জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর || Life Science questions answers in Bengali

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,আজ আমরা নিয়ে এসেছি জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর || Life Science questions answers in Bengali. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর || Life Science questions answers in Bengali ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর || Life Science questions answers in Bengali || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর || Life Science questions answers in Bengali

  1. জীববিদ্যার জনক কে ?

উওরঃ- অ্যারিস্টটল

  1. ফুসফুসের আবরণকে কী বলা হয় ?

উওরঃ- প্লুরা

  1. হৃৎপিণ্ডের আবরণকে কী বলা হয় ?

উওরঃ- পেরিকার্ডিয়াম

  1. হাড় ও দাঁতকে মজবুত করে কী ?

উওরঃ- ক্যালসিয়াম ও ফসফরাস

  1. হার্ট অ্যাটাকের কারন কী ?

উওরঃ- রক্তে কোলেস্টেরল

  1. শরীর থেকে বর্জ্য পদার্থ, ইউরিয়া বের করে দেয় কোন অঙ্গ ?

উওরঃ- কিডনি

  1. আমিষ জাতীয় খাদ্য পরিপাক করে কোন জারক ?

উওরঃ- পেপসিন

৪. পেশির ক্লান্তির জন্য দায়ী কোন অ্যাসিড ?

উওরঃ- পাইরুভিক অ্যাসিড

  1. বহিঃকর্ণ ও মধ্যকর্ণ এর সংযোকস্থলের পর্দাটির নাম কি ?

উওরঃ- টিস্প্যানিক পর্দা

  1. প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান কাজ কি ?

উওরঃ- দেহের ক্ষয় পূরণ ও বৃদ্ধি জাতীয় কাজ করা

  1. মানুষের লালায় কোন উৎসেচক পাওয়া যায় ?

উওরঃ- টায়ালিন

  1. দাড়ি গোঁফ গজায় কোন হরমোনের জন্য ?

উওরঃ- টেস্টোস্টেরন

  1. ফসফরাস বেশি থাকে কোন অঙ্গে ?

উওরঃ- অস্থিতে

  1. সালোকসংশ্লেষণ হয় পাতার কোথায় ?

উওরঃ- মেসোফিল কলায়

  1. গ্রানা ও স্ট্রোমা কোথায় থাকে ?

উওরঃ- ক্লোরোপ্লাস্টে

  1. বৃক্কের কার্যকারী একক কী ?

উওরঃ- নেফ্রন

  1. মানব শরীরে অ্যালকোহলের কী প্রভাব পড়ে ?

উওরঃ- এটি সংবেদনশীলতা কমায়

  1. ব্রঙ্কাইটিস কিসের রোগ ?

উওরঃ- শ্বাসনালীর রোগ

  1. কোন আঁশ খালি চোখে দেখা যায় না ?

উওরঃ- প্লাকইড

  1. সালোকসংশ্লেষের প্রধান রঞ্জক কী ?

উওরঃ- ক্লোরোফিল

  1. IR 8 , IR 18 কী ? “

উওরঃ- ধানের প্রকার

  1. সজীব জীবকোশের আবিষ্কারক কে ?

উওরঃ- লিউয়েন হুক

  1. আরশোলার হৃদপিণ্ড ক’টি প্রকোষ্ঠে বিভক্ত ?

উওরঃ- ১৩ টি

  1. দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কোনটি ?

উওরঃ- প্লীহা

  1. পেডোলজি কী ?

উওরঃ- মাটি বিষয়ক গবেষণা

  1. ইস্ট থেকে কোন উৎসেচক পাওয়া যায় ?

উওরঃ- জাইমেজ

  1. গুরুমস্তিষ্কের অন্তরভাগকে কী বলে ?

উওরঃ- সেরিব্রাল মেডুলা

  1. ব্ল্যাক ফুট রোগ কীসের সংস্পর্শে হয় ?

উওরঃ- আর্সেনিক

  1. স্কার্ভি রোগ প্রতিরোধী কোন ভিটামিন ?

উওরঃ- ভিটামিন C

  1. কুকুরের দেহের উষ্ণতা নিয়ন্ত্রণে সহায়ক অঙ্গ কী ?

উওরঃ- জিহ্বা

  1. সালোকসংশ্লেষে সক্ষম একটি প্রাণীর নাম লেখ।

উওরঃ- ইউগ্লিনা

  1. পরিবেশের যেসব পরিবর্তন শনাক্ত হয় এবং প্রাণীদেহে উদ্দীপনা সৃষ্টি করে তাদের কী বলে ?

উওরঃ- উদ্দীপক বলে।

  1. প্রোটোপ্লাজমের আবর্তনগতি বা সারকুলেশন কোথায় দেখা যায় ?

উওরঃ- কুমড়ো গাছের কাণ্ডের রোমে।

গমনে সক্ষম একটি উদ্ভিদের নাম কী ?

উওরঃ- ক্ল্যামাইডোমোনাস।

  1. প্রকরণ চলন কোথায় দেখা যায় ?

উওরঃ- বনচাঁড়ালের পত্রকে।

  1. উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে না হয়ে তীব্রতা অনুসারে হয় তাকে কী চলন বলে ?

উওরঃ- ন্যাস্টিক চলন।

  1. উদ্ভিদ দেহের উদ্দীপকের প্রভাবে স্থানান্তরে গমনকে কী বলে ?

উওরঃ- ট্যাকটিক চলন।

  1. তেঁতুল পাতার পত্রগুলি প্রখর আলো ও অধিক উষ্নতায় খুলে যায় এবং কম আলো ও কম তাপে মুদে যায়, এটি কী প্রকারের চলন ?

উওরঃ- নিকটিন্যাস্টিক চলন।

  1. ক্ষণপদের সাহায্যে গমন হয় কোন প্রাণীর ?

উওরঃ- অ্যামিবার।

  1. মানবদেহের কোন কোশে ক্ষণপদ দেখা যায় ?

উওরঃ- শ্বেত রক্তকণিকা।

  1. অ্যামিবার গমনকে কী বলে ?

উওরঃ- অ্যামিবয়েড গতি।

  1. একটি মুখ্য জলজ প্রাণীর উদাহরণ দাও।

উওরঃ- মাছ মুখ্য জলজ প্রাণী।

  1. একটি মুখ্য খেচর প্রাণীর উদাহরণ দাও।

উওরঃ- পায়রা মুখ্য খেচর প্রাণী।

  1. একটি অ্যাবডাক্টর পেশির উদাহরণ দাও ।

উওরঃ- ডেলটয়েড পেশি।

  1. যে প্রক্রিয়ায় কোনো অঙ্গাকে দেহাক্ষের নিকটবর্তি হতে সাহায্য করে তাকে কী বলে ?

উওরঃ- অ্যাডাকশন বলে।

  1. একটি অ্যাক্টর পেশির উদাহরণ দাও।

উওরঃ- ল্যাটিসিমাস ডরসি।

  1. রোটেশন কাকে বলে?

উওরঃ- যে প্রক্রিয়ার দেহের কোনো অংশ আবর্তিত হয় তা রোটেশন বলে ।

  1. মানবদেহের দীর্ঘতম অস্থি কোনটি ?

উওরঃ- ফিমার।

  1. একটি এক্সটেনসর পেশির উদাহরণ দাও।

উওরঃ- ট্রাইসেপস।

  1. কৃষিক্ষেত্রে আগাছা নির্মূল করার জন্য কোন্ কৃত্রিম হরমোন প্রয়োগ করা হয় ?

উওরঃ- কৃত্রিম অক্সিন (2, 4-D)।

  1. পত্রমোচন বিলম্বিত করে কোন হরমোন ?

উওরঃ- সাইটোকাইনিন।

  1. জিব্বেরেলিনের রাসায়নিক উপাদানগুলি কী কী ?

উওরঃ- জিব্বেরেলিনের রাসায়নিক উপাদানগুলি হল- কার্বন,হাইড্রোজেন ও অক্সিজেন।

  1. জিব্বেরেলিনের দুটি উৎস উল্লেখ করো।

উওরঃ- জিব্বেরেলিন উদ্ভিদের পরিপক্ক বীজে ও বীজপত্রে পাওয়া যায়।

  1. উদ্ভিদের অগ্রথ প্রকটতা ঘটায় কোন হরমোন?

উওরঃ- অক্সিন।

  1. হরমোনের পরিণতি কী ?

উওরঃ- হরমোন ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়।

  1. একটি ট্রফিক হরমোনের উদাহরণ দাও।

উওরঃ- থাইরোট্রফিক হরমোন বা TSH।

  1. আয়োডিন কোন হরমোনের উপাদান ?

উওরঃ- থাইরক্সিন।

  1. প্রাণী হরমোনের উৎস কী ?

উওরঃ- এন্ডোক্রিন গ্রন্থি বা অন্তঃক্ষরা গ্রন্থি।

  1. একটি অ্যামাইনোধর্মী হরমোনের নাম কী ?

উওরঃ- অ্যাড্রিনালিন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।