Tornado || ঘূর্ণিঝড় টর্নেডো

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ঘূর্ণিঝড় টর্নেডো || Tornado. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ঘূর্ণিঝড় টর্নেডো || Tornado ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই ঘূর্ণিঝড় টর্নেডো || Tornado || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

ঘূর্ণিঝড় টর্নেডো || Tornado

টর্নেডোঃ- টর্নেডো হল পৃথিবীর সর্বাপেক্ষা দ্রুতগামী অতি বিধ্বংসী ঘূর্ণিঝড়। মার্কিন যুক্তরাষ্ট্রে এটি ‘Twister’ নামে পরিচিত। প্রবল উষ্মতার প্রভাবে হঠাৎ নিম্নচাপের সৃষ্টি হলে টর্নেডো উৎপত্তি হয়। টর্নেডোর মধ্যভাগে বায়ুর চাপ থাকে প্রায় ৯০০ মিলিবার বা তারও কম। ভূ -পৃষ্ঠে এদের ব্যাস হয় ১০০-৫০০ মিটার। টর্নেডোর অভ্যন্তরে বায়ুচাপের ঢাল যেহেতু খুব বেশি তাই বাইরের বায়ু প্রবলবেগে ভেতরে প্রবেশ করে এবং বিশালাকার মেঘ হাতির শুঁড়ের মতো ওঠানামা করতে থাকে। এই ধরনের ঝড়ের গতিবেগ খুব বেশি, প্রায় ২০০-৫০০ কিমি / ঘণ্টা, কিন্তু ক্ষণস্থায়ী। টর্নেডোর প্রভাবে সব কিছু ধূলিসাৎ হয়। পৃথিবীর ৯০ ভাগ টর্নেডোই আমেরিকার প্রেইরি অঞ্চলে উৎপন্ন হয়।

হ্যারিকেন ও টাইফুনঃ- পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ ও তৎসংলগ্ন সমুদ্রে যে প্রবল সামুদ্রিক ঘূর্ণিঝড় সৃষ্টি হয় তা হ্যারিকেন নামে পরিচিত। হ্যারিকেন ঝড়কেই সাম্প্রতিক ক্যারিনা, রিটা, বিটা প্রভৃতি নামে অভিহিত করা হয়েছে। চিন সাগরে এই প্রকার ঘূর্ণিঝড়কেই টাইফুন বলে। হ্যারিকেন ও টাইফুনের ব্যাস ১৫০-৬৫০ কিমি এবং ঝড়ের গতিবেগ ১৫০-২০০ কিমি / ঘণ্টা। উভয় প্রকার ঝড়ের কেন্দ্রে ১০-৫০ কিমি ব্যাসযুক্ত ‘ঝড়ের চক্ষু’ দেখা যায়।

ঘূর্ণবাতের চক্ষুঃ- ক্রান্তীয় অঞ্চলে অতি বিধ্বংসী (যেমন – হ্যারিকেন, টাইফুন) ঝড়ের কেন্দ্রে উষ্মতা বেশি হয়, মেঘ প্রায় থাকে না বললেই চলে এবং বায়ুর গতিবেগও খুব কম। একেই ‘ঘূর্ণবাতৈর চক্ষু’ বলে। ঘূর্ণবাতের চক্ষুর পরিধি সর্বাধিক ৮০ কিমি পর্যন্ত হতে পারে।

🔲 কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ-

১. ভারতের দুটি অন্তর্বহিনী নদীর নাম–

উত্তর :- লুনী ও মাহি।

২. ভারতে কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে কম–

উত্তর :-  সিকিম।

৩. পৃথিবীর সবচেয়ে লবনাক্ত হ্রদ কোথায় অবস্থিত–

উত্তর :- ভানুগালু ( তুরষ্ক) ।

৪. টোডা উপজাতি ভারতে কোথায় দেখা যায়–

উত্তর :- নীলগিরি পার্বত্য অঞ্চলে।

৫. রামেশ্বর মন্দির কোন রাজ্যে অবস্থিত–

উত্তর :- তামিলনাডু।

৬. খাদার কী–

উত্তর :- নবীন পলিমাটি।

৭. ভাঙ্গার কী —

উত্তর :-প্রাচীন পলিমাটি।

৮. তিস্তা নদী কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়–

উত্তর :-জেমু হিমবাহ।

৯. ছোটনাগপুর মালভূমি কী জাতীয় মালভুমি–

উত্তর :- ব্যবচ্ছিন্ন।

১০. কোন মেঘে বৃষ্টি হয়–

উত্তর :-নিম্বাস।

১১. পশ্চিমবঙ্গের কোন জেলায় মহাকুমা নেই–

উত্তর :- কলকাতা।

১২. কোন বায়ু কে বাণিজ্য বায়ু বলা হয়–

উত্তর :-অয়ন বায়ু।

১৩. শীতকালে সাধারণত কোন মেঘে বৃষ্টি হয়–

উত্তর :-স্ট্র্যাটোকিউমুলাস।

১৪. টাইফুন কোথায় দেখা যায়–

উত্তর :- চিন ও জাপান উপকুলে।

১৫. হ্যারিকেন কোথায় দেখা যায়–

উত্তর :-পশ্চিম ভারতে।

১৬. সিডার ঝড় কোথায় দেখা যায়–

উত্তর :- ভারত ও বাংলাদেশ।

১৭. টর্নেডো সবচেয়ে বেশি কোথায় হয়–

উত্তর :-মার্কিন যুক্তরাষ্ট্রে।

১৮. ভারতে বৃহত্তম উপহ্রদ কোনটি–

উত্তর :- চিল্কা।

১৯. লোকটাক হ্রদ ভারতের কোথায় অবস্থিত–

উত্তর :-মনিপুরে।

২০. সম্বর হ্রদ ভারতের কোথায় অবস্থিত–

উত্তর :- রাজস্থান।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।