Important questions and answers for WBCS exam || বিগত বছরে WBCS পরীক্ষায় আগত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর || pdf

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,   আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Important questions and answers for WBCS exam pdf. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে Important questions and answers for WBCS exam. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই Important questions and answers for WBCS exam Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

বিগত বছরে WBCS পরীক্ষায় আগত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Important questions and answers for WBCS exam pdf

  1. কাকে “ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী” -বলা হয় ? (WBCS – 2015)

উওরঃ- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

  1. লর্ড মাউন্টব্যাটেন কাকে ‘একাই এক সীমান্ত বাহিনী’ বলে উল্লেখ করেছেন ? (WBCS – 2015)

উওরঃ- মােহনদাস করমচাঁদ গান্ধী

  1. কোন গুপ্ত শাসক ‘বিক্রমাদিত্য’ নামে পরিচিতি ? (WBCS -2013)

উওরঃ- দ্বিতীয় চন্দ্রগুপ্ত

  1. তাঁর শিলালিপিতে অশােক নিজেকে কী বলে অভিহিত করে ? (WBCS – 2013)

উওরঃ- দেবনামপ্রিয় প্রিয়দর্শি

  1. গুপ্ত বংশের কোন রাজা “লিচ্ছবিদৌহিত্র” নামে পরিচিত ? (WBCS – 2012)

উওরঃ- সমুদ্রগুপ্ত

  1. কাকে বলা হয় “ভারতীয় রেনেশাঁসের ভােরের শুকতারা” ? (WBCS – 2011)

উওরঃ- রাজা রামমােহন রায়।

  1. কে ‘অমিত্রঘাত’ নামে পরিচিত ? (WBCS – 2011)

উওরঃ- বিন্দুসার

  1. “সনাতনপন্থী সংস্কারক” কাকে বলা হয় ? (WBCS – 2010)

উওরঃ- বিদ্যাসাগর

  1. “ভারতীয় বিপ্লবীদের জননী” নামে কে খ্যাত ? (WBCS-2001,2004,2005,2010)

উওরঃ- মাদাম কামা

  1. ভারতের ‘লৌহমানব’ কাকে বলা হয় ? (WBCS- 2009)

উওরঃ- সর্দার বল্লভভাই প্যাটেল

  1. “হিন্দুস্থানের তােপাখী” কোন সুলতানি কবিকে বলা হয় ? (WBCS – 2009)

উওরঃ- আমির খসরু

  1. “সীমান্ত গান্ধী” নামে কে পরিচিত ? (WBCS – 2009)

উওরঃ- আব্দুল গফফর খাঁন

  1. মুঘল ভারতে কে “জিন্দাপীর” নামে পরিচিত ? (WBCS- 2004,2008)

উওরঃ- ঔরঙ্গজেব

  1. “অন্ধ কবিতার পিতামহ” কাকে বলা হয় ? (WBCS- 2007)

উওরঃ- পেদ্দন

  1. সুলতানি যুগে “প্রকৃত রাজা” কে ছিলেন ? (WBCS – 2007)

উওরঃ- ইলতুৎমিস।

  1. “কাকাসাহেব” নামে কে পরিচিত ? (WBCS – 2006)

উওরঃ- জি ভি জোশি

  1. কোন ভাইসরয়কে “উজ্বল বিফলতা” বলা হয় ? (WBCS- 2006)

উওরঃ- লর্ড লিটন।

  1. “আধুনিক ভারতের প্রবক্তা” কাকে বলা হয় ? (WBCS – 2006)

উওরঃ- রাজা রামমােহন রায়

  1. “ভারতের চমৎকার বৃদ্ধ” কাকে বলা হয় ? (WBCS- 2002,2004)
    উওরঃ- নৌরজী
  2. “ভারতের অর্ধনগ্ন ফকির” ব্রিটিশ প্রধানমন্ত্রি কার সম্বন্ধে বলেছেন ? (WBCS – 2005)

উওরঃ- মােহনদাস করমচাঁদ গান্ধী

  1. “ফেল করা ব্যাঙ্কের উপর ভবিষ্যতের তারিখ দেওয়া চেক” কার আগমন উপলক্ষে গান্ধীজির এই উক্তি ? (WBCS- 2001,2015)

উওরঃ- ক্রিপস্ মিশন

  1. “সব লাল হাে জায়েগা” -কার উক্তি ? (WBCS- 2004,2013)

উওরঃ- রঞ্জিত সিং।

  1. “স্বরাজ আমার জন্মগত অধিকার” কে বলেছিলেন ? (WBCS- 2003,2005,2007,2012)

উওরঃ- বাল গঙ্গাধর তিলক

  1. কে বলেছিলেন “কংগ্রেস যদি দেশ বিভাগ গ্রহণ করতে ইচ্ছুক হয় , তা হবে আমার মৃতদেহের tog PCU” ? (WBCS- 2011)

উওরঃ- মােহনদাস করমচাঁদ গান্ধী

  1. “আগামী পঞ্চাশ বছর ভারতীয়দের একমাত্র উপাস্য দেবতা হােক ভারতমাতা” কার tres ? (WBCS- 2008)

উওরঃ- স্বামী বিবেকানন্দ

  1. “বাংলার ঘরে যত ভাই-বােন এক হউক, হে ভগবান” কে লিখেছিলেন ? (WBCS – 2008)

উওরঃ- রবীন্দ্রনাথ ঠাকুর

  1. “আমি আপনাদের একটি মুসলমান প্রদেশ দিতেছি” – বলেছিলেন ? (WBCS- 2007)

উওরঃ- লর্ড কার্জন

  1. “We shall make the settled fact unsettled” etar els ? (WBCS- 2006)

উওরঃ- সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়

  1. “আমার কথা দিয়ে নয়, কাজ দিয়ে আমাকে বিচার করুন” কে বলেছিলেন ? (WBCS – 2006)

উওরঃ- লর্ড রিপন

  1. “আমার দেশকে ভালােবাসা যদি অপরাধ হয়, তবে আমি অপরাধী” -এই উক্তিটি কর? (WBCS- 2001,2005)

উওরঃ- অরবিন্দ ঘােষ

  1. “শিক্ষা অপেক্ষা করিতে পারে কিন্তু স্বরাজ নয়” উক্তিটি কার ? (WBCS- 2005)

উওরঃ- সি আর দাস

  1. “মায়ের দেওয়া মােটা কাপড়, মাথায় তুলে নেরে ভাই” -কোন চরন কবি গেয়েছেন ? (WBCS 2005)

উওরঃ- মুকুন্দ দাস

  1. “We have nothing to fear but fear itself” tresfu P14 ? (WBCS – 2005)

উওরঃ- জওহরলাল নেহেরু

  1. “রাম রহিম এক হ্যায়, নাম ধরা হ্যায় দো” সুলতানি যুগে একথা কে ঘােষনা করেছিলেন ? (WBCS – 2004)

উওরঃ- কবির

  1. দীন-ই-ইলাহী ছিল “আকবরের নির্বুদ্ধিতার চরম নিদর্শন” কে বলেছেন ? (WBCS – 2004)

উওরঃ- ভিনসেন্ট স্মিথ।

  1. “পচনশীল ক্ষয়ে যাওয়া গাছের গােড়াতে যদি আমরা কুঠারাঘাত করি, ডালপালা গুলি নিজের থেকেই খসে পড়বে” -এটি কার উক্তি ? (WBCS- 2002)

উওরঃ- প্রথম বাজীরাও

  1. 1857 সালের মহাবিদ্রোহকে “একটি পরিকল্পিত স্বাধীনতার যুদ্ধ” এই বলে কে অভিহিত করেন ? (WBCS- 2002)

উওরঃ- বিনায়ক দামােদর সাভারকর।

  1. “Let a hundred flowers bloom” treft P141 ? (WBCS – 2001)

উওরঃ- মাও সে তুং

  1. “স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়” কার রচনা ? (WBCS- 2005)

উওরঃ- রঙ্গলাল বন্দোপাধ্যায়

Important questions and answers for WBCS exam Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে Download করার জন্য নিচে দেওয়া লিংকে Click করুন”

File Details:-

File Name:- Important questions and answers for WBCS exam pdf in Bengali  [www.edu.bengaliportal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:-  3 Mb File
Location:- Google Drive

Download:- Click Here to Download

🔲 আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ-

  1. পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটি ?

উত্তর: আমাজন।

  1. আমাজন নদীটি মধ্য পেরুর অন্তর্গত আন্দিজ পর্বতমালার পশ্চিম ঢালের কীসের থেকে উৎপন্ন হয়েছে ? 

উত্তর: হিমবাহ থেকে।

  1. আমাজন নদীটি পূর্ব দিকে অগ্রসর হয়ে কোন মহাসাগরে পতিত হয়েছে ?

উত্তর: আটলান্টিক মহাসাগরে।

  1. উৎপত্তিস্থল থেকে আমাজন নদীটিকে কীসের মধ্য দিয়ে আসতে হয়েছে ?

উত্তর: গিরিখাতের মধ্য দিয়ে।

  1. মারানন, জাপুরা, নিগ্রো, মাদেরার, পুরুস, জারুয়া, টাটাটোর, ঝিঙ্গু, টোটানটিনস প্রভৃতি কোন নদীর উপনদী ? 

উত্তর: আমাজন। 

  1. আমাজন নদী অল্পবিস্তরভাবে কোন রেখার উপর দিয়ে প্রবাহিত হয়েছে ?

উত্তর: নিরক্ষরেখা।

  1. আমাজনে সারা বছর জল থাকার কারণ কী ?

উত্তর:  নিরক্ষীয় অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত।

  1. নীল অববাহিকার আকৃতি কীরূপ ?

উত্তর:  মাছের মতাে।

  1. নীল অববাহিকা কত বর্গ কিমি জুড়ে অবস্থান করছে ?

উত্তর: প্রায় ৩৫ লক্ষ বর্গ কিলােমিটার।

  1. ব-দ্বীপ অঞ্চলে নীল অববাহিকার আকৃতি কীরূপ ?

উত্তর: মীন পুচ্ছের মতাে।

  1. কায়রাে থেকে খাটুম পর্যন্ত নীল অববাহিকার আকৃতি কীরূপ ?

উত্তর: মাছের দেহের মতাে।

  1. উৎপত্তিস্থল থেকে সুদানের খাটুম পর্যন্ত নীল অববাহিকার নাম কী ?

উত্তর: উচ্চ নীল অববাহিকা। 

  1. খার্টুম থেকে আসােয়ান পর্যন্ত নীল অববাহিকার নাম কী ?

উত্তর: মধ্য নীল অববাহিকা।

  1. আসােয়ান থেকে কায়রাে পর্যন্ত নীল অববাহিকার নাম কী ?

উত্তর: নিম্ন নীল আববাহিকা।

  1. অববাহিকার উঁচু জলময় অঞ্চলে যে ঘাস, লতা ও কচুরিপানায় পরিপূর্ণ জলাভূমি দেখা যায় তাকে কী বলে ?

উত্তর: সাড়।

  1. পৃথিবীর অধিকাংশ মৎস্য ধরা হয় কোন মহাসাগর থেকে ?

উত্তর: প্রশান্ত মহাসাগর।

  1. ডগার্স ব্যাঙ্ক মৎস্য সংগ্রহ ক্ষেত্রটি কোন মহাসাগরে অবস্থিত ?

উত্তর পূর্ব আটলান্টিক মহাসাগরে।

  1. ঝিনুক থেকে মুক্তা সংগ্রহের পদ্ধতিকে কী বলে ?

উত্তর: পার্ল কালচার।

  1. লন্ডনের কোন বাজার মৎস্য ব্যবসায়ের জন্য খ্যাত ? 

উত্তর: বিলিংসগেট বাজার।

  1. ম্যাঙ্গানিজ কোন কোন আকরিক থেকে উত্তোলন করা হয় ?

উত্তর:  পাইরােলুসাইট ও সিলােমিলেন।

  1. ট্যাকোনাইট কী ?

উত্তর:  খুব নিকৃষ্ট মানের লৌহ।

  1. শ্বেত অভ্রকে কী বলে ?

উত্তর: মাসকোভাইট।

-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here