গ্রিণহাউস এফেক্ট || Greenhouse effect

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি গ্রিণহাউস এফেক্ট || Greenhouse effect. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে গ্রিণহাউস এফেক্ট || Greenhouse effect ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই গ্রিণহাউস এফেক্ট || Greenhouse effect || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।



🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

গ্রিণহাউস এফেক্ট || Greenhouse effect

গ্রিণ হাউস এফেক্টঃ- বিগত কয়েকদশক ধরে অতি মাত্রায় বৃক্ষছেদন ও অত্যধিক মাত্রায় জ্বালানি খনিজ (কয়লা, খনিজতেল, প্রাকৃতিক গ্যাস) ব্যবহার বৃদ্ধির ফলে বায়ুমণ্ডলে CO2, CH4 N2O প্রভৃতি গ্যাসের পরিমাণ দ্রুত হারে বেড়েছে। এই সকল গ্যাস বায়ুমণ্ডলের ঊর্ধ্বস্তরে একটি স্বচ্ছ আবরণ সৃষ্টি করেছে। যার মধ্য দিয়ে আগত সূর্যরশ্মি (ক্ষুদ্রতর তরঙ্গ) সহজেই প্রবেশ করতে পারে, কিন্তু বিকিরিত সূর্যরশ্মির (বৃহত্তর তরঙ্গ) সবটাই ফিরে যেতে পারে না। ফলে পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। এটাই ‘গ্রিণ হাউস এফেক্ট’ নামে পরিচিত।



🔲 ধূলিকণার উৎস ও গুরুত্বঃ-

উৎসঃ-

(১) ভূপৃষ্ঠের অতিসূক্ষ্ম ধূলিকণা ক্রমাগত বায়ুপ্রবাহের ফলে বায়ুমণ্ডলে মিশছে।

(২) কলকারখানার চিমনি ও গাড়ি থেকে নিঃসৃত অজৈব কণা বায়ুমণ্ডলে মেশে।

(৩) সমুদ্রের লবণ কণা ধূলিকণার গুরুত্বপূর্ণ উৎস।

(৪) আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের সময় সূক্ষ্ম ছাই, ভস্ম কণা বায়ুমণ্ডলে মেশে।

(৫) তাছাড়া দাবানলের সময় অতি সূক্ষ্ম ছাই কণা বায়ুমণ্ডলে মেশে।

গুরুত্বঃ-

(১) ধূলিকণাকে আশ্রয় করে জলীয়বাষ্প বাতাসে ভেসে বেড়ায়। তাই বৃষ্টিপাত, শিলাবৃষ্টি, কুয়াশা, তুহিন, তুষারপাত প্রভৃতি ঘটতে ধূলিকণা পরোক্ষভাবে সাহায্য করে।

(২) ধূলিকণা সূর্যতাপ শোষণ করে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে।

(৩) বায়ুমণ্ডলে ধূলিকণার উপস্থিতির জন্যই ঊষা ও গোধূলির সৃষ্টি হয়।

(৪) বায়ুমণ্ডলে ধূলিকণা না থাকলে সূর্যালোক বিচ্ছুরিত হত না, ফলে দিনের বেলায় আকাশ অন্ধকারে ডুবে থাকত।

(৫) ধূলিকণার উপস্থিতির কারণেই আকাশের রং নীল।

জলীয় বাষ্পের গুরুত্বঃ-

(১) বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের উপস্থিতির জন্যই ঘনীভবন প্রক্রিয়ার মাধ্যমে মেঘ, বৃষ্টি, কুয়াশা, তুহিন ও তুষার সৃষ্টি হয়।

(২) জলীয় বাষ্প সূর্য তাপ শোষণ করে এবং ভূ-পৃষ্ঠ থেকে তাপ বিকিরণে বাধা দেয়।

(৩) ঊর্ধ্বাকাশে জলীয় বাষ্পের ঘনীভবনে সৃষ্ট লীনতাপ আবহাওয়ার পরিবর্তন ঘটায়।

(৪) জলীয় বাষ্প উষ্মতাকে নিয়ন্ত্রণ করে।

🔲 কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ-

(১) পশ্চিমবঙ্গের আয়তন কত?

উঃ- ৮৮,৭৫২ বর্গকিমি।

(২) আয়তন অনুসারে পশ্চিমবঙ্গ ভারতের কততম রাজ্য?

উঃ- ১৪-তম।

(৩) পশ্চিমবঙ্গের উত্তর-দক্ষিণে সর্বাধিক বিস্তার কত?

উঃ- ৬২৩ কিমি।

(৪) পশ্চিমবঙ্গের পূর্ব-পশ্চিমে সর্বাধিক বিস্তার কত?

উঃ- ৩২০ কিমি।

(৫) কবে পশ্চিমবঙ্গ ভারতের অঙ্গরাজ্য হিসাবে প্রতিষ্ঠিত হয়?

উঃ- ১৯৫০ সালের ২৬ শে জানুয়ারী।

(৬) পশ্চিমবঙ্গের সঙ্গে কয়টি দেশের সীমানা যুক্ত রয়েছে?

উঃ- তিনটি — বাংলাদেশ, নেপাল ও ভুটান।

(৭) পশ্চিমবঙ্গের সংকীর্ণতম অংশ কোন জেলায় অবস্থিত?

উঃ- উত্তর দিনাজপুর জেলায় (চোপড়া)।

(৮) ভারতের মোট আয়তনের কত শতাংশ পশ্চিমবঙ্গ অধিকার করে রয়েছে?

উঃ- ২.৭০ শতাংশ।

(৯) পশ্চিমবঙ্গের ওপর দিয়ে কোন গুরুত্বপূর্ণ ভৌগোলিক রেখা অতিক্রম করেছে?

উঃ- কর্কটক্রান্তি রেখা।

(১০) পশ্চিমবঙ্গের কয়টি জেলার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে?

উঃ- ৫ টি। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান ও নদীয়া।

(১১) পশ্চিমবঙ্গের অক্ষাংশগত বিস্তার কিরূপ?

উঃ- উত্তরে ২৭ ডিগ্রি ১৩ মিনিট উত্তর অক্ষাংশ থেকে দক্ষিণে ২১ ডিগ্রি ২৫ মিনিট উত্তর অক্ষাংশ।

(১২) পশ্চিমবঙ্গের দ্রাঘিমাংশগত বিস্তার কিরূপ?

উঃ- পশ্চিমে ৮৫ ডিগ্রি ৫০ মিনিট পূর্ব দ্রাঘিমা থেকে পূর্বে ৮৯ ডিগ্রি ৫০ মিনিট পূর্ব দ্রাঘিমা।

(১৩) পশ্চিমবঙ্গের সঙ্গে সীমানাযুক্ত বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি?

উঃ- বাংলাদেশ।

(১৪) পশ্চিমবঙ্গের সঙ্গে সীমানাযুক্ত ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি?

উঃ- ভুটান।

(১৫) পশ্চিমবঙ্গের উত্তরে অবস্থিত রাজ্যের নাম কি?

উঃ- সিকিম।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।