Maharana Pratap Singh || pdf || মহারানা প্রতাপ সিংহ সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর || pdf ||

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Maharana Pratap Singh pdf. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে মহারানা প্রতাপ সিংহ সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর || Maharana Pratap Singh || Pdf. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই মহারানা প্রতাপ সিংহ সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর || Maharana Pratap Singh || Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।



🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

মহারানা প্রতাপ সিংহ সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর || Maharana Pratap Singh || pdf

১. মহারানা প্রতাপ সিংহের বাল্য নাম কি ছিল?

উত্তর:- কিকা।

২. কোন দূর্গে রানা প্রতাপের জন্ম হয়েছিল?

উত্তর:- কুম্ভলগড় দূর্গ।

৩. হলদি ঘাটের যুদ্ধ কোন মাসে হয়েছিল?

উত্তর:- জুন মাস।

৪. হলদি ঘাটের যুদ্ধের আগে আকবর রানা প্রতাপের দরবারে কত জন দূতকে প্রেরন করেছিল?

উত্তর:- ৪ জন।

৫. রানা প্রতাপের মায়ের নাম কি?

উত্তর:- জয়ন্তা বাঈ।

৬. কোন দূর্গে রানা প্রতাপের রাজ্যাভিষেক হয়েছিল?

উত্তর:- গোগুন্দা দূর্গ।

৭. রানা প্রতাপের বিখ্যাত ঘোড়ার নাম কি?

উত্তর:- চৈতক।

৮. মান সিং রানা প্রতাপের দরবারে আকবরের দূত হয়ে এলে রানা প্রতাপ মান সিং এর সাথে অলোচনার জন্য কাকে প্রতিনিধি হিসেব পাঠান?

উত্তর:- রানা অমর সিং।

৯. আকবরের প্রতিনিধি মান সিং এর সাথে মেবার কর্তৃপক্ষের আলোচনা সভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

উত্তর:- উদয়সাগর ঝিলের পাড়ে।

১০. আকবর প্রেরিত একজন প্রতিনিধির সাথেই মহারানা প্রতাপ অলোচনা সভায় দেখা করেছিলেন। তিনি কে?

উত্তর:- টোডরমল।

১১. রানা প্রতাপ কোন বংশীয় রাজপুত ছিলেন?

 উত্তর:- সিশোদিয়া।

১২. রানা প্রতাপের কোন ভাই সর্বপ্রথম অকবরের পক্ষ অবলম্বন করেছিলেন?

উত্তর:- শক্তি সিং।

১৩. রানা উদয় সিং কাকে তার উত্তরাধিকারী মনোনীত করেন?

উত্তর:- জগমল।

১৪. হলদিঘাট যুদ্ধের সময় মেবার ও মুঘল পক্ষের সেনা কতজন ছিল?

উত্তর:- মেবার পক্ষে ৫০০০ জন ও মুঘল পক্ষে ৮০০০ জন (আব্দুল কাদির বদায়ুনির মতে)।

১৫. কোন ঐতিহাসিকের বিবরণ থেকে জানা যায় যে রাজপুত বাহিনীর আক্রমনে শাহী ফৌজ ছত্রভঙ্গ হয়ে গেছিল?

উত্তর:- আব্দুল কাদির বদায়ুনি।

১৬. হলদিঘাট যুদ্ধে শাহী বাহিনী ছত্রভঙ্গ হয়ে কোন নদীর পাড়ে পালিয়েছিল?

উত্তর:- বেনাস নদীর পার থেকে পায় ১৫ কি.মি দুরে পালিয়েছিল।

১৭. কোন গল্পের অবতারণা করে যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যাওয়া মুঘল ফৌজকে ফের ফিরিয়ে আনা হয়েছিল?

উত্তর:- যুদ্ধক্ষেত্রে আকবর বিশাল শাহী ফৌজ নিয়ে আসছেন।



১৮. ফিরে আসা শাহী ফৌজ এবং রাজপুত বাহিনীর মধ্যে ভীষন যুদ্ধটি কোন জায়গায় হয়েছিল?

উত্তর:- রক্ততালাই (বেনাস নদীর তীরে খাণ্ডুর ও ভাগলগাও এর মধ্যবর্তী স্থান)।

১৯. আকবর প্রথম দূত হিসেবে রানা প্রতাপের দরবারে কাকে পাঠিয়েছিলেন?

উত্তর:- জালাল খান।

২০. উদয় সিংহের সময় মেবারের রাজধানী কোথায় ছিল?

উত্তর:- চিতোর।

২১. হলদিঘাট যুদ্ধের পরে রানা প্রতাপ কোথায় তার রাজধানি নির্মাণ করেন?

উত্তর:- চাওয়াণ্ড।

২২. রানা প্রতাপ সিংহের পুত্রের নাম কি?

উত্তর:- রানা অমর সিং।

২৩. হলদি ঘাট যুদ্ধের আগে রানা প্রতাপ সিংহকে ভয় পাওয়ানোর জন্য মান সিং মেবার সীমান্তে কোথায় ২ মাস ধরে অবস্থান করেছিলেন?

উত্তর:- মণ্ডলগড়।

২৪. হলদিঘাট যুদ্ধের সময় রানা প্রতাপ তার সেনা দলকে কটি ভাগে ভাগ করেছিলেন?

উত্তর:- ৪টি।

২৫. যুদ্ধে রানা প্রতাপের ঘোরা আহত হয়ে যাবার পরে কোন ভীল সেনাপতি রানা প্রতাপের ছদ্মবেশ ধরে যুদ্ধ করেছিলেন?

উত্তর:- ছালাবিদা।

২৬. হলদিঘাট যুদ্ধের পরে আকবর অসন্তুষ্ট হয়ে তার কোন সভাসদকে সাময়িকভাবে রাজদরবারে প্রবেশ নিষিদ্ধ করেছিলেন?

উত্তর:- মান সিং।

২৭. কোথাকার দরবারে বসে আকবর রানা প্রতাপের মৃত্যু সংবাদ পান?

উত্তর:- লাহোর।

২৮. অবুল ফজলের মতে রানা প্রতাপের হত্যাকারী কে?

উত্তর:- রানা অমর সিং।

২৯. কর্নেল টডের মতে কোন ঝিলের পাড়ে রানা প্রতাপের মৃত দেহ পাওয়া গেছিল?

উত্তর:- পিছোলা ঝিলের পাড়ে একটা ঝোপের মধ্যে।

৩০. আকবরের সাথে যুদ্ধের আগে উদয় সিং চিতরগড় দূর্গ ছেড়ে কোন শহরে আস্তানা গড়েছিলেন?

উত্তর:- কুম্ভলগড় দূর্গ।

৩১. আকবর উদয় সিংহের কাছ থেকে কোন দূর্গ ছিনিয়ে নিয়ে ছিলেন?

উত্তর:- চিতোরগড়।

৩২. উদয় সিংহের বিরুদ্ধে যুদ্ধজয় চরিতার্থ করার জন্য আকবরের নির্দেশে মুঘল সেনারা অনুমানিক কতজন মেবার বাসীকে হত্যা করেছিল?

উত্তর:- ৩০,০০০ জন।

৩৩. নব প্রতিষ্ঠিত রাজধানীতে কোন যুদ্ধাস্ত্র বাঁকাতে গিয়ে রানা প্রতাপ চোট পেয়েছিলেন?

উত্তর:- ধনুক।

৩৪. রানা প্রতাপের গেরিলা বাহিনীর আক্রমনের হাত থেকে মুঘল সেনাদের বাঁচানোর জন্য আকবর কোন কোন কাজ করেছিলেন?

উত্তর:- কোন কোন নগরীতে উঁচু উঁচু প্রাচীর নির্মাণ করেছিল,স্থানে স্থানে  সেনা ছাউনি গড়েছিল,কিছু কিছু রাস্তা-ঘাট বন্ধ করে দিয়েছিল।

৩৫. মৃত্যুর আগে রানা প্রতাপ কত বছর শান্তির সাথে মেবার শাসন করেছিলেন?

উত্তর:- ১২ বছর।

৩৬. কোন সালে আকবর রানা প্রতাপের মৃত্যু সংবাদ পান?

উত্তর:- ১৫৯৭ সাল।

৩৭. কোন গ্রন্থ থেকে জানা যায় যে রানা প্রতাপের মৃত্যু সংবাদ পাবার পরে আকবর কিছুক্ষনের জন্য বিমর্ষ হয়ে পরেছিলেন?

উত্তর:- মহারানা যশপ্রকাশ।

৩৮. সম্প্রতি কোন ইতিহাস গবেষক বিভিন্ন তথ্যের সাহায্য প্রমান করেছেন যে রানা প্রতাপ কোন যুদ্ধেই আকবরের কাছে পরাজিত হননি?

উত্তর:- ডা: কে.এস. শর্মা।

৩৯. সম্প্রতি কোন রাজ্যের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হতে চলেছে ‘আকবর নয়,রানা প্রতাপই মহান’?

উত্তর:- রাজস্থান।

৪০. আকবর কাকে তার তৃতীয় দূত হিসেবে রানা প্রতাপের দরবারে পাঠিয়েছিলেন?



উত্তর:- আমেদাবাদের রাজা ভগবন্ত দাস।

  1. খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতে মোট কতগুলি মহাজনপদ ছিল?

উওরঃ- 16 টি।

  1. ষোড়শ মহাজনপদের মধ্যে কোন কোন মহাজনপদে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা ছিল?

উওরঃ- বৃজি ও মল্ল।

  1. দক্ষিণ ভারতে অবস্থিত মহাজনপদের নাম কি?

উওরঃ- অস্মক।

  1. কোন কোন গ্রন্থ থেকে ষোড়শ মহাজনপদ সম্পর্কে জানা যায়?

উওরঃ- বৌদ্ধ জাতক, অঙ্গুত্তরনিকায়, জৈন ভগবতী সূত্র ও হিন্দু পুরাণ।

  1. হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উওরঃ- বিম্বিসার।

  1. বিম্বিসারের উপাধি কি ছিল?

উওরঃ- শ্রেনিক।

  1. বিম্বিসারের রাজধানী কোথায় ছিল?

উওরঃ- গিরিব্রজ।

  1. হর্ষঙ্ক বংশের রাজা অজাতশত্রুর  উপাধি  কি ছিল?

উওরঃ- কুনিক।

  1. কে পাটলিপুত্র নগরী স্থাপন করেন?

উওরঃ- উদয়ীন।

  1. হর্ষঙ্ক বংশের শেষ শাসক কে ছিলেন?

উওরঃ- নাগ দশক।

  1. হর্ষঙ্ক  বংশের পর কে মগদের সিংহাসন দখল করেন? 

উওরঃ- শিশুনাগ।

  1. শিশুনাগের রাজধানী কোথায় ছিল?

উওরঃ- বৈশালী।

  1. শিশুনাগ বংশের শেষ সম্রাট কে ছিলেন?

উওরঃ- কালাশোক।

  1. শিশুনাগ বংশের পর মগধের কোন রাজবংশ রাজত্ব করেছিল?

উওরঃ- নন্দ বংশ।

  1. নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে?

উওরঃ- মহাপদ্ম নন্দ।

  1. “দ্বিতীয় পরশুরাম” কাকে বলা হয়?

উওরঃ- মহাপদ্ম নন্দ কে।

  1. মহাপদ্ম নন্দ কোন কোন উপাধিতে  ভূষিত করা হয়?

উওরঃ- একরাট ও সর্বক্ষত্রান্তক।

  1. উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কাকে বলা হয়?

উওরঃ- মহাপদ্ম নন্দ কে।

  1. নন্দ বংশের শেষ সম্রাট কে ছিলেন?

উওরঃ- ধননন্দ।

  1. কোন সম্রাটের রাজত্বকালে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন?

উওরঃ- ধননন্দ।

  1. ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কাকে বলা হয়?

উওরঃ- চন্দ্রগুপ্ত মৌর্য কে।

  1. গ্রিক লেখকদের বর্ণনায় কাকে ‘সান্ড্রোকোট্টাস’ নামে অভিহিত করা হয়েছে?

উওরঃ- চন্দ্রগুপ্ত মৌর্য কে।

  1. শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে?

উওরঃ- পুষ্যমিত্র শুঙ্গ ।

  1. কোন বৈদেশিক শক্তি প্রথম ভারত আক্রমন করেছিল?

উওরঃ- পারসিক।

  1. আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেন?

উওরঃ- 327 খ্রিস্টপূর্বাব্দে।

  1. মুদ্রারাক্ষস গ্রন্থটি কার লেখা?

উওরঃ- বিশাখদত্ত।

  1. ব্যাকট্রিয় গ্রিক রাজা মিনান্দারের রাজধানী কোথায় ছিল?

উওরঃ- শাকল/ শিয়ালকোট।

  1. কুষান রা কোন জাতির শাখা?

উওরঃ- ইউ-চি।

  1. কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন?

উওরঃ- কণিষ্ক

  1. সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে?

উওরঃ- সিমুক।

  1. নাসিক প্রশস্তি কে রচনা করেন?

উওরঃ- গৌতমি বলশ্রী।

  1. কোন সাতবাহন নরপতি দক্ষিণাপথপতি ও অপ্রতিহত চক্র উপাধি গ্রহণ করেন?

উওরঃ- প্রথম সাতকর্ণী।

  1. শকাব্দ কে কবে প্রবর্তন করেন?

উওরঃ- 78 খ্রীঃ কনিষ্ক।

  1. ভারতে কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কে?

উওরঃ- বিম কদফিসিস।

  1. কোন বংশের রাজারা দৈবপুত্র উপাধি গ্রহণ করতেন?

উওরঃ- কুষাণ বংশের রাজারা।

  1. চতুর্থ বৌদ্ধ সম্মেলন কোন কুষাণ রাজার রাজত্বকালে অনুষ্ঠিত হয়েছিল?

উওরঃ- কণিষ্ক।

  1. কুষাণ সম্রাট কনিষ্ক কোন ধর্মাবলম্বী ছিলেন?

উওরঃ- বৌদ্ধ।

  1. সাতবাহন রাজাদের রাজধানী কোথায় ছিল?

উওরঃ- প্রতিষ্ঠান।

  1. সাতবাহন রাজাদের প্রধান বন্দর কি?

 ছিল?

উওরঃ- সোপারা।

  1. কোন বংশের রাজাদের পুরাণে “অন্ধ্যভৃত্য” বলে বর্ণনা করা?

উওরঃ- সাতবাহন রাজাদের।

  1. “গাঁথা সপ্তসতী” গ্রন্থটি কার লেখা?

উওরঃ- হলা।

  1. “বৃহৎকথা”গ্রন্থটি কার লেখা?

উওরঃ- গুণাঢ্য।

  1. “ভারতের রক্ষাকর্তা” কাকে বলা হয়?

উওরঃ- স্কন্ধগুপ্ত।

  1. নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন?

উওরঃ- প্রথম কুমার গুপ্ত।

  1. কোন গুপ্ত সম্রাট “কবিরাজ” উপাধি গ্রহণ করেছিলেন?

উওরঃ- সমুদ্র গুপ্ত।

  1. “ভারতের নেপোলিয়ন” কাকে বলা হয়?

উওরঃ- সমুদ্র গুপ্ত কে।

  1. কোন গুপ্ত সম্রাটকে “শত যুদ্ধের নায়ক”  বলা হয়?

উওরঃ- সমুদ্রগুপ্ত।

  1. গুপ্ত বংশের রাজকীয় প্রতীক চিহ্ন কি ছিল?

উওরঃ- গরুড়।

  1. গুপ্ত যুগের রাজ ভাষা কি ছিল?

উওরঃ- সংস্কৃত।

  1. ভারতের কোথায় প্রাগৈতিহাসিক যুগের হাতকুঠার আবিষ্কৃত হয়েছে?

উওরঃ- তামিলনাড়ুর পাল্লাভারাম।

Maharana Pratap Singh Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে Download করার জন্য নিচে দেওয়া লিংকে Click করুন”

File Details:-

File Name:- Maharana Pratap Singh pdf in Bengali  [www.edu.bengaliportal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:-  3 Mb File
Location:- Google Drive

Download:- Click Here to Download



🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here