Longest Rivers In India || ভারতের দীর্ঘতম নদ-নদীর নামের তালিকা

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি List Of Longest Rivers In India. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে List Of Longest Rivers In India || ভারতের দীর্ঘতম নদ-নদীর নামের তালিকা. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই List Of Longest Rivers In India || ভারতের দীর্ঘতম নদ-নদীর নামের তালিকা pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

List Of Longest Rivers In India || ভারতের দীর্ঘতম নদ-নদীর নামের তালিকা

❏ নাম: ব্রহ্মপুত্র

❏ দৈর্ঘ্য (কিমি): 2900 কিমি

❏ নাম: সিন্ধু

❏ দৈর্ঘ্য (কিমি): 2880 কিমি

❏ নাম: গঙ্গা

❏ দৈর্ঘ্য (কিমি): 2655 কিমি

❏ নাম: গোদাবরী

❏ দৈর্ঘ্য (কিমি): 1450 কিমি

❏ নাম: কৃষ্ণা

❏ দৈর্ঘ্য (কিমি): 1290 কিমি

❏ নাম: নর্মদা

❏ দৈর্ঘ্য (কিমি): 1290 কিমি

❏ নাম: মহানদী

❏ দৈর্ঘ্য (কিমি): 890 কিমি

❏ নাম: কাবেরী

❏ দৈর্ঘ্য (কিমি): 760 কিমি

🔶 পশ্চিমবঙ্গের নদনদী সংক্রান্ত প্রশ্নোত্তরঃ-

❏ মুর্শিদাবাদ জেলার সিবিয়ার কাছে (ধুলিয়ানের নিকট) গঙ্গা দুভাগে বিভক্ত হয়েছে ভাগীরথী ও গঙ্গা। ১ টি শাখা পদ্মা নামে বাংলাদেশে প্রবাহিত হয়ে মেঘনা নামে বঙ্গোপসাগরে মিশেছে।

❏ মাথাভাঙ্গা নদীর শাখা নদী হল ➧ ইচ্ছামতী ও চূর্ণী।

❏ কাঁসাই ও কেলেঘাইয়ের মিলিত প্রবাহ ➧ হলদি নদী।

❏ দ্বারকেশ্বর ও শিলাবতীর মিলিত প্রবাহ ➧ রূপনারায়ণ।

❏ বক্রেশ্বর ও কোপাই নদীর মিলিত প্রবাহ ➧ কুলা।

❏ উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের প্রধান নদী ➧ তিস্তা।

❏ দক্ষিণবঙ্গের প্রধান নদী  ➧ মাতলা, রায়মঙ্গল, গোসাবা, ইছামতী, কালিন্দী, ঠাকুরান, পিয়ালী, বিদ্যাধরী, সপ্তমুখী প্রভূতি।

❏ দক্ষিণবঙ্গের নদীগুলিতে জোয়ার-ভাটা হয়। সারা বছরই জল থাকে।

❏ দক্ষিণবঙ্গের নদীগুলির জল লবণাক্ত। সমুদ্রের জল প্রবেশ করার জন্য।

❏ ভাগীরথী নদী মুর্শিদাবাদকে দুভাগে ভাগ করেছে। পূর্বভাগ বাগাড়ি ও পশ্চিমভাগ রায় নামে পরিচিত।

❏ দামোদর ও ভাগীরথীর মিলনস্থল ➧ (গড়চুমুক) হাওড়া দর্শনীয় স্থান।

❏ গঙ্গার পরিণত ব-দ্বীপ সমভূমির অংশ হল ➧ নদীয়া জেলা।

❏ অজয় নদীর তীরে কেঁদুলের মেলা বিখ্যাত।

❏ অজয়নদী বীরভূম ও বর্ধমানের সীমানা নির্ধারণ করেছে।

❏ বীরভূমে সিউড়িতে ময়ূরাক্ষী নদীর উপর তিলপাড়া ব্যারেজ অবস্থিত।

❏ গঙ্গানদী রাজমহল দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে।

❏ তিস্তা নদীর বামতীরের আর্দ্রভূমিকে ডুয়ার্স বলে।

❏ তিস্তা নদীর ডানতীরে তরাই অঞ্চল অবস্থিত।

❏ তিস্তা পূর্বদিকে দুরপিনদারা পর্বত (১৩৭২ মিটার) অবস্থিত।

❏ সুবর্ণরেখা নদী ছোটোনাগপুর মালভূমি থেকে পশ্চিমবঙ্গকে পৃথক করেছে।

❏ মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজ নির্মিত হয়েছে গঙ্গাবক্ষে কলকাতা বন্দরকে রক্ষার জন্য।

❏ বাঁকুড়া জেলার প্রধান নদী দামোদর।

❏ দার্জিলিংয়ের সেবকের কাছে তিস্তানদী সমভূমিতে প্রবেশ করেছে।

❏ দামোদর নদী বাঁকুড়া ও বর্ধমানের সীমানা নির্ধারক। বরাকর দামোদরের প্রধান উপনদী।

❏ কোচবিহার ও জলপাইগুড়ির মধ্যে কালজানি নদী সীমানা নির্ধারণ করে।

❏ জলপাইগুড়ি ও অসমের মধ্যে সঙ্কোশ নদী সীমানা নির্ধারণ করে।

❏ সুন্দরবনের উল্লেখযোগ্য নদী ➧ বিদ্যাধরী, পিয়ালী, মাতলা,রায়মঙ্গল, কালিন্দী।

❏ দক্ষিণমুখী নদী (জলপাইগুড়ি জেলার) ➧  তিস্তা, তোর্সা, কালজানি, রায়ডাক, সঙ্কোশ, জলঢাকা।

❏ জর্দানদীর তীরে প্রাচীন জল্পেশ মন্দির বিখ্যাত (জলপাইগুড়ি)।

❏ দ্বারকেশ্বর নদী ➧ মেদিনীপুরে রূপনারায়ণ নাম নিয়েছে।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘




-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here