পৃথিবীর ও ভারতের বিভিন্ন হ্রদ সংক্রান্ত প্রশ্নোত্তর || lakes of the world and India important questions answers || pdf

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি lakes of the world and India pdf. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে পৃথিবীর ও ভারতের বিভিন্ন হ্রদ সংক্রান্ত প্রশ্নোত্তর || lakes of the world and India important questions answers || Pdf. এই পৃথিবীর ও ভারতের বিভিন্ন হ্রদ সংক্রান্ত প্রশ্নোত্তর || lakes of the world and India important questions answers || Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

পৃথিবীর ও ভারতের বিভিন্ন হ্রদ সংক্রান্ত প্রশ্নোত্তর || lakes of the world and India important questions answers || pdf

  1. পৃথিবীর দীর্ঘতম হ্রদের নাম কী ?

উত্তর: আফ্রিকার ট্যাঙ্গানিকা হ্রদ (দৈর্ঘ্য প্রায় ৩৫০ কি.মি)।

  1. ভারতের বৃহত্তম উপহ্রদের নাম কী ?

উত্তর: চিল্কা হ্রদ।

  1. ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদটির নাম কী ?

উত্তর: উলার হ্রদ (কাশ্মীর)।

  1. ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ কোনটি ?

উত্তর: রাজস্থানের সম্বর হদ।

  1. ভারতের উচ্চতম লবণাক্ত হ্রদের নাম কী ?

উত্তর: লাডাকের প্যাংগং হ্রদ (উচ্চতা – ১৪,২৫৬ ফুট)।

  1. পৃথিবীর বৃহত্তম উপহ্রদের নাম কী ?

উত্তর: দো-পতাে। এটি ১৫৮ মাইল দীর্ঘ এবং ৪,১১০ বর্গমাইল বিস্তৃত।

  1. কৃত্রিম উপায়ে সৃষ্ট হ্রদ গুলির নাম কী কী ?

উত্তর: চম্বল নদীর রাণা প্রতাপ সাগর, ভাকরাবাঁদের গােবিন্দ সাগর, দামােদর নদের পাঞেত জলাধার, মিশরের নাসের সাগর।

  1. লবণাক্ত জলের হ্রদ গুলির নাম কী কী ?

উত্তর: ভারতের সম্বর, পুষ্কর, মধ্য এশিয়ার মরুসাগর, ইউরােপের কাস্পিয়ান সাগর, আরল সগর, আফ্রিকার চাঁদ।

  1. পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি ?

উত্তর: আমেরিকা যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তে অবস্থিত সুপিরিয়র (আয়তন – ৩১,৮০০ বর্গ কি.মি.)।

  1. পৃথিবীর বৃহত্তম লবণাক্ত হ্রদ কোনটি ?

উত্তর: কাস্পিয়ান সাগর। আয়তন ৩,৯৫,০০০ বর্গ কি.মি. এর ৩৮.৬ শতাংশ ইরানে ও বাকী অংশ রাশিয়াতে অবস্থিত।

  1. পৃথিবীর সর্বাধিক লবণনাক্ত হ্রদ ?

উত্তর: মরুসাগর।

  1. পৃথিবীর নিম্নতম হ্রদ গুলির নাম কী কী ?

উত্তর: জর্ডন ও ইজরায়েল সীমান্তে অবস্থিত ‘ মরুসাগর ’ সমুদ্র সমতল থেকে ৩৯৬ মিটার নীচে অবস্থিত।

  1. অবনমনের ফলে গঠিত হ্রদ গুলির নাম কী কী ?

উত্তর: উলার হ্রদ (ভারত), ভিক্টোরিয়া হ্রদ (আফ্রিকা)।

  1. অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট লাভা আবদ্ধ হ্রদ গুলির নাম কী কী ?

উত্তর: মহারাষ্ট্রের লােনার হ্রদ, ইতালির বােলসেনা, আমেরিকার নিকারুগুয়া, ওরেগান, জর্ডন উপত্যকার গ্যালিলি হ্রদ, অবিসিনিয়ার টানা হ্রদ, নিউজিল্যান্ডের টাওপাে হ্রদ।

  1. অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট লাভা সঞ্চিত হ্রদ গুলির নাম কী কী ?

উত্তর: আইসল্যাণ্ডের মাইভত্ন হ্রদ।

  1. পােলাজি / কাস্ট হ্রদ (চুনাপাথর ও ডলােমাইডযুক্ত অঞ্চল) কোনটি ?

উত্তর: যুগােশ্লাভিয়ার স্কুটারি হ্রদ

  1. বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট হ্রদ (প্লায়া) ?

উত্তর: রাজস্থানের সম্বর, দিদওয়ানা, উচমন।

  1. নদীতে ভাসমান উদ্ভিদ দ্বারা সৃষ্ট হ্রদের নাম কী ?

উত্তর: নীলনদের সাড জলাভূমি।

  1. হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট হ্রদের গুলির নাম কী ?

উত্তর: হেমকুণ্ড ও রুপকুণ্ড।

  1. ব-দ্বীপ হ্রদের গুলির নাম কী কী ?

উত্তর: কৃষ্ণা ও গােদাবরী ব-দ্বীপ মধ্যবর্তী কোলেরু হ্রদ।

lakes of the world and India Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে Download করার জন্য নিচে দেওয়া লিংকে Click করুন”

File Details:-

File Name:- lakes of the world and India pdf in Bengali  [www.edu.bengaliportal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:-  3 Mb File
Location:- Google Drive



Download:- Click Here to Download

🔶 কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ-

১.পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ কোনটি?

উওরঃ- উত্তর আমেরিকা।

২.উত্তর আমেরিকা মহাদেশের স্বাধীন দেশ কয়টি?

উওরঃ- ২৩টি।
৩.উত্তর আমেরিকা মহাদেশের আয়তন কত?

উওরঃ- ২ কোটি ৪৭ লাখ ৯ হাজার বর্গ কিমি।

৪.উত্তর আমেরিকা মহাদেশ পৃথিবীর মোট আয়তনের কত শতাংশ?

উওরঃ- ১৬.৪%।

৫.উত্তর আমেরিকার কোন দেশে একদলীয় শাসন বিদ্যমান?

উওরঃ- কিউবা।

৬.উত্তর আমেরিকা মহাদেশের বৃহত্তম উপদ্বীপের নাম কী?

উওরঃ- ল্যাব্রাডার।

৭.উত্তর আমেরিকা মহাদেশের বৃহত্তম হ্রদ কোনটি?

উওরঃ- সুপিরিয়র

৮.গ্রিনল্যান্ড কোন মহাদেশে অবস্থিত?
উওরঃ- উত্তর আমেরিকা।

৯.উত্তর আমেরিকা মহাদেশের দীর্ঘতম নদীর নাম কী?

উওরঃ- মিসিসিপি-মিসৌরি।

১০.আয়তনে উত্তর আমেরিকার মহাদেশের বৃহত্তম দেশ কোনটি?

উওরঃ- কানাডা।

১১.জনসংখ্যায় উত্তর আমেরিকা মহাদেশের বৃহত্তম দেশের নাম কী?

উওরঃ- যুক্তরাষ্ট্র।

১২.আয়তনে উত্তর আমেরিকা মহাদেশের ক্ষুদ্রতম দেশ কোনটি?

উওরঃ- সেন্ট কিটস অ্যান্ড নেভিস।

১৩.জনসংখ্যায় উত্তর আমেরিকা মহাদেশের ক্ষুদ্রতম দেশ কোনটি?

উওরঃ- সেন্ট কিটস অ্যান্ড নেভিস।

১৪.উত্তর আমেরিকা মহাদেশের সর্বোচ্চ আগ্নেয়গিরি কোনটি?

উওরঃ- মেক্সিকোর পোপোক্যাটপেল।

১৫.উত্তর আমেরিকার কোন দেশকে হ্রদ ও আগ্নেয়গিরির দেশ বলা হয়?

উওরঃ- নিকারাগুয়া।

১৬.উত্তর আমেরিকার কোন দেশকে মশার উপকূল বলা হয়?

উওরঃ- নিকারাগুয়াকে।

১৭.আয়তনে উত্তর আমেরিকা মহাদেশের বৃহত্তম জলপ্রপাতের নাম কী?

উওরঃ- নায়াগ্রা।

১৮.উত্তর আমেরিকা মহাদেশের বৃহত্তম জলপ্রপাতের নাম কী?

উওরঃ- নায়াগ্রা।

১৯.উত্তর আমেরিকা মহাদেশের বৃহত্তম পার্ক কোনটি?

উওরঃ- কানাডার উড বাফেলো।

২০.উত্তর আমেরিকা মহাদেশের সর্বনিম্ন কোনটি?

উওরঃ- ডেথ ভ্যালি।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here