বাংলা সাহিত্যে বিখ্যাত সাহিত্যিক ও তাদের সৃষ্টি || Famous writers in Bengali literature and their creations ||

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Famous writers in Bengali literature and their creations. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে বাংলা সাহিত্যে বিখ্যাত সাহিত্যিক ও তাদের সৃষ্টি || Famous writers in Bengali literature and their creations ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই বাংলা সাহিত্যে বিখ্যাত সাহিত্যিক ও তাদের সৃষ্টি || Famous writers in Bengali literature and their creations || টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।



🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

বাংলা সাহিত্যে বিখ্যাত সাহিত্যিক ও তাদের সৃষ্টি || Famous writers in Bengali literature and their creations ||

❏ সৈয়দ মুজতবা আলি

➨ অবিশ্বাস্য, ময়ূরকণ্ঠী, চাচা কাহিনী, পরশপাথর, বহুবিচিত্র।

❏ সমরেশ বসু

➨ বিবর, প্রজাপতি, অমৃতকুম্ভের সন্ধানে, দেখি নাই ফিরে।

❏ সমরেশ মজুমদার

➨ সিংহবাহিনী, বেলা-অবেলা-কালবেলা।

❏ কালীপ্রসন্ন সিংহ

➨ সাবিত্রী সত্যবান, হুতোম পেঁচার নকশা, নববাবুর বিলাস।

❏ সুনীল গঙ্গোপাধ্যায়

➨ সেইসময়, পূর্ব-পশ্চিম, প্রথম আলো, সরল সত্য, প্রকাশ্য দিবালোকে, অর্জুন।

❏ বিমল কর

➨ খড়কুটো, যদুবংশ, পূর্ণ-অপূর্ণ, বালিকা বধূ, সীমারেখা।

❏ বিষ্ণু দে

➨ নাম রেখেছি কোমল গান্ধার, উর্বশী, সন্দীপের চর, দিবানিশি।

❏ দীনবন্ধু মিত্র

➨ নীলদর্পণ, সধবার একাদশী, বিয়ে পাগল বুড়ো।

❏ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

➨ মেজদিদি, পল্লীসমাজ, দত্তা, পথের দাবী, গৃহদাহ, শ্রীকান্ত, কাশীনাথ, চরিত্রহীন, রামের সুমতি, বড়দিদি, বিন্দুর ছেলে।

❏ রবীন্দ্রনাথ ঠাকুর

➨ চোখের বালি, গোরা, চতুরঙ্গ, গল্পগুচ্ছ, ঘরেবাইরে, বউ ঠাকুরানীর হাট, দুইবোন, শেষের কবিতা, চার অধ্যায়, মালঞ, গীতাঞ্জলি, রক্তকরবী, নৌকাডুবি।

❏ সত্যজিৎ রায়

➨ সোনার কেল্লা, বাদশাহী আংটি, রয়্যাল বেঙ্গল রহস্য।

❏ সত্যেন্দ্রনাথ দত্ত

➨ বিদায় আরতি, বেনু ও বীণা, কুহু ও কেকা, হোমশিখা, তীর্থ সলিল।

❏ মাণিক বন্দ্যোপাধ্যায়

➨ দিবারাত্রির কাব্য, পুতুল নাচের ইতিকথা, পদ্মানদীর মাঝি, সোনার চেয়ে দামী, শহরতলী।

❏ রাজশেখর বসু

➨ মেঘদূত, হনুমানের স্বপ্ন, গড্ডালিকা, নীলতারা, বাল্মীকি রামায়ণ (অনুবাদ ), বিরিঞ্চিবাবা।

❏ অক্ষয়কুমার বড়াল

➨ কণকাঞ্জলি, প্রদীপ শংখ, ভুল, এষা।

❏ বলাইচাঁদ মুখোপাধ্যায়

➨ মৃগয়া, স্থাবর, জঞ্জাম, কৈরথ, ডানা।

❏ আশাপূর্ণা দেবী

➨ সুবর্ণলতা, বকুলকথা, প্রথম প্রতিশ্রুতি।

❏ মাইকেল মধুসূদন দত্ত

➨ মেঘনাদ বধ, শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃয়কুমারী, ব্রজাঙ্গনা কাব্য।

❏ কাজী নজরুল ইসলাম

➨ অগ্নিবীনা

❏ মোহিতলাল মজুমদার

➨ বাংলা কবিতার ছন্দ, হেমন্ত গোধূলি, সাহিত্য বিজ্ঞান, স্বপনপসারী।

❏ জয়দেব

➨ গীতগোবিন্দ

❏ মহাশ্বেতা দেবী

➨ অরণ্যের অধিকার।

❏ তসলিমা নাসরিন

➨ লজ্জা, আমার মেয়েবেলা, ‘ক’, উতলা হাওয়া, দ্বিখণ্ডিত।

❏ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

➨ মৌরীফুল, পথের পাঁচালী, আরণ্যক, ইছামতী, আদর্শ হিন্দু হোটেল, দেবযান

❏ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

➨ কৃয়কান্তের উইল, কপালকুণ্ডলা, চন্দ্রশেখর, দুর্গেশনন্দিনী, রাজসিংহ, আনন্দমঠ।

❏ আশুতোষ মুখোপাধ্যায়

➨ কাল তুমি আলেয়া, সাত পাকে বাঁধা, নগর পারে রূপনগর, অমর কণ্টক।

❏ তারাশংকর বন্দ্যোপাধ্যায়

➨ হাঁসুলী বাঁকের উপকথা, পঞপুত্তলী, নাগিন কন্যার কাহিনী, গণদেবতা, রাধা, আরোগ্য নিকেতন, রাইকমল, জলসাঘর, অগ্রদানী, পঞ্চগ্রাম।

❏ জীবনানন্দ দাশ

➨ বনলতা সেন, রূপসী বাংলা, ধূসর পান্ডুলিপি, ঝরা পালক, মহাপৃথিবী।

❏ প্রভাতকুমার মুখোপাধ্যায়

➨ খোকার কান্ড, রসময়ীর রসিকতা, মাস্টারমশায়, প্রণয় পরিণাম, কাশীবাসিনী।



🔲 কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ-

  1. অনিলা দেবী কার ছদ্মনাম ছিল?

উওরঃ- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

  1. ফেলুদা চরিত্রের স্রষ্টা কে?

উওরঃ- সত্যজিৎ রায়

  1. বাংলা সাহিত্যের জগতে কালকূট নামে কে পরিচিত?

উওরঃ- সমরেশ বসু

  1. ডান্ডিয়া কোন প্রদেশের বিখ্যাত নাচ?

উওরঃ- গুজরাত

  1. পুলিৎজার পুরষ্কার কোন বিষয়ের উপর দেওয়া হয়?

উওরঃ- সাংবাদিকতা, সাহিত্য, সংগীত

  1. ‘কালচক্র’ অনুষ্ঠান কোন ধর্মের সঙ্গে জড়িত?

উওরঃ- বৌদ্ধ

  1. ভুটানের প্রধান ভাষা কী?

উওরঃ- জোংখা

  1. ব্যাঙাচি কার ছদ্মনাম ছিল?

উওরঃ- কাজী নজরুল ইসলাম

  1. মিকি মাউস কার্টুন চরিত্রের স্রষ্টা কে?

উওরঃ- ওয়াল্ট ডিজনি

  1. পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ কোন ভাষায় কথা বলে?

উওরঃ- ম্যান্ডারিন

  1. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি?

উওরঃ- দুর্গেশনন্দিনী

  1. বিখ্যাত চলচ্চিত্র ‘দ্য গডফাদার’ -এর পরিচালক কে?

উওরঃ- ফ্রান্সিস ফোর্ড কপোলা

  1. ‘সবার উপরে মানুষ সত্য’- এই উক্তিটি কে করেন?

উওরঃ- চন্ডীদাস

  1. ভারতে তৈরি প্রথম ইংরেজি ছবি কোনটি?

উওরঃ- নূরজাহান

  1. রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি আখ্যা দেন কে?

উওরঃ- ব্রহ্মবান্ধব উপাধ্যায়

  1. বিশ্বে সর্বাধিক প্রচলিত গান কোনটি?

উওরঃ- হ্যাপি বার্থডে টু ইউ

  1. ‘হ্যাপি বার্থডে টু ইউ’ গানটি কে লেখেন?

উওরঃ- দুই বোন; মিলড্রেড হিল ও প্যাটি হিল

  1. পুরাণ অনুযায়ী বিষ্ণুর প্রথম অবতারের নাম কী?

উওরঃ- মৎস্য

  1. গোপাল ভাঁড় কোন রাজার সভাসদ ছিলেন?

উওরঃ- মহারাজা কৃষ্ণচন্দ্র

  1. রাজস্থানে হোলির সময় যে নৃত্য হয় তার নাম কী?

উওরঃ- ঘুমর

  1. ভারতের প্রথম চলচ্চিত্র (নির্বাক) কোনটি?

উওরঃ- রাজা হরিশচন্দ্র (1913)

  1. ভারতের প্রথম সাবক চলচিত্র কোনটি?

উওরঃ- আলম আরা (1931)

  1. ভারতের প্রথম রঙিন ছবি কোনটি?

উওরঃ- কিষান কন্যা (1937)

  1. ‘কামসূত্র’ এর রচয়িতা কে?

উওরঃ- বাৎস্যায়ন

  1. হ্যারি পটার সিরিজের লেখিকা কে?

উওরঃ- জে কে রাউলিং

  1. পদ বা পদাবলী বলতে কি বুঝায়?

উওরঃ- পদ্যাকারে রচিত দেবস্ত্ততিমূলক রচনা

  1. বাংলা সাহিত্যের শেকড় সন্ধানী সাহিত্য কি?

উওরঃ- লোকসাহিত্য

  1. মৈয়মনসিংহ গীতিকা বিশ্বের কয়টি ভাষায় অনুদিত হয়েছে?

উওরঃ- ২৩ টি

  1. মৈয়মনসিংহ গীতিকার রচয়িতা কে?

উওরঃ- ড. দীনেশ চন্দ্র সেন

  1. মৈয়সনসিংহ গীতিকা কত সালে প্রথম প্রকাশিত হয়? 

উওরঃ- ১৯২৩ সালে

  1. লোক সাহিত্যের প্রাচীনতম সৃস্টি কি?

উওরঃ- ছড়া ও ধাঁ ধাঁ 

  1. ‘দেওয়ানা মদিনা’ পালাটির রচয়িতা কে?

উওরঃ- মনসুর বয়াতি

  1. বাংলা সাহিত্যের শেকড় সন্ধানী সাহিত্য কি?    

উওরঃ- লোকসাহিত্য।



🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here