Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি 9th November 2022 Current Affairs in Bengali | 9th নভেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 9th November 2022 Current Affairs in Bengali | 9th নভেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।

9th November 2022 Current Affairs in Bengali | 9th নভেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
- “বিশ্ব স্বাধীনতা দিবস” (World Freedom Day) কবে পালন করা হয়ে থাকে?
উত্তর:- 9th নভেম্বর
- “উত্তরাখণ্ড দিবস” (Uttarakhand Day) কবে পালিত হয়ে থাকে?
উত্তর:- 9th নভেম্বর
- সম্প্রতি Motogp বিশ্ব চ্যাম্পিয়নশিপ 2022 জিতেলেন কে?
উত্তর:- ফ্রান্সেস্কো বাগনাইয়া (Francesco Bagnaia).
- 2022 সালের নভেম্বরে প্রকাশিত ইউএস নিউজ এবং ওয়ার্ল্ড রিপোর্ট অনুযায়ী কোন দেশের উৎপাদন খরচ সবচেয়ে কম?
উত্তর:- ভারত
- সম্প্রতি ভারতের G20 প্রেসিডেন্সির লোগো, থিম এবং ওয়েবসাইট উন্মোচন করলেন কে?
উত্তর:- প্রধানমন্ত্রী মোদি
- ভারতের কোন শহরে বিশ্বের প্রথম বৈদিক ঘড়ি চালু হতে চলেছে যা সূর্যের অবস্থানের সাথে সিঙ্ক করা হবে?
উত্তর:- মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে
- পঞ্চায়েতি রাজের গ্রামীণ উন্নয়ন এজেন্ডা পুস্তিকা কে উন্মোচন করলেন?
উত্তর:- গিরিরাজ সিং
- মানব প্রচেষ্টায় অসাধারণ অবদানের জন্য কে 2022 উত্তরাখণ্ড গৌরব সম্মানে ভূষিত হলেন?
উত্তর:- অজিত ডোভাল (Ajit Doval)
- সেনা কমান্ডার সম্মেলন কোথায় অনুষ্ঠিত হচ্ছে?
উত্তর:- নয়াদিল্লি
- রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (RIL)-এর Director হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হলো?
উত্তর:- কে ভি কামাথ (KV Kamath)
- সম্প্রতি, কিশোর কে বাসা কোন সংস্থার চেয়ারম্যান নিযুক্ত হলেন?
উত্তর:- জাতীয় স্মৃতিসৌধ কর্তৃপক্ষ (National Monuments Authority).
- ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন (FIH) এর নতুন সভাপতি হিসেবে সম্প্রতি কে নির্বাচিত হলেন?
উত্তর:- মোহাম্মদ তৈয়ব ইকরাম (Mohammad Tayyab Ikram).
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।