আর্যসভ্যতা সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর || Aryan civilization important solve questions

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা নিয়ে এসেছি আর্যসভ্যতা সম্পর্কে প্রশ্নোত্তর || Aryan civilization important solve questions. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে আর্যসভ্যতা সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর || Aryan civilization important solve questions ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই আর্যসভ্যতা সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর || Aryan civilization important solve questions || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।



🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

আর্যসভ্যতা সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর || Aryan civilization important solve questions

১. বৈদিক রাষ্ট্রের মূল ভিত্তি কি ছিল ?

উত্তরঃ- পরিবার

২. আর্যরা সাধারণত কোন ভাষায় কথা বলত ?

উত্তরঃ- সংস্কৃত

৩. আর্যদের অর্থনীতি মূলত কিসের ওপর গঠিত ছিল ?

উত্তরঃ- গ্রামকেন্দ্রিক অর্থনীতির ওপর।

৪. আর্যদের প্রধান উপজীবিকা কি ছিল ?

উত্তরঃ- কৃষিকাজ।

৫. আর্য সমাজে ধনী ব্যক্তি কি হিসেবে চিহ্নিত হত ?

উত্তরঃ- যার প্রচুর গবাদি পশু রয়েছে ।

৬. আর্যদের বসতবাড়ি সাধারণত কিসের তৈরী হত ?

উত্তরঃ- কাঠের

৭. কতগুলি গ্রাম নিয়ে কি তৈরী হত ?

উত্তরঃ- বিশ

৮. আর্যমতে পুরাণের সংখ্যা কটি ?

উত্তরঃ- ১৮ টি

৯. আর্যনীতি অনুযায়ী কাকে ভারতের প্রথম আইনজ্ঞ হিসেবে গন্য করা হয় ?

উত্তরঃ- মনু

১০. পুরাণের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ অংশ কোনটি ?

উত্তরঃ- ভাগবত ও বিষ্ণু পুরাণ ।

১১. সামবেদ থেকে কোন বিষয় জানা যায় ?

উত্তরঃ- সঙ্গীত

১২. পরবর্তী বৈদিক যুগে হিন্দু সমাজ কটি ভাগে বিভক্ত ছিল ?

উত্তরঃ- ৪

১৩. মহাকাব্যের যুগে আর্যরা ভারতের কোনদিকে বিস্তার লাভ করেছিল ?

উত্তরঃ- উত্তর ভারতে

১৪. হিমালয় এবং নর্মদা নদীর মধ্যবর্তী অঞ্চলে কটি স্বাধীন রাষ্ট্র গড়ে উঠেছিল ?

উত্তরঃ- ১৬

১৫. পরবর্তী বৈদিক যুগে রাজার পত্নীকে কি বলা হত ?

উত্তরঃ- মহিষী

১৬. যে রথ চালাত তাকে কি বলা হত ?

উত্তরঃ- সুতা।

১৭. ঐতরীয় ব্রাহ্রণে পশ্চিমদিকের শাসকদের কি নামে অভিহিত করা হত ?

উত্তরঃ- শিবারত

১৮.ঐতরীয় ব্রাহ্রণে দক্ষিনের রাজাকে কি বলা হত ?

উত্তরঃ- ভোজ

১৯. কোন বেদে গায়ত্রীমন্ত্ৰ অন্তর্ভুক্ত আছে ?

উত্তরঃ- ঋবেদ

২০. গায়ত্রীমন্ত্র কোন দেবদেবীর প্রতি উৎসর্গকৃত ?

উত্তরঃ- সাবিত্রী

২৬. বৈদিক যুগের শেষ দিকে কোন দেবতা প্রথম গুরুত্ব হারায় ?

উত্তরঃ- বরুণ

২২.ঋকবেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতা কে ?

উত্তরঃ- বরুণ

২৩. ইন্দ্র কিসের দেবতা বলে পরিচিত ?

উত্তরঃ- বৃষ্টি এবং বজ্র

২৪. ঋকবেদের সময় আর্যরা কোন দেবতার পূজা কর না ?

উত্তরঃ- শিব

২৫. “পৃথিবীই ঈশ্বর এবং ঈশ্বরই আমার আত্মা” এই তত্ত্বটি কোন গ্রন্থে পাওয়া যায় ?

উত্তরঃ- উপনিষদ

২৬. যোগদর্শনের প্রতিষ্ঠাতা কে ?

উত্তরঃ- পতঞ্জলি

২৭. মানুষ এবং ঈশ্বরের যোগাযোগকারী হিসেবে বৈদিকযুগে কে পরিচিত ?

উত্তরঃ- অগ্নি

২৮. সবথেকে প্রাচীন বেদ কোনটি ?

উত্তরঃ- ঋকবেদ

২৯. বৈদিকযুগের প্রধান বৈশিষ্ট্য কি ছিল ?

উত্তরঃ- জাতিভেদ প্রথা

৩০. ঋকবেদে কটি স্তোত্র আছে ?

উত্তরঃ- ১০২৮

৩১. আর্যরা প্রথম কোথায় বসতি স্থাপন করে ?

উত্তরঃ- পাঞ্জাব।

৩২. ‘বিদ’ কথাটির অর্থ কী ?

উত্তরঃ- জ্ঞান।

৩৩. বিষ্ণু পুরাণ থেকে কিসের বর্ণনা পাওয়া যায় ?

উত্তরঃ- মৌর্য সাম্রাজ্য

৩৪. আয়ুর্বেদের উৎস কি ?

উত্তরঃ- অর্থববেদ।

৩৫. বৈদিকযুগে কোন কোন যজ্ঞ অনুষ্ঠিত হত ?

উত্তরঃ- বাৎসায়ন যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ ও রাজসূয় যজ্ঞ।

৩৬. ঋকবেদকে যে দশটি ভাগে ভাগ করা হয়েছে তার মধ্যে কোনটি প্রাচীন ?

উত্তরঃ- দ্বিতীয় ও সপ্তম

৩৭. বিখ্যাত উক্তি, ‘যুদ্ধ মানুষের মনের অভ্যন্তরে সৃষ্টি হয়’ কোন্ বেদের অন্তর্ভুক্ত ?

উত্তরঃ- অথর্ববেদ

৩৮. উপনিষদ, যার অন্য নাম বন্দনা, কটি ভাগে বিভক্ত ?

উত্তরঃ- ১০৮ ভাগে

৩৯. বৈদিক যুগের কর সংগ্রহ প্রথা কি নামে পরিচিত ?

উত্তরঃ- কলি

৪০. পুরুশুক্ত কোন বেদের অংশ ?

উত্তরঃ- ঋকবেদ

৪১. ধর্মশাস্ত্র অনুযায়ী ভূমি রাজস্বের হার কি ছিল ?

উত্তরঃ- ১/৬ অংশ

৪২. প্রাচীন ঐতিহাসিক ভুগোলে রত্নাকর বলতে কি বোঝাত ?

উত্তরঃ- ভারত মহাসাগর

৪৩. কোন জিনিস হরপ্পা সভ্যতা এবং বৈদিক সভ্যতা উভয় সময়েই বর্তমান ছিল ?

উত্তরঃ- ঘোড়া

৪৪. বৈদিক সমাজে রাজশক্তির উত্থানের কারণ কি ?

উত্তরঃ- রাজ্যজয়ের অভীষ্মা

৪৫.‘দশ রাজার যুদ্ধ’ কোন নদীর তীরে হয়েছিল ?

উত্তরঃ- পুরুষনি (রেবি)

৪৬. মহাভারতের যুদ্ধ সম্ভবতঃ কোন সময়ে হয়েছিল ?

উত্তরঃ- ১০০০ খ্রীঃ পূঃ

৪৭. কোন স্থানের উল্লেখ রামায়ণ ও মহাভারতে নেই ?

উত্তরঃ- কৌশম্বি

৪৮. নিম্নলিখিত সমন্বয়গুলির মধ্যে কোনটি সঠিক নয় ?

উত্তরঃ- আয়ুর্বেদ-ইন্দ্রজাল

৪৯. দূষনের ধারণাটি স্পষ্টভাবে কখন আবির্ভূত হয় ?

উত্তরঃ- বেদ পরবর্তী যুগে

৫০. উপনিষদের মূল বিষয় কি ?

উত্তরঃ- দর্শন৷

৫৪. কোন বেদ সাদা ও কালো দুটো ভাগে বিভক্ত ?

উত্তরঃ- যজুর্বেদ

৫২. বৈদিক যুগের লোকেরা কোন সময়ে লোহার ব্যবহার শুরু করে ?

উত্তরঃ- ১০০০ খ্রীঃ পূঃ

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।