9th September 2023 Current Affairs in Bengali Quiz | 9th সেপ্টেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 9th September 2023 Current Affairs in Bengali Quiz | 9th সেপ্টেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 9th September 2023 Current Affairs in Bengali Quiz | 9th সেপ্টেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

9th September 2023 Current Affairs in Bengali Quiz | 9th সেপ্টেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. সম্প্রতি কোন শহরের মেট্রো রেলওয়ে ‘ট্যুরিস্ট স্মার্ট কার্ড’ চালু করেছে?

উত্তর:- দিল্লি

2. 20 তম এসিয়ান-ভারত শীর্ষ সম্মেলন কোথায় আয়োজিত হচ্ছে?

উত্তর:- জাকার্তা

3. সম্প্রতি অসামরিক বিমান মন্ত্রকের সেক্রেটারি পদে কাকে নিযুক্ত করা হলো?

উত্তর:- Vumlunmang Vualnam

4. আকাশবাণীর প্রিন্সিপাল ডিরেক্টর জেনারেল পদে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- ড. বসুধা গুপ্ত

5. সম্প্রতি নিউ দিল্লিতে মহাত্মা গান্ধীর ১২ ফুট লম্বা মূর্তির উন্মোচন করলেন কে?

উত্তর:- রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

6. নিরাজ চোপড়াকে ভারতের ‘Friendship Ambassador’ হিসাবে সম্মানিত করলো কোন দেশ?

উত্তর:- সুইজারল্যান্ড

7. সম্প্রতি অনুষ্ঠিত “Miss International India 2023” শিরোপা জিতলেন কে?

উত্তর:- প্রবীনা অঞ্জনা

8. অমিত এস. তেলাং সম্প্রতি কোন দেশে ভারতের পরবর্তী হাই কমিশনার হিসাবে নিযুক্ত হলেন?

উত্তর:- গায়ানা

9. সম্প্রতি ভারতের কোন বাহিনী “ত্রিশূল” নামে ট্রেনিং অনুশীলন শুরু করেছে?

উত্তর:- ইন্ডিয়ান এয়ার ফোর্স

10. সম্প্রতি কোন রাজ্য সরকার প্রতিবন্ধী শিশুদের জন্য SABAL Yojna চালু করেছে?

উত্তর:- হিমাচল প্রদেশ।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।