বিভিন্ন ধরনের উদ্ভিদের পরিচয় || Introduction to different types of plants || pdf

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Introduction to different types of plants pdf. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন ধরনের উদ্ভিদের পরিচয় || Introduction to different types of plants Pdf. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই বিভিন্ন ধরনের উদ্ভিদের পরিচয় || Introduction to different types of plants Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

বিভিন্ন ধরনের উদ্ভিদের পরিচয় || Introduction to different types of plants || pdf

  1. সবচেয়ে উচ্চতম গুপ্তবীজী- Eucalyptus regnans
  2. সবচেয়ে ক্ষুদ্রতম মূলবিহীন জলজ গুপ্তবীজি- Wolffia
  3. মূলত্র ক্যালিপট্রোজেন থেকে উৎপন্ন হয় ।
  4. সবচেয়ে বৃহৎ গুপ্তবীজী- Ficus Benghalensis.

5. কেয়াগাছে (Pandanus sp) বহুকোশী মূলত্র দেখা যায় ।

  1. Pistia, Lemn প্রভৃতি জলজ কুচরীপানাতে মূলত্রের পরিবর্তে বুড়াে আঙুলের ন্যায় গঠন দেখা যায় এদের মূলজেব (root pocket) বলে ।
  2. বর্ধনশীল অঞ্চলের সাহায্যে খনিজ লবণ শােষিত হয় ।
  3. গাছের মূলরােম দ্বারা কৈশিক জল শােষিত হয় ।

9. পাথরকুচী (Bryophyllum) এর পত্ৰজ মূল দেখা যায় ।

10. ম্যানগ্রোভ উদ্ভিদে (Rhizophora) স্বাসমূল দেখা যায় ।

  1. উন্নত উদ্ভিদের মূল এবং রােগসৃষ্টি করে না এইরূপ ছত্রাকের মিথােজীবি সংগঠনকে মাইকোরাইজা বলে ।
  2. একবীজপত্রী উদ্ভিদের মূলে 6 এর বেশী নালিকা বান্ডিল পাওয়া যায় ।
  3. দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে 2-6 টি নালিকা বাণ্ডিল পাওয়া যায় ।
  4. কিছু কিছু উদ্ভিদে পত্রমূল ফোলা হয় একে পালভিনাস বলে ।
  5. Acacia বা আকাশমণি উদ্ভিদে পত্রবৃন্ত চ্যাপ্টা হয়ে পাতার ন্যায় গঠন সৃষ্টি করে একে ফাইলােড বলে ।
  6. ফনিমনসার (Opuntia) ক্ষেত্রে কাণ্ড পাতার ন্যায় চ্যাপ্টা সবুজ বর্ণের হয় একে ফাইলােক্র্যাড বলে ।

17. Asparagus এর ক্ষেত্রে একটি বা দুটি পর্বযুক্ত কাণ্ড সূক্ষ্ম, নলাকার পাতার ন্যায় গঠনে রূপান্তরিত হয় । একে ক্ল্যাডােড বলে ।

  1. বিজ্ঞানের যে শাখায় ফল নিয়ে পাঠ করা হয় তাকে Pomology বলে ।
  2. সস্যের ক্ষেত্রে ফলত্বক এবং বীজত্বক একত্রে মিশে যায় । তাই এদের ফল এবং বীজ একই । এইরূপ ফলকে ক্যারিওসিস বলে ।
  3. বিজ্ঞানী Noll (1902) সর্বপ্রথম পার্থেনোকাপি শব্দটি প্রচলন করেন ।
  4. নিষেক ব্যাতিরেকে বীজ বিহীন ফল উৎপাদনকে পার্থেনােকাপি বলে ।

22. পাতাবিহীন পুষ্পবিন্যাস ধারণকারী উদ্ভিদ- Balanophora diocia

  1. অক্সিন হরমােন প্রয়ােগ করে কৃত্রিম উপায়ে পার্থেনােকাপিক ফল উৎপাদন করা যায় ।
  2. সর্বপ্রথম পার্থেনােকাৰ্পি করা হয় টমেটো গাছে ।

25. ইথিলিন হরমােন প্রয়ােগ করে ফল পাকানাে হয় ।

  1. বীজপত্রবিহীন দ্বিবীজপত্রী হল- Cuscuta reflexa
  2. সর্ববৃহৎ পুষ্পবিন্যাস পাওয়া যায়- Puya raimondii

28. মাইকোরাইজা যুক্ত সম্পূর্ণ মৃতজীবি হল- Monotropa এবং Sarcodes

  1. সবচেয়ে ক্ষুদ্রতম পরজীবি গুপ্তজীবি হলো- Archeuthobium minutissimum.
  2. সবচেয়ে বড় ফুল ধারণকারী উদ্ভিদ- Rufflesia arnoldi
  3. সবচেয়ে ক্ষুদ্রতম ফুলধারণকারী উদ্ভিদ- Wolffia
  1. পরিবেশের যেসব পরিবর্তন শনাক্ত হয় এবং প্রাণীদেহে উদ্দীপনা সৃষ্টি করে তাদের কী বলে ?

উওরঃ- উদ্দীপক বলে।

  1. প্রোটোপ্লাজমের আবর্তনগতি বা সারকুলেশন কোথায় দেখা যায় ?

উওরঃ- কুমড়ো গাছের কাণ্ডের রোমে।

গমনে সক্ষম একটি উদ্ভিদের নাম কী ?

উওরঃ- ক্ল্যামাইডোমোনাস।

  1. প্রকরণ চলন কোথায় দেখা যায় ?

উওরঃ- বনচাঁড়ালের পত্রকে।

  1. উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে না হয়ে তীব্রতা অনুসারে হয় তাকে কী চলন বলে ?

উওরঃ- ন্যাস্টিক চলন।

  1. উদ্ভিদ দেহের উদ্দীপকের প্রভাবে স্থানান্তরে গমনকে কী বলে ?

উওরঃ- ট্যাকটিক চলন।

  1. তেঁতুল পাতার পত্রগুলি প্রখর আলো ও অধিক উষ্নতায় খুলে যায় এবং কম আলো ও কম তাপে মুদে যায়, এটি কী প্রকারের চলন ?

উওরঃ- নিকটিন্যাস্টিক চলন।

  1. ক্ষণপদের সাহায্যে গমন হয় কোন প্রাণীর ?

উওরঃ- অ্যামিবার।

  1. মানবদেহের কোন কোশে ক্ষণপদ দেখা যায় ?

উওরঃ- শ্বেত রক্তকণিকা।

  1. অ্যামিবার গমনকে কী বলে ?

উওরঃ- অ্যামিবয়েড গতি।

  1. একটি মুখ্য জলজ প্রাণীর উদাহরণ দাও।

উওরঃ- মাছ মুখ্য জলজ প্রাণী।

  1. একটি মুখ্য খেচর প্রাণীর উদাহরণ দাও।

উওরঃ- পায়রা মুখ্য খেচর প্রাণী।

  1. একটি অ্যাবডাক্টর পেশির উদাহরণ দাও ।

উওরঃ- ডেলটয়েড পেশি।

  1. যে প্রক্রিয়ায় কোনো অঙ্গাকে দেহাক্ষের নিকটবর্তি হতে সাহায্য করে তাকে কী বলে ?

উওরঃ- অ্যাডাকশন বলে।

  1. একটি অ্যাক্টর পেশির উদাহরণ দাও।

উওরঃ- ল্যাটিসিমাস ডরসি।

  1. রোটেশন কাকে বলে?

উওরঃ- যে প্রক্রিয়ার দেহের কোনো অংশ আবর্তিত হয় তা রোটেশন বলে ।

  1. মানবদেহের দীর্ঘতম অস্থি কোনটি ?

উওরঃ- ফিমার।

  1. একটি এক্সটেনসর পেশির উদাহরণ দাও।

উওরঃ- ট্রাইসেপস।

  1. কৃষিক্ষেত্রে আগাছা নির্মূল করার জন্য কোন্ কৃত্রিম হরমোন প্রয়োগ করা হয় ?

উওরঃ- কৃত্রিম অক্সিন (2, 4-D)।

  1. পত্রমোচন বিলম্বিত করে কোন হরমোন ?

উওরঃ- সাইটোকাইনিন।

  1. জিব্বেরেলিনের রাসায়নিক উপাদানগুলি কী কী ?

উওরঃ- জিব্বেরেলিনের রাসায়নিক উপাদানগুলি হল- কার্বন,হাইড্রোজেন ও অক্সিজেন।

  1. জিব্বেরেলিনের দুটি উৎস উল্লেখ করো।

উওরঃ- জিব্বেরেলিন উদ্ভিদের পরিপক্ক বীজে ও বীজপত্রে পাওয়া যায়।

  1. উদ্ভিদের অগ্রথ প্রকটতা ঘটায় কোন হরমোন?

উওরঃ- অক্সিন।

  1. হরমোনের পরিণতি কী ?

উওরঃ- হরমোন ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়।

  1. একটি ট্রফিক হরমোনের উদাহরণ দাও।

উওরঃ- থাইরোট্রফিক হরমোন বা TSH।

  1. আয়োডিন কোন হরমোনের উপাদান ?

উওরঃ- থাইরক্সিন।

  1. প্রাণী হরমোনের উৎস কী ?

উওরঃ- এন্ডোক্রিন গ্রন্থি বা অন্তঃক্ষরা গ্রন্থি।

  1. একটি অ্যামাইনোধর্মী হরমোনের নাম কী ?

উওরঃ- অ্যাড্রিনালিন।

  1. GH-এর পুরো নাম কী ?

উওরঃ- গ্রোথ হরমোন।

  1. GTH এর পুরো নাম কী ?

উওরঃ- গোনাডোট্রফিক হরমোন।

  1. LH হয় পুরো নাম কী ?

উওরঃ- লিউটিনাইজিং হরমোন।

  1. LTH হয় পুরো নাম কী ?

উওরঃ- লিউটোট্রফিক হরমোন।

  1. অ্যাড্রেনাল গ্রন্থি থেকে কী কী হরমোন নিঃসৃত হয় ?

উওরঃ- অ্যাড্রিনালিন ও নন অ্যাড্রিনালিন।

  1. GH এর কম ক্ষরণে কী রোগ হয় ?

উওরঃ- বামনত্ব বা ডোয়ারফিজম।

  1. GH এর অধিক ক্ষরণে কী রোগ হয় ?

উওরঃ- জাইগ্যানটিজম বা অতিকায়ত্ব।

  1. অ্যাক্রোমেগালি রোগ কী কারণে হয় ?

উওরঃ- STH এর অধিক ক্ষরণের ফলে হয়।

  1. কারক কাকে বলে ?

উওরঃ- যে সব অঙ্গ উদ্দীপনায় উদ্দীপিত হয় তাকে কারক বা ইফেকটর বলে। যেমন—গ্রন্থি ও পেশি।

  1. স্নায়ুকোশের দীর্ঘ প্রবর্ধকের নাম কী ?

উওরঃ- অ্যাক্সন।

  1. অ্যাক্সনের শেষ প্রান্তের সূক্ষ্ম শাখাগুলিকে কী বলে ?

উওরঃ- প্রান্তবুরুশ বলে।

  1. একটি ইফারেন্ট স্নায়ুর (আজ্ঞাবহ স্নায়ু) উদাহরণ দাও।

উওরঃ- অকিউলোমোটর স্নায়ু।

  1. নিউরোন কত প্রকারের ?

Answer : নিউরোন প্রধানত তিন প্রকারের, যথা—(i) সংজ্ঞাবহ নিউরোন, (ii) আজ্ঞাবহ নিউরোন ও (ii) সহযোগী নিউরোন।

Introduction to different types of plants Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে Download করার জন্য নিচে দেওয়া লিংকে Click করুন”

File Details:-

File Name:- Introduction to different types of plants pdf in Bengali  [www.edu.bengaliportal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:-  3 Mb File
Location:- Google Drive



Download:- Click Here to Download

-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here