Physics Questions Answers pdf | পদার্থবিদ্যা প্রশ্নোত্তর | অধ্যায় আলো | MCQ

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Physics questions answers pdf. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে Physics questions answers set Pdf. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই Physics questions answers || পদার্থবিদ্যা প্রশ্নোত্তর || অধ্যায় আলো || MCQ || Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

পদার্থবিদ্যা প্রশ্নোত্তর || Physics Questions Answers pdf || অধ্যায় আলো || MCQ

১) আলো হলো একপ্রকার –

A) অনুদৈর্ঘ্য তরঙ্গ

B) তির্যক তরঙ্গ

C) তড়িৎ চুম্বকীয় তরঙ্গ

D) B এবং C দুটোই ✔️

২) একটি আলোকরশ্মির লম্বভাবে আপতিত হলে প্রতিফলন কোণ কত হবে?

A) 180°

B) 0° ✔️

C) 90°

D) 45°

৩) একটি আলোকরশ্মির আপতন কোণ 40° হলে চ্যুতি কোণ কত হবে?

A) 40°

B) 100° ✔️

C) 140°

D) 60°

৪) একটি সমতল দর্পনের বক্রতা ব্যাসার্ধ কত হয়?

A) শূণ্য

B) অসীম ✔️

C) 25 cm

D) 1 cm

৫) আলোর প্রতিসরণের প্রথম সূত্রের প্রবক্তা কে?

A) সি ভি রমন

B) স্নেল

C) টলেমি ✔️

D) নিউটন

৬) মোটর গাড়ির ভিউ ফাইন্ডার –

A) উত্তল লেন্স

B) সমতল দর্পণ

C) উত্তল দর্পণ ✔️

D) অবতল দর্পণ

৭) বার্নিং গ্লাস রুপে ব্যবহৃত হয়?

A) উত্তল লেন্স ✔️

B) অবতল লেন্স

C) সমতল দর্পণ

D) উত্তল দর্পণ

৮) আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্রের প্রবক্তা –

A) আইনস্টাইন

B) নিউটন

C) স্নেল ✔️

D) টলেমি

৯) ক্যামেরায় কী প্রকার লেন্স ব্যবহার করা হয়?

A) অভিসারী লেন্স ✔️

B) অপসারী লেন্স

C) সমাবতল লেন্স

D) উত্তলাবতল লেন্স

১০) আলোর প্রতিসরণে অপরিবর্তিত থাকে?

A) Frequency ✔️

B) Wavelength

C) Velocity

D) Amplitude

১১) পদার্থ বিদ্যায় নোবেলজয়ী সি ভি রমনের গবেষণা আলোর কোন ধর্মের সাথে সম্পর্কিত?

A) বিচ্ছুরণ

B) প্রতিসরণ

C) বিক্ষেপণ ✔️

D) প্রতিফলন

১২) রঙিন কাঁচ গুড়ো করলে সাদা দেখায় এর কারণ

A) প্রতিসরণ

B) বিক্ষিপ্ত প্রতিফলন ✔️

C) বিচ্ছুরণ

D) শোষণ

১৩) রামধনু সৃষ্টির কারণ হলো?

A) বিক্ষেপণ

B) বিচ্ছুরণ ✔️

C) প্রতিফলন

D) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন

১৪) রামধনুর উপরের বর্ণ কী?

A) লাল ✔️

B) নীল

C) বেগুনি

D) হলুদ

১৫) কোন বর্ণের আলোর জন্য উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য সর্বাধিক?

A) লাল ✔️

B) হলুদ

C) নীল

D) বেগুনি

১৬) পরীক্ষামূলক ভাবে VIBGYOR তে মধ্যবর্ণ কোনটি?

A) আকাশি

B) সবুজ

C) হলুদ ✔️

D) লাল

১৭) সবুজ আলোয় আলোকিত ঘরে লাল ফুলকে কেমন দেখাবে?

A) সবুজ

B) সাদা

C) লাল

D) কালো ✔️

১৮) কোন দুটি বর্ণ পরস্পরের পরিপূরক?

A) নীল ও লাল

B) লাল ও হলুদ

C) নীল ও হলুদ ✔️

D) সবুজ ও হলুদ

১৯) দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য কত?

A) 390-760nm

B) 400-800nm ✔️

C) 450-850nm

D) 350-750nm

২০) কোনটি থেকে অবলোহিত আলো পাওয়া যায়?

A) গোবর গ্যাস

B) বৈদ্যুতিক বাতি

C) নার্নস্টের বাতি ✔️

D) ফ্লুরোসেন্ট বাতি

২১) অবলোহিত বর্ণালি কোন যন্ত্রে সনাক্ত করা যায়?

A) স্পেকট্রোমিটার

B) বোলোমিটার ✔️

C) ন্যানোমিটার

D) ফোটোমিটার

২২) Armstrong একক ব্যবহৃত হয়?

A) দূরত্ব নির্ণয়ে ✔️

B) গতিবেগ নির্ণয়ে

C) কম্পাঙ্ক নির্ণয়ে

D) সময় নির্ণয়ে

২৩) আলোর প্রতিসরণে আলোকরশ্মি লম্বভাবে আপতিত হলে চ্যুতি কোণ কত হয়?

A) 180°

B) 90°

C) 0° ✔️

D) 50°

২৪) বৃহৎ নভোবীক্ষণে অভিলক্ষ্য হিসাবে ব্যবহার করা হয়?

A) লেন্স

B) দর্পণ

C) লেন্স যুগ্ম ✔️

D) কোনটিই নয়

২৫) জলে বায়ুর বুদবুদ চকচকে দেখায়?

A) প্রতিসরণের জন্য

B) বিচ্ছুরণের জন্য

C) আলোর বর্ণের জন্য

D) অভ্যন্তরীন পূর্ণ প্রতিফলনের জন্য ✔️

২৬) আকাশকে নীল দেওয়া আলোর কোন ধর্মের জন্য?

A) বিচ্ছুরন

B) বিক্ষেপণ ✔️

C) প্রতিসরণ

D) প্রতিফলন

২৭) কোন প্রকার দর্পণের দৃষ্টিক্ষেত্র বেশি হয়?

A) উত্তল দর্পণের ✔️

B) অবতল দর্পণের

C) সমতল দর্পণের

D) সবার একই হয়

২৮) রামধনু সৃষ্টির জন্য আমরা যে দুটি ঘটনা দেখতে পাই?

A) শোষণ ও প্রতিসরণ

B) বিচ্ছুরন ও একত্রিতকরণ

C) প্রতিসরণ ও বিচ্ছুরণ

D) বিচ্ছুরণ ও অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ✔️

২৯) সূর্য থেকে আগত আলোকরশ্মি –

A) একবর্ণী

B) দ্বিবর্ণী

C) ত্রিবর্ণী

D) বহুবর্ণী ✔️

৩০) নীচের কোন বর্ণের আলোর জন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি?

A) লাল

B) নীল ✔️

C) সবুজ

D) হলুদ

৩১) আলোকরশ্মি বায়ু থেকে জলে প্রবেশ করলে তরঙ্গ দৈর্ঘ্য-

A) বৃদ্ধি পায়

B) হ্রাস পায় ✔️

C) অপরিবর্তিত থাকে

D) আপতন কোণের উপর নির্ভর করে

৩২) যে কোনো মাধ্যমে আলোর বেগ শূন্যস্থানের চেয়ে –

A) বেশি

B) কম ✔️

C) সমান

D) কোনটিই নয়

৩৩) বায়ুমন্ডল না থাকলে মেঘমুক্ত আকাশকে কেমন দেখাত?

A) নীল

B) বেগুনি

C) সাদা

D) কালো ✔️

৩৪) মৌলিক বর্ণ হলো –

A) লাল

B) নীল

C) সবুজ

D) সবগুলোই ✔️

৩৫) আলোর তরঙ্গদৈর্ঘ্য বাড়লে প্রতিসরাঙ্ক –

A) বাড়ে

B) কমে ✔️

C) অপরিবর্তিত থাকে

D) কোনটিই নয়

৩৬) লেন্সের আলোক কেন্দ্র –

A) একটি সচল বিন্দু

B) একটি নির্দিষ্ট বিন্দু ✔️

C) কোনো বিন্দু নয়

D) চারটি বিন্দু

৩৭) লেন্সের মূখ্য ফোকাস-

A) একটি

B) দুটি ✔️

C) অসংখ্য

D) একটিও নেই

৩৮) লেন্সকে জলে নিমজ্জিত করলে ফোকাস দৈর্ঘ্য-

A) বৃদ্ধি পায় ✔️

B) হ্রাস পায়

C) অপরিবর্তিত থাকে

D) কোনোটিই নয়

৩৯) বস্তু অপেক্ষা বড়ো অসদবিম্ব গঠিত হয়-

A) উত্তল লেন্সে ✔️

B) অবতল লেন্সে

C) সমতল দর্পণে

D) উত্তল দর্পণে

৪০) সরল ক্যামেরায় আলোক নিরুদ্ধ বাক্সের ভিতরের রং-

A) সাদা

B) লাল

C) হলুদ

D) কালো ✔️

৪১) লেন্সের গৌণ ফোকাস বিন্দুর সংখ্যা-

A) একটি

B) দুটি

C) অসংখ্য ✔️

D) শূণ্য

৪২) চক্ষুনার্ভগুলি রেটিনার যে অংশে যুক্ত তা হলো-

A) ফোভিয়া সেন্ট্রালিস

B) অন্ধ বিন্দু ✔️

C) কর্নিয়া

D) আইরিস

৪৩) চোখের কর্নিয়া সংরক্ষণে কোন গ্যাস ব্যবহার করা হয়?

A) তরল অ্যামোনিয়া

B) তরল কার্বন ডাই অক্সাইড

C) তরল হাইড্রোজেন

D) তরল নাইট্রোজেন ✔️

৪৪) উত্তল লেন্সব্যবহার করা হয়?

A) দীর্ঘ দৃষ্টি প্রতিকারে ✔️

B) হ্রস্ব দৃষ্টি প্রতিকারে

C) বিষম দৃষ্টি প্রতিকারে

D) চালশে দৃষ্টি প্রতিকারে

৪৫) কোন বর্ণের আলোর বেগ শূন্য মাধ্যমে বেশি?

A) লাল বর্ণের

B) নীল বর্ণের

C) হলুদ বর্ণের

D) সব বর্ণের সমান ✔️

Physics questions answers Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে Download করার জন্য নিচে দেওয়া লিংকে Click করুন”

File Details:-

File Name:- Physics questions answers pdf in Bengali  [www.edu.bengaliportal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:-  3 Mb File
Location:- Google Drive

Download:- Click Here to Download

-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here