60+ Political Science MCQ Questions Answers | রাষ্ট্রবিজ্ঞান MCQ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Political Science MCQ Questions Answers | রাষ্ট্রবিজ্ঞান MCQ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে Political Science MCQ Questions Answers | রাষ্ট্রবিজ্ঞান MCQ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই Political Science MCQ Questions Answers | রাষ্ট্রবিজ্ঞান MCQ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

Political Science MCQ Questions Answers | রাষ্ট্রবিজ্ঞান MCQ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

  1. সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটির হল-

(a) অছি পরিষদ,
(b) অর্থনৈতিক ও সামাজিক পরিষদ,
(c)নিরাপত্তা পরিষদ,
(d) জাতিসংঘ

উত্তরঃ- জাতিসংঘ‌।

  1. সম্মিলিত জাতিপুঞ্জের সনদে ধারার সংখ্যা কটি?

(a) 110 টি,
(b) 111 টি,
(c) 112 টি,
(d) 113 টি।

উত্তর:-111 টি।

  1. সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত  হয়-

(a) 1944 এর 24 অক্টোবর,
(b) 1945 এর 24 অক্টোবর,
(c)1947 এর 15 আগষ্ট,
(d) 1950  এর 26 জানুয়ারি।

উত্তরঃ- 1945 এর 24 অক্টোবর।

  1. 1945 সালে ——— টি সদস্য নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ তার যাত্রা শুরু করেছিল-

(a) 21,
(b) 50,
(c) 187,
(d) 193

উত্তরঃ- 50

  1. সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা-

(a) 190,
(b) 191,
(c) 192,
(d) 193

উত্তর:-193

  1. সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা হল-

(a) 191,
(b) 192,
(c) 204,
(d) 193

উত্তরঃ-193

  1. সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ-আইনসভা হল-

(a) সাধারণ সভা,
(b) অর্থনৈতিক ও সামাজিক পরিষদ,
(c) নিরাপত্তা পরিষদ,
(d) কর্মদপ্তর।

উত্তরঃ- সাধারণ সভা।

  1. নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হল-

(a) 10,
(b) 15,
(c) 20,
(d) 25,

উত্তরঃ-15

  1. নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হল-

(a) 4,
(b) 5,
(c) 6,
(d) 7

উত্তরঃ- 5

  1. নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা হল-

(a) 10,
(b) 5,
(c) 8,
(d) 9

উত্তরঃ- 10

  1. ভেটো প্রদানের ক্ষমতা আছে কেবলমাত্র-

(a) সাধারণ সভার,
(b) আন্তর্জাতিক আদালতের,
(c) নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের,
(d)অছি পরিষদের।

উত্তরঃ- নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের।

  1. ‘বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা হল-

(a) অর্থনৈতিক ও সামাজিক পরিষদ,
(b) সাধারণ সভা,
(c) নিরাপত্তা পরিষদ,
(d) অছি পরিষদ।

উত্তরঃ- সাধারণ সভা।

  1. ভারত জাতিপুঞ্জের সদস্য হয়-

(a) 1945 খ্রিস্টাব্দে,
(b) 1947 খ্রিস্টাব্দে,
(c) 1950 খ্রিস্টাব্দে,
(d)1952 খ্রিস্টাব্দে।

উত্তরঃ-1945 খ্রিস্টাব্দে।

  1. আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা হল-

(a) 9 জন,
(b) 10 জন,
(c) 15 জন,
(d) 16 জন।

উত্তরঃ-15 জন।

  1. জাতিপুঞ্জের মহাসচিবের রাজনৈতিক ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়েছে-

(a) 39 নং ধারায়,
(b) 99 নং ধারায়,
(c) 42 নং ধারায়,
(d) 88 নং ধারায়।

উত্তরঃ- 99 নং ধারায়।

  1. জাতিপুঞ্জের প্রধান প্রশাসক হলেন-

(a) মহাসচিব,
(b) সাধারণ সভার সভাপতি,
(c) আন্তর্জাতিক আদালতের প্রধান বিচারপতি,(d) কেউই নন।

উত্তরঃ- মহাসচিব।

  1. UNO-এর প্রথম মহাসচিব ছিলেন-

(a) ইউ থান্ট,
(b) ট্রিগভি লি,
(c) কোফি আন্নান,
(d) বান কি মুন।

উত্তরঃ- ট্রিগভি লি।

  1. সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ-

(a) 6 বছর,
(b) 4 বছর,
(c) 5 বছর,
(d) 7 বছর।

উত্তরঃ- 5 বছর।

  1. নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে-

(a) মহাসচিব,
(b) সমস্ত সদস্যরা,
(c) স্থায়ী সদস্যরা,
(d) অস্থায়ী সদস্যরা।

উত্তরঃ- অস্থায়ী সদস্যরা।

  1. জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য রাষ্ট্রের সংখ্যা হল-

(a) 50,
(b) 52,
(c) 54,
(d) 55

উত্তরঃ- 54

  1. জাতিপুঞ্জের পার্লামেন্ট বা বিশ্ব আইনসভা বলা হয়-

(a) সচিবালয়কে,
(b) আন্তর্জাতিক আদালতকে,
(c) অছি পরিষদকে,
(d) সাধারণ সভাকে

উত্তরঃ- সাধারণ সভাকে

  1. বছরে কতবার সাধারণ সভার অধিবেশন বসে-

(a) 1 বার,
(b) 2 বার,
(c) 3 বার,
(d) 4 বার।

উত্তরঃ- 1 বার

  1. সম্মিলিত জাতিপুঞ্জের শেষ সদস্যরাষ্ট্র-

(a) ভিয়েতনাম,
(b) কোরিয়া,
(c) তুরস্ক,
(d) দক্ষিণ সুদান।

উত্তরঃ- দক্ষিণ সুদান।

  1. আধুনিক বিশ্বের প্রথম আন্তর্জাতিক সংগঠনটি হল-

(a) জাতিসংঘ,
(b) সম্মিলিত জাতিপুঞ্জ,
(c) সাধারণ সভা,
(d) সার্ক।

উত্তরঃ- সম্মিলিত জাতিপুঞ্জ।

  1. উত্তরাধিকারসূত্রে মনোনীত শাসক দেখা যায়-

(a) পাকিস্তানে,
(b) বাংলাদেশ,
(c) গ্রেট ব্রিটেনে,
(d) ভারতে।

উত্তরঃ- গ্রেট ব্রিটেনে।

  1. একক পরিচালকের একটি উদাহরণ হল-

(a) মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি,
(b) ভারতের রাষ্ট্রপতি,
(c) সুইজারল্যান্ডের যুক্তরাষ্ট্রীয় সরকার,
(d) ব্রিটেনের রাজা রানী।

উত্তরঃ- মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি।

  1. ব্রিটেনের নিয়মতান্ত্রিক শাসক হলেন-

(a) প্রধানমন্ত্রী,
(b) স্পিকার,
(c) রাজা/রানী,
(d) লর্ড চ্যান্সেলর।

উত্তরঃ- রাজা/রানী।

  1. সরকারের কার্যাবলীকে মূলত ———- ভাগে ভাগ করা যায়।

(a) দুই,
(b) তিন,
(c) চার,
(d) পাঁচ।

উত্তরঃ- তিন।

  1. “দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা”- একথা বলেছেন-

(a) লর্ড কার্জন,
(b) লর্ড অ্যাক্টন,
(c) গ্রীন,
(d) লক।

উত্তরঃ- লর্ড অ্যাক্টন।

  1. মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম হল-

(a) লোকসভা,
(b) রাজ্যসভা,
(c) সিনেট,
(d) জনপ্রতিনিধি সভা।

উত্তরঃ- সিনেট।

  1. মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম হল-

(a) জনপ্রতিনিধি সভা,
(b) লোকসভা,
(c) বিধানসভা,
(d) সিনেট।

উত্তরঃ- জনপ্রতিনিধি সভা।

  1. মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলা হয়-

(a) কংগ্রেস,
(b) ডুমা,
(c) পার্লামেন্ট,
(d) শোরা।

উত্তরঃ- কংগ্রেস।

  1. ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম হল-

(a) লর্ড সভা,
(b) কমন্স সভা,
(c) সিনেট,
(d) লোকসভা।

উত্তরঃ- কমন্স সভা।

  1. ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষের নাম হল-

(a) লর্ড সভা,
(b) সিনেট,
(c) লোকসভা,
(d) কমন্স সভা।

উত্তরঃ- লর্ড সভা।

  1. এক কক্ষবিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্র হল-

(a) গ্রেট ব্রিটেন,
(b) চীন,
(c) ভারত,
(d) মার্কিন যুক্তরাষ্ট্র।

উত্তরঃ- চীন।

  1. “পার্লামেন্ট হল খেলার বিষয়”- বলেছেন-

(a) বেনিটো মুসোলিনি,
(b) হিটলার,
(c) রবীন্দ্রনাথ ঠাকুর,
(d) স্টালিন।

উত্তরঃ- বেনিটো মুসোলিনি।

  1. দ্বিকক্ষবাদ- এর সমর্থক হলেন-

(a) জে এস মিল,
(b) হেগেল,
(c) বার্কার,
(d) ফাইনার।

উত্তরঃ- জে এস মিল‌।

  1. এক কক্ষবিশিষ্ট আইনসভার সমার্থক হলেন-

(a) হ্যারল্ড লাস্কি,
(b) লর্ড ব্রাইস,
(c) জন স্টুয়ার্ট মিল,
(d) হেনরি মেইন।

উত্তরঃ- হ্যারল্ড লাস্কি।

  1. দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভার সমর্থক হলেন-

(a) লাস্কি,
(b) বেন্থাম,
(c) লর্ড ব্রাইস,
(d) ফ্রাঙ্কলিন।

উত্তরঃ- লর্ড ব্রাইস।

  1. আইনসভা কর্তৃক বিচারপতিরা নির্বাচিত হন-

(a) গ্রেট ব্রিটেনে,
(b) মার্কিন যুক্তরাষ্ট্রে,
(c) ভারতে,
(d) সুইজারল্যান্ডে।

উত্তরঃ- সুইজারল্যান্ডে।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।