সাধারণজ্ঞান প্রশ্ন উওর pdf || General knowledge Questions Answers pdf

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা নিয়ে এসেছি সাধারণজ্ঞান প্রশ্ন উওর pdf || General knowledge Questions Answers pdf. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে সাধারণজ্ঞান প্রশ্ন উওর pdf || General knowledge Questions Answers pdf ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই সাধারণজ্ঞান প্রশ্ন উওর pdf || General knowledge Questions Answers pdf || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

সাধারণজ্ঞান প্রশ্ন উওর pdf || General knowledge Questions Answers pdf

  1. গান্ধীজী প্রথম তার সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন কোথায় ?

উওরঃ- চম্পারন

  1. ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেছিল ?

উওরঃ- লর্ড ওয়েলেসলি

3.DRDO এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?

উওরঃ- নিউ দিল্লি

  1. পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সাথে যথাযথ ভাবে জড়িত ?

উওরঃ- বাঁশি

  1. ভাইরাল ইনফেকশন চিকিৎসার কাজে ব্যবহৃত হয় কোন ভিটামিন ?

উওরঃ- ভিটামিন 

  1. হাইড্রোজেন গ্যাসের আবিষ্কার কোন বিজ্ঞানী করেছিলেন ?

উওরঃ- ক্যাভেন্ডিস

  1. কত তারিখে বিশ্ব এইডস দিবস পালিত হয় ?

উওরঃ- 1 ডিসেম্বর

  1. বিলগ্রামের যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল ?

উওরঃ- 1540 সালে 

  1. গণপরিষদের প্রথম অধিবেশন কত সালে সংঘটিত হয়েছিল ?

উওরঃ- 1946 সালে

10.মনসবদারী প্রথার প্রচলন করেছিলেন কোন মোগল সম্রাট ?

উওরঃ- আকবর

  1. পশ্চিমবঙ্গের কলকাতা শহরে মেট্রোরেল চালু করা হয়েছিল প্রথম কত সালে ?

উওরঃ- 1984 সালে

  1. 2022 সালে রশিদ নামে চাঁদে রোভার পাঠাবে কোন দেশ ?

উওরঃ- UAE 

  1. ত্বকের রঙ নির্ধারণ করে কিসের উপস্থিতির জন্য ?

উওরঃ- মেলানিন

  1. বাণিজ্যের উদ্দেশ্যে কারা সর্বপ্রথম ভারতে প্রবেশ করেন ?

উওরঃ- পর্তুগিজরা

  1. সিন্ধু সভ্যতা টি কোন নদীর তীরে অবস্থিত ?

উওরঃ- রাভি

  1. অ্যাসিড দ্রবণে লাল লিটমাসকে কোন রঙে পরিণত করে ?

উওরঃ- নীল রঙে

  1. সর্বজনীন দাতা কোন গ্রুপের রক্তকে বলা হয় ?

উওরঃ-  O

  1. গৌতম বুদ্ধের ধর্ম প্রচার এর ঘটনা বৌদ্ধ শাস্ত্রে কি নামে পরিচিত হয়ে আছে ?

উওরঃ- ধর্মচক্রপ্রবর্তন

  1. ভারতের কোন স্থানে টোডা নামক উপজাতি বসবাস করে ?

উওরঃ- নীলগিরি পর্বতে 

  1. ভারতের শস্যাগার বলা হয় কোন রাজ্যকে ?

উওরঃ- পাঞ্জাব কে

  1. ঋক বৈদিক যুগে চাষের কাজে ব্যবহৃত জমি কে কি বলা হত ?

উওরঃ- সিতা 

  1. নিখিল ভারত হোমরুল লীগ কত সালে এবং কে প্রতিষ্ঠাতা কে করেন ?

উওরঃ- 1916 সালে অ্যানি বেসান্ত ও তিলক

  1. বিখ্যাত বই পরিব্রাজকের রচয়িতা কে  ?

উওরঃ- স্বামী বিবেকানন্দ

  1. পৃথিবীর দীর্ঘতম রেলপথের নাম কি ?

উওরঃ- ট্রান্স সাইবেরিয়ান

  1. ভারতের কোন  রাজ্যে  পাঁচমারি  অভয়ারণ্য অবস্থিত ?

উওরঃ- মধ্যপ্রদেশ

  1. আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি ?

উওরঃ- রাজস্থান

  1. সরকারি চাকরিতে সবার সমান অধিকার ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখিত আছে ?

উওরঃ- 16 নং ধারায়

  1. পারমাণবিক তত্ব এর আবিষ্কারক কোন বিজ্ঞানী ?

উওরঃ- জন ডালটন

  1. ভারতীয় সংবিধান গৃহীত হয় কত সালে ?

উওরঃ- 1949 সালের 26 শে নভেম্বর

  1. ভারতবর্ষে GST চালু হয় কত সালে ?

উওরঃ- 2017 সালের 1 লা  জুলাই মাসে

  1. এক টাকার নোট ও খুচরো পয়সার যাবতীয় নোট কোন ব্যাঙ্ক প্রদান করে ?

উওরঃ- ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক

  1. সবুজ বিপ্লবের প্রথম পর্যায়ে সংগঠিত হয়েছিল কত সাল থেকে কত সাল পর্যন্ত ?

উওরঃ- 1966 -69 

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।