SMFWB Entrance Exams Practice Set in Bengali || SMFWB মডেল প্রশ্ন উওর

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি SMFWB Entrance Exams Practice Set in Bengali || SMFWB মডেল প্রশ্ন উওর. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে SMFWB Entrance Exams Practice Set in Bengali || SMFWB মডেল প্রশ্ন উওর ||. নিচে SMFWB Entrance Exams Practice Set in Bengali set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই SMFWB Entrance Exams Practice Set in Bengali || SMFWB মডেল প্রশ্ন উওর || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

SMFWB Entrance Exams Practice Set in Bengali || SMFWB মডেল প্রশ্ন উওর

প্রশ্ন: সেলসিয়াস স্কেলে মানব দেহের স্বাভাবিক উষ্ণতা কত ?

উত্তর: ৩৬.৯ ডিগ্রী

প্রশ্ন: স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ কত ?

উত্তর: ১৫ পাউন্ড

প্রশ্ন: সিস্টোলিক চাপ বলতে কী বুজায় ?

উত্তর: হৃদপিন্ডের সংকোচন চাপ

প্রশ্ন: ডায়োস্টোল চাপ বলতে কী বুঝায় ?

উত্তর: হৃদপিন্ডের প্রসারণ

প্রশ্ন: রক্তে হিমোগ্লোবিন থাকে কোথায় ?

উত্তর: লোহিত রক্তকনিকায়

প্রশ্ন: রক্তের লোহিত রক্ত কনিকা তৈরী হয় ?

উত্তর: অস্থিমজ্জায়

প্রশ্ন: মানব দেহে মোট কশেরুকার সংখ্যা কতো ?

উত্তর: ৩৩ টি

প্রশ্ন: মানুষের মুখে কর্তন দাতের সংখ্যা কতো ?

উত্তর: 20 টি

প্রশ্ন: রক্ত কতো প্রকার ?

উত্তর: ৩ প্রকার

প্রশ্ন: হিমোগ্লোবিনের কাজ কী ?

উত্তর: অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড বহন করা

প্রশ্ন: পালমোনারী (ফুসফুসীয়) শিরা কী বহন করে ?

উত্তর: অক্সিজেন বাহী রক্ত

প্রশ্ন: মানব দেহের হৃত্পিণ্ড কতো প্রকোষ্ট বিশিষ্ট ?

উত্তর: চার প্রকোষ্ট বিশিষ্ট

প্রশ্ন: লোহিত রক্ত কণিকার আয়ুষ্কাল কতো দিন ?

উত্তর: ৫ -৬ দিন

প্রশ্ন: অনুচক্রিকার গড় আয়ু কতো দিন ?

উত্তর: ১০ দিন

প্রশ্ন: রক্ত শুন্যতা বলতে বুঝায় ?

উত্তর: রক্তে হিমোগ্লোবিনের পরিমান কমে যাওয়া

প্রশ্ন: রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে ?

উত্তর: ল্যান্ড ষ্টিনার

প্রশ্ন: বিলিরুবিন কোথায় তৈরী হয় ?

উত্তর: যকৃত

প্রশ্ন: বক্ষ গহ্বর ও উদর পৃথক রাখে কে ?

উত্তর:ডায়াফ্রাম

প্রশ্ন: কিডনীর কার্যকরী একক কী ?

উত্তর: নেফরন

প্রশ্ন: মুত্রের ঝাঝালো গন্ধের দায়ী পদার্থের নাম কী ?

উত্তর: এমোনিয়া

প্রশ্ন: মুত্র হলুদ দেখায় কেন ?

উঃ বিলিরুবিনের জন্য

প্রশ্ন: অ্যামাইনো অ্যাসিড ইউরিয়ায় পরিনত হয় কোথায় ?

উত্তর: যকৃত এ

প্রশ্ন: মানব দেহে রাসায়নিক দূত হিসাবে কাজ করে কী ?

উত্তর: হরমোন

প্রশ্ন: ডায়াবেটিস রোগ হয় কোন প্রাণরসের অভাবে ?

উত্তর: ইনসুলিন

প্রশ্ন: পিত্ত রস অগ্নাশয় রসের সাথে মিলিত হয় কোথায় ?

উত্তর: ডিওডেনাম

প্রশ্ন: মানব দেহে বৃহতম গ্রন্থি কোনটি ?

উত্তর: যকৃত

প্রশ্ন: চোখের জল নিঃসৃত হয় কোথা থেকে ?

উত্তর: লেকরিমাল গ্রন্থি থেকে

প্রশ্ন: নার্ভের মাধ্যমে প্রবাহিত আবেগের গতি প্রতি সেকেন্ডে কত মিটার ?

উত্তর: ১২৫ মিটার

প্রশ্ন: একজন সুস্থ মানুষের একটি হৃদ কম্পন সম্পূর্ণ হতে কত সময় লাগে ?

উঃ ০.৪ সেকেন্ড

প্রশ্ন: শরীর থেকে বর্জ পদার্থ ইউরিয়া বের করে দেয় কোন অঙ্গ ?

উঃ কিডনি

প্রশ্ন: একজন স্ত্রী লোক জননকালে প্রতি মাসে কয়টি ডিম্ব উত্পাদন করে ?

উত্তর: ১ টি

প্রশ্ন: মুত্র প্রস্তুত হয় কোথায় ?

উত্তর: কিডনীতে

প্রশ্ন: থাইরয়েড গ্রন্থি হতে নিঃসৃত প্রানরসের নাম কী ?

উত্তর: থাইরক্সিন

প্রশ্ন: চোখের মধ্যে সবচেয়ে সংবেদনশীল অংশের নাম কি ?

উত্তর: রেটিনা

প্রশ্ন: আমিষ জাতীয় খাদ্য পরিপাক করে কোন জারক রস ?

উত্তর: পেপসিন

প্রশ্ন: বহিঃকর্ণ ও মধ্যকর্ণ এর সংযোকস্থলের পর্দাটির নাম কি ?

উত্তর: টিস্প্যানিক পর্দা

প্রশ্ন: জীব দেহের ওজনের প্রায় ২৪ ভাগ কোন পদার্থ ?

উত্তর: কার্বন

প্রশ্ন: যকৃত বা পেশী কোষে অতিরিক্ত গ্লুকোজ জমা থাকে কি রূপে ?

উত্তর: গ্লাইকোজেন রূপে

প্রশ্ন: প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান কাজ কি ?

উত্তর: দেহের ক্ষয় পূরণ ও বৃদ্ধি জাতীয় কাজ করা

প্রশ্ন: কোন হরমোনের অভাবে স্নায়ু ও পেশীর অস্থিরতা বেড়ে যায় ও পেশীর খিচুনী শুরু হয় ?

উত্তর: প্যারা থরমোন

প্রশ্ন: ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কোন হরমোনের অভাবে ?

উত্তর: অ্যাড্রনালিন

প্রশ্ন: দাড়ি গোঁফ গজায় কোন হরমোনের জন্য ?

উঃ টেস্টোস্টেরন

  1. কতসালে পোলিও টিকা আবিষ্কার করা হয়?

উত্তর: ১৯১৩

  1. নগ্নবীজ উদ্ভিদকে বলা হয়–

উত্তর: আদি উদ্ভিদ

  1. জীবের বৈজ্ঞানিক নামের ভাষা কি?

উত্তর: ল্যাটিন

  1. লেবু গাছ কোন জাতীয় উদ্ভিদ?

উত্তর: গুল্ম

  1. ব্যাকটেরিয়া জনিত রোগ–

উত্তর: বসন্ত

  1. তোষাপাটের জীবন রহস্য উদঘাটন হয় কত সালে?

উত্তর: ২০১০

  1. পীতজ্বর হয় কিসের জন্য?

উত্তর: ইবোলা ভাইরাস

  1. হরমোন কিসের তৈরি?

উত্তর: প্রোটিন

  1. কোষ্ঠকাঠিণ্য দূর করে কোনটি?

উত্তর: কার্বোহাইড্রেট

  1. কোলেস্টেরল কি জাতীয় পদার্থ?

উত্তর: স্নেহ

  1. সবচেয়ে বেশি ফসফেট কোথায় পাওয়া যায়?

উত্তর: হাড়ে

  1. কোন ফলে বেশি লৌহ পাওয়া যায়?

উত্তর: কলা

  1. সবচেয়ে বেশি আয়োডিন কোথায় পাওয়া যায়?

উত্তর: সামুদ্রিক শৈবালে

  1. বিবর্তন বা অভিব্যাক্তি সম্পর্কিত বিদ্যাকে কি বলে?

উত্তর: ইভোলিউশন

  1. ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দ্বারা গঠিত?

উত্তর: লাইপোপ্রোটিন

  1. Biology শব্দের প্রবর্তক কে?

উত্তর: লেমার্ক

  1. বাংলাদেশের কোন বিজ্ঞানী কলিঙ্গ পুরষ্কার লাভ করেন?

উত্তর: ডঃ আব্দুলাহ আল মুতী

  1. Bengal Planto বইটি লেখেছিল–

উত্তর: ডেভিড প্লেইন

  1. মৌমাছি পালন বিদ্যাকে কি বলে?

উত্তর: এপিকালচার

  1. উদ্ভিদ কয় প্রক্রিয়ায় শোষণ সম্পন্ন করে?

উত্তর: ৩

  1. এনাটমির জনক–

উত্তর: আদ্রেভেসলিয়াস

  1. কোষ শব্দটি প্রথম কোন গ্রন্থে সন্থান পায়?

উত্তর: Micrographia

  1. ইবনে সিনা কে ছিলেন?

উত্তর: চিকিৎসক

  1. The theory of natural selection কে প্রবর্তক করেন?

উত্তর: Charles Rosert Banwin

  1. Taxonomy অর্থ কি?

উত্তর: শ্রেনিবিন্যাসতত্ত্ব

  1. গুল্ম নয়–

উত্তর: কালকাসুন্দা

  1. লেবু গাছ কোন জাতীয় উদ্ভিদ?

উত্তর: গুল্ম

  1. Penicillium কোন ধরণের ছত্রাক?

উত্তর: সবুজ ছত্রাক

  1. ভূ গর্ভস্থ কাণ্ড–

উত্তর: আদা

  1. প্রজাতির নামকরণ শুরু হয় কত সালে?

উত্তর: ১৭৬০

  1. ভাইরাস মোজাইক রোম উৎপন্ন করে কোন গাছ?

উত্তর: তামাক

  1. রাইজেইয়াম কিসের নাম?

উত্তর: ভাইরাস

  1. দুধ টক হওয়ার জন্য দায়ী কোনটি?

উত্তর: ব্যাকটেরিয়া

  1. মাকসুদুল আলম জন্ম গ্রহণ করেন কোথায়?

উত্তর: ফরিদপুর

  1. হেপাটাইসিস ‘ই’ কিসের মাধ্যমে ছড়ায়?

উত্তর: পানি

  1. কোষঝিল্লি থাকে না কোন কোষে?

উত্তর: উদ্ভিদ

  1. প্রানিদেহের সঞ্চিত খাদ্যের নাম–

উত্তর: গ্লাইকোজেন

  1. মাইটোকণ্ড্রিয়ায় কোন ধাতু পাওয়া যায়?

উত্তর: ক্যালসিয়াম

  1. বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষকে কি বলে?

উত্তর: সিনোসাইট

  1. লাইকোপিনের রঙ–

উত্তর: লাল

  1. কোষের জীবন বলা হয় কাকে?

উত্তর: প্লাস্টিডকে

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।