Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি List of Famous Bengali Films And Directors. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে বিখ্যাত বাংলা চলচিত্র ও পরিচালকের নামের তালিকা || List of Famous Bengali Films And Directors ||. নিচে Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই বিখ্যাত বাংলা চলচিত্র ও পরিচালকের নামের তালিকা || List of Famous Bengali Films And Directors || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
বিখ্যাত বাংলা চলচিত্র ও পরিচালকের নামের তালিকা || List of Famous Bengali Films And Directors
❏ পথের পাঁচালী➨১৯৫৫➨সত্যজিৎ রায়
❏ কাবুলিওয়ালা➨১৯৫৬➨তপন সিনহা
❏ সাগর সঙ্গমে➨১৯৫৮➨দেবকী বোস
❏ অপুর সংসার➨১৯৫৯➨সত্যজিৎ রায়
❏ ভগিনী নিবেদিতা➨১৯৬১➨বিজয় বোস
❏ দাদা ঠাকুর➨১৯৬২➨সুধীর মুখার্জি
❏ চারুলতা➨১৯৬৪➨সত্যজিৎ রায়
❏ হাটে বাজারে➨১৯৬৭➨তপন সিনহা
❏ গুপি গাইন বাঘা বাইন➨১৯৬৮➨সত্যজিৎ রায়
❏ সীমাবদ্ধ➨১৯৭১➨সত্যজিৎ রায়
❏ কোরাস➨১৯৭৪➨মৃণাল সেন
❏ অকালের সন্ধানে➨১৯৮০➨মৃণাল সেন
❏ দখল➨১৯৮১➨গৌতম ঘোষ
❏ চোখ➨১৯৮২➨উৎপলেন্দু চক্রবর্তী
❏ বাগ বাহাদুর➨১৯৮৯➨বুদ্ধদেব দাশগুপ্ত
❏ আগন্তুক➨১৯৯১➨সত্যজিৎ রায়
❏ চরাচর➨১৯৯৩➨বুদ্ধদেব দাশগুপ্ত
❏ ১৯ শে এপ্রিল➨১৯৯৪➨ঋতুপর্ণ ঘোষ
❏ লাল দরজা➨১৯৯৬➨বুদ্ধদেব দাশগুপ্ত
❏ মন্দ মেয়ের উপাখ্যান➨২০০২➨বুদ্ধদেব দাশগুপ্ত
❏ কালপুরুষ➨২০০৫➨বুদ্ধদেব দাশগুপ্ত
❏ অন্তহীন➨২০০৮➨অনিরুদ্ধ রায় চৌধুরী
🔶 কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ-
১.আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে কোন খাল যুক্ত করেছে ?
উত্তরঃ- পানামা খাল।
২. সবচেয়ে সরু দেশ কোনটি ?
উত্তরঃ- চিলি (দৈর্ঘ্য ৬,১৫৫ কিমি)।
৩. পৃথিবীর সর্ব দক্ষিনের শহর কোনটি ?
উত্তরঃ- পুন্টা আরেনাস, চিলি।
৪. সর্বাধিক দ্বীপ নিয়ে গঠিত দেশ কোনটি ?
উত্তরঃ- ইন্দোনেশিয়া (১৩,৫০০ টি)।
৫. ইন্দোনেশিয়ার কতটি দ্বীপে মানব বসতি আছে ?
উত্তরঃ- প্রায় ৬,০০০ টি।
৬. সবচেয়ে বেশি নিরপেক্ষ দেশ কোনটি ?
উত্তরঃ- সুইজারল্যান্ড।
৭. কোন দেশ আর্ন্তজাতিকভাবে কোন যুদ্ধে অংশগ্রহন করেনি ?
উত্তরঃ- সুইজারল্যান্ড।
৮. সুইজারল্যান্ড কবে জাতিসংঘের সদস্য পদ গ্রহন করে ?
উত্তরঃ- ১০ সেপ্টেম্বর, ২০০২।
৯. বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ কোনটি ?
উত্তরঃ- চীন (পৃথিবীর মোট জনসংখ্যার ২৩%)।
১০. বিশ্বের ক্ষুদ্রতম প্রজাতন্ত্র কোনটি ?
উত্তরঃ- নাউরু (আয়তন – ২১ বর্গ কিমি)।
১১. বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি ?
উত্তরঃ- ভ্যাটিকান সিটি, (১০৮.৭ একর)।
১২. বিশ্বের দীর্ঘতম সীমান্ত কোন দুটি দেশের ?
উত্তরঃ- যুক্তরাষ্ট্র ও কানাডা (৬,৪১৬ কিমি, আলাস্কার ২৫৪৭ কিমি ছাড়াই)।
১৩. দ্বিতীয় দীর্ঘতম সীমান্ত কোন দুটি দেশের ?
উত্তরঃ- আর্জেন্টিনা ও চিলি (৫২৫৫ কিমি)।
১৪. সর্বাধিক লোক অতিক্রমকারী সীমান্ত কোনটি ?
উত্তরঃ- যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্ত
বছরে প্রায় ৫০ কোটি লোক অতিক্রম করে।
১৫. সর্বাধিক সীমান্ত বেষ্ঠিত দেশ কোনটি ?
উত্তরঃ- চীন এবং রাশিয়া (১৫ দেশের সাথে সীমান্ত)।
১৬.পৃথিবীর সংক্ষিপ্ত সীমান্ত কোনটি ?
উত্তরঃ- জিব্রাল্টার ও স্পেন (১.৫৩ কিমি)।
১৭. কোন দেশের তিনটি রাজধানী ?
উত্তরঃ- দক্ষিণ আফ্রিকা।
১৮. দক্ষিণ আফ্রিকার রাজধানী তিনটি কি কি ?
উত্তরঃ- প্রিটোরিয়া, কেপটাউন ও ব্লমফনটেন।
১৯. সৌর জগত সবূ প্রথম কে আবিস্কার করেন ?
উত্তরঃ- কোপারনিকাস (১৫৪০)।
২০. সর্ব প্রথম এভারেষ্ট কে জয় করেন ?
উত্তরঃ- তেনজিং নরগে (১৯৫৩)।
২১. সর্ব প্রথম কোন মহিলা এভারেষ্ট জয় করেন ?
উত্তরঃ- জুনকো তাবেই, (জাপান) ১৯৭৫ সালে।
২২. ভারতে গমনের সমুদ্র পথ কে আবিস্কার করেন ?
উত্তরঃ- ভাস্কো দা গামা।
২৩. প্রথম চন্দ্র প্রদক্ষিণ করেন কে ?
উত্তরঃ- ফ্রাঙ্ক বরম্যান ও অ্যান্ডারস (১৬৬৮)।
২৪. ট্যাঙ্গানিকা হ্রদ কে আবিস্কার করেন ?
উত্তরঃ- ক্যাপ্টেন জন স্পেক (১৮৫৬)।
২৫.উত্তর মেরু কে আবিস্কার করেন ?
উত্তরঃ- রবার্ট পিয়েরে (১৯০৯)।
২৬. দক্ষিণ মেরু আবিস্কার করেন কে ?
উত্তরঃ- আমুন্ড সেন (১৯১২)।
২৭. আমেরিকা আবিস্কার করেন কে ?
উত্তরঃ- ইটালীর নাবিক কলম্বাস (১৪৯৮)।
২৮.পশ্বিম ভারতীয় দ্বীপপুঞ্জ কে আবিস্কার করেন ?
উত্তরঃ- কলম্বাস (১৪৯২)।
২৯. কে সর্ব প্রথম পালের নৌকায় বিশ্ব ভ্রমণ করেন ?
উত্তরঃ- ম্যাগিলান (১৫১৯)।
৩০. প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরে গমনের পথ কে আবিস্কার করেন ?
উত্তরঃ- ম্যাগিলান।
৩২. গ্রীনল্যান্ড কে আবিস্কার করেন ?
উত্তরঃ- এরিক দি রেড ভাইকিং (৯৮২ সালে)।
৩৩. অস্ট্রেলিয়া কে আবিস্কার করেন ?
উত্তরঃ- উইলিয়াম জ্যাকসন (১৯০৬)।
৩৪. আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি ?
উত্তরঃ- রাশিয়া।
৩৫. হংকং বর্তমানে কোন দেশের সাথে একভূত হয়েছে ?
উত্তরঃ- চীন।
৩৬. বিশ্বে সবচেয়ে বেশি লোক কথা বলে কোন ভাষায় ?
উত্তরঃ- চাইনিজ মান্দারিন ভাষায়।
৩৭. ইসরাইল ও লেবাননের সীমান্ত রেখার নাম কী ?
উত্তরঃ- ব্লু লাইন।
৩৮. গ্রেট বেরিয়ার রীফ কোথায় অবস্থিত ?
উত্তরঃ- প্রশান্ত মহাসাগরে।
৩৯. জাপানের সবচেয়ে বড় দ্বীপ কোনটি ?
উত্তরঃ- হনসু।
৪০. পেরুর রাজধানী কোথায় অবস্থিত ?
উত্তরঃ- লিমা।
৪১. ভারতবর্ষে প্রথম আদমশুমারি হয় কত সালে ?
উত্তরঃ- 18721
৪২. অভিকর্ষ কি ?
উত্তরঃ- বস্তুর উপড় কেন্দ্রমুখী বল।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here
🔵🔴 দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।