MCQ Indian Geography in Bengali || ভারতের ভূগোল বই

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি MCQ Indian Geography in Bengali. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে MCQ Indian Geography in Bengali || ভারতের ভূগোল বই ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই MCQ Indian Geography in Bengali || ভারতের ভূগোল বই || টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

MCQ Indian Geography in Bengali || ভারতের ভূগোল বই

  1. ভারতের কোন শিল্পকে ‘ সব শিল্পের মূল ‘ (Fundamental of all industries) বলা হয় ? 

(A) লৌহ – ইস্পাত শিল্প 

(B) কৃষিজ শিল্প 

(C) বনজ সম্পদভিত্তিক শিল্প 

(D) প্রাণীজ সম্পদভিত্তিক শিল্প

উত্তর: (A) লৌহ – ইস্পাত শিল্প 

  1. ভারতের বৃহত্তম লৌহ – ইস্পাত কারখানা কোথায় ?

(A) জামসেদপুর 

(B) দুর্গাপুর 

(C) ভিলাই 

(D) রাউরকেল্লা 

উত্তর: (C) ভিলাই

  1. কোন নদীর তীরে রাউরকেল্লা লৌহ – ইস্পাত কারখানা অবস্থিত ?

(A) মহানদী 

(B) নর্মদা 

(C) ব্রাহ্মণী 

(D) সুবর্ণরেখা

উত্তর:  (C) ব্রাহ্মণী 

  1. উৎপাদন ক্ষমতা অনুসারে বৃহত্তম লৌহ – ইস্পাত কারখানা কোনটি ?

(A) ভিলাই 

(B) বােকারাে 

(C) বিশ্বেশ্বরাইয়া 

(D) জামসেদপুর 

উত্তর: (B) বােকারাে 

  1. ভারতের বৃহত্তম বেসরকারী লৌহ – ইস্পাত শিল্প কেন্দ্র কোনটি ?

(A) জামসেদপুর 

(B) ভদ্রাবতী 

(C) বিশাখাপত্তনম 

(D) বার্নপুর

উত্তর: (A) জামসেদপুর 

  1. রাউরকেল্লা লৌহ – ইস্পাত কারখানাটি কোন কোম্পানির সহযােগিতায় স্থাপিত হয়েছে ?

(A) ইস্কো 

(B) টিস্কো 

(C) ইস্কন 

(D) ক্রুপস অ্যান্ড ডেমাগ

উত্তর:-  (D) ক্রুপস অ্যান্ড ডেমাগ

  1. ভারতের প্রথম লৌহ – ইস্পাত কারখানা কোথায় স্থাপিত হয় ? 

(A) টাটানগর 

(B) ভদ্রাবতী 

(C) কুলটি 

(D) বার্নপুর

উত্তর: (C) কুলটি 

  1. ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয় ?

(A) বজবজ

(B) রিষড়া

(C) টিটাগড় 

(D) হাওড়া

উত্তর: (B) রিষড়া

  1. ‘ ভারতের রূঢ় ‘ কাকে বলে ?

(A) ভিলাই 

(B) রাউরকেল্লা 

(C) সালেম 

(D) দুর্গাপুর

উত্তর:- (D) দুর্গাপুর

  1. পৃথিবীর শ্রেষ্ঠ পাট শিল্পাঞ্চল কোনটি ?

(A) হুগলী (কলকাতা)

(B) ওসাকা (জাপান)

(C) ইয়াংসিকিয়াং অববাহিকা (চীন) 

(D) মিনেসােটা – ডাকোটা অঞ্চল (উঃ আমেরিকা) 

উত্তর: (A) হুগলী (কলকাতা)

  1. ভারতের প্রথম কার্পাস বয়ন কলটি কোথায় গড়ে ওঠে ? 

(A) মুম্বাই 

(B) আমেদাবাদ 

(C) সুরাট 

(D) ফোর্ট গ্নস্টার 

উত্তর: (D) ফোর্ট গ্নস্টার 

  1. ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা কোথায় গড়ে ওঠে ?

(A) চেন্নাই 

(B) বিশাখাপত্তনম 

(C) মুম্বাই

(D) চণ্ডীগড়

উত্তরপ:- (B) বিশাখাপত্তনম 

  1. ভারতের প্রথম বিমানশিল্প কারখানা কোথায় ? 

(A) কানপুর

(B) বিশাখাপত্তনম 

(C) ব্যাঙ্গালাের 

(D) কোচি

উত্তর:  (C) ব্যাঙ্গালাের 

  1. Calico Textile – এর জন্য কোন শহর খ্যাত ছিল ?

(A) কলকাতা 

(B) কোজিকট

(C) কোচিন 

(D) সুরাট 

উত্তর: (B) কোজিকট

  1. ন্যাশানাল মেটালার্জিকাল ল্যাবরেটরী ভারতে কোথায় ?

(A) দেরাদুন

(B) হায়দ্রাবাদ 

(C) দিল্লী 

(D) জামসেদপুর

উত্তর:  (D) জামসেদপুর

  1. নীচের চারটির মধ্যে কোথায় একটি সার কারখানা আছে ?

(A) সিন্ধ্রী

(B) রাঁচি

(C) আমেদাবাদ

(D) কোচি

উত্তর:  (A) সিন্ধ্রী

  1. নীচের কোন স্টিল প্লান্ট স্টেনলেস স্টিল (Stainless steel) উৎপাদনের জন্য বিখ্যাত ? 

(A) সালেম 

(B) দুর্গাপুর 

(C) ভিলাই 

(D) রাউরকেল্লা

উত্তর: (A) সালেম 

  1. ভারতের কোন শিল্পে সর্বাধিক লােক নিযুক্ত ?

(A) লােহা ও স্টিল 

(B) চা 

(C) বস্ত্র

(D) সিমেন্ট

উত্তর: (C) বস্ত্র

  1. নীচের জলবিদ্যুৎ কেন্দ্রগুলির মধ্যে কোনটি উত্তরপ্রদেশে অবস্থিত ?

(A) রিহান্দ 

(B) হীরাকুদ 

(C) কংসাবতী 

(D) মাইথন

উত্তর: (A) রিহান্দ 

  1. রেলওয়ে প্যাসেঞ্জার কোচ ভারতের কোথায় তৈরী হয় ?

(A) চিত্তরঞ্জন 

(B) জামালপুর 

(C) পেরাম্বুর 

(D) বারাণসী

উত্তর: (C) পেরাম্বুর 

  1. ভারতের পেনিসিলিন ওষুধ কোথায় প্রস্তুত হয় ?

(A) পাের্টব্লেয়ার 

(B) পুণা 

(C) পেমপ্রি 

(D) পাটনা 

উত্তর: (C) পেমপ্রি

  1. কোঠাণ্ডদাম তাপবিদ্যুৎ প্রকল্প কোথায় ?

(A) উত্তরাঞ্চল 

(B) অন্ধ্রপ্রদেশ 

(C) মধ্যপ্রদেশ 

(D) উত্তরপ্রদেশ

উত্তর:  (B) অন্ধ্রপ্রদেশ 

  1. ত্রিবেণী কোন শিল্পের জন্য বিখ্যাত ? 

(A) পাট 

(B) কাগজ 

(C) সিমেন্ট 

(D) সার 

উত্তর: (B) কাগজ 

  1. হুগলী শিল্পাঞ্চলের কোথায় মােটরগাড়ি নির্মাণ কারখানা আছে ?

(A) বেলুড় 

(B) হিন্দমােটর 

(C) কল্যাণী 

(D) গার্ডেনরীচ

উত্তর:  (B) হিন্দমােটর 

  1. কোন অঞ্চলকে ‘ ভারতের খনিজ ভাণ্ডার ‘ বলা হয় ? 

(A) ছােটোনাগপুর মালভূমি অঞ্চলকে 

(B) ডিগবয় – নাহারকাটিয়া অঞ্চলকে 

(C) পেঞ্চ – কানহা উপত্যকাকে 

(D) গুজরাটকে 

উত্তর: (A) ছােটোনাগপুর মালভূমি অঞ্চলকে 

  1. করণপুরা কেন বিখ্যাত ? 

(A) তেল সংশােধনাগার 

(B) বিমান নির্মাণ কারখানা 

(C) কয়লা খনি 

(D) বস্ত্রশিল্প 

উত্তর: (C) কয়লা খনি

  1. ছােটোনাগপুর মালভূমির বনাঞ্চল কি উৎপাদনের জন্য ভারতবিখ্যাত ? 

(A) সেগুন কাঠ 

(B) রবার 

(D) লাক্ষা 

(C) সিল্ক

উত্তর: (D) লাক্ষা  

  1. ছোটোনাগপুর মালভূমির কোথায় ইউরেনিয়াম পাওয়া যায় ?

(A) মোসাবনি

(B) যদুগােড়া 

(C) নােয়ামুণ্ডি 

(D) কোডার্মা 

উত্তর: (B) যদুগােড়া 

  1. ছােটোনাগপুর অঞ্চলের বিখ্যাত সার উৎপাদন কেন্দ্রটির নাম কী ?

(A) সিন্ধ্রি

(B) লােহারড়াগা 

(C) চন্দ্রপুরা 

(D) তিলাইয়া

উত্তর: (A) সিন্ধ্রি

  1. ভারতের একমাত্র কোন অরণ্যে সিংহ দেখা যায় ?

(A) বান্ধবগড় 

(B) সিমলিপাল 

(C) গীরি

(D) করবেট পার্ক 

উত্তর: (C) গীরি 

  1. সবরমতী ও মাহী কোথায় পড়েছে ? 

(A) ভারত মহাসাগরে 

(B) খাম্বাত উপসাগরে 

(C) পক প্রণালীতে 

(D) বঙ্গোপসাগরে 

উত্তর: (B) খাম্বাত উপসাগরে

  1. গুজরাটের সর্বোচ্চ গিরিশৃঙ্গের নাম কী ? 

(A) গােরক্ষনাথ 

(B) গুরুশিখর 

(C) ধূপগড় 

(D) মণিপুর

উত্তর: (A) গােরক্ষনাথ

  1. ভারতে পিগম্যালিয়ন পয়েন্ট কোথায় ? 

(A) কারাকোরাম পর্বত 

(B) চায়না পীক 

(C) কেরল 

(D) নিকোবর দ্বীপ 

উত্তর: (D) নিকোবর দ্বীপ 

  1. আন্দামান – নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?

(A) ইন্দিরা পয়েন্ট 

(B) নরকোণ্ডাম 

(C) ব্যারেন 

(D) স্যাডেল পিক 

উত্তর: (D) স্যাডেল পিক 

  1. দাক্ষিণাত্য লাভা অঞ্চল কী জাতীয় শিলা দিয়ে গঠিত ?

(A) গ্রানাইট 

(B) স্যাণ্ডস্টোন 

(C) ব্যাসল্ট 

(D) ডলেরাইট

উত্তর: (C) ব্যাসল্ট 

  1. ‘ ওঙ্গী ’ উপজাতি গােষ্ঠী ভারতে কোথায় দেখা যায় ?

(A) আন্দামান – নিকোবর দ্বীপ 

(B) মধ্যপ্রদেশ 

(C) নাগাল্যাণ্ড 

(D) লাক্ষাদ্বীপ

উত্তর: (A) আন্দামান – নিকোবর দ্বীপ 

  1. চীনাবাদাম উৎপাদনে ভারতের কোন রাজ্য শীর্ষে ? 

(A) মহারাষ্ট্র 

(B) পশ্চিমবঙ্গ 

(C) পাঞ্জাব 

(D) গুজরাট 

উত্তর: (D) গুজরাট 

  1. কত সাল পর্যন্ত কোলকাতা সারা ভারতের রাজধানী ছিল ?

(A) 1905 সাল

(B) 1911 সাল

(C) 1942 সাল

(D) 1947 সাল

উত্তর: (B) 1911 সাল

  1. কাকে কোলকাতার প্রতিষ্ঠাতা বলা হচ্ছে ?

(A) জোব চার্নক 

(B) সাবর্ণ চৌধুরী 

(C) সিরাজদৌল্লা 

(D) রবার্ট ক্লাইভ

উত্তর: (A) জোব চার্নক 

  1. কৃষ্ণনগর কোন নদীর তীরে অবস্থিত ? 

(A) কোপাই 

(B) তিস্তা 

(C) রূপনারায়ণ 

(D)  জলঙ্গী 

উত্তর: (D)  জলঙ্গী 

  1. ভারতের বৃহত্তম সুইশ গেট কোন নদীতে অবস্থিত ? 

(A) গঙ্গা 

(B) দামােদর 

(C) তিস্তা

(D) ব্রহ্মপুত্র

উত্তর: (B) দামােদর 

  1. জওহরলাল নেহেরু ভারতের কোন শহরকে ‘ মিনিয়েচার ইন্ডিয়া ’ বলেছিলেন ?

(A) মুম্বাই 

(B) কলকাতা 

(C) খড়গপুর

(D) দিল্লী

উত্তর: (C) খড়গপুর

  1. নীচের চারটির মধ্যে তিনটি রাজ্য ভারতের নবীনতম রাজ্য কোনটি নবীনতম নয় ?

(A) ঝাড়খণ্ড 

(B) উত্তরাঞ্চল 

(C) ছত্তিশগড় 

(D) গােয়া 

উত্তর: (D) গােয়া 

  1. নীচের রাজ্যগুলাের মধ্যে কোনটিকে ‘ মশলার বাগান ’ বলা হয় ?

(A) কেরল 

(B) তামিলনাড়ু 

(C) পাঞ্জাব

(D) মহারাষ্ট্র

উত্তর: (A) কেরল 

  1. ভারতের জাতীয় সড়ক নং 2 (National Highway No. 2) কোন দুটি শহরকে যুক্ত করেছে ? 

(A) কলকাতা ও অমৃতসর 

(B) দিল্লী ও মুম্বাই 

(C) চেন্নাই ও নিউ দিল্লী 

(D) শ্রীনগর ও ত্রিবান্দ্রম 

উত্তর: (A) কলকাতা ও অমৃতসর 

  1. উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সীমানা রেখা কি নামে পরিচিত ?

(A) র্যাডক্লিফ রেখা

(B) ম্যাকমােহন রেখা 

(C) 38th parallel

(D) ডুরান্ড রেখা 

উত্তর: (C) 38th parallel

  1. কালাহারি মরুভূমি কোথায় ?

(A) জিম্বাবােয়ে 

(B) বৎসােয়ানা 

(C) ব্রাজিল 

(D) মধ্য এশিয়া 

উত্তর: (B) বৎসােয়ানা 

  1. তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত ? 

(A) ওড়িশা 

(B) মহারাষ্ট্র 

(C) মেঘালয় 

(D) ত্রিপুরা 

উত্তর: (A) ওড়িশা 

  1. ভারতের কোন রাজ্যের পুরােনাে নাম NEFA ?

(A) অসম 

(B) অরুণাচল প্রদেশ

(C) মণিপুর 

(D) উত্তরাঞ্চল

উত্তর: (B) অরুণাচল প্রদেশ

  1. অজন্তা গুহা কোন রাজ্যে অবস্থিত ? 

(A) মহারাষ্ট্র 

(B) ওড়িশা 

(C) মধ্যপ্রদেশ 

(D) গুজরাট

উত্তর: (A) মহারাষ্ট্র 

  1. নীচের কোন অভয়ারণ্যটি হাতির জন্য বিখ্যাত ? 

(A) জলদাপাড়া 

(B) পেরিয়ার 

(C) কানহা 

(D) কাজিরাঙা

উত্তর:  (B) পেরিয়ার

  1. অসমে নীচে কোনটি সবচেয়ে বেশী উৎপন্ন হয় ?

(A) গম 

(B) ধান 

(C) চা

(D) পাট

উত্তর:  (C) চা

  1. কোন রাজ্যে সবচেয়ে বেশী গম উৎপাদন হয় ?

(A) বিহার 

(B) উত্তরপ্রদেশ 

(C) পাঞ্জাব 

(D) মধ্যপ্রদেশ

উত্তর:  (B) উত্তরপ্রদেশ 

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।