Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Mathematics Questions Answers Set In Bengali Pdf || গনিত প্রাকটিস সেট Pdf. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে Mathematics Questions Answers Set In Bengali Pdf || গনিত প্রাকটিস সেট PDF ||. নিচে Mathematics Questions Answers set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই Mathematics Questions Answers Set In Bengali Pdf || গনিত প্রাকটিস সেট PDF || টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
Mathematics Questions Answers Set In Bengali Pdf || গনিত প্রাকটিস সেট PDF ||
- কোনও পরীক্ষায় রাম 30 % নম্বর পেয়ে 15 নম্বরের জন্য ফেল করে ও মােহন 40 % নম্বর পাওয়ায় পাস নম্বরের থেকে 35 বেশি পায়। ওই পরীক্ষায় পাস করার জন্য কত নম্বর পেতে হবে ?
(a) 40 %
(b) 38 %
(c) 33 %
(d) 43 %
- A- এর আয় B- এর আয়ের 2/5 অংশের 40 %। B- এর আয় যদি 4000 টাকা 5 হয় তবে A- এর আয় কত ?
(a) 640
(b) 540
(c) 740
(d) 950
- যদি P- এর 50 % = Q- এর 25 % হয় তাহলে P = Q- এর x % হলে, x = ?
(a) 0.5
(b) 2
(c) 5
(d) 50
- 80 লিটার দুধ ও জলের মিশ্রণে, দুধ ও জলের অনুপাত হল 3 : 1। যদি দুধ ও জলের মিশ্রণ 2 : 3 হয়। কত পরিমাণ জল পরে মেশানাে হয়েছে ?
(a) 70
(b) 80
(c) 100
(d) 140
- যদি 10 জন লােক 8 দিনে 20 একর জমি চাষ করতে পারে, 10 দিনে 100 একর জমি কত লােক চাষ করবে ?
(a) 30
(b) 40
(c) 50
(d) 60
- 36 টি বই – এর ক্রয়মূল্য 30 টি বইয়ের বিক্রয়মূল্যের সমান হলে কত শতাংশ লাভ হয় ?
(a) 20 %
(b) 16 %
(c) 18 %
(d) 8 %
- এক ব্যক্তি 5000 টাকার কিছু অংশ 6 % সুদের হারে ও বাকি অংশ 9 % সুদের হার জমা রাখলে একবছর পর 390 টাকা সুদ পাওয়া যায়। ব্যক্তিটি কী অনুপাতে টাকাটি ভাগ করেছেন ?
(a) 1 : 1
(b) 3 : 2
(c) 2 : 3
(d) 1 : 2
- কিছু মূলধন সুদে আসলে 10 বছরে হয় 1000 এবং 15 বছরে হয় 1250 টাকা। মূলধনের পরিমাণ হল :
(a) 750
(b) 400
(c) 600
(d) 500
- এক ব্যক্তি তার আয়ের 20 % দেন তার বড় পুত্রকে, বাকি অর্থের 30 % ছােট পুত্রকে, বাকি অর্থের 10 % তিনি আশ্রমে দান করেন। 10080 টাকা রেখে তিনি মারা যান। তার আয় ছিল ?
(a) 50000
(b) 40000
(c) 30000
(d) 20000
- রাহুল ও রােশনীর বয়সের অনুপাত 2 : 1, 30 বছর পর এদের বয়সের অনুপাত হাবে 7 : 6, রাহুলের বর্তমান বয়স :
(a) 6
(b) 10
(c) 12
(d) 20
- 400 gm সংকর ধাতুতে জিঙ্ক ও তামার অনুপাত 5 : 3। কত পরিমাণ তামা যােগ করলে নতুন মিশ্রণে জিঙ্ক ও তামার অনুপাত হবে 5 : 4 ?
(a) 72 gm
(b) 200 gm
(c) 50 gm
(d) 66 gm
- 120 জন ছাত্রের গড় নম্বর 35। যদি সফল ছাত্রদের প্রাপ্ত গড় নম্বর হয় 39 এবং বিফল ছাত্রদের প্রাপ্ত গড় নম্বর হয় 15, তবে সেই পরীক্ষায় কতজন ছাত্র সফল হয়েছিল ?
(a) 100
(b) 110
(c) 120
(d) 80
- একটি বাগিচায় 10 টি গাছ লাগানাে হয়েছে প্রতিটি গাছের দূরত্ব 4 মিটার, তবে দুই প্রান্তের দু’টি গাছের মধ্যে দূরত্ব কত ?
(a) 40 মিটার
(b) 44 মিটার
(c) 20 মিটার
(d) 36 মিটার
- 2 × 8 = 4, 7 x 35 = 5 এবং 9 x 27 = 3 হলে 4 x 20 = কত ?
(a) 2
(b) 7
(c) 5
(d) 10
- সাত জনের গড় ওজন 3 kg বৃদ্ধি পায়, যদি 50 kg ওজনের কোনাে লােকের পরিবর্তে নতুন কোনাে লােক আসে। তবে নতুন লােকটির ওজন কত ?
(a) 70 kg
(b) 73 kg
(c) 71 kg
(d) 75 kg
- 2431 -এর বৃহত্তম মৌলিক উৎপাদক বের করো ?
(a) 13
(b) 17
(c) 187
(d) 221
- 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলির গড় কত ?
(a) 12.5
(b) 11.5
(c) 9.5
(d) 10.5
- 5 টি সংখ্যার প্রথম 4 টির গড় 26, শেষ 4 টির গড় 25 হলে, প্রথম ও পঞ্চম সংখ্যার অন্তর কত ?
(a) 5
(b) 4
(c) 9
(d) 10
- একটি পাইপ 12 মিনিটে ট্যাঙ্ক পূর্ণ করে। আবার, অন্য পাইপ 18 মিনিটে ভরা ট্যাঙ্ক খালি করে। যদি পাইপ দুটি একসঙ্গে খােলা হয়, তবে কতক্ষণে ট্যাঙ্কটি পূর্ণ হবে ?
(a) 35 মিনিটে
(b) 34 মিনিটে
(c) 36 মিনিটে
(d) 37 মিনিটে
- রহিম একটি কাজ 10 দিনে করে, মােহন কাজটি 20 দিনে করে। আবার মিঠু কাজটি 30 দিনে করে। একত্রে তারা কতদিনে কাজটি শেষ করবে ?
(a) 6/10 দিনে
(b) 5 5/11 দিনে
(c) 40 দিনে
(d) 20 দিনে
- A ও B একটি কাজ 30 দিনে, B ও C ওই কাজ 40 দিনে এবং C একা 60 দিনে করে, তবে A কতদিনে একা কাজটি শেষ করবে ?
(a) 30 দিনে
(b) 50 দিনে
(c) 40 দিনে
(d) 70 দিনে
- A- এর আয়, B- এর আয় অপেক্ষা 20 % বেশী হলে, B- এর আয় A- এর আয় অপেক্ষা কত কম ?
(a) 20 %
(b) 10 %
(c) 16 2/3 %
(d) 40 %
- P- এর আয় Q- এর আয় থেকে 25 % বেশী। Q- এর আয় R- এর থেকে 20 % বেশী। P এর আয় R- এর আয় থেকে কত বেশী ?
(a) 20 %
(b) 10 %
(C) 40 %
(d) 50 %
- কোনো শ্রেণীতে 50 জন ছাত্রের মধ্যে 25 জন বাংলা ও 16 জন হিন্দি নেয়। 12 জন ছাত্র কোনো ভাষাই রাখেনি। কতজন ছাত্র উভয় ভাষাই রেখেছে ?
(a) 9
(b) 4
(c) 3
(d) 13
- A, B, C যথাক্রমে 10,000 টাকা 14,000 টাকা ও 12,000 টাকা কোনো ব্যবসায় নিয়োজিত করে। তারা বছরের শেষে 5,400 টাকা লাভ করে মূলধনের অনুপাতে লভ্যাংশ পেলে B এর লভ্যাংশ কত টাকা ?
(a) 1500
(b) 2100
(c) 1800
(d) 1550
উত্তর পএ 1. (c) 2. (a) 3. (d) 4. (a) 5. (b) 6. (a) 7. (c) 8. (d) 9. (d) 10. (c) 11. (c) 12. (a) 13. (d) 14. (c) 15. (c) 16. (b) 17. (d) 18. (b) 19. (c) 20. (b) 21. (c) 22. (c) 23. (d) 24. (c) 25. (b) |
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here