Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Tribal Rebellion in Ancient India pdf. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে Tribal Rebellion in Ancient India Pdf. নিচে Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই Tribal Rebellion in Ancient India Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
প্রাচীন ভারতের উপজাতি বিদ্রোহ MCQ || Tribal Rebellion in Ancient India || pdf
- কোলদের ঐতিহ্য বিরোধী ছিল –
a.নীল চাষ
b.চা চাষ
c.আফিম চাষ
d.ঝুম চাষ
উত্তর:- আফিম চাষ
- দক্ষিণ -পশ্চিম সীমান্ত এজেন্সি কোন্ বিদ্রোহের ফলে গঠিত হয়?
a.সাঁওতাল
b.চুয়াড়
c.মুন্ডা
d.কোল বিদ্রোহ
উত্তর:- কোল বিদ্রোহ
- কোল বিদ্রোহের সূচনা হয় –
a.১৮৩০-৩১ খ্রি:
b.১৮৩১-৩২ খ্রি:
c.১৮২৯-৩২ খ্রি:
d.১৮৩২-৩৪ খ্রি:
উত্তর:- ১৮৩১-৩২ খ্রি:
4. ‘দিকু’ কথাটির অর্থ হল –
a.স্বদেশি
b.ব্রিটিশ
c.বহিরাগত
d.কোনোটিই নয়
উত্তর:- বহিরাগত
- দ্বিতীয় পর্বের চুয়াড় বিদ্রোহ চলেছিল –
a.১০ বছর
b.১২ বছর
c.১৫ বছর
d.২০ বছর
উত্তর:- ১২ বছর
- ব্রিটিশ শাসনের বিরুদ্ধে শেষ উপজাতি বিদ্রোহ ছিল –
a.কোল
b.মুন্ডা
c.সাঁওতাল
d.নীল বিদ্রোহ
উত্তর:- মুন্ডা বিদ্রোহ
- চুয়াড়রা মূলত বাস করত –
a.মেদিনীপুর ও বাঁকুড়া জেলায়
b.নদিয়া জেলার জঙ্গলমহলে
c.দিনাজপুর জেলায়
d.মালদহ জেলায়
উত্তর:- মেদিনীপুর ও বাঁকুড়া জেলায়
- প্রথম পর্বের চুয়াড় বিদ্রোহ দমন করেন –
a.টমাস মেকলে
b.ক্যাপটেন টমাস
c.ক্যাপটেন এডওয়ার্ড
d.লেফটেন্যান্ট ফার্গুসন
উত্তর:- লেফটেন্যান্ট ফার্গুসন
- সাঁওতাল বিদ্রোহের সময় পাকুড় জেলায় সাঁওতালদের নেতৃত্ব দেন –
a.সিধু
b.কানু
c.গোছ মাঝি
d.কালো প্রামানিক
উত্তর:- গোছ মাঝি
- কৃষ্ণদেব রায় ছিলেন একজন –
a.জমিদার
b.মহাজন
c.রাজা
d.কৃষক
উত্তর:- জমিদার
- মুন্ডা বিদ্রোহের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল –
a.ভাগলপুর
b.পাটনা
c.সম্বলপুর
d.রাঁচি
উত্তর:- রাঁচি
- রাণি শিরোমণি ছিলেন –
a.মহেন্দ্রগড়ের রানি
b.সুবর্ণগড়ের রানি
c.মেদিনীপুর জেলার রানি
d.নলহাটির রানি
উত্তর:- মেদিনীপুর জেলার রানি
- ১৮৭৮ খ্রিস্টাব্দের অরণ্য আইনকে ভাগ করা হয় –
a.দুটি স্তরে
b.তিনটি স্তরে
c.চারটি স্তরে
d.পাঁচটি স্তরে
উত্তর:- তিনটি স্তরে
- সাঁওতাল বিদ্রোহের সূচনা হয় –
a.১৮৫৫ খ্রি:
b.১৮৫৬ খ্রি:
c.১৮৫৭ খ্রি:
d.১৮৫৮ খ্রি:
উত্তর:- ১৮৫৫ খ্রি:
- পাইকদের কাজ করার বিনিময়ে চুয়াড়রা যে জমি ভোগ করত তাকে বলা হত –
a.পাইকান জমি
b.খাস জমি
c.তালুক জমি
d.নিলামি জমি
উত্তর:- পাইকান জমি
- বিরসা মুন্ডা প্রথম জীবনে ছিলেন –
a.কৃষক
b.শিক্ষক
c.সৈনিক
d.ধর্ম প্রচারক
উত্তর:- ধর্ম প্রচারক
- সাঁওতাল বিদ্রোহ ছিল একটি –
a.সিপাহী বিদ্রোহ
b.উপজাতি বিদ্রোহ
c.শ্রমিক বিদ্রোহ
d.কৃষক বিদ্রোহ
উত্তর:- উপজাতি বিদ্রোহ
- মুন্ডা বিদ্রোহের সূচনা হয় –
a.১৮৯৮ সালে
b.১৮৯৯ সালে
c.১৯০০ সালে
d.১৯০১ সালে
উত্তর:- ১৮৯৯ সালে
- ব্রিটিশ শাসন প্রবর্তিত হওয়ার আগে কোলরা ছিল –
a.মহাজনদের অধীন
b.স্বশাসিত
c.জমিদারদের অধীন
d.নীলকরদের অধীন
উত্তর:- স্বশাসিত
- তিতুমিরের অনুগামীদের বলা হত –
a.হেদায়তি
b.ফরাজি
c.ওয়াহাবি
d.কোনোটিই নয়
উত্তর:- হেদায়তি
- কোল বিদ্রোহ দমনে ব্রিটিশ বাহিনীর নেতৃত্ব দেন –
a.লর্ড আউটরাম
b.ক্যাপটেন টমাস
c.ক্যাপটেন ফার্গুসন
d.ক্যাপটেন উইলকিনস
উত্তর:- ক্যাপটেন উইলকিনস
22. ‘এই শয়তানদের হত্যা করলেই এই দেশ হবে আমাদের,জমির মালিক হবো আমরা’ কথাটি বলেছিলেন –
a.কানু
b.সিধু
c.বিরসা মুন্ডা
d.কেউই নয়
উত্তর:- বিরসা মুন্ডা
- কোন্ ব্রিটিশ সেনাপতি সাঁওতাল বিদ্রোহ দমন করেন?
a.মেজর হল
b.মেজর বারোজ
c.মেজর মাকলাম
d.মেজর ফারগুসন
উত্তর:- মেজর বারোজ
- ভিল বিদ্রোহের নেতা ছিলেন –
a.ভৈরব
b.শিউরাম
c.চিরাগ আলি
d.ডোমন মাঝি
উত্তর:- শিউরাম
- ছোটোনাগপুর অঞ্চল সরাসরি কোম্পানির শাসনাধীনে চলে আসে –
a.১৮১৮ খ্রি:
b.১৮১৯ খ্রি:
c.১৮২০ খ্রি:
d.১৮২৩ খ্রি:
উত্তর:- ১৮২০ খ্রি:
- কোল বিদ্রোহ হয়েছিল –
a.পূর্ববঙ্গে
b.উত্তরবঙ্গে
c.ছোটোনাগপুর
d.ভাগলপুর
উত্তর:- ছোটোনাগপুর
- ফরাজি আন্দোলনকে পুরোপুরি রাজনৈতিক রূপ দিয়েছিল –
a.দুদু মিঞা
b.নোয়া মিঞা
c.করম শাহ
d.হাজি শরিয়ৎ উল্লাহ
উত্তর:- হাজি শরিয়ৎ উল্লাহ
28. ‘হল্কা’ কথার অর্থ হল –
a.অঞ্চল
b.জেলা
c.গ্রাম
d.মহকুমা
উত্তর:- অঞ্চল
- ভারতে নীলচাষ শুরু হয় –
a.১৭৬৮ খ্রি:
b.১৭৬৯ খ্রি:
c.১৭৭৭ খ্রি:
d.১৭৮০ খ্রি:
উত্তর:- ১৭৭৭ খ্রি:
- ব্রিটিশ শাসনকালে ভারতবর্ষের প্রথম কৃষকবিদ্রোহ ছিল-
a.সন্ন্যাসী-ফকির বিদ্রোহ
b.রংপুর বিদ্রোহ
c.বারাসাত বিদ্রোহ
d.নীল বিদ্রোহ
উত্তর:- সন্ন্যাসী-ফকির বিদ্রোহ
- গোলাম মাসুম ছিলেন তিতুমিরের –
a.প্রধান গুপ্তচর
b.প্রধান পরামর্শদাতা
c.প্রধান সেনাপতি
d.প্রধানমন্ত্রী
উত্তর:- প্রধান সেনাপতি
- বাংলায় নীল চাষের প্রবর্তন করে –
a.ফরাসি বণিকরা
b.ইংরেজ বণিকরা
c.পোর্তুগিজ বণিকরা
d.ওলন্দাজ বণিকরা
উত্তর:- ইংরেজ বণিকরা
- নীল বিদ্রোহের প্রথম শহিদ ছিলেন –
a.কাদের মোল্লা
b.দিগম্বর বিশ্বাস
c.বিশ্বনাথ সর্দার
d.মহেশ বন্দ্যোপাধ্যায়
উত্তর:- বিশ্বনাথ সর্দার
- প্রাথমিক পর্বে ওয়াহাবি আন্দোলনের সূচনা হয় –
a.আরবে
b.ইরাকে
c.ইরানে
d.ভারতবর্ষে
উত্তর:- আরবে
- সন্ন্যাসী বিদ্রোহের সূচনা হয়েছিল –
a.খুলনাতে
b.চট্টগ্রামে
c.ঢাকায়
d.বারাসাতে
উত্তর:- ঢাকায়
36. ‘The Santal Insurrection of 1855-57’ গ্রন্থটির লেখক হলেন –
a.যদুনাথ সরকার
b.কালীকিঙ্কর দত্ত
c.রমেশচন্দ্র দত্ত
d.রমেশচন্দ্র মজুমদার
উত্তর:- কালীকিঙ্কর দত্ত
- তিতুমিরের প্রধান উপদেষ্টা ছিল –
a.গোলাম মাসুম
b.মৈনুদ্দিন
c.আজিজ
d.মিসকিন শাহ
উত্তর:- মিসকিন শাহ
38. ‘মুন্ডা’ কথার অর্থ হল-
a.শাসক
b.মোড়ল
c.শাসন
d.জমিদার
উত্তর:- মোড়ল
39. ‘The Blue Mutiny’ গ্রন্থের লেখক –
a.ব্লেয়ার কিং
b.জেমস লং
c.টনি ব্লেয়ার
d.মধুসূদন দত্ত
উত্তর:- ব্লেয়ার কিং
- পাবনার কৃষক বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল –
a.১৭৬৩ খ্রি:
b.১৭৭৩ খ্রি:
c.১৭৬৮খ্রি:
d.১৮৭০ খ্রি:
উত্তর:- ১৮৭০ খ্রি:
- রংপুরের ইজারাদার ছিলেন –
a.ভবানী পাঠক
b.দেবী সিংহ
c.মুশা শাহ
d.নুরুলউদ্দিন
উত্তর:- দেবী সিংহ
- সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন –
a.চুয়াড় বিদ্রোহ
b.নীল বিদ্রোহ
c.কোল বিদ্রোহ
d.সাঁওতাল বিদ্রোহ
উত্তর:- কোল বিদ্রোহ
- বিরসা মুন্ডার উপাস্য দেবতা ছিল
a.বিষ্ণু
b.সূর্য
c.গণেশ
d.শিব
উত্তর:- সূর্য
44. ‘হেদায়তি’ নামে পরিচিত ছিল –
a.দেবী সিংহের অনুগামীরা
b.ভবানী পাঠকের অনুগামীরা
c.তিতুমিরের অনুগামীরা
d.মজনু শাহের অনুগামীরা
উত্তর:- তিতুমিরের অনুগামীরা
45.ভারতের কোন্ বড়োলাট সন্ন্যাসী-ফকির বিদ্রোহের নামকরণ করেন?
a.লর্ড রিপন
b.লর্ড বেন্টিঙ্ক
c.ওয়ারেন হেস্টিংস
d.লর্ড ওয়েলেসলি
উত্তর:- ওয়ারেন হেস্টিংস
46.খুঁৎকাঠি প্রথা যে বিদ্রোহের সঙ্গে সম্পর্কযুক্ত ছিল, তা হল-
a.পাবনা বিদ্রোহ
b.মুন্ডা বিদ্রোহ
c.কোল বিদ্রোহ
d. চুয়াড় বিদ্রোহ
উত্তর:- মুন্ডা বিদ্রোহ
- নীল বিদ্রোহের সময় বড়োলাট ছিলেন –
a.লর্ড ক্যানিং
b.লর্ড বেন্টিঙ্ক
c.লর্ড রিপন
d.লর্ড ডালহৌসি
উত্তর:- লর্ড ক্যানিং
48. ‘জমি আল্লাহর দান’ এই উক্তিটি হল –
a.হাজি শরিয়ৎ উল্লাহের
b.তিতুমিরের
c.দুদু মিঞার
d.নোয়া মিঞার
উত্তর:- হাজি শরিয়ৎ উল্লাহের
- বাংলার “বিশেডাকাত” নামে পরিচিত ছিল –
a.বিশ্বনাথ বিশ্বাস
b.বিশ্বনাথ সর্দার
c.বিশ্বনাথ দাস
d.বিশ্বনাথ মাঝি
উত্তর:- বিশ্বনাথ সর্দার
- পঞ্চম আইন পাস হয় –
a.১৮২৫ খ্রিস্টাব্দে
b.১৮৩০ খ্রিস্টাব্দে
c.১৮৩৫ খ্রিস্টাব্দে
d.১৮৪০ খ্রিস্টাব্দে
উত্তর:- ১৮৩০ খ্রিস্টাব্দে
“Tribal Rebellion in Ancient India Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে Download করার জন্য নিচে দেওয়া লিংকে Click করুন”
File Details:-
File Name:- Tribal Rebellion in Ancient India pdf in Bengali [www.edu.bengaliportal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:- 3 Mb File
Location:- Google Drive
Download:- Click Here to ডওনলয়াদ
- তেভাগা আন্দোলন কবে শুরু হয়?
উঃ ১৯৪৬ সালের সেপ্টেম্বর মাসে।
- মেগাস্থিনিসের ‘ইণ্ডিকা’ কোন ভাষায় লেখা?
উঃ গ্রীক ভাষায়।
- মুঘল যুগে ইস্ট ইণ্ডিয়া কোম্পানীর প্রতিনিধি হিসাবে কে ভারতে আসেন?
উঃ উইলিয়াম হকিন্স।
- পর্তুগীজ নাবিক ভাস্কো ডা গামা কবে ভারতে আসেন?
উঃ ১৪৯৮ খ্রীষ্টাব্দের ২৭শে মে।
- কোন সম্রাটকে ভারতের নেপোলিয়ান বলা হয়?
উঃ সমুদ্রগুপ্তকে।
- হর্ষচরিত গ্রন্থের রচয়িতা কে?
উঃ বাণভট্ট।
- বাংলায় ‘স্বাধীন নবাবী’ কে প্রতিষ্ঠা করেন?
উঃ মুর্শিদকুলি খাঁ।
- ওয়াটালুর যুদ্ধ কত খ্রীষ্টাব্দে হয়েছিল?
উঃ ১৮১৫ খ্রীষ্টাব্দের ১৮ই জুন।
- তাজমহল কে প্রতিষ্ঠা করেন?
উঃ শাহজাহান।
- শিবাজীর ছেলের নাম কী?
উঃ শম্ভুজী।
- গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন?
উঃ লালা হরদয়াল।
- ভারতসভা কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮৭৬ খ্রীষ্টাব্দে।
- গ্রাণ্ড ট্রাঙ্ক রোড কে প্রতিষ্ঠা করেন?
উঃ শেরশাহ।
- ভাস্কো ডা গামা প্রথমে কোন বন্দরে আসেন?
উঃ কালিকট বন্দরে।
- ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন?
উঃ রামমোহন রায়।
- ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?
উঃ লর্ড ক্যানিং।
- অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন?
উঃ প্রমথনাথ মিত্র।
- জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে অনুষ্ঠিত হয়?
উঃ ১৯১৯ খ্রীষ্টাব্দের ১৩ই এপ্রিল।
- ‘মেইন ক্যাম্ফ’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ হিটলার।
- মহাত্মা গান্ধী কবে জন্মগ্রহণ করেন?
উঃ ১৮৬৯ খ্রীষ্টাব্দে।
- চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন?
উঃ লর্ড কর্ণওয়ালিশ (১৭৯৩ খ্রীষ্টাব্দে)।
- কত খ্রীষ্টাব্দে আকবর জন্মগ্রহণ করেন?
উঃ ১৫৭৫ খ্রীষ্টাব্দে।
- সিন্ধুসভ্যতার বর্তমান নাম কী?
উঃ হরপ্পা সভ্যতা।
- খানুয়ার যুদ্ধ কত খ্রীষ্টাব্দে অনুষ্ঠিত হয়?
উঃ ১৫২৭ খ্রীষ্টাব্দে।
- দিল্লীর দাস বংশের অবসান কে করেন?
উঃ জালালউদ্দিন খলজী।
-ঃআরও পড়ুনঃ–
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here