Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 9th November 2023 Current Affairs in Bengali Quiz | 9th নভেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 9th November 2023 Current Affairs in Bengali Quiz | 9th নভেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
9th November 2023 Current Affairs in Bengali Quiz | 9th নভেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
❏ ফেব্রুয়ারী 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ মার্চ 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ এপ্রিল 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ মে 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ জুন 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ জুলাই 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ আগষ্ট 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
1. ভারতে উত্তরাখণ্ড রাজ্যের প্রতিষ্ঠা দিবস কোন দিন পালিত হয়ে থাকে?
উত্তর:- 9th নভেম্বর
2. “জাতীয় আইনী সেবা দিবস” (National Legal Services Day) কোন দিন পালিত হয়ে থাকে?
উত্তর:- 9th নভেম্বর
3. সম্প্রতি কোন রাজ্য সরকার ‘প্রজেক্ট ডলফিন’ বাস্তবায়নের আদেশ জারি করেছে?
উত্তর:- তামিলনাড়ু
4. সম্প্রতি কোন প্রতিষ্ঠান ‘2024 এশিয়া-প্যাসিফিক মানব উন্নয়ন প্রতিবেদন’ প্রকাশ করেছে?
উত্তর:- UNDP
5. কোন দেশ ইউরোপীয় মহাকাশ মন্ত্রীদের নিয়ে দুই দিনের ‘স্পেস সামিট’ এর আয়োজন করেছে?
উত্তর:- স্পেন
6. গোয়ায় অনুষ্ঠিত জাতীয় গেমসে 200টির বেশি পদক পাওয়া প্রথম রাজ্য কোনটি?
উত্তর:- মহারাষ্ট্র
7. ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরি করা ব্যাটসম্যান কে?
উত্তর:- গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)
8. ন্যাশনাল কো-অপারেটিভ অর্গানিকস লিমিটেডের ‘ভারত অর্গানিকস’ ব্র্যান্ড কে চালু করেছেন?
উত্তর:- অমিত শাহ
9. লন টেনিসে কোন খেলোয়াড় ‘প্যারিস মাস্টার্স’ শিরোপা জিতেছেন?
উত্তর:- নোভাক জোকোভিচ (Novak Djokovic)
10. সম্প্রতি ন্যাটো আনুষ্ঠানিকভাবে ‘ঠান্ডা যুদ্ধ-নিরাপত্তা চুক্তি’ স্থগিত করেছে, ন্যাটোর সদর দপ্তর কোথায়?
উত্তর:- ব্রাসেলস (Brussels).
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।