৯। পদার্থের পরিমাণের একক কোনটি?

(ক) গ্রাম (g)
(খ) নিউটন (N)
(গ) মোল (mole)
(ঘ) পাউন্ড (lb)

উত্তরঃ- (গ) মোল (mole)

১০। নিচের কোনটি মৌলিক রাশি?

(ক) তড়িৎ পরিবাহিতা
(খ) তড়িৎ প্রবাহ
(গ) রোধ
(ঘ) তড়িৎচ্চালক শক্তি

উত্তরঃ- (খ) তড়িৎ প্রবাহ

১১। সূর্যের ভর কতো?

(ক) 2 x 1041 kg
(খ) 2 x 1030 kg
(গ) 2 x 1044 kg
(ঘ) 2 x 1035 g

উত্তরঃ- (খ) 2 x 1030 kg

১২। পৃথিবীর ব্যাসার্ধ আনুমানিক কতো?

(ক) 6 x 106 m
(খ) 6 x 108 m
(গ) 6 x 103 km
(ঘ) ক ও গ

উত্তরঃ- (ঘ) ক ও গ

১৩। ফেমটো এককের গুণিতক বা উপসর্গ

(ক) 10-20
(খ) 10-12
(গ) 10-15
(ঘ) 10-18

উত্তরঃ- (গ) 10-15

১৪। মাত্রা কী?

(ক) একটি রাশিতে মৌলিক রাশিগুলো যে সূচকে থাকে
(খ) একটি রাশির পরিমাপ
(গ) একটি রাশির একক
(ঘ) মৌলিক রাশির সংকেত

উত্তরঃ- (ক) একটি রাশিতে মৌলিক রাশিগুলো যে সূচকে থাকে

১৫। ত্বরণের মাত্রা কোনটি

(ক) LT
(খ) LT-1
(গ) LT-2
(ঘ) LT2

উত্তরঃ- (গ) LT-2

১৬। এককের সংকেত লেখার সময়-

i. লব্ধ এককের বেলায় দুই এককের মাঝে কোন ফাঁকা রাখতে হয় না।
ii. কিলো থেকে সব বড় উপসর্গ বড় হাতের লিখতে হয়।
iii. এককের সংকেত গুলো বহুবচনে হবে না।

নিচের কোনটি সঠিক?
(ক) iii
(খ) i ও ii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

উত্তরঃ- (গ) ii ও iii

১৭। মিটার স্কেলের দৈর্ঘ্য কতোখানি?

(ক) ১০০ সেন্টিমিটার
(খ) ১০০ মিলিমিটার
(গ) ১০০ ডেসিমিটার
(ঘ) ০.০১ কিলোমিটার

উত্তরঃ- (ক) ১০০ সেন্টিমিটার

১৮। ১ ইঞ্চি সমান কতো সেন্টিমিটার?

(ক) ২.৫৬ সেন্টিমিটার
(খ) ২.৫৪ সেন্টিমিটার
(গ) ৩.৫৬ সেন্টিমিটার
(ঘ) ৩.৫৪ সেন্টিমিটার

উত্তরঃ- (খ) ২.৫৪ সেন্টিমিটার

১৯। ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয়,

i. অত্যান্ত সুক্ষ্ম কাজে
ii. সেন্টিমিটারের ভগ্নাংশ মাপার কাজে
iii. মিলিটারের ভগ্নাংশ মাপার কাজে

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii

উত্তরঃ- (গ) i ও iii

২০। ভার্নিয়ার ধ্রুবক কী?

(ক) ভার্নিয়ার স্কেলের একটি ভাগ এবং মূল স্কেলের একটি ভাগে মধ্যকার পার্থক্য
(খ) ভার্নিয়ার স্কেলের ও মূল স্কেলের দৈর্ঘ্যের অনুপাত
(গ) ভার্নিয়ার স্কেলের দৈর্ঘ্য
(ঘ) ভার্নিয়ার স্কের ঘর সংখ্যা

উত্তরঃ- (ক) ভার্নিয়ার স্কেলের একটি ভাগ এবং মূল স্কেলের একটি ভাগে মধ্যকার পার্থক্য

২১। কোনটি দিয়ে সহজে নিখুঁতভাবে দৈর্ঘ্য পরিমাপ করা যায়?

(ক) ভার্নিয়ার স্কেল
(খ) স্লাইড ক্যালিপার্স
(গ) ডিজিটাল স্লাইড ক্যালিপার্স
(ঘ) স্ক্রু গজ

উত্তরঃ- (গ) ডিজিটাল স্লাইড ক্যালিপার্স

২২। গাণিতিক সূত্র প্রমাণ করার বৈজ্ঞানিক ধার সূচনা করেন?

(ক) পিথাগোরাস
(খ) কোপার্নিকাস
(গ) গ্যালিলিও
(ঘ) নিউটন

উত্তরঃ- (খ) কোপার্নিকাস

২৩। তাপ গতিবিদ্যার দুইটি গুরুত্বপূর্ণ সূত্র প্রদান করেন?

(ক) ম্যাক্সওয়েল
(খ) আইনস্টাইন
(গ) অরস্টেড
(ঘ) লর্ড কেলভিন

উত্তরঃ- (ঘ) লর্ড কেলভিন

২৪। প্রথম সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা দেন-

(ক) আরিস্তাকাস
(খ) থেলিস
(গ) এরিস্টোটল
(ঘ) কোপার্নিকাস

উত্তরঃ- (ক) আরিস্তাকাস

২৫। ওমর খৈয়াম একাধারে ছিলেন-

(ক) দার্শনিক, গণিতবিদ, কবি ও চিকিৎসাবিদ
(খ) দার্শনিক, জ্যোর্তিবিদ, কবি ও গণিতবিদ
(গ) দার্শনিক, গণিতবিদ, কবি ও পদার্থবিদ
(ঘ) দার্শনিক, কবি, ধর্মপ্রচারক ও গণিতবিদ

উত্তরঃ- (খ) দার্শনিক, জ্যোর্তিবিদ, কবি ও গণিতবিদ

২৬। অষ্টাদশ শতাব্দীর আগে তাপকে বিবেচনা করা হতো-

(ক) ভরহীন এক ধরণের তরল হিসেবে
(খ) ভরযুক্ত এক ধরণের তরল হিসেবে
(গ) ভরহীন এক ধরণের বায়বীয় পদার্থ হিসেবে
(ঘ) ভরযুক্র এক ধরণের বায়বীয় পদার্থ হিসেবে

উত্তরঃ- (ক) ভরহীন এক ধরণের তরল হিসেবে

২৭। জ্যামিতি ছাড়াও পিথাগোরাসের মৌলিক কাজ ছিলো-

(ক) পৃথিবী মানচিত্র নিয়ে
(খ) কম্পমান তার নিয়ে
(গ) আলোর বেগ নিয়ে
(ঘ) পৃথিবীর ব্যাসার্ধ নিয়ে

উত্তরঃ- (খ) কম্পমান তার নিয়ে

২৮। ইউরোপে নতুন করে পদার্থবিজ্ঞানের বিপ্লব শুরু হয়-

(ক) দ্বাদশ এবং ত্রয়োদশ শতাব্দীতে
(খ) উনবিংশ-বিংশ শতাব্দীতে
(গ) ষোড়শ এবং সপ্তাদশ শতাব্দীতে
(ঘ) সপ্তাদশ-অষ্টাদশ শতাব্দীতে।

উত্তরঃ- (গ) ষোড়শ এবং সপ্তাদশ শতাব্দীতে

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।