মানবদেহের বিভিন্ন রোগের জীবাণুর নাম || Names of germs of various diseases of human body

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Names of germs of various diseases of human body || মানবদেহের বিভিন্ন রোগের জীবাণুর নাম. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে মানবদেহের বিভিন্ন রোগের জীবাণুর নাম || Names of germs of various diseases of human body ||. এই মানবদেহের বিভিন্ন রোগের জীবাণুর নাম || Names of germs of various diseases of human body || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

মানবদেহের বিভিন্ন রোগের জীবাণুর নাম || Names of germs of various diseases of human body

  1. গুটি বসন্ত ➨ ভ্যারিওলা ভাইরাস
  2. হাম ➨ রুবেল্লা ভাইরাস
  3. জলবসন্ত ➨ ভ্যারিসেলা ভাইরাস
  4. টাইফয়েড ➨ সালমোনেল্লা টাইফোসা
  5. হুপিং কাশি ➨ বোর্ডেল্লা পের্টুসিস
  6. কলেরা ➨ ভিব্রিও কলেরি
  7. নিউমোনিয়া ➨ ডিপ্লোকক্কাস নিউমোনি
  8. পোলিও ➨ এন্টারো ভাইরাস
  9. রেবিস ➨ র‍্যাবডো ভাইরাস
  10. ইনফ্লুয়েঞ্জা ➨ আর্থোমিক্সো ভাইরাস
  11. মাম্পস ➨ প্যারামিক্সো ভাইরাস
  12. যক্ষা ➨ মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস
  13. গনোরিয়া ➨ নিসেরিয়া গনোরিয়া
  14. মেনিনজাইটিস ➨ নিসেরিয়া মেনিনজাইটিস
  15. কুষ্ঠ বা লেপ্রসি ➨ মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি
  16. খাদ্য বিষাক্ত করণ ➨ ক্লস্ট্রিডিয়াম বোটুলিয়াম
  17. ম্যালেরিয়া ➨ প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স
  18. ঘুম ➨ ট্রাইপানসোমা গাম্বিয়েন্স
  19. ডিপথেরিয়া ➨ কোরিনেব্যাকেরিয়াম ডিপথেরিয়া
  20. ফোঁড়া বা ক্ষত ➨ স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস
  21. ধনুষ্টংকার টিটেনাস ➨ ক্লস্ট্রিডিয়াম টিটেনি
  22. প্লেগ ➨ পেস্টুরেলা পেস্টিস
  23. ওভাল ম্যালেরিয়া ➨ প্লাসমোডিয়াম ওভাল
  24. অ্যামিবিক ডিসেনট্রি ➨ এন্টামিবা হিস্টোলাইটিকা
  25. কান মুখ ও জীভের ডার্মাটোমাইকোসিস ➨ ক্যানডিডা অ্যালবিক্যানসিস
  26. ফাইলেরিইয়েসিস রোগ ➨ উচেরেরিয়া ব্যাঙ্ক্রফটি
  27. টিনিয়াসিস রোগ ➨ টিনিয়া সোলিয়াম
  28. কালাজ্বর ➨ লেশমানিয়া
  29. পায়োরিয়া ➨ ট্রাইকোমোনাস টেনেক্স
  30. কানের অটোমাইকোসিস ➨ অ্যাসপারজিলাস স্পিসিস

🔶 মানবদেহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ-

১. একজন স্বাভাবিক স্বাস্থ্যবান মানুষ ২৪ ঘণ্টায় কত বার শ্বাস প্রশ্বাস নেয়?

উত্তরঃ- ২৩,০৪০ বার।

২. একজন পূর্ণবয়স্ক মানুষের হৃৎপিণ্ড দিনে কত লিটার রক্ত পাম্প করে?

উত্তরঃ- ৬,০০০-৭,৫০০ লিটার।

৩. মানুষ প্রতিরাতে গড়ে কত মিনিট স্বপ্ন দেখে?

উত্তরঃ- ১ – ১.৫ মিনিট।

৪. একজন সুস্থ স্বাভাবিক মানুষের হৃৎপিণ্ড দিনে কত বার স্পন্দিত হয়?

উত্তরঃ- ১,৩০,৬৮০ বার।

৫. মানুষের মাথার মগজের কি পরিমাণ কোষ কোনো না কোনো কাজ করে?

উত্তরঃ- ৭০ লক্ষ।

৬. মাথার চুল দিনে গড়ে কতটুকু বাড়ে?

উত্তরঃ- ০.০১৭১৪ ইঞ্চি।

৭. সকালের তুলনায় সন্ধ্যায় উচ্চতা কতটুকু হ্রাস পায়?

উত্তরঃ- ১ সেন্টিমিটার।

৮. মানব শরীরে কতটুকু পানি ও কার্বন রয়েছে?

উত্তরঃ- ৭০% ও ১৮% কার্বন।

৯. একজন মানুষের চামড়ার ওপর কি পরিমাণ লোমকূপ রয়েছে?

উত্তরঃ- ১ কোটি।

১০. মানুষের মস্তিষ্ক কি পরিমাণ গন্ধ বুঝতে পারে?

উত্তরঃ- প্রায় ১০,০০০।

১১. একজন মানুষের রক্তের পরিমাণ শরীরের ওজনের কত ভাগ?

উত্তরঃ- ১৩ ভাগের এক ভাগ।

১২. দেহের সব শিরাকে পাশাপাশি সাজালে কতটুকু জমির প্রয়োজন?

উত্তরঃ- দেড় একর জমি।

১৩. মানুষ চোখ খুলে কী করতে পারে না?

উত্তরঃ- হাঁচি দিতে পারে না।

১৪. মানুষের দেহের সবচেয়ে শক্তিশালী পেশী কোনটি?

উত্তরঃ- জিহ্বা।

১৫. মানবদেহের সবচেয় বড় হাড় কোনটি?

উত্তরঃ- পাঁজর।

১৬. মানবদেহের সবচেয় ক্ষুদ্রতম হাড় কোনটি?

উত্তরঃ- কানের হাড়।

১৭. আমরা কয়টি হাড় নিয়ে জন্মগ্রহণ করি?

উত্তরঃ- ৩০০ হাড়।

১৮. প্রাপ্ত বয়স্ক হওয়ার পর আমাদের দেহে কয়টি হাড় থাকে?

উত্তরঃ- ২০৬টি।

১৯. আমাদের চোখের একটি পাপড়ি কত দিন বেঁচে থাকে?

উত্তরঃ- ১৫০ দিন। এরপর নিজে থেকেই ঝরে যায়।

২০. আমাদের মাথার খুলি কত ধরনের ভিন্ন ভিন্ন হাড় দিয়ে তৈরি?

উত্তরঃ- ২৬ ধরনের।

২১. সেলসিয়াস স্কেলে মানবদেহের স্বাভাবিক উষ্ণতা কত?

উত্তরঃ- ৩৬.৯ ডিগ্রি।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।