Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Geography General Knowledge questions answers. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ভূগোল সাধারণজ্ঞান প্রশ্নোত্তর || Geography General Knowledge questions answers ||. নিচে Geography General Knowledge questions answers set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই ভূগোল সাধারণজ্ঞান প্রশ্নোত্তর || Geography General Knowledge questions answers || সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
ভূগোল সাধারণজ্ঞান প্রশ্নোত্তর || Geography General Knowledge questions answers ||
১. সুর্য থেকে নির্গত নিউক্লিয়ার আসলে কি?
উত্তরঃ- হাইড্রোজেন
২. কোন দুটি গ্রহে সূর্যালােক প্রবেশ করে না?
উত্তরঃ- ইউরেনাস এবং নেপচুন
৩. কেন্দ্ৰমন্ডলের বাইরের স্তর মুলতঃ কোন তরল দ্বারা গঠিত?
উত্তরঃ- হাইড্রোজেন
৪. সুর্য বিষুব রেখার কোন বরাবর কোন সময়ে সবথেকে কাছাকাছি থাকে?
উত্তরঃ- কর্কটক্রান্তি
৫. সূর্যের সবথেকে বাইরের স্তরকে কি বলা হয় ?
উত্তরঃ- করােনা।
৬. প্রক্সিমা সেন্টরাই কী?
উত্তরঃ- নক্ষত্র।
৭. বুধ সুর্যকে একবার প্রদক্ষিন করতে কত সময় লাগে ?
উত্তরঃ- ৫৮.৬৫ দিন
৮. সূর্যের আনুমানিক বয়স কত?
উত্তরঃ- প্রায় ৫০০ কোটি বছর
৯. সূর্যকে পরিক্রমন করতে ইউরেনাসের কত সময় লাগে?
উত্তরঃ- ৮৪ বছর।
১০. ক্যালডিনি কার উপগ্রহ?
উত্তরঃ- বৃহস্পতি
১১. শনির গ্রহ অ্যাটলাস কবে আবিস্কৃত হয়েছিল?
উত্তরঃ- ১৯৮০ সালে
১২. কোন গ্রহকে একদম পৃথিবীর মত দেখতে হয়?
উত্তরঃ- মঙ্গল।
১৩. নিম্নলিখিত কোন্ গ্রহ সূর্য থেকে দূরে অবস্থিত?
উত্তরঃ- নেপচুন
১৪. নেপচুনের ব্যাস কত?
উত্তরঃ- ৪৯,৫৫০ কিমি
১৫. ক্যালিবান, ওবরেন উপগ্রহগুলি কোন গ্রহের?
উত্তরঃ- ইউরেনাস
১৬. চ্যারােন কার উপগ্রহ?
উত্তরঃ- প্লটো
১৭. চাঁদের কত শতাংশ পৃথিবী থেকে দেখতে পাওয়া যায়?
উত্তরঃ- ৫৯ শতাংশ।
১৮. ১৯৯৭ সালে মঙ্গলে যে অন্তরীক্ষ যান পাঠানাে হয় তার নাম কি?
উত্তরঃ- মার্স পাথ ফাইন্ডার।
১৯. সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর কত সময় লাগে?
উত্তরঃ- ৩৬৫ দিন ১/৪ দিন।
২০. পৃথিবীর কঠিন আবরনে সবথেকে বেশী কি পাওয়া যায়?
উত্তরঃ- অক্সিজেন।
২১. বৃহস্পতি গ্রহের ব্যাস কত?
উত্তরঃ- ১,৪২,৪০০ কিমি
২২. সূর্য রশ্মির গতি প্রতি কিমি/সেকেন্ডে কত?
উত্তরঃ- ৩০,০০০ কিমি/সেকেন্ড
২৩. সবথেকে গরম গ্রহ কোনটি?
উত্তরঃ- শুক্র
২৪. ধুমকেতু কার চারিদিকে ঘােরে?
উত্তরঃ- সূর্য
২৫. মঙ্গলের উপগ্রহ দুটি কি কি?
উত্তরঃ- ডিমস, কোবস।
২৬. সূর্যের বহির্ভাগের তাপমাত্রা কত?
উত্তরঃ- ৬০০০°c
২৭. সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত?
উত্তরঃ- ১৪৯ মিলিয়ন কিমি
২৮. হার্পোলিক, কলিরিহ উপগ্রহ কোন গ্রহের অন্তর্গত?
উত্তরঃ- বৃহস্পতি
২৯. কোন গ্রহে বছর ছােটো কিন্তু দিন বড় হয়?
উত্তরঃ- শুক্র
৩০. রােমান গড জিয়াস এর নামে কোন গ্রহ আছে?
উত্তরঃ- বৃহস্পতি
৩১. কোন গ্রহের ১৩ টি চাঁদ আছে?
উত্তরঃ- নেপচুন
৩২. সৌর মন্ডলের গ্রহগুলিকে কটি ভাগে ভাগ করা যায়?
উত্তরঃ- ২টি
৩৩. মঙ্গল সূর্যকে প্রদক্ষিণ করতে কত সময় লাগে ?
উত্তরঃ- ৬৮৭ দিন
৩৪. ইউরেনাসের উপগ্রহগুলি কি কি?
উত্তরঃ- মিরিন্ডা, এরিয়েন, টিটানিয়া।
৩৫. কোন গ্রহের ঘনত্ব সবথেকে বেশী হয়?
উত্তরঃ- পৃথিবী
৩৬. নেপচুনের নিজ অক্ষে ঘুরতে কত সময় লাগে ?
উত্তরঃ- ১৮ ঘণ্টা
৩৭. নেপচুনের উপগ্রহ কটি ?
উত্তরঃ- ১৩টি
৩৮. কোন গ্রহের উপগ্রহ সংখ্যা সবথেকে বেশী?
উত্তরঃ- বৃহস্পতি
৩৯. চন্দ্রের ব্যাস কত?
উত্তরঃ- ৩৪৭৫ কিমি
৪০. লিসিথিয়া উপগ্রহটি কবে আবিস্কৃত হয়?
উত্তরঃ- ১৯৩৮ সাল
৪১. কোন গ্রহ নিজের কক্ষে উন্টোচক্রে গুরপাক খায় ?
উত্তরঃ- শুক্র
৪২. কোন গ্রহকে নীলগ্রহ বলা হয়?
উত্তরঃ- পৃথিবী
৪৩. সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ কোনটি?
উত্তরঃ- শনি
৪৪. নীচের গ্রহগুলির মধ্যে কোনটি বহিঃস্থ গ্রহ নয়?
উত্তরঃ- শুক্র
৪৫. এক কসমিক বছর = কত বছর?
উত্তরঃ- ২২.৪ কোটি বছর
৪৬. সবথেকে ক্ষুদ্র গ্রহানুর ব্যাস কত ?
উত্তরঃ- ৪ থেকে ৫ কিমি
৪৭. রােমান দেবী ভিনাসের নামে কার নামকরণ করা হয়েছে?
উত্তরঃ- শুক্র
৪৮. সূর্য থেকে বুধের গড় দূরত্ব কত?
উত্তরঃ- ৫৭.৯ মিলিয়ন কিমি
৪৯. মর্সে এক্সপ্রেস নামক অন্তরীক্ষ যান কত সালে মঙ্গলে পাঠানাে হয়েছিল?
উত্তরঃ- ২০০৩ সালে
৫০. কোন গ্রহ, সূর্যকে প্রদক্ষিণ করতে ৪৮৮ দিন সময় নেয়?
উত্তরঃ- বুধ
৫১. আকাশ গঙ্গাকে প্রদক্ষিণ করতে সূর্যের কত সময় লাগে?
উত্তরঃ- ২২.৪ কোটি বছর
৫২. কোন যুগে ডাইনােসরের অস্তিত্ব পাওয়া গেছে?
উত্তরঃ- ত্রিরাশিক যুগে
৫৩. জোয়ার ভাটা কেন হয়?
উত্তরঃ- সূর্য ও চন্দ্রের গতিবিধির ফলে, ভূ-পৃষ্ঠ জলের অসমতলের জন্য ও সমুদ্রের বিশৃঙ্খলতার জন্য।
৫৪. সবচেয়ে বেশী কত সময় ধরে সূর্যগ্রহণ হয় ?
উত্তরঃ- ৭.৫ মিনিট
৫৫. পৃথিবীর মুল ব্যাসার্ধ কত?
উত্তরঃ- ৬৪০০ কিমি
৫৬. কে সােলারসিস্টেমের আবিস্কারক ছিলেন ?
উত্তরঃ- কোপারনিকাস
৫৭. কাকে গ্রহদের মধ্যমনি বলা হয়?
উত্তরঃ- বৃহস্পতি
৫৮. পৃথিবীর কেন্দ্রবিন্দু থেকে চন্দ্রের কেন্দ্রবিন্দুর দূরত্ব কত?
উত্তরঃ- ৩৮৪,৪০০ কিমি
৫৯. উইলিয়ম হার্সল কত সালে ইউরেনাস গ্রহ আবিস্কার করেন?
উত্তরঃ- ১৭৮১ খ্রীঃ
৬০. চন্দ্রের নিজ অক্ষে ঘুরতে কত সময় লাগে?
উত্তরঃ- ২৮ দিন
৬১. সূর্য থেকে মঙ্গলের গড় দূরত্ব কত?
উত্তরঃ- ২২৭.৯ মিলিয়ন কিমি
৬২. পৃথিবীর আকার কেমন?
উত্তরঃ- কমলালেবুর আকার বিশিষ্ট
৬৩. মিল্পিওয়ে বা ছায়াপথের ব্যাস কত?
উত্তরঃ- ১০.৫ আলােকবর্ষ
৬৪. বৃহস্পতি গ্রহের মুক্তি বেগ কত?
উত্তরঃ- ৫৯৫০০ মিটার/সেকেন্ড।
৬৫. সৌরজগতের সবথেকে বড় উপগ্রহ কোনটি?
উত্তরঃ- গ্যানিমিড
৬৬. কোন উপগ্রহ দুটি শনি গ্রহের নয়?
উত্তরঃ- ইরিনােম এবং আইসােনাে
৬৭. এরিস গ্রহটি কতসালে আবিস্কৃত হয়?
উত্তরঃ- ২০০৩ সালে
৬৮. কোন গ্রহকে সবুজ গ্রহ বলা হয়?
উত্তরঃ- ইউরেনাস
৬৯. কোন কোন গ্রহের বলয় দেখা যায়?
উত্তরঃ- শনি এবং ইউরেনাস
৭০. পেন উপগ্রহটি কবে আবিস্কৃত হয়?
উত্তরঃ- ১৯৯০ সালে
৭১. কোন গ্রহের সবচেয়ে বেশী সংখ্যক উপগ্রহ রয়েছে?
উত্তরঃ- শনি
৭২. কোন গ্রহটি কমন গ্রহের মধ্যে পড়ে না?
উত্তরঃ- নেপচুন
৭৩. কলিক উপগ্রহটি কবে আবিস্কৃত হয়?
উত্তরঃ- ২০০১ সালে
৭৪. ইউরেনাসের উপগ্রহের সংখ্যা কটি ?
উত্তরঃ- ২৭টি
৭৫. লাে কার প্রধান উপগ্রহ?
উত্তরঃ- বৃহস্পতি
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here
🔵🔴 দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।