Agriculture Important questions answers || কৃষিকাজ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Agriculture Important questions answers || কৃষিকাজ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে Agriculture Important questions answers || কৃষিকাজ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই Agriculture Important questions answers || কৃষিকাজ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

Agriculture Important questions answers || কৃষিকাজ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

  1. তথ্যপ্রযুক্তি বিপ্লবের ফলে কোন্ ধরনের অর্থনৈতিক কাজের ব্যাপক অগ্রগতি ঘটেছে ?

উত্তরঃ- তথ্যপ্রযুক্তি বিপ্লবের ফলে তৃতীয় স্তরের বা পরিসেবামূলক অর্থনৈতিক কাজের ব্যাপক অগ্রগতি ঘটেছে।

  1. স্থানান্তর কৃষি (Shifting Cultivation) কাকে বলে ?

উত্তরঃ- যে কৃষিব্যবস্থায় জীবনধারণের প্রয়োজনে গাছপালা পুড়িয়ে জমি পরিষ্কার করে সাময়িকভাবে কৃষিকাজ করা হয়, সেই কৃষিব্যবস্থাকে স্থানান্তর কৃষি বলে।

  1. দক্ষিণ আফ্রিকায় জুমচাষ কী নামে পরিচিত ?

উত্তরঃ- দক্ষিণ আফ্রিকায় জুমচাষ ফ্যাঙ নামে পরিচিত।

  1. স্থায়ী কৃষি (Sedentary Cultivation) কাকে বলে ?

উত্তরঃ- যে কৃষিব্যবস্থায় জীবনধারণের প্রয়োজনে এক জায়গায় স্থায়ীভাবে চাষবাস করা হয়, সেই কৃষি পদ্ধতিকে স্থায়ী কৃষি বলে।

  1. ভারতের কোন অঞ্চলে স্থানান্তর কৃষিব্যবস্থা প্রচলিত আছে ?

উত্তরঃ- পূর্ব ভারতের পাহাড়ি অঞ্চলে স্থানান্তর কৃষিব্যবস্থা প্রচলিত আছে।

  1. নিবিড় বা প্রগাঢ় কৃষি (Intensive Farming) কাকে বলে ?

উত্তরঃ- যেসব দেশে জমির পরিমাণ জনসংখ্যা অনুপাতে কম সেইসব দেশে বেশি ফসল উৎপাদনের জন্য প্রচুর শ্রম ও মূলধন বিনিয়োগ করে যে পদ্ধতিতে চাষ-আবাদ করা হয়, সেই পদ্ধতিকে নিবিড় বা প্রগাঢ় কৃষি বলে।

  1. দক্ষিণ-পূর্ব এশিয়ায় নিবিড় কৃষিব্যবস্থা সর্বাধিক প্রচলিত কেন ?

উত্তরঃ- দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিতে জনবসতি অত্যন্ত ঘন এবং তুলনায় কৃষিজমির পরিমাণ খুবই কম হওয়ায় এই অঞ্চলে নিবিড় কৃষিপদ্ধতি সর্বাধিক প্রচলিত হয়েছে।

  1. আর্দ্র কৃষি (Humid Farming) কাকে বলে ?

উত্তরঃ- যেসব স্থানে নিয়মিত পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত হয় এবং কেবল বৃষ্টিপাতের জলের সাহায্যেই সেইসব স্থানে যে কৃষিকাজ করা হয়, সেই কৃষিকাজকে আর্দ্র কৃষি বলে।

  1. আর্দ্র কৃষির অন্যতম প্রধান ফসল কী ?

উত্তরঃ- আর্দ্র কৃষির অন্যতম প্রধান ফসল ধান।

  1. শুষ্ক কৃষি (Dry Farming) কাকে বলে ?

উত্তরঃ- যেসব অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ ৫০ সেমিরও কম এবং জলসেচেরও সুযোগসুবিধা নেই সেইসব অঞ্চলে সামান্য বৃষ্টিপাতের ওপর নির্ভর করে যে কৃষিকাজ করা হয়, সেই কৃষিকে শুষ্ক কৃষি বলে।

  1. শুষ্ক কৃষির দুটি গুরুত্বপূর্ণ ফসলের নাম লেখো।

উত্তরঃ- শুষ্ক কৃষির দুটি গুরুত্বপূর্ণ ফসল হল ভুট্টা ও মিলেট।

  1. খারিফ কৃষি (Kharif Farming) কাকে বলে ?

উত্তরঃ- বর্ষাকালে বৃষ্টির জলের ওপর নির্ভর করে ফসল চাষের পদ্ধতিকে খারিফ কৃষি বলে।

  1. রবি কৃষি (Rabi Farming) কাকে বলে ?

উত্তরঃ- শীতকালে বা শুষ্ক ঋতুতে ফসল চাষের পদ্ধতিকে রবি কৃষি বলে।

  1. সেচন কৃষি (Irrigation Farming) কাকে বলে ?

উত্তরঃ- বৃষ্টিপাতের পরিমাণ প্রয়োজনের তুলনায় কম হলে বা বৃষ্টিপাত অনিশ্চিত হলে জলসেচের সাহায্যে যে কৃষিকাজ করা হয়, সেই কৃষিকাজকে সেচন কৃষি বলে।

  1. আর্দ্র কৃষিব্যবস্থার দুটি ফসলের নাম করো।

উত্তরঃ- আর্দ্র কৃষিব্যবস্থার দুটি ফসলের নাম হল ধান ও আখ।

  1. দুটি রবিশস্যের নাম লেখো।

উত্তরঃ- দুটি উল্লেখযোগ্য রবিশস্য হল গম ও সরষে।

  1. ব্যাপক কৃষি (Extensive Farming) কাকে বলে ?

উত্তরঃ- যেসব অঞ্চলে জমির পরিমাণ জনসংখ্যার অনুপাতে বেশি সেইসব অঞ্চলে কৃষি যন্ত্রপাতির ব্যাপক প্রয়োগ ঘটিয়ে ফসল উৎপাদন পদ্ধতিকে ব্যাপক কৃষি বলে।

  1. জীবিকাসত্তাভিত্তিক কৃষি (Subsistence Farming) কাকে বলে ?

উত্তরঃ- কৃষক নিজের ও তার পরিবারের খাদ্যের চাহিদা মেটাবার জন্য যে প্রাথমিক কৃষিব্যবস্থা গ্রহণ করে, সেই কৃষিব্যবস্থাকে জীবিকাসত্তাভিত্তিক কৃষি বলে।

  1. আন্তর্জাতিক ধান গবেষণাকেন্দ্রটি কোথায় অবস্থিত ?

উত্তরঃ- ফিলিপিন্‌স -এর ম্যানিলায় আন্তর্জাতিক ধান গবেষণাকেন্দ্রটি অবস্থিত।

  1. বাণিজ্যিক কৃষি (Commercial Farming) কাকে বলে ?

উত্তরঃ- বৃহদায়তন জমিতে প্রচুর পরিমাণে মূলধন ও যন্ত্রপাতি ব্যবহার করে বিক্রয় বা বাণিজ্যের উদ্দেশ্যে যে কৃষিকাজ করা হয়, সেই কৃষিকাজকে বাণিজ্যিক কৃষি বলে।

  1. বাগিচা কৃষি (Plantation Farming) কাকে বলে ?

উত্তরঃ- অনুকূল জলবায়ু, মাটি প্রভৃতিকে কাজে লাগিয়ে কোনো বিশেষ অঞ্চলে যখন বাণিজ্যিক উদ্দেশ্যে ফসল উৎপাদন করা হয়, তখন এই কৃষিব্যবস্থাকে বাগিচা কৃষি বা আবাদি কৃষি বলে।

  1. মিশ্র কৃষি (Mixed Farming) কাকে বলে ?

উত্তরঃ- যে কৃষিব্যবস্থায় অনুকূল প্রাকৃতিক ও সাংস্কৃতিক পরিবেশকে কাজে লাগিয়ে কৃষক জমি থেকে বিভিন্ন ফসল উৎপাদনের পাশাপাশি গবাদিপশু পালন, হাঁস ও মুরগি পালন, ফলমূল ও শাকসবজি উৎপাদন, গুটিপোকার চাষ প্রভৃতি বিভিন্ন অর্থনৈতিক কার্যকলাপের সমন্বয় ঘটায়, সেই বাজারমুখী এবং ঝুঁকিহীন কৃষিব্যবস্থাকে মিশ্র কৃষি বলে।

  1. শস্যাবর্তন কৃষি (Crop Rotation Farming) কাকে বলে ?

উত্তরঃ- একই কৃষিজমিতে বছরের বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন শস্য চাষের যে পদ্ধতি, সেই পদ্ধতিকে শস্যাবর্তন কৃষি বা গ্রুপ রোটেশন ফার্মিং বলে।

  1. বাজারকেন্দ্রিক কৃষি (Market Gardening) কাকে বলে ?

উত্তরঃ- বাজারের প্রাত্যহিক চাহিদা মেটাতে ফল, ফুল, শাকসবজি প্রভৃতির নিবিড় চাষকে বাজারকেন্দ্রিক কৃষি বা মার্কেট গার্ডেনিং বলে।

  1. ট্রাক ফার্মিং (Truck Farming) কাকে বলে ?

উত্তরঃ- উত্তর-পশ্চিম ইউরোপ ও উত্তর আমেরিকায় শহর সংলগ্ন কৃষিখামারে উৎপাদিত ফুল, ফল, শাকসবজি প্রভৃতি বাজারকেন্দ্রিক কৃষিজ ফসলগুলি ট্রাকে করে দৈনিক শহরে জোগান দেওয়া হয় বলে, বাজারকেন্দ্রিক কৃষিব্যবস্থাকে এখানে ট্রাক ফার্মিং বলে।

  1. আন্তঃকৃষি বা ইন্টারকালচার কাকে বলে ?

উত্তরঃ- যে কৃষিব্যবস্থায় একই জমিতে বছরের ভিন্ন ভিন্ন সময়ে একই সঙ্গে ভিন্ন ভিন্ন সারিতে ভিন্ন ভিন্ন ফসলের চাষ করা হয় তাকে আন্তঃকৃষি বা ইন্টারকালচার বলে।

  1. বাণিজ্যিক দানাশস্য কৃষি কাকে বলে ?

উত্তরঃ- যে বাণিজ্যিক কৃষিব্যবস্থায় গম, ভুট্টা, বাজরা, সয়াবিন প্রভৃতি দানাশস্য বেশি উৎপাদন করা হয় তাকে বাণিজ্যিক দানাশস্য কৃষি বলে।

  1. দোহ কৃষি কাকে বলে ?

উত্তরঃ- পৃথিবীর যেসব অঞ্চলের জলবায়ু খাদ্যশস্য উৎপাদনের পক্ষে বিশেষ অনুকূল নয়, সেখানে নিবিড় পদ্ধতিতে যে গবাদিপশু পালন করা হয় তাকে দোহ কৃষি বলে।

  1. ফ্লোরি কালচার কাকে বলে ?

উত্তরঃ- ব্যাবসায়িক ভিত্তিতে বিভিন্ন ঋতুতে বিভিন্ন প্রজাতির ফুলচাষ করাকে ফ্লোরি কালচার বলে।

  1. ওলেরি কালচার কাকে বলে ?

উত্তরঃ- বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন ঋতুতে বিভিন্ন ধরনের সবজি চাষ ব্যবস্থাকে ওলেরি কালচার বলে।

  1. লাল পোশাক (Red Collar) শ্রমিকগোষ্ঠী কাদের বলে ?

উত্তরঃ- কৃষিকাজ, পশুপালন প্রভৃতি প্রাথমিক স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত শ্রমিকদের বলে লাল পোশাক শ্রমিকগোষ্ঠী।

  1. নীল পোশাক (Blue Collar) শ্রমিকগোষ্ঠী কাদের বলে ?

উত্তরঃ- শিল্পকর্ম প্রভৃতি দ্বিতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত শ্রমিকদের বলে নীল পোশাক শ্রমিকগোষ্ঠী।

  1. গোলাপি পোশাক (Pink Collar) শ্রমিকগোষ্ঠী কাদের বলে ?

উত্তরঃ- বাণিজ্যিক ও ব্যক্তিগত পরিসেবামূলক কাজ অর্থাৎ তৃতীয় স্তরের অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত শ্রমিকদের বলে গোলাপি পোশাক শ্রমিকগোষ্ঠী।

  1. সাদা পোশাক (White Collar) শ্রমিকগোষ্ঠী কাদের বলে ?

উত্তরঃ- প্রাতিষ্ঠানিক পরিসেবামূলক কাজ অর্থাৎ চতুর্থ স্তরের অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত শ্রমিকদের সাদা পোশাক শ্রমিকগোষ্ঠী বলে।

  1. শিক্ষকতা কোন স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ ?

উত্তরঃ- শিক্ষকতা তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ৷

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।