Endocrine Glands Questions Answers pdf | অন্তঃক্ষরা গ্রন্থি সংক্রান্ত প্রশ্নোত্তর

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Endocrine Glands Questions Answers pdf | অন্তঃক্ষরা গ্রন্থি সংক্রান্ত প্রশ্নোত্তর. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে Endocrine Glands Questions Answers pdf | অন্তঃক্ষরা গ্রন্থি সংক্রান্ত প্রশ্নোত্তরনিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই Endocrine Glands Questions Answers pdf | অন্তঃক্ষরা গ্রন্থি সংক্রান্ত প্রশ্নোত্তর Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘




[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

Endocrine Glands Questions Answers pdf | অন্তঃক্ষরা গ্রন্থি সংক্রান্ত প্রশ্নোত্তর

পিটুইটারি গ্রন্থি

❏ মাস্টার গ্লান্ড বলা হয়।

❏ টেকনিক্যাল নাম হাইপোফিসিস।

❏ গ্রোথ হরমোন নিঃসরণ করে।

❏ বাইরের  আবরণীর নাম শেলাটারশিকা।

❏ জন্মের পর প্রথম এই গ্রন্থি কাজ করা শুরু করে।

থাইরয়েড গ্রন্থি

❏ প্রজাপতির মতো দেখতে।

❏ সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি।

❏ আদমস আপেল বলা হয়।

❏ থাইরক্সিন হরমোন নিঃসরণ হয়।

❏ মেটাবলিক রেট নিয়ন্ত্রণ করেন থাইরক্সিন হরমোন।

❏ পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের সহায়তায় থাইরক্সিন হরমোন দেহে জলের ভারসাম্য নিয়ন্ত্রণ করে।

❏ আয়োডিনযুক্ত হরমোন থাইরক্সিন।

❏ আয়োডিনের অভাবে গয়টার রোগ হয়।

প্যারা থাইরয়েড  গ্রন্থি

❏ মানুষের শরীরে চারটি থাকে।

❏ রক্তে ক্যালসিয়ামের পরিমাণ  কমে গেলে প্যারাথাইরয়েড হরমোন নিঃসৃত হয়ে তা বাড়িয়ে নিয়ন্ত্রণ করে।

❏ রক্তে ক্যালসিয়ামের মাত্রা বেড়ে গেলে ক্যালসিটোনিন হরমোন তা কমিয়ে ভারসাম্য নিয়ন্ত্রণ করে।

অ্যাড্রিনাল গ্রন্থি

❏ জীবন রক্ষাকারী হরমোন বলা হয়।

❏ আপৎকালীন হরমোন বলা হয়।

❏ নিঃসৃত হরমোন ব্লাড প্রেসার নিয়ন্ত্রণ করে।

❏ দুটি অংশ কোর্টেক্স ও মেডুলা।

❏ গ্লুকোকরটিকয়েড হরমোন কার্বোহাইড্রেট,প্রোটিন,ফ্যাট নিয়ন্ত্রণ করে।

❏ এপিনেফ্রিন হার্টেল কাজ চালু রাখে।

❏ এপিনেফ্রিন কে অ্যাড্রিনালিন হরমোন ও বলা হয়।

❏ এপিনেফ্রিন হরমোন হার্ট নিয়ন্ত্রণ করে,রক্তের প্রবাহ ঠিক রাখে।

❏ কোর্টেক্স থেকে গ্লুকোকরটিকয়েড এবং সেক্স হরমোন নিঃসৃত হয়।

❏ মেডুলা থেকে এপিনেফ্রিন হরমোন নিঃসৃত হয়।

❏ কোরটেক্স খারাপ হয়ে গেলে অ্যাডিসন ডিজিজ রোগ হয়।

❏ কোরটেক্স কাজ করা বন্ধ করে দিলে দুই সপ্তাহের মধ্যে মানুষ মারা যাবে।

❏ এর হরমোন গুলোকে ফাইট অ্যান্ড ফ্লাইট হরমোন বলা হয়।

অগ্নাশয় গ্রন্থি

❏ মিশ্র গ্রন্থি

❏ তিনটি অংশ-১.আলফা কোষ,২.বিটা কোষ,৩.ডেল্টা কোষ।

❏ আলফা কোষ থেকে গ্লুকাগন হরমোন বের হয় যা রক্তের সুগার বাড়িয়ে তা নিয়ন্ত্রণ করে।

❏ বিটা কোষ থেকে ইনসুলিন বের হয় যা রক্তের সুগার কমিয়ে তা নিয়ন্ত্রণ করে।

❏ ডেল্টা কোষ থেকে সোমাটোস্টেটিন হরমোন বের হয় যা এন্টি ভিটামিন হিসাবে কাজ করে।

❏ ইনসুলিনের অভাবে ডায়াবেটিস হয়।

Endocrine Glands Questions Answers pdf টি সম্পূর্ণ বিনামূল্যে Download করার জন্য নিচে দেওয়া লিংকে Click করুন”

File Details:-

File Name:- Endocrine Glands Questions Answers pdf in Bengali  [www.edu.bengaliportal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:-  3 Mb File
Location:- Google Drive

Download:- Click Here to Download




🔶 আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ-

  1. ডায়াবেটিস ইনসিপিডাস রোগের কারণ কী?

উওরঃ- ADH, ( অ্যান্টিডাইইউরেটিক হরমোন) –  হরমোনের কম ক্ষরনের জন্য ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয়।

  1. থাইরক্সিন হরমোনের মুল উপাদান কী?

উওরঃ- আয়োডিন হল থাইরক্সিন হরমোনের মুল উপাদান।

  1. কোন হরমোনের কম ক্ষরনের ফলে ছোটদের ক্রেটিনিজম এবং, বয়স্কদের মিক্সিডিমা রোগ হয়?

উওরঃ- থাইরক্সিন হরমোনের কম ক্ষরনের ফলে ছোটদের ক্রেটিনিজম এবং, বয়স্কদের মিক্সিডিমা রোগ হয়।

  1. কোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ইনসুলিন ক্ষরিত হয়?

উওরঃ- অগ্ন্যাশয়ের বিটা কোশ থেকে ইনসুলিন ক্ষরিত হয়।

  1. মানবদেহের কোন হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলা হয়?

উওরঃ- থাইরক্সিন হরমোন কে ক্যালোরিজেনিক হরমোন বলা হয়।

  1. কোন হরমোনটি অ্যান্টিকিটোজেনিক?

উওরঃ- ইনসুলিন হল অ্যান্টিকিটোজেনিক হরমোন।

  1. কোন হরমোন স্ত্রীদেহে প্লাসেন্টা গঠনে সাহায্যে করে?

উওরঃ- প্রোজেস্টেরন হরমোন স্ত্রীদেহে প্লাসেন্টা গঠনে সাহায্যে করে।

  1. অ্যাড্রেনাল গ্রন্থির অপর নাম কী?

উওরঃ- সুপ্রারেনাল গ্রন্থি।

  1. কোন হরমোন আমাদের দেহের রক্তশর্করা নিয়ন্ত্রণ করে?

উওরঃ- ইনসুলিন হরমোন।

  1. কোন হরমোনটি দেহের সব জায়গায় পাওয়া যায়.?

উওরঃ- প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোন।

  1. টেস্টোস্টেরন হরমোনের উৎস কী?

উওরঃ- টেস্টোস্টেরন হরমোনের উৎস হল শুক্রাশয়ের লেডিগের আন্তর কোশ।

  1. কোন হরমোন প্রভাবে পুরুষদের দাড়ি গোফ হয়?

উওরঃ-  টেস্টোস্টেরন হরমোনের প্রভাবে।

  1. স্ত্রীদেহে গৌণ যৌন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ কারী হরমোনটির নাম কী?

উওরঃ- ইস্ট্রোজেন।

  1. কোন হরমোনকে আপৎকালীন হরমোন, বা জরুরিকালীন হরমোন বলা হয়?

উওরঃ- অ্যাড্রিনালিন হরমোনকে আপৎকালীন হরমোন, বা জরুরিকালীন হরমোন বলা হয়।

-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here