List of Fathers of Different Countries in Bengali | বিভিন্ন দেশের জাতির জনক এর তালিকা

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি List of Fathers of Different Countries in Bengali | বিভিন্ন দেশের জাতির জনক এর তালিকা. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে List of Fathers of Different Countries in Bengali | বিভিন্ন দেশের জাতির জনক এর তালিকা ||. এই List of Fathers of Different Countries in Bengali | বিভিন্ন দেশের জাতির জনক এর তালিকা || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

List of Fathers of Different Countries in Bengali | বিভিন্ন দেশের জাতির জনক এর তালিকা

❏ ভিয়েতনাম ➨ হো চি মিন

❏ মায়ানমার ➨ আং সান

❏ ভেনেজুয়েলা ➨ সাইমন বলিভার

❏ মেক্সিকো ➨ মিগুয়েল হিদালগো কোস্তিলা

❏ উরুগুয়ে ➨ জোস গার্ভসিও আর্টিগাস

❏ মরিশাস ➨ স্যার শিউসাগর রামগুলাম

❏ মার্কিন যুক্তরাষ্ট্র ➨ জর্জ ওয়াশিংটন

❏ মলটা ➨ জর্জিও বর্গ অলিভার

❏ সংযুক্ত আরব আমিরশাহী ➨ শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান

❏ মালয়াশিয়া ➨ টুঙ্কু আব্দুল রহমান

❏ তুরস্ক ➨ মুস্তাফা কোমল আতাতুর্ক

❏ ম্যাসেডোনিয়া ➨ ক্রিস্তে মিসিরকভ

❏ তাঞ্জানিয়া ➨ জুলিয়াস নায়েরে

❏ লিথুয়ানিয়া ➨ জোনাস বাসানাভিসিয়াস

❏ সুইডেন ➨ গুস্তাভ -১ অফ সুইডেন

❏ সুরিনাম ➨ জোহান ফেরিয়ার

❏ কেনিয়া ➨ জোমো কেনিয়েত্তা

❏ কোসোভো ➨ ইব্রাহিম রুগোভা

❏ শ্রীলঙ্কা ➨ ডন স্টিফেন সেনানায়ক

❏ ইতালি ➨ ভিত্তোরিও ইমানুয়েল ২ ডিসিলভা

❏ স্পেন ➨ ফার্নান্ডো এল ক্যাথলিক মোনাকস

❏ ইজরায়েল ➨ ডেভিড বেন গুরিয়ন

❏ দক্ষিণ আফ্রিকা ➨ নেলসন মেন্ডেলা

❏ ভারত ➨ মোহনদাস করমচাঁদ গান্ধী

❏ সোমালিয়া ➨ মহম্মদ আব্দুলাহ হাসান

❏ হাইতি ➨ জিন জ্যাকিস ডেসালাইনস

❏ স্লোভেনিয়া ➨ প্রিজম টুবার

❏ গুয়ানা ➨ চেড্ডি জগন

❏ সিঙ্গাপুর ➨ লি কুয়ান ইউ

❏ ঘানা ➨ কামেনকুর্মা

❏ স্কটল্যান্ড ➨ ডোনাল্ড ডেওয়ার

❏ ইকুয়েডর ➨ সাইমন বলিভার

❏ সৌদি আরব ➨ ইবন সৌদ অফ সৌদি

❏ ডোমিনিক রিপাবলিক ➨ জুয়ান পাবলো দুয়ার্তে

❏ সেন্ট লুসিয়া ➨ স্যার জন কম্পটন

❏ চেক রিপাবলিক ➨ ফ্রান্টিসেক পালাস্কি

❏ রাশিয়া ➨ পিটার -১ অফ রাশিয়া

🔶 কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ-

  1. নেতাজি কবে আজাদ হিন্দ সরকার স্থাপন করেন ?

উত্তরঃ- নেতাজি ১৯৪৩ খ্রিস্টাব্দের ২১ শে অক্টোবর আজাদ হিন্দ সরকার স্থাপন করেন।

  1. ‘শহীদ ও স্বরাজ দ্বীপ’ কী ?

উত্তরঃ- নেতাজি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নামকরণ করেন ‘শহীদ ও স্বরাজ দ্বীপ’।

  1. তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব’ — উক্তিটি কার ?

উত্তরঃ- ‘তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব’ উক্তিটি নেতাজি সুভাষচন্দ্র বসুর।

  1. ‘আজাদ হিন্দ দিবস’ কবে পালিত হয় ?

উত্তরঃ- ‘আজাদ হিন্দ দিবস’ ১৯৪৫ খ্রিস্টাব্দের ১২ ই নভেম্বর পালিত হয়।

  1. ‘রসিদ আলি দিবস’ কবে পালিত হয় ?

উত্তরঃ- ‘রসিদ আলি দিবস’ ১৯৪৬ খ্রিস্টাব্দের ১২ ই ফেব্রুয়ারি পালিত হয়।

  1. নৌবিদ্রোহ কবে শুরু হয়েছিল ?

উত্তরঃ- নৌবিদ্রোহ ১৯৪৬ খ্রিস্টাব্দের ১৮ ই ফেব্রুয়ারি শুরু হয়েছিল।

  1. ‘ফরওয়ার্ড ব্লক’ দল কে গঠন করেছিলেন ?

উত্তরঃ- ‘ফরওয়ার্ড ব্লক’ দল গঠন করেছিলেন সুভাষচন্দ্র বসু।

  1. কোন্ জাহাজে প্রথম নৌবিদ্রোহ শুরু হয়েছিল ?

উত্তরঃ- ‘তলোয়ার’ নামক জাহাজে প্রথম নৌবিদ্রোহ শুরু হয়েছিল।

  1. ভারতে কে প্রথম মে দিবস পালন করেছিলেন ?

উত্তরঃ- ১৯২৩ খ্রিস্টাব্দে সিঙ্গারাভেন্নু চেট্টিয়ার ভারতে প্রথম মে দিবস পালন করেছিলেন।

  1. ভারতের জাতীয় কংগ্রেসে একটানা সবথেকে বেশিদিন সভাপতি কে ছিলেন ?

উত্তরঃ- ভারতের জাতীয় কংগ্রেসে ১৯৪০ খ্রিস্টাব্দ থেকে ১৯৪৬ খ্রিস্টাব্দ পর্যন্ত একটানা প্রায় ৬ বছর কংগ্রেসের সভাপতি ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ।

  1. গান্ধিবুড়ি কাকে বলা হয় ?

উত্তরঃ- গান্ধিবুড়ি বলা হয় মাতঙ্গিনী হাজরাকে।

  1. বাংলায় কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠা করেন কে ?

উত্তরঃ- বাংলায় কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠা করেন এ. কে. ফজলুল হক এবং আক্রাম খাঁ।

  1. ‘ওয়ার্কার্স অ্যান্ড পেজান্টস্’ পার্টি কে প্রতিষ্ঠা করেন ?

উত্তরঃ- ‘ওয়ার্কার্স অ্যান্ড পেজান্টস্’ পার্টি প্রতিষ্ঠা করেন মুজফ্ফর আহমদ।

  1. তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন ?

উত্তরঃ- তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন সতীশচন্দ্র সামস্ত।

  1. মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত দুইজন বিদেশির নাম লেখো।

উত্তরঃ- মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত দুইজন বিদেশি হলেন বেঞ্ঝামিন ব্রাডলি ও ফিলিপ স্প্রাট।

  1. কে ডাক দিয়েছিলেন ‘চলো দিল্লি’ ?

উত্তরঃ- ‘চলো দিল্লি’ ‘চলো দিল্লি’ ডাক দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু।

  1. মুসলিম লিগের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

উত্তরঃ- মুসলিম লিগের প্রতিষ্ঠাতা ছিলেন ঢাকার নবাব সলিমুল্লাহ।

  1. মুসলিম লিগ কবে প্রতিষ্ঠিত হয় ?

উত্তরঃ- মুসলিম লিগ ১৯০৬ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।

  1. লখনউ চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল ?

উত্তরঃ- লখনউ চুক্তি ১৯১৬ খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল।

  1. সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কে ঘোষণা করেছিলেন ?

উত্তরঃ- সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড ঘোষণা করেছিলেন।

  1. ‘পাকিস্তান’ শব্দটি প্রথম কে ব্যবহার করেন ?

উত্তরঃ- ‘পাকিস্তান’ শব্দটি প্রথম ব্যবহার করেন চৌধুরী রহমত আলি নামে কেমব্রিজের এক ছাত্র।

  1. কবে মুক্তি দিবস পালন করা হয় ?

উত্তরঃ- ১৯৩৯ খ্রিস্টাব্দের ২২ শে ডিসেম্বর মুক্তি দিবস পালন করা হয়।

  1. ‘দ্বিজাতিতত্ত্বের’ প্রবক্তা কে ছিলেন ?

উত্তরঃ- ‘দ্বিজাতিতত্ত্বে’র প্রবক্তা ছিলেন স্যার সৈয়দ আহম্মদ খান।

  1. ‘Now or Never’ পুস্তিকাটি কার রচনা ?

উত্তরঃ- ‘Now or Never’ পুস্তিকাটি চৌধুরী রহমত আলির রচনা।

  1. ‘চৌদ্দদফা দাবি’ কে উত্থাপন করেন ?

উত্তরঃ- ‘চৌদ্দদফা দাবি’ মহম্মদ আলি জিন্না উত্থাপন করেন।

  1. সিমলা বৈঠক কবে আহ্বান করা হয় ?

উত্তরঃ- সিমলা বৈঠক ১৯৪৫ খ্রিস্টাব্দের ২৫ শে জুন আহ্বান করা হয়।

  1. মন্ত্রীমিশন কবে ভারতে আসে ?

উত্তরঃ- মন্ত্রীমিশন ১৯৪৬ খ্রিস্টাব্দের ২৪ শে মার্চ ভারতে আসে।

  1. মাউন্টব্যাটেন পরিকল্পনা কবে ঘোষিত হয় ?

উত্তরঃ- মাউন্টব্যাটেন পরিকল্পনা ১৯৪৭ খ্রিস্টাব্দের ৩ জুন ঘোষিত হয়।

  1. এটলির ঘোষণা কবে ঘোষিত হয়েছিল ?

উত্তরঃ- এটলির ঘোষণা ১৯৪৭ খ্রিস্টাব্দের ২০ শে ফেব্রুয়ারি ঘোষিত হয়েছিল।

  1. এটলির ঘোষণায় কী বলা হয়েছিল ?

উত্তরঃ- এটলির ঘোষণায় বলা হয় ১৯৪৮ খ্রিস্টাব্দের জুন মাসের মধ্যে ব্রিটিশরা ভারত ত্যাগ করব।

  1. ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন ?

উত্তরঃ- ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন।

  1. ভারতীয় স্বাধীনতা আইন কবে পাশ হয় ?

উত্তরঃ- ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয় ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৮ ই জুলাই।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।